User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিকিম। সিকিমের ডায়েরি আমার প্রথম পড়া ভ্রমণকাহিনী।আমি ব্যক্তিগতভাবে রোমান্টিক কাহিনী পছন্দ করি।কিন্তু সিকিমের ডায়েরি বইটি পড়ে আমি প্রকৃতির প্রেমে পড়ে গেলাম। সত্যি আল্লাহ তায়ালা কী সুনিপুণভাবে পৃথিবী তৈরি করেছে।আর এই সুনিপুণ সৌন্দর্য বর্ণনা করার জন্য সৃষ্টি করেছেন লেখকের মতো একজন মানুষকে।যিনি ঈগল পাখির মতো দূরদৃষ্টি সম্পন্ন এবং উপলব্ধি শক্তি তেজস্ক্রিয় রশ্মির মতো পাঠকের হৃদয় হরণ করে।সেপ্টেম্বর মাসে বইটি পড়েও যেন ডিসেম্বরের কনকনে শীতকে উপভোগ করা যাচ্ছিল। মনে হচ্ছিল সেই ১৬ জন সাহসী তরুণদের দলে আমিও একজন। সিকিম পাহাড়, বৃক্ষ,নদী ও বরফের সাম্রাজ্য হলেও লেখকের শব্দ চয়নের শব্দমালায় সিকিমকে যেন আরো সুন্দর মনে হচ্ছিল। আত্মার সম্পর্ক যে রক্তের সম্পর্ক থেকে বড় তা সত্যি আবার প্রমাণিত হলো। সবশেষে এটুকু কি বলতে চাই হাস্যজ্জল ১৬ জন যুবক যেন দীর্ঘায়ু লাভ করে।সাথে ওই মানুষগুলোও দীর্ঘায়ু লাভ করে যাদের সাথে আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। বইটি পড়া শেষেএকটি লাইন শুধু কানে বাজছিল -কহি বাত নেহি মুরগির দাঁত নেহি চলে গা তো চলে গা নেহি চলে গা তো দৌড়েগা।ভাবছি আমিও সিকিম যাবো কুলফি তুলতে।
Was this review helpful to you?
or
ভ্রমণ কাহিনী আমার অনেক ভালো লাগে। 'সিকিমের ডায়েরি' বইটি অসাধারণ। লেখক মেহেদী আরিফ ভ্রমণের প্রতিটি মুহূর্তকে খুব নিখুঁতভাবে বর্ণনা করেছেন। প্রকৃতির বর্ণনার দিয়েছেন একটি আলাদা রূপ। ভ্রমণে হাস্যকর সব কাণ্ড, ড্রাইভার রাজের অবাধ্যতা, ভ্রমণের মাঝে সৃষ্ট বিভিন্ন বিপদের মধ্য দিয়ে তৈরি হয়েছে তাদের রোমাঞ্চকর এ অ্যাডভেঞ্চার। বইটি আমার ভীষণ ভালো লেগেছে। একজন সত্যিকারের পাঠক হলে তার বইটি অবশ্যই ভালো লাগবে।
Was this review helpful to you?
or
প্রাকৃতিক দৃশ্যের নান্দনিক বর্ণনার পাশাপাশি মানুষের জীবন যাপন, পোশাক, খাদ্যাভাস আর সংস্কৃতির বর্ণনায় রচিত হয়েছে মেহেদী আরিফের লেখা প্রথম ভ্রমণ কাহিনি 'সিকিমের ডায়েরি'। ১৬ জন পর্যটকের দারুণ এক ভ্রমণ কাহিনি এটি তবে প্রতি পদক্ষেপে অবারিত প্রাকৃতিক সৌন্দর্যের বাঁকে মৃত্যুর শীতল পরশ যেন এক ক্ষুধার্ত বাঘের মতো ওঁত পেতে রয়েছে। যাত্রার শুরু থেকেই বিপত্তি যেন তাদের পিছু নিয়েছিল। একদিকে প্রাকৃতিক সৌন্দর্য অন্যদিকে লুকিয়ে থাকা বিপদের শীতল পরশ দুয়ে মিলে বইটি হয়ে উঠেছে আরো রোমাঞ্চকর। পরিশেষে 'মেহেদী আরিফের' একজন নিয়মিত পাঠক হিসেবে 'সিকিমের ডায়েরি'-র খ্যাতি ও বিস্তৃতিই কাম্য।
Was this review helpful to you?
or
ভ্রমণ মানসিক প্রশান্তির এক বড় মাধ্যম। ভ্রমণে মেলে নতুন অধ্যায়ের সাথে পরিচয়, মেলে পরম শান্তির ছোঁয়া। এ ভ্রমণ যখন কাহিনিতে রূপ নেয় তখন তাতে মিশে থাকে কাহিনিকারের অভিজ্ঞতা, নানান পরিস্থিতির আলেখ্য, থাকে নতুনত্বের পরিচয়, মেলে আনন্দের খোরাক কিংবা দুঃখ বিলাসের অনাকাঙ্ক্ষিত সাক্ষাৎ। এসব নিয়ে টইটম্বুর লেখক মেহেদী আরিফ এর লেখা 'সিকিমের ডায়েরি' ভ্রমণ উপন্যাসটি। বইটিতে লেখক ভারতের উত্তর-পূর্বে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নৈসর্গিক সিকিম ভ্রমণের অভিজ্ঞতাকে খুব নিখুঁতভাবে বর্ণনা করেছেন। হাসি-ঠাট্টা নানান পরিস্থিতির মাধ্যমে ১৫ জন ভ্রমণসঙ্গী নিয়ে সিকিমের পথে পাড়ি দিয়েছেন লেখক। ভ্রমণ কাহিনিতে লেখকের অভিজ্ঞতার বুননে মুগ্ধতার ছোঁয়া আনে তাঁর শব্দ চয়ন। দারুণ সব শব্দের মেলবন্ধন যে ভ্রমণ কাহিনিকে অনবদ্য করে তোলে তা এ বইটি না পড়লে আমার একান্ত জানা হতো না। ভ্রমণ পিপাসু এবং বইপোকাদের কাছে 'সিকিমের ডায়েরি' নান্দনিক লাগবে এটা নির্দ্বিধায় বলা যায়। বইটি পাঠে পাঠক কেবল সিকিম নয় বরং লেখকের লেখনীর প্রেমেও পড়বেন।
Was this review helpful to you?
or
ছোট থেকেই কিছু কারণে বই পড়ার প্রতি অনুরাগ ছিল, যার কারণে ইচ্ছে থাকলেও পড়িনি কখনো কোনো প্রকার গল্পের বই বা প্রবন্ধ, কাব্য কিছুই নয়,,সারমর্ম অনুসারে অনেক গল্প শুনছি অনেকের মাধ্যমে,, কিন্তু সিকিমের ডায়েরি আমার পড়া প্রথম একটি বই ?,সবার মুখে বইটির প্রশংসা আর অল্প কিছু কাহিনি শুনে পুরো বইটি পড়ার ইচ্ছে জাগলো।বলতে গেলে সিকিমের ডায়েরি পড়ার মধ্য দিয়ে অন্য সকল বই পড়া শুরু করবো। সিকিমের ডায়েরি সত্যিই অসাধারণ ?,,বইটিতে ১৬ জন ব্যক্তিবর্গ এর ভ্রমণ কাহিনি বিদ্যমান।বইটির সবচেয়ে আকর্ষণীয় কিছুদিক রয়েছে যা আমার কাছে যা খুবই ভালো লেগেছে। সিকিমের ডায়েরি পড়ে সিকিমের পাগল করা সৌন্দর্যের উপলব্ধি করার পাশাপাশি, অচেনা পরিবেশে মাথা ঠান্ডা রেখে প্রতি পদে চলা, বিপদের সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া,একই সাথে সকলের চলাচল, ভ্রমণ সুন্দর করতে দায়িত্ববানদের কাছে দায়িত্ব অর্পন করা,বিপদে ধৈর্য্য ধারণ করা, সাথে মজার ছলে দিন অতিবাহিত করা,, এই সকল কিছু একটি ভ্রমণের মূল ও এগুলোর সুনিপূণ বর্ণনা।?ভিন দেশে পাড়ি দেওয়ার আগে বইটি পড়ে অভিজ্ঞতা হবে পর্যটকদের।আমার পড়া প্রথম বই হিসেবে আমি অনেকটা সন্তুষ্ট,আলহামদুলিল্লাহ । ?,দম ফাটানো হাসির সাথে সাথে দূর্দান্ত ভ্রমণকাহিনি। বইটি আরও ১/২ বার পড়বো ইন শাহ আল্লাহ।মেহেদী আরিফ স্যারের পরবর্তি বইয়ের অপেক্ষায় থাকবো।??