User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আধুনিকতার মায়াজালে আটকে গিয়ে মানুষে মানুষে দূরত্ব সৃষ্টি হচ্ছে, বেড়েই চলেছে সম্পর্কের টানাপোড়েন। অতিমাত্রায় আধুনিক হতে গিয়ে ভুলতে বসেছি সম্পর্কের মূল্য, সৃষ্টি হচ্ছে একে অপরের প্রতি দায়িত্ব পালনে অনিহা আর অন্যের হক সম্পর্কে বেখয়াল। মানুষ যেহেতু সামাজিক জীব তাই একাকী বাস করা সম্ভব নয় কিন্তু ধর্মীয় অনুশাসনের বাহিরে চলতে গিয়ে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ছি। সামাজিক ও পারিবারিক জীবনে বিচ্ছিন্নতা মানে হলো বিষণ্ণতা আর হতাশায় মূর্ছা যাওয়া। অথচ মানুষ যেন মানুষের পাশে দাঁড়াতে পারে, সামর্থবানরা যেন অসহায়দের সহায় হতে পারে, কাঁধে কাঁধ মিলিয়ে দুঃখ ভাগাভাগি করে সমাজ থেকে সকল প্রকারের বৈষম্য নিরসন করতে পারে এর জন্য আমাদের দেয়া হয়েছে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা ইসলাম ধর্ম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা এবং রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, আদেশ বাবা-মা,সন্তান-সন্ততি,স্বামী-স্ত্রী, শ্বশুর-শাশুড়ি, আত্মীয়, প্রতিবেশী, কর্মচারী, পশু-পাখি প্রত্যেকের সাথে কীভাবে সম্পর্ক বজায় রেখে সমাজ ও পরিবার ও সমাজে শান্তি স্থাপন করতে হবে। বই থেকে: সমাজ ও পরিবারে চলতে গিয়ে সবার কাছ থেকে সু্ন্দর আচরণ লাভ করা এবং সবার সঙ্গে সুসম্পর্ক থাকা আমাদের কাম্য। প্রত্যেকের হক ও অধিকার সম্পর্কে সচেতনতা না থাকলে দুনিয়া ও আখিরাতের জিন্দেগী বরবাদ হয়ে যাবে। আমাদের আকিদা,আমল ও চরিত্রের সমন্বয় সমৃদ্ধ হবে একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখলে, একে অপরের হক ও অধিকারের নিশ্চয়তা সঠিকভাবে মানতে পারলে। মানুষের সাথে সুসম্পর্কের যোগ্যতা যদি ইবাদতে রূপান্তরিত করতে পারি। পাঠ প্রতিক্রিয়া: কিছু বই থাকে আপনি পড়তে বসলে বইটা শেষ না করে উঠতে পারবেন না। বইগুলো যে সব সময়, নাটক, গল্প, উপন্যাসের হবে তা নয়, আবার খুব যে বড় কলেবরর হবে তাও নয়। আবার মোটিভেশনাল বই হবে তাও নয়। এর বাহিরে কিছু বই থাকে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত, আচার-ব্যবহারের সাথে যুক্ত, বইগুলোকে নির্দিষ্ট কোনো ক্যাটাগরিতে না ফেলে পড়া শেষে সেখান থেকে বাস্তব জীবনে তা প্রয়োগ করাই হলো বইগুলোর উদ্দেশ্য। "দ্য বিউটি অব রিলেশন ইন ইসলাম" এমনই একটি বই। প্রতিটি অধ্যায়ে লেখক জীবন ঘনিষ্ঠ আলোচনা রেখেছেন। সন্তানের সাথে বাবা-মায়ের সম্পর্ক দিন দিন খারাপের দিকে যাচ্ছে, বাবা-মা সন্তানদের সময় দিতে পারছে না, সন্তানরা বাবা-মার তোয়াক্কা করছে না, বিয়ের পর ছেলে পরিবার থেকে দূর হয়ে যাচ্ছে, বউ-শাশুড়ীর বনিবনা হচ্ছে না। এগুলো আমাদের নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সমস্যাগুলো সম্পর্কে আমরা অবগত কিন্তু এর সমাধানের জন্য আমরা চেষ্টা করছি না, বিষয়গুলো নিয়ে ভাবছি না, তাই পরিবারে অশান্তি হচ্ছে, সমাজ ধ্বংসের দিকে এগিয়ে চলছে। কিন্তু এই বইটা পড়ার পর আমার ভুল ভাঙল, যে কেউ না কেউ ঠিকই সমস্যাগুলো নিয়ে ভাবছে, নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমার বিশ্বাস সেই কাজের কিছুটা প্রাপ্তি বক্ষ্যমান গ্রন্থটি। ইসলাম ধর্মের ভিত্তি হলো আল্লাহর পবিত্র বাণী সমৃদ্ধ মহাগ্রন্থ আল কুরআন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ শিক্ষক মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বোত্তম জীবন আদর্শ। সম্পূর্ণ বইয়ে প্রতিটি অধ্যায়ে সমস্যার সমাধানে কুরআন সুন্নাহর যথাযথ প্রয়োগের বিষয়টি সবচেয়ে বেশি চমকপ্রদ লেগেছে। সাবলীল বর্ণণায় গুরুত্বপূর্ণ বিষয়ের লেখনী আর লেখিকার নান্দনিক উপস্থাপনায় বইটি সুখপাঠ্য ছিল। পাঠ অবয়ব: সুন্দর, নির্মল প্রচ্ছদ বই নির্ধারণের ক্ষেত্রে কিছুটা হলেও প্রভাব ফেলে। তাই বইয়ের কন্টেন্টের পাশাপাশি প্রচ্ছটাও সু্ন্দর ও কন্টেন্টে উপযুক্ত হওয়া চাই। "দ্য বিউটি রিলেশন ইন ইসলাম" বইটির প্রচ্ছদটি ঠিক তাই। সাথে চমৎকার পৃষ্ঠ সজ্জা, মজবুত বাঁধাই আর উন্নত পৃষ্ঠার মান বইটি পড়ার ক্ষেত্রে সহায়ক হয়েছে। ক্রাউন সাইজের বই হওয়ায় হাতে রেখে ভ্রমণ কিংবা বাসায় যেকোনো ভাবে পড়ার উপযোগী। সব মিলিয়ে প্রোডাকশন কোয়ালিটি আমাকে সন্তুষ্ট করেছে। বই পরিচিতি: বই: দ্য বিউটি রিলেশন ইন ইসলাম লেখক: যাইনাব বিনতে মুহাম্মদ আলী প্রকাশনায়: ইজরা পাবলিকেশন্স পৃষ্ঠা সংখ্যা: ৯৬ মুদ্রিত মূল্য: ১৫০৳