User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
oshadharon akhti voi....j porbe tar valo lagbeii❤️
Was this review helpful to you?
or
ধূসর ভাই মানেই অসাধারণ কিছু........
Was this review helpful to you?
or
আপুর লেখা এমনেই অনেক ভালো এক সমুদ্র প্রেম অনলাইনে পড়েছিলাম খুবই ভালো লেগেছে তাই অন্তঃবাসিনী দেখা মাত্রই কিনে ফেললাম।।।ধূসর-পিউ এখন হাতে আবারও পড়বো তাদের
Was this review helpful to you?
or
অসম্ভব সুন্দর একটি বই??। বরাবরের মতোন ধূসর-পিউ জুটি টি ছিলো অতুলনীয়?❤️। সাথে ইকবাল-পুষ্প ও সাদিফ-মারিয়া জুটিও কম ছিলো না। আর শিকদার বাড়ির তো কোন তুলনায় নাই। সব মিলিয়ে "অন্ত:বাসিনী" বই টি ছিলো অসাধারণ। তুলনা হয় না❤️??
Was this review helpful to you?
or
The book is very beautiful and I got it exactly as I wanted.?
Was this review helpful to you?
or
রিভিউ : পারিবারিক, সামাজিক, কাজিন রিলেটেড গল্পটায় মন মাতানো এক গুচ্ছ ভালোবাসা মিলিত আছে। চুম্বকীয় দুই মেরুর প্রান্ত ,, ভালোবাসার টানে মিলিত হয়েছে। ধূসর মাহতাব সাহেবের এটিটিউডের বিপরীতে পিউ সিকদারের দাম্ভিক চরিত্র প্রেমের জোয়ারে হারিয়েছে। ধূসরের প্রতি পিউয়ের চোখে একরাশ ঘৃণা থেকে ভালোবাসা'র জন্ম কীভাবে রচনা হলো,, তা লেখিকা আপু খুবই মার্জিত এবং সাবলীল ভাষায় ফুটিয়ে তুলেছেন। ( এটা পড়ে আশাহত হবেন না বরং অন্তঃবাসিনী রুপে ধূসর মাহতাবের বিপরীতে নিজেকে স্থাপন করবেন বারংবার।)
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই! যার তুলনা হয়না কারো সাথে! এই বইটা প্রত্যেকটাা ধূসর প্রেমীর আবেগ! বরাবরের মতোই নুসরাত সুলতানা সেঁজুতি আপু তাঁর চমৎকার লেখনী দিয়ে পাঠকের মন জয় করে নিয়েছেন। বইয়ের প্রত্যেকটা চরিত্র কে ভীষণ সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। বইটি আমার ভীষণ প্রিয়। অসংখ্য ধন্যবাদ সেঁজুতি আপুকে আমাদের জন্য এতো সুন্দর একটি বই লেখার জন্য।
Was this review helpful to you?
or
Ak kothay best ? Amr moner moto akta boi ?
Was this review helpful to you?
or
অন্তঃবাসিনী,,, নুসরাত সুলতানা সেঁজুতি আপুর লিখা এই বইটি আমার ভীষণ মন কেড়েছেন। সিকদার ধূসর মাহতাব এই শ্যামবর্ণের তামাটে পুরুষের ব্যক্তিত্তের প্রেমে পড়া যেনো বাধ্য বাধকতা।হাজার হাজার বই তো পড়িনি তবে যে গুলো পড়েছি তারমধ্যে এই ~অন্তঃবাসিনী ~ অসাধারণ সুন্দর। এবং মন কেড়ে নেওয়ার মতো।আর লেখিকার লৈখন শৈলী অসম্ভব সুন্দর। আমার পক্ষ থেকে এই বইয়ের রেটিং ১০/১০।
Was this review helpful to you?
or
চমৎকার লেখনী সাথে চমৎকার গল্প। বইটি আমার শীর্ষ পছন্দের তালিকায়। রোমান্টিকধর্মী গল্পটা দারুন এঞ্জয় করেছি?।
Was this review helpful to you?
or
Khub valo ekti boi ei boi ti. Amr pore onk Bhalo legeche. Dhushor r piu manei chomotkar kichu. Ei juti k porlei mone Shanti Pai . E charao golper Baki juti Sadif Maria, Ikbal Pushpo juti o Amr onk pochonder. Dhushorer Sathe Ikbaler khunshutir ,bondhuttopurno shomporko onk Bhalo lage.Piu r Ikbal er alap,khunshuti o valo lage. Ek shomudro prem golpo ti porei Piu r Dhushor amr priyo juti r oder niye lekha shob kichu amr onk priyo Hoye utheche . Tai ei boi ti o na kine thakte parinai. Ei boi ti onk chomotkar Ekta boi ja Mon valo kore dey. Ami ei boi ti koybaar repeat korechi hisheb nei .
Was this review helpful to you?
or
সত্যি অসাধারণ ছিলো বই টা
Was this review helpful to you?
or
#বইরিভিউ #বইঃ_❝অন্তঃবাসিনী❞ #লেখকঃ_নুসরাত_সুলতানা_সেঁজুতি #প্রকাশনা:নবকথন প্রকাশনী #প্রকাশকঃ মোশাররফ হোসাইন নীলয় #প্রচ্ছদ:ফাইজা ইসলাম #জনরা:রোমান্টিক ও সামাজিক #রিভিউদাতাঃজেসমিন ★লেখিকা পরিচিতি★ "নুসরাত সুলতানা সেঁজুতি " বরিশাল বিভাগের মেয়ে তিনি। বই পড়ার শুরু তার স্কুল জীবনে প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শরৎচন্দ্রের বই উপহার পাওয়ার মধ্যে দিয়ে।এরপর ফেসবুকে গল্প পড়ার মধ্যে দিয়ে লিখালিখি শুরু করেন। অনলাইন গল্প লেখালেখি করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করছেন। "প্রণয়াখাঙ্ক্ষা" তার প্রথম বই। এবং দ্বিতীয় বই অন্তঃবাসিনী। ফ্ল্যাপ: সেই প্রচণ্ড কাকভেজা বর্ষায়, বাড়ির উঠোনে ভিজতে থাকা এক চঞ্চল কিশোরী! ধূসরের হঠাৎ আগমন। কিশোরীর এলোমেলো চুলের তোড় এসে তার নিখাদ চোখে ঝাঁপ দেওয়া। আর তারপর? চোখাচোখি। সিক্ত শরীর নয়, বরং মসৃণ মুখখানি নিঃশব্দে ঢুকে যাওয়া হৃদয়ে। অন্তঃপটে অমন চোরের ন্যায় ঘর বানানো মেয়েটির নাম দিয়েছে ধূসর—“অন্তঃবাসিনী!” অথচ সেই নামের মালকিন খোঁজ রাখে এসবের? ★বই এর নামকরণ★ শুধু গল্প সুন্দর হলেই হয় না তার নামটাও হতে হয় গল্পের মতো সুন্দর। লেখিকা আপু বই লেখার পাশাপাশি বইয়ের নাম দেওয়ার ক্ষেত্রে তার দক্ষ ও নিপুণ হাতের প্রতিভা দেখিয়েছন। বই এর নাম ও প্রচ্ছদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ❝অন্তঃবাসিনী❞ সেদিক থেকে স্বার্থক। _____________ ★চরিত্র বিশ্লেষণ★ #ধূসর- পিউঃ- ধূসর পিউয়ের গল্প মানেই একদম মন ছুঁয়ে যাওয়ার মতোই কিছু একটা। গল্পটা নিয়ে যা বলবো তাই কম হবে। আমাদের সবার ধূসর ভাইয়ের যে এতো উন্নতি হয়েছে টা ভাবার বাহিরে নিজের অনুভূতি লুকিয়ে রাখা মানুষটা এখন তার ভালোবাসা জানেন দিচ্ছে। ধূসর চরিত্রটার প্রতি আগে যেমন ছিলাম এখনো তার বিন্দুমাত্র কমে নি বরং পিউয়ের মতো আমাদের মনেও তার প্রতি ভালোবাসা বেড়েই চলেছে।আর আমাদের ছোট্ট পিউ কত বড় হয়ে গেছে। বাবার বাধ্য মেয়েটা প্রথমবার ভালোবেসে অবাধ্য হয়েছে। চোখে চোখ রেখে অকপটে নিজের ভালোবাসা স্বীকার করছে। ইকবাল~পুষ্পঃ- ইকবাল ভাই।যাকে ছাড়া গল্পটা অসম্পূর্ণ। ইকবাল ভাইয়ের সব কথা খুনসুটি,লাগামহীন কথাবার্তা সবকিছুই একদম সেই লেভেলের ছিলো।ইকবাল ভাই ছাড়া গল্প জমে না। তার কথাগুলো পড়ে আমি হাসতে হাসতে শেষ। উফ! এতোটা মজার মানুষ হয়। ইকবাল পুস্পর সম্পর্কও এখানে দেখানো হয়েছে খুব সুন্দরভাবে। সাদিফ~মারিয়াঃ- সাদিফ বাবুর ধূসরকে ভয় পাওয়া,ইকবালের সাথে মজা করা,প্রেয়সীর প্রতি অপ্রকাশিত ভালোবাসা আর ভীতু সাদিফ সব মিলিয়ে দারুন ছিলো।আর মারিয়া সাহস দেখিয়ে কিভাবে নিজের ভালোবাসাকে পরিণয় দিয়ে দিলো। পছন্দের কিছু লাইন : ❝ হাওয়ায় হাওয়ায় সুরসুরি, ইকবালের হলো মন চুরি! ❞ ❝ শুধু আজ বিকেল নয়,নিঃশ্বাসের সমাপ্তি যে বিকেলে, সেদিনও এভাবে আমার হাতটা তোমার হাতে থাকুক, মাই লাভ! ❞ ❝ আপনি আমার ভাগ্যে না থাকলেও আমার হৃদয়ে সারাজীবন থাকবেন, ম্যালেরিয়া! ❞ ❝ যে আমার হৃদয়ের রাজ্যে হুট করে দখল নিয়ে নিল,সেই ডাকাত রাজকুমারকে চিনব না! ❞ ❝ ভালোবাসর জন্য কী কারণ থাকে ধূসর ভাই? আমি তো অকারণেই আপনাকে ভালোবেসে ফেললাম! ❞ ❝ যেদিন আপনার থেকে বিচ্ছেদ চাইব, সেদিন আমার মৃত্যু হোক! ❞ ❝ মাই লাভের রক্তাক্ত ঠোঁটের ডগায় প্রাণনাশ হোক আমার!যতবার সে হাসবে,আমি ইকবাল ততবার বেঁচে উঠব না হয়! ❞ ❝ ধূসর ভাই নামক সুখ পেতে পিউ অমন হাজারটা দুঃখও মুঠো ভরে কুড়িয়ে নিতে রাজি! ❞ ❝ শিকদার ধূসর মাহতাবের অন্তঃবাসিনীকে ছোঁয়ার আগে, দুঃখ শব্দটাকেই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করব আমি! ❞ ❝ এবার প্রচন্ড ভালোবেসে আরও খারাপ হব,ম্যালেরিয়া।আপনাকেও আমার মতো প্রেমের জ্বরে ভোগাব। ❞ ❝ আমার মন জানে,গোটা পৃথিবী জানে,আজ তুইও জেনে রাখ,মরণের আগ অবধি শিকদার ধূসর মাহতাবের হাত থেকে রেহাই নেই তোর। ❞ ❝ পৃথিবীর অচপল বাতায়ন, পাখিদের গুঞ্জন কিংবা চঞ্চল স্রোতস্বিনী, ওরা গলা ছেড়ে গান গায়, নিসর্গে বলে যায়, পিউ, তুই আমার হৃদিস্থ অলিন্দে লালিত এক ' অন্তঃবাসিনী '।❞ আর বাকি রইলো সিকদার পরিবার।এ পরিবারকে নিয়ে বলতে গেলে আমার লেখা শেষ হবে না।শুধু চাইবো এরকম পরিবার যেনো সব জায়গায় তৈরি হয়। সিকদার পরিবার আস্ত একটা আবেগ আমাদের জন্য গল্পে আমি নেগেটিভ কিছুই পাইনি।সব গুলো চরিত্র খুব সুন্দরভাবে আপু উপস্থাপন করেছেন।কখনো আমি রিভিউ দেইনি এটাই প্রথম জানি না কি লেখছি? রেটিং:১০/১০ ***সেঁজুতি আপু অনেক ধন্যবাদ। আবারো এদেরকে পড়ার সুযোগ করে দেয়ার জন্য।এভাবে গল্প আমাদের মাঝে পৌঁছে দেয়ার জন্য ভালোবাসা রইলো।অবিরাম??
Was this review helpful to you?
or
excellent
Was this review helpful to you?
or
চমৎকার একটি বই।।।❤️??খুব ভালো