User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Up to the mark
Was this review helpful to you?
or
জ্ঞানের গভীরতার দিক দিয়ে বইটি অনবদ্য। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি এর লেখাগুলো আর অনুবাদকের নিজস্ব লেখাগুলো আলাদা করে মার্ক করে দেয়া হয়ন।যার ফলে পাঠকের জন্য বুঝা মুস্কিল কোনটি ইমাম সাহেবের নিজস্ব লিখা।তবে হ্যা ইমাম সাহেবের লেখা আগে যারা পড়েছে তারা আলাদা করে নিতে পারবে সহজেই। রূহ আর নফস এর বিস্তারিত গভীর আলোচনা রয়েছে এই বইটিতে।মুস্লিমরা যে আককালে জ্ঞানে গড়িমায় খুব উচ্চ স্থানে ছিল তার পরিচয় পেতে পারি এই বইটি নিয়ে ভাবলে।তবে বইটি সবার জন্য নয়।যারা ইমান পোক্ত রেখে গভীর আলোচনা ও তর্ক্ক-যুক্তি করতে পারেনা তাদের জন্য ক্ষতিকারক।
Was this review helpful to you?
or
আত্মা(রুহ) কি? আত্মা আগে না দেহ আগে? আত্মা কিভাবে মানুষের দেহে আসে,কিভাবে বেরিয়ে যায়,কখন আসে, কখন যায়, আত্মা আসল না দেহ আসল,মৃত্যুর পর আত্মা কোথায় যায়, কোথায় অবস্থান করে, আত্মা কি দুনিয়ায় আসে,কিভাবে আসে, আত্মা অমর না মরনশীল,বারযাখ কি,পরকাল কি ইত্যাদি প্রশ্ন আজকের নয়।বরং বহুকাল থেকেই।অনেকে এবিষয়ে জানার চেষ্টা করেও পুরাপুরি ফলপ্রসু হননি।নবী রাসুলগন আল্লাহর পহ্ম থেকে যে সদুত্তর দিয়েছেন।তাই আলোচিত হয়েছে বইটিতে।রুহ সম্পর্কে বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম ব্যাখ্যা পাওয়া যায়।কোন কোন ধর্মে মৃত্যুর পর রূহসমূহ নতুন দেহে পুনর্জন্ম হয়ে পৃতিবীতে আগমন ঘটে।আবার ইসলাম ধর্মে মৃত্যুর পর রূহসমূহ পুনর্জন্ম না ঘটে বরং কিয়ামত দিবসে পুনরুত্থিত হবে।বইটিতে আহলে সুন্নাহ ওয়াল জাময়াতের মতে রূহসমূহের বিভিন্ন অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।বইটি মুলত মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মধ্যবর্তী কবরের জীবনকে ঘিরে। রূহসমূহ স্তর অনুসারে বারযাখে বিভিন্ন স্থানে অবস্থান করে। কোনো রূহ ঊর্ধ্ব জগতের সর্বোচ্চ ‘ইল্লীয়ীনে অবস্থান করে।আবার কোনো কোনো রূহ পাপিষ্ট হওয়ার কারনে স্তর অনুসারে কবরের আযাব বিভিন্ন রকম হয়ে থাকে। কোনো রূহ ঊর্ধ্ব জগতের সর্বোচ্চ ‘সিজ্জিনেও অবস্থান করে।সম্মানিত লেখক কবরের বারযাখি জীবনে রুহ বা আত্মার বিভিন্ন অবস্থা। মৃত ব্যক্তি যিয়ারতকারীদের চেনেন ও তাদের সালাম বুঝতে পারেন কি না, মৃত ব্যক্তিদের রূহ পরম্পরের সাথে দেখা- সাক্ষাৎ ও কথাবার্তা বলেন কি না, জীবিত ও মৃতদের আত্মা পরম্পর মিলিত হয় কি না, আত্মা মারা যায়, নাকি শুধু দেহ মারা যায়, দেহ থেকে আত্মা আলাদা হওয়ার পরে তা আবার কিভাবে উক্ত শরীরকে চিনে, কি কি কারনে কবরের আযাব হয়, কবরের ‘আযাব থেকে নাজাত পাওয়ার উপায় কী, নফস কি একটি নাকি তিনটি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।