User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
history and knowledge might be developed by this book.
Was this review helpful to you?
or
আমরা মুসলিমরা ইসলামকে শান্তির ধর্ম বললেও সমগ্র বিশ্বে শান্তির ধর্ম নামে পরিচিত ধর্ম হলো বৌদ্ধ ধর্ম। তার কারন হয়ত সবাই জানি। বৌদ্ধ ধর্ম শান্তি, সম্প্রীতি ও সাম্যের কথা বলে। সকল প্রাণিকে ভালোবাসার শিক্ষা দেয়। আমরা সবাই জানি এই ধর্মে প্রাণি হত্যা নিষিদ্ধ। বুদ্ধের বানী ভালোবাসার বানী। কী আছে এই বৌদ্ধ ধর্মে। এর ভিত্তি কী? সেটা জানার আগ্রহ থেকেই বইটা পড়া। একটা ধর্মকে বোঝার জন্য তার অনুসারিদের না দেখে সেই ধর্মের দর্শন দেখা উচিৎ। তাহলে সেই ধর্ম সম্পর্কে প্রকৃতভাবে জানা যায়। সাধারনত এই ধরনের নন ফিকশনাল বই কিনতে গেলে আমি দ্বিধাদন্দে পড়ে যাই। কারন যে লেখক বইটি লিখেছেন তিনি বিষয়টি সম্পর্কে ভালভাবে অবগত কিনা তা আমি জানি না। এমন অনেক বই পড়েছি যে, পড়ার পরে বুঝেছি লেখক বিষয় সম্পর্কে খুব কম জ্ঞান রাখেন। আমাদের সমাজে অল্প জানলেই সেই জ্ঞান জাহির করার জন্য অস্থির হয়ে ওঠে লোকে। কিন্তু নীরুকুমার চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স ও মাস্টার্স করেছেন। স্কটল্যান্ডের ডান্ডি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। তাকে নিয়ে লিখতে গেলে এখন অনেক কথা লিখতে হবে। যতটুকু বলেছি তাতে আশা করি তার যোগ্যতা সম্পর্কে কারো সন্দেহ থাকার কথা না। তাছাড়া তিনি ঢাকা ভার্সিটির দর্শন বিভাগের একজন সিনিয়র প্রফেসর। তাই ভরসা করেই বইটা কিনলাম। বইটিতে আছে মোট ১৭টি আর্টিকেল। বিভিন্ন সময়ে লেখা এই আর্টিকেল গুলো একত্র করেই বইটা প্রকাশ করা হয়েছে। এটা মূলত দর্শনের ছাত্রদের জন্য সহযোগী বই হিসেবে লেখা। ফলে আরেকটু ভরসা করাই যায় মানের ব্যাপারে, কি বলেন? আর্টিকেল গুলো আছে যেমন দর্শন নিয়ে তেমন ধর্ম নিয়ে। আছে বৌদ্ধ ধর্মের ইতিহাস। আছে ভবিষ্যত নিয়ে চিন্তা। বুদ্ধের পরিচয়। বৌদ্ধদর্শনে যুক্তি। বৌদ্ধ ধর্ম ও বিজ্ঞান। বিভিন্ন বিখ্যাত দর্শনের সাথে বৌদ্ধ দর্শনের তুলনা। মিল-অমিল। বাংলাদেশে বৌদ্ধ ধর্ম; প্রভৃতি মিলে একটা ফুল প্যাকেজ। যারা আমার মত শখের দার্শনিক। অর্থাৎ দর্শন নিয়ে গবেষনা না করে শুধু জানতে চায়, তাদের জন্য বইটা চমৎকার তো বটেই, তাছাড়া যারা দর্শনের ছাত্র তাদের জন্যও বইটা সহযোগী। একটা ব্যাপার উল্লেখ্য, লেখক এখানে বৌদ্ধ ধর্মালম্বিদের দৃষ্টিকোন থেকেই বইটা লিখেছেন। এটা পড়ে আমার উপলব্ধি হলো যে, কোনো নির্দিষ্ট ধর্ম বা দর্শনকে বুঝতে হলে সর্বপ্রথম সেই ধর্ম বা দর্শনের দৃষ্টিকোন থেকে তাকে দেখা উচিৎ। একজন মুসলিম হিসেবে হতাশ হলাম এটা ভেবে যে, বর্তমান প্রগতশীলরা ইসলামী দর্শনকে শুধু সমালোচনার দৃষ্টিকোন থেকেই দেখে। বইটা আমি অনেক সময় নিয়ে পড়েছি। দুইটা আর্টকেল পড়ে অনেকদিন বইটা ধরতাম না। আবার অনেকদিন পড়ে একটা আর্টিকেল পড়তাম। প্রতিটা আর্টিকেল পড়ার পরে নিজের মত করে চিন্তা করতাম। নিজের অবস্থান থেকে বিবেচনা করতাম। ফলে বইটা পড়ে যথেষ্ট আনন্দ পেয়েছি। যাহোক, অনেক বকবক করলাম। যাদের আগ্রহ আছে তারা পড়ে ফেলুন। আশা করি ভালো লাগবে।