User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
রাসুল (সা:) এর জিবনী জানার জন্য বেস্ট একটা বই।
Was this review helpful to you?
or
এই বই নিয়ে নতুন করে প্রসংশা করার যোগ্য আমি নই। এক কথায় ১০/১০
Was this review helpful to you?
or
দাম হিসেবে বই ভালোই আছে, দাম কম হওয়া বইয়ের পৃষ্ঠা একটু পাতলা। এছাড়া বাকি সব ঠিক আছে।
Was this review helpful to you?
or
অসাধরণ একটি বই
Was this review helpful to you?
or
খাদিজা আক্তার রোযায়ী অসাধারন অনুবাদ করেছেন।আর বইয়ের বাধাই কোয়ালিটি অসাধারন। বইটা বড় সাইজের পড়ে মজা পেলাম
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই
Was this review helpful to you?
or
অর্ডার করেছি।
Was this review helpful to you?
or
দামে ভালো জ্ঞানে আলো
Was this review helpful to you?
or
খুব সুন্দর একটা বই ।
Was this review helpful to you?
or
Alhamdulillah!!
Was this review helpful to you?
or
সব কিছুই ঠিকঠাক ছিলো,, কিন্তু বইয়ের বাইন্ডিং টা একটু নড়বড়ে।।। বাইন্ডিং এর দিকে নজর দেওয়ার অনুরোধ রইলো।। ধন্যবাদ
Was this review helpful to you?
or
অনেক ভালো লেগেছে তবে হাদীসগুলো তাহকীক করার থাকলে ভাল হত! অনেক জাল হাদীছ রয়েছে এই বইটিতে
Was this review helpful to you?
or
ভাল
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ্ বইটি পেয়েছি।
Was this review helpful to you?
or
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Was this review helpful to you?
or
উত্তম বই
Was this review helpful to you?
or
অসাধারন জীবনীগ্রন্থ। মুসলিম, অমুসলিম নির্বিশষে সবার জন্য অবশ্যপাঠ্য।
Was this review helpful to you?
or
মহানবী সাঃ এর জীবনী নিয়ে রচিত শ্রেষ্ট একটি বই
Was this review helpful to you?
or
বই টা মাশা আল্লাহ অনেক সুন্দর , আমি ইনশা আল্লাহ আরো বই নিবো অন্য প্রকাশনির , তবে আর রমমারি থেকে বই নিবো না , ডেলেভারি সিস্টেম খুবই বাজে , এতদিন যদি একটা বই ডেলেভারি দিতে তাহলে কি ভাবে হবে । এমন টা আশা করিনি রকমারির থেকে ।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ। মানুষের লেখা সেরা বইয়ের একটি। সকলের পড়া উচিৎ।
Was this review helpful to you?
or
ভালো বই।
Was this review helpful to you?
or
৫★
Was this review helpful to you?
or
ভাল প্রডাক্ট
Was this review helpful to you?
or
MashaAllah, onek valo ekti boi
Was this review helpful to you?
or
Osadharon boi. Songrohe thaka uchit. And lot of unkonwn could be leran.
Was this review helpful to you?
or
10/10
Was this review helpful to you?
or
Best
Was this review helpful to you?
or
খুবই সুন্দর বই। বই মানুষের প্রকৃত বন্ধু, আর ভালো বই হলে তো কথাই নাই। ??
Was this review helpful to you?
or
alhamdulillah ...khuv vlo ekta boi ......sobar e pora utchit ...
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
Best Book
Was this review helpful to you?
or
Alhamdulillah, great service. Very fast delivery।
Was this review helpful to you?
or
excellent book
Was this review helpful to you?
or
Best
Was this review helpful to you?
or
good one
Was this review helpful to you?
or
a great islamic historical book
Was this review helpful to you?
or
অসাধারন বই। সবার একবার হলেও পড়া উচিত
Was this review helpful to you?
or
সুন্দর
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ
Was this review helpful to you?
or
Very important book for muslim
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ বইটি অনেক ভালো
Was this review helpful to you?
or
Valo boi
Was this review helpful to you?
or
Awesome
Was this review helpful to you?
or
Best
Was this review helpful to you?
or
খুবই দরকারি বইটি। ভাষা খুবই সহজ।
Was this review helpful to you?
or
অসম্ভব সুন্দর একটি বই।
Was this review helpful to you?
or
হাতে পেলাম।
Was this review helpful to you?
or
???
Was this review helpful to you?
or
অসাধারণ সীরাত গ্রন্থ।
Was this review helpful to you?
or
Excellent.
Was this review helpful to you?
or
5 দিনে বইটি হাতে পেয়েছি। ধন্যবাদ রকমারি টিমকে।
Was this review helpful to you?
or
রাসুল (সা.) এর জীবনী, যা প্রত্যেক মুমিনদের ই জীবনে একবার হলেও পড়া দরকার। আর এর জন্য এই বই টি সেরা। তবে বইয়ের পেইজ কোয়ালিটি আমার কাছে বেশি ভালো লাগে নি। পেইজ আরো প্রিমিয়াম কোয়ালিটির হইলে ভালো হইতো।
Was this review helpful to you?
or
বই টি সম্বন্ধে অনেক পজেটিভ রিভিউ পেয়েছি। বই টি হাতে পাবার পর অনেক ভালো ভালো ফিল হচ্ছে। আশাকরি বইটি পুরোটা পড়ে আশার চেয়ে বেশি কিছু পাবো। ধন্যবাদ লেখক, অনুবাদক, সেলার, রকমারী আর ডেলিভারি কতৃপক্ষকে।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ্ অনেক ভালো বই ছিল এটা। আপনারা নিতে পারেন। বিশেষ করে যারা রাসুল (সঃ) এর জীবনী পড়তে ইচ্ছুক।
Was this review helpful to you?
or
THIS IS A GREAT BOIK.
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
রাসুল সঃ এর অন্যতম নির্ভরযোগ্য জীবনি গ্রন্থ আর রাহীকুল মাখতুম।
Was this review helpful to you?
or
Alhamdulillah
Was this review helpful to you?
or
One Of The Best Sirat Book :)
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই
Was this review helpful to you?
or
আমি আর রাহীকুল মাখতূমের অন্যান্য অনুবাদ বইও দেখেছি। তবে আমার কাছে মনে হয়েছে খাদিজা আখতার রেজায়ীর অনুবাদ সবচাইতে সাবলীল লেগেছে আমার কাছে। অন্যান্য বইয়ের অনুবাদের ভাষা গুলো অনেক একটু কঠিনই লেগেছে। তাই আমি এই সিরাত বইটি পড়তেই বেশি সাজেস্ট করবো।
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ। খাদিজা আখতার রেজায়ীর অনুবাদ খুবই সুন্দর , সহজ এবং সরল।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ ভালো লাগলো। তবে আরো আগে পেলে ভালো হতো।
Was this review helpful to you?
or
মাশাল্লাহ স্যালার অনেক ভালো দুইটি বই দিয়েছেন। দোকানে সরাসরি কিনতে গেছিলাম একই বই দাম চেয়েছিল ৬০০ টাকা । আর এখান থেকে প্রায় অর্ধেকে দামে বইটি হতে পেলাম। আলহাদুলিল্লাহ। ডেলিভারি ম্যান টাও অনেক ভালো মানুষ ছিলেন।
Was this review helpful to you?
or
অনেক সুন্দর বই। আর আশা করি সকল মুসলমান ভাই এই বইগুলো পড়বে। আমি বইগুলো পড়ে অনেক উপকৃত হয়েছি ধন্যবাদ লেখককে।
Was this review helpful to you?
or
রকমারি টিমকে অসংখ্য ধন্যবাদ !!! সবকিছুই ঠিক আছে ।
Was this review helpful to you?
or
খুবই ভালো একটা বই.........।
Was this review helpful to you?
or
অসাধারণ সিরাত গ্রন্থ এটি। আল্লামা সফিউর রহমান মোবারকপুরী অসাধারণ ভাবে বইটি লিখেছেন। বইটিতে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর জীবনী খুব সংক্ষেপে অসাধারণ ভাবে বিস্তারিত তুলে ধরা হয়েছে। অন্যান্য পাবলিকেশন এর তুলনায় এই পাবলিকেশনের অনুবাদটি অনেক বেশি ভাল মনে হয়েছে আমার কাছে। বইটি আমি রকমারি থেকে কিনেছি। এখানে বদর যুদ্ধ, ওহুদ যুদ্ধ হুদায়বিয়ার সন্ধি, মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধ, তাবুক যুদ্ধ ইত্যাদি অনেক সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে।
Was this review helpful to you?
or
সংক্ষিপ্ত বর্ণনাঃ আলোচ্য গ্রন্থ ‘আর রাহীকুল মাখতূম’ শাইখ আল্লামা সফিউর রহমান মুবারকপুরি কর্তৃক রচিত। সৌদি আরবের সরকারী উদ্যোগে রাবেতা আলম আল ইসলামীর পক্ষ থেকে ১৩৯৬ হিজরী সনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন-চরিত বিষয়ক গ্রন্থ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনি সারা বিশ্ব থেকে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ১১৮২জন প্রতিযোগীর মধ্যে প্রথম পুরস্কার লাভের এক দুর্লভ গৌরব অর্জন করেন। এ গ্রন্থটি সর্বস্তরের মানুষের নিকট অত্যন্ত সমাদৃত হয়েছে। সকলেই অত্যন্ত প্রশংসা করেছেন গ্রন্থটির। সবচেয়ে নির্ভর যোগ্য তথ্য সম্বলিত নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী গ্রন্থ হিসেবে ‘আর রাহীকুল মাখতূম’ বিশ্বের বিখ্যাত উলামা ও গবেষকগণের যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। যার পরিপ্রেক্ষিতে এ বইটি আমাদের প্রিয় মাতৃভাষা সহ পৃথিবীর অগণিত জীবন্ত ভাষায় অনুদিত হয়েছে। এই গ্রন্থে বিস্তারিত ভাবে যে সকল বিষয় আলোচিত হয়েছে সেগুলো হল: তৎকালীন আরবের ভৌগোলিক, সামাজিক, প্রশাসনিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা। রবের ধর্ম-কর্ম ও ধর্মীয় মতবাদ। জাহিলিয়াতের সংক্ষিপ্ত বিবরণ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বংশ পরিচয়, বিবাহ, দাম্পত্য, সন্তান-সন্ততি, তাঁর আবির্ভাব এবং এর পর ঘটনা বহুল পবিত্র জীবনের চল্লিশটি বছর। নুবুওয়াত লাভের পূর্বকালীন সংক্ষিপ্ত চিত্র নবুওয়তী জীবন এবং তার দাওয়াত প্রথম পর্যায়ের মুসলিমগণের ধৈর্য ও দৃঢ়তার অন্তর্নিহিত কারণসমূহ। মক্কা ভূমির বাইরে ইসলামের দাওয়াত প্রদান। ইসরা ও মিরাজ। হিজরত। মাদানি জীবন যুদ্ধ-বিগ্রহ, সন্ধি-চুক্তি। রাষ্ট্র প্রতিষ্ঠা সামাজিক ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন। মদীনা বিশ্ববিদ্যালয়ের প্রতিভাবান অধ্যাপক জনাব আল্রামা সফিউর রহমান মোবারকপুরির মরোমুগ্ধকর লেখায়। আল কোরআন একাডেমী লন্ডন এর ডাইরেক্টর প্রবাসি লেখক খাদিজা আখতার রেজায়ীর সুন্দর অনুবাদে অন্যান্য ভাষার মতো বাংলা ভাষার পাঠকদের কাছে এই বইটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এবং তার ইহ লৌকিক জীবন থেকে তিরোধান। উম্মুল মুমেনীন আয়েশা (রা:) বলেছেন, আসমানি গ্রন্থ আল-কুরআনই হল রাসুলুল্লাহ (সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম) এর চরিত্র। তাঁকে অনুসরণ করা, তাঁর জীবন সম্পর্কে জানা প্রত্যেক মুসলিমের ঈমানী দায়িত্ব। এই বইটিতে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম) এর জীবন কাহিনী বিস্তারিত ভাবে আলোচিত হয়েছে। আসুন, আমরা নবীজির জীবনকে জেনে সে অনুসারে নিজেদের গড়ে তুলি।
Was this review helpful to you?
or
"আর রাহীকুল মাখতূম" ‘আর রাহীকুল মাখতূম’ একটি সীরাত গ্রন্থ। আল্লামা ছফিউর রহমান মোবারকপুরী (রহ.) আরবি ভাষায় এ গ্রন্থটি রচনা করেন, যা যুগের সেরা সিরাত গ্রন্থ হিসেবে স্বীকৃতি লাভ করে। এ গ্রন্থটি মূলত সিরাত এর ওপর রচিত অতীতের শত শত গ্রন্থের মৌলিক ও নির্ভরযোগ্য উপাদানের সমন্বয়ে গঠিত। এক কথায় সিরাত সংক্রান্ত বিশাল সংগ্রহশালার একটি নির্যাস গ্রন্থ। বিশ্বমানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুলকে আল্লাহ রাব্বুল আলামিনই উচ্চ মর্যাদা দান করেছেন। যিনি স্বয়ং তাঁর ফেরেশতাদের নিয়ে রাসুলের নামে দরুদ ও সালাম পাঠান। তিনিই তাঁর প্রিয় রাসুলকে ভালোবাসার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। রাসুলের আনুগত্যের মাধ্যমেই মহান আল্লাহ তায়ালাকে ভালোবাসার প্রমাণ এবং মানুষের ইহকালীন ও পরকালীন মুক্তি বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘোষণা দিয়েছেন। রাসুলের সুন্নাহ হচ্ছে এক জীবন্ত ও সর্বোত্তম আদর্শ। কেয়ামত পর্যন্ত এ আদর্শের আবেদন, এ আদর্শের বর্ণনা এবং এ আদর্শ সম্পর্কে গ্রন্থ রচনা অব্যাহত থাকবে। কারণ, রাসুলের আদর্শের মাঝে রয়েছে মানুষের জন্য হেদায়েতের আলো। আল্লাহর রাসুলের কাজ ও চরিত্রই হচ্ছে তাঁর সিরাত। কোরআনের প্রতিচ্ছবি, সব মানুষের চেয়ে শ্রেষ্ঠ ও পরিপূর্ণ, সমগ্র মাখলুকের ভালোবাসা পাওয়ার উপযুক্ত এমন মহান ব্যক্তিত্বের প্রতি যুগে যুগে মুসলিমরা ভালোবাসার প্রমাণ দিয়ে এসেছে। তারই ধারাবাহিকতায় হিজরী ১৩৯৬ সনে রাবেতায়ে আ’লমে ইসলামী সীরাতুন্নবী (সা) সম্পর্কিত গ্রন্থ রচনা প্রতিযোগিতার আয়োজন করে। বিশ্বব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন দেশের বহু লেখক আগ্রহসহ অংশগ্রহণ করেন। ১১৮২টি পাণ্ডুলিপির মধ্যে ‘আর রাহীকুল মাখতূম’ গ্রন্থটিকে প্রথম পুরস্কার প্রদানের মাধ্যমে এক বিরল সম্মানে ভূষিত করা হয়েছে। আর এ দুর্লভ সম্মানের কৃতিত্ব, অভূতপূর্ব জনপ্রিয়তার সমস্ত প্রশংসা শুধুমাত্র তাঁরই প্রাপ্য যাঁর আদর্শকে কেন্দ্র করে এ গ্রন্থ রচিত হয়েছে। সাহিত্যকর্মের রূপ-রস, সৌন্দর্য, মাধুর্য, শোভনতা, সাবলীল ও প্রাঞ্জলতার মধ্যেই নিহিত রয়েছে উক্ত সাহিত্যকর্মের প্রকৃত মূল্য। ‘আর রাহীকুল মাখতূম’ গ্রন্থের সুন্দর ও সাবলীল প্রকাশভঙ্গি এবং লেখকের মোহনীয় শক্তি জায়গা করে নিয়েছে বিশ্বে কোটি কোটি মানুষের অন্তরে। পাঠকের কথা বিবেচনায় রেখে লেখক গ্রন্থ রচনার ক্ষেত্রে গ্রন্থের কলেবর অস্বাভাবিক দীর্ঘ করেননি, আবার খুব বেশি সংক্ষিপ্তও করেননি। অথচ এটি একটি পূর্ণাঙ্গ সিরাত গ্রন্থও বটে। গ্রন্থ রচনায় লেখক ঐতিহাসিক ঘটনাগুলোর ধারাবাহিক বর্ণনা করেছেন এবং সেগুলোর বর্ণনায় তিনি বিভিন্ন অধ্যায়ের শিরোনাম দিয়ে পর্যায়ক্রমিকভাবে বিন্যস্ত করেছেন। যেসব ঘটনার ক্ষেত্রে বিভিন্ন গ্রন্থে মতপার্থক্য রয়েছে সেসব ক্ষেত্রে লেখক সবকিছু পর্যালোচনা করে যেটি সঠিক মনে করেছেন সেটির উল্লেখ করেছেন। যেসব ক্ষেত্রে ভিন্ন মত পোষণকারীদের তথ্য লেখকের কাছে সঠিক মনে হয়নি সেসব ক্ষেত্রে তিনি যুক্তি-প্রমাণের ইঙ্গিত প্রদান করেছেন। আবার, তথ্যের উৎস হিসেবে গ্রন্থটিতে লেখক অসংখ্য গ্রন্থের নাম ও পৃষ্ঠা নম্বর উল্লেখ করেছেন। গ্রন্থের শুরুতে লেখক রাসুল (সা.) এর আবির্ভাবের আগে পৃথিবীতে বিরাজমান বিভিন্ন অবস্থা ও পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। আরবের ভৌগোলিক পরিচয়, তৎকালীন সময়ে বিভিন্ন জাতির অবস্থান, আরবের নেতৃত্ব ও শাসন ব্যবস্থা, আরবদের ধর্মীয় বিশ্বাস ও মতবাদ, জাহেলি সমাজের চারিত্রিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থার চিত্রাঙ্কনের মাধ্যমে লেখক এ পৃথিবীতে রাসুল (সা.) এর আবির্ভাবের গুরুত্ব ও তাৎপর্য অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। অতঃপর রাসুল (সা.) এর পবিত্র ও সংগ্রামী জীবনের প্রতিচ্ছবির এক অনবদ্য উপস্থাপনা গ্রন্থটিকে করেছে প্রাণবন্ত। রাসুল (সা.) এর দাওয়াতের বিভিন্ন কৌশল ও পর্যায় বর্ণনা হতে শুরু করে, বদর, ওহুদসহ বিভিন্ন যুদ্ধ, মক্কা বিজয়, বিদায় হজ, রাসুল (সা.) এর ওফাত পর্যন্ত সব ঐতিহাসিক ঘটনা বর্ণনার পর রাসুল (সা.) এর পরিবারের পরিচিতি, রাসুল (সা.) এর চারিত্রিক বৈশিষ্ট্য ও শারীরিক সৌন্দর্য বর্ণনার এক ব্যতিক্রমী উপস্থাপনার মধ্য দিয়ে লেখক গ্রন্থটির পরিসমাপ্তি টানেন। ‘আর রাহীকুল মাখতূম’ গ্রন্থটির বিশ্বব্যাপী আলোচিত ও প্রশংসিত হওয়া এবং অস্বাভাবিক জনপ্রিয়তার কথা বিবেচনা করে খাদিজা আখতার রেজায়ী বাংলা ভাষাভাষীদের জন্য গ্রন্থটির সর্বপ্রথম বাংলা অনুবাদ করেছেন। অনুবাদ গ্রন্থটি প্রকাশ করেছে আল কোরআন একাডেমি। পরবর্তীতে তাওহীদ পাবলিকেশন্স, পিস পাবলিকেশনসহ অনেকেই গ্রন্থটির বাংলা অনুবাদ প্রকাশ করেছে। সাঈদুর রহমান গ্রামঃ লাখপুর, পোঃ তালজাঙ্গা থানাঃ তাড়াইল, জেলাঃ কিশোরগঞ্জ
Was this review helpful to you?
or
নবী সা আত্মহত্যা করতে গিয়েছেন এইটা পড়ার পরেই খুব খারাপ লাগলো যে এত ভুল তথ্য এই বইয়ে থাকতে পারে!!!!
Was this review helpful to you?
or
#রিভিউ একদিন চলার পথে রাসূল কেঁদে উঠলেন। সাহাবারা কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেনঃ আমি আমার ভাইদের জন্য কাঁদছি। সাহাবারা জিজ্ঞেস করলেনঃ ইয়া রাসূলুল্লাহ! আমরা কি আপনার ভাই নই? রাসূল বললেনঃ তোমরা তো আমার সাথী। আমার ভাই হল তারা, যারা আমার পরে আসবে আর আমাকে না দেখেই আমার উপর ঈমান আনবে। রাসূল আমার জন্য আপনার জন্য কেঁদেছেন, আমাদেরকে মিস করেছেন, আমরা এই দুনিয়াতে আসার আগেই। আমরা কতোটুকু মিস করি প্রিয় নবীজীকে? কেঁদেছি ক'ফোটা চোখের জল ফেলে? যে নবী আমাদের জন্য প্রতি ওয়াক্ত নামাজে দোয়া করতেন, সেই নবীর নামে আমরা দিনে ক'বার দরুদ পড়ি? ভালোবেসে তার সুন্নাহ নিজের জীবনে কতোটা পালন করি? রাসূল একটি গাছে হেলান দিয়ে খুতবাহ দিতেন, তখনও মিম্বার তৈরি হয়নি। মিম্বর তৈরি হলে পরের সপ্তাহে রাসূল যখন মিম্বরে দাঁড়িয়ে খুৎবা দিচ্ছিলেন, সাহাবারা বলেন, গাছের ভেতর থেকে শিশুর মত অঝোরে কান্না তারা শুনতে পেয়েছেন। একটি গাছও রাসূল কে মিস করেছে, তার জন্য চোখের পানি ফেলেছে। রাসূল এর মৃত্যুর পর হযরত বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু আর আযান দিতে পারেন নি। এরপর একদিন হযরত বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু মদীনা ছেড়েই চলে গিয়েছিলেন। একদিন তিনি রাসূল কে স্বপ্নে দেখলেন। রাসূল হযরত বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে বলছেনঃ এতদিনেও কি তোমার সময় হয়নি আমার রওজায় আসার ছয় বছর পর কোন একদিন হযরত বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে মদীনায় সবাই আযান দিতে অনুরোধ করলেন। কিন্তু তিনি মনঃস্থির করেছেন, রাসূলের জন্য যে আযান দিতেন তা আর কোনদিন কারো জন্য দিবেন না। শেষে হযরত উমার রাদ্বিয়াল্লাহু আনহু এর অনুরোধে হযরত বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু আযান দেওয়া শুরু করলেন। সেই আযান, সেই মধুময় সময়, রাসূলুল্লাহর স্মৃতি সব একসাথে ভেসে আসা শুরু করল। কিছুক্ষণের জন্য মানুষ মনে করল, রাসূল আবার ফিরে এসেছেন, মদীনার ঘর থেকে সবাই বেরিয়ে আসা শুরু করল, হযরত বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু যখন আযানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর জায়গায় এসে কান্নায় ভেঙ্গে পড়েছিলেন, পুরো মদীনা জুড়ে হু হু কান্নার শব্দ ছাড়া আর কিছু শোনা যায়নি। যে মানুষের উপর স্বয়ং মহান রাব্বুল আ'লামীন দরূদ পেশ করেন, ফেরেশতারা দরূদ পেশ করেন। যাকে প্রেরণ করা হয়েছে সমগ্রজাতির হেদায়েতের বার্তাবাহক হিসেবে। তাকে কতটুকু জানতে পেরেছি? কতটুকু আঁকড়ে ধরেছি তার আদর্শকে? হায় আপসোস আমরা দুনিয়ায় ক্ষণস্থায়ী সুখের লোভে ভুলে গেছি পরকালের কথা। আরবের যে অরাজকতা দূর করতে রাসূলকে না খেয়ে থাকতে হয়েছে। গায়ের রক্ত ঝরাতে হয়েছে তারপর প্রতিষ্ঠা করলেন ইসলাম। অথচ আজ আমরা ভুলে গেলাম সেই দিনের কথা। জানতেও চাই না। নিজেরা পাপাচারে লিপ্ত থাকছি সারাদিন। একজন মুসলিম সবচেয়ে বেশি ভালবাসে আল্লাহকে, তারপর তাঁর রাসূলকে (সা)। আর যদি মনে হয় রাসূলের চেয়ে অন্য কোন কিছু তার কাছে বেশি প্রিয় তাহলে নিজেকে মুসলিম দাবী করার হক সে হারিয়ে ফেলেছে। বইটি পরলে জানতে পারবেন, মানবতার দিশারী, সমগ্র মানবজাতির জন্য উত্তম আদর্শ যে মহামানব, তার সম্পর্কে না জানলে অনেক কিছুই অজানা থেকে যাবে। আরব উপদ্বীপে, মরুভূমির বুকে ছোট্ট শিশু মোহাম্মদ (সাঃ)-এর জন্ম, বেড়ে ওঠা, নবুওয়াত প্রাপ্তি ও ইসলামের জন্য কাফিরদের বিরুদ্ধে পরিচালিত অসংখ্য অভিযান বইটিতে সন্নিহিত হয়েছে। যার কিছুটা উপরে বর্ণনা করেছি। আরবের চতুর্দিকে ছিল মূর্তিপূজা ও পৌত্তলিকতায় ভরপুর।ইসলামের প্রাথমিক পর্যায়ে আল্লাহর প্রেরিত রাসুল সত্যের বাণী প্রচারে কাফির-মূর্তি পূজারীদের হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন।ফলে তাঁকে মদিনায় হিজরত করতে হয়।মদিনায় তিনি আনসার ও মুহাজিরদের নিয়ে নব্য ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন।কাফেরদের বিভিন্ন ষড়যন্ত্রের কবল থেকে ইসলাম ও ইসলামী রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য অসংখ্য যুদ্ধ পরিচালনা করতে হয়, তন্মধ্যে বদর, ওহুদ, খন্দক যুদ্ধ অন্যতম।অষ্টম হিজরীতে রাসুল (সাঃ) রক্তপাতহীনভাবে মক্কা বিজয়ের পর দলে দলে কাফেররা ইসলাম গ্রহণ করে এবং শান্তির বাণী সর্বত্র সর্বত্র ছড়িয়ে পড়ে। বিদায় হজের ভাষণে রাসুল (সাঃ) বলেন, “হে মানব সকল তোমরা আমার কথা হৃদয়ঙ্গম করো, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেয়ার কাজ আমি সম্পন্ন করেছি। আর তোমাদের কাছে এমন জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে ধারণ করলে তোমরা কখনো বিপথগামী হবে না। প্রকাশ্য সুস্পষ্ট জিনিস আল্লাহর কিতাব ও তার রাসুলের সুন্নাহ। সীরাত বইটিতে রাসুলুল্লাহ (সাঃ) জীবনের সাথে সম্পর্কিত প্রত্যেকটি ঘটনা পাঠক জানতে পারবেন। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে আমরা যত জানবো, তাঁর প্রতি আমাদের ভালোবাসা ততই বাড়তে থাকবে। তত নিজেদের ঈমান বৃদ্ধি করতে পারবো। রাসূলে জীবন আদর্শকে আঁকড়ে ধরতে পারবো। তাই পড়ুন রাসূলের সিরাত। রাসূলকে জানুন, রাসূলকে ভালোবাসুন। বই : আর রাহিকুল মাখতুম লেখক: আল্লামা সফিকুর রহমান মোবারকপুরি