User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
নরঘাতকদের আক্রমণে এভাবেই বাংলার সবুজ গ্রাম, শ্যামল প্রকৃতি দগ্ধশ্মশান হয়ে যায়। পাকিস্তানি সৈনিকদের চেনা ছিল না এদেশের বিভিন্ন ক্ষুদ্র শহর, গ্রাম ও বিস্তীর্ণ জনপদ; দোসর রাজাকার, আলবদর, আলশাম্সবাহিনী ও পশুরূপী দেশীয় দালালরাই তাদেরকে পথ দেখিয়ে নিয়ে আসতো এইসব প্রত্যন্ত অঞ্চলে। ঘাতকরা যখন যে গ্রামে ঢুকতো, নির্বিচারে বাড়ি ঘর জ্বালিয়ে এক নারকীয় উৎসবে মেতে উঠতো এবং এদের প্রথম শিকার নারী আর শিশু। একাত্তরে হানাদারদের আক্রমণে বাংলাদেশের ছায়াঘন, স্নিগ্ধ গ্রামগুলো কিভাবে দগ্ধ হয়েছে, মানুষের ওপর কিরকম অত্যাচার, নির্যাতন চালানো হয়েছে, তারই একটি বাস্তবচিত্র ফুটে ওঠেছে হাসনাতের উপরোক্ত কবিতায়।বাংলাদেশের কবিরা কবিতায় মুক্তিযুদ্ধের ভয়ালদিনের চিত্র অঙ্কন করেছেন একাত্তরের ভীত-সন্ত্রস্ত অভিজ্ঞতার আলোকে। এ চিত্রের মধ্যে শৈল্পিক সুষমার চেয়ে বাস্তবতাবোধের তীব্রতা অনেক বেশি। কারণ বিশ্বের অন্যান্য দেশের স্বাধীনতাযুদ্ধে একযুগে যা ঘটেছে, বাংলাদেশে নয় মাসের যুদ্ধে ভয়াবহ নির্মমতার ঘটনা ঘটেছে তারচেয়েও বেশি। হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, মৃত্যু, সম্পদহানী সীমাহীন; এত অল্পসময়ের মধ্যে, এতবেশি প্রাণের সংহার আর কোনোদেশের স্বাধীনতা যুদ্ধে কখনো ঘটেনি। কবিতায় বিম্বিত মুক্তিসেনা আক্রান্ত স্বদেশকে শত্রুর কবল থেকে মুক্ত করার জন্য এদেশের আবাল বৃদ্ধা, তরুণ, যুবা দলে দলে যুদ্ধে যোগ দিয়েছিলো কবিতার আঙ্গিক ও গঠনশৈলী নিয়ে ষাটের দশকের প্রথমার্ধে বিস্তর পরীক্ষা-নিরীক্ষা হয়। এ-সময়েই বাংলাদেশের কবিতায় গদ্য একটি মাধ্যম হিসেবে প্রবেশাধিকার পায়। আবুল হাসান মধ্যষাটে আত্মপ্রকাশ করে নিজেও কবিতার উপস্থাপন মাধ্যম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। এ-সময় কেউ কেউ কবিতাকে গদ্যরেখার মতো, সরল রেখার মতো উপস্থাপনা করেছেন। যেহেতু বক্তব্য উপস্থাপনে সুস্পষ্ট বক্তব্যাশ্রয়ী হয়নি ফলে এর গদ্যভাষা একধরনের অস্পষ্টতার ভেতর আচ্ছন্ন ও আরোপিত ধোঁয়াশা সৃষ্টি করে। বক্তব্য বৃহত্তর কাব্যপাঠকের কাছে সহজবোধ্য ছিল না। কবি আবুল হাসান কবিতায় গদ্যভঙ্গিকে উপস্থাপন মাধ্যম হিসেবে ব্যবহারের পাশাপাশি যথাযথভাবে নান্দনিক প্রকাশভঙ্গিকে গুরুত্ব দিয়েছেন সমমাত্রায়।