User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
====== কাহিনী/বইয়ের সার-সংক্ষেপ ====== হঠাৎ করেই খবর আসতে থাকে দেশের কয়েকটি স্থানে ছড়িয়ে পড়েছে অজ্ঞাত কোন ভাইরাস। দেদারসে মারা পড়ছে মানুষ এবং তাও অত্যন্ত যন্ত্রণাদায়কভাবে। রোগীর চিকিৎসা শুরুর আগেই রোগী এবং অনেক ক্ষেত্রেই ডাক্তাররাও শামিল হচ্ছে মৃতদের মিছিলে। মৃত্যুভয় সারাদেশে ছড়িয়ে পড়লে দেখা দিলো বিশৃঙ্খলা এবং সেটা ঠেকাতে আবার মাঠে নামলো সেনাবাহিনী ও কোভিড-১৯ এর দুঃসময়ের মতো জান-মাল রক্ষা করতে বাধ্য হয়ে দেশে দেয়া হলো লকডাউন! পরে দেখা গেল সেই ভাইরাস ছড়াতে ব্যবহৃত হয়েছে বিশেষ একটি প্রাণী। আশ্চর্যের বিষয় কিছুদিন পূর্বেই সেই প্রাণী নিয়েই গবেষণারত বিখ্যাত গবেষক আকবর খানেরও মৃত্যু হয় রহস্যজনকভাবে। আবার এরই মধ্যে দেশের একাধিক স্থানে পাওয়া গেল কয়েকটি লাশ। আপাত দৃষ্টিতে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক না থাকলেও তাদের মৃত্যুর কারণ হিসেবে পাওয়া গেল সাপের বিষ! ডাক পড়লো ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজার্ভেশন ফাউন্ডেশনের সদস্যদের। প্রাণের ঝুঁকি নিয়ে তারও মাঠে নেমে পড়লো এই রহস্যের সুরাহা করতে। হঠাৎ এই ভাইরাসের মহামারির কারণে দেশের সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি, কয়েকটি অপঘাতে মৃত্যু নাকি হত্যা এই সবকিছুর সুযোগ নিয়ে কেউ কি কোন ফায়দা নিতে চাচ্ছে? নাকি নতুন শক্তি সঞ্চয় করার জন্যই হিমঘুম থেকে জেগে উঠা পুরাতন কোন শত্রুর নিনাদ-ই শোনা যাচ্ছে আকাশে বাতাসে? ====== পাঠ প্রতিক্রিয়া ====== লেখকের এর আগের দুটো বই ‘হিমঘুম’ ও ‘নিনাদ’ আগেই পড়েছিলাম। বাংলাদেশের বন-প্রকৃতি, বন্যপ্রাণী ও বনজ সম্পদ, সেটার অপব্যবহার ও উদাসীনতায় সৃষ্ট বিপদ আর আড়ালে ঘৃণ্য রাজনৈতিক ও ব্যবসায়িক খেলায় মানুষের জীবনের উপর হুমকি নিয়ে দারুণ উপভোগ্য একটি উপন্যাস হলো‘ক্রান্তি’। লেখকের সাপ নিয়ে লেখা ও বিস্তৃত তথ্যসমৃদ্ধ বই ছিলো ‘হিমঘুম’। আর শ্বেতশুভ্র বেঙ্গল টাইগারের চোরাচালান নিয়ে থ্রিলার বই ‘নিনাদ’। এই বইটিকে বলা যায় তার আগের বই দুটোর ৩নং সিক্যুয়েল; তবে এই বইটি স্ট্যান্ড এলোন হিসেবেও পড়ার সুযোগ থাকলেও আগের বইয়ের অনেক তথ্যবহুল ঘটনা ও চরিত্রগুলো এখানে এসে পড়ায় সে বইগুলো পড়ার পর এই বইটি পড়লে কাহিনী বেশি উপভোগ্য মনে হবে। বলাবাহুল্য এই বইটিও বাংলাদেশের বিভিন্ন বন্যপ্রাণীদের, বনাঞ্চাল এবং বন্যপ্রাণীর অপব্যবহারের ও অসতর্কতা থেকে সৃষ্ট সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি নিয়ে তথ্যসমৃদ্ধ দারুণ একটি বই। সামাজিক, রাজনৈতিক, আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতির কারণে আমাদের মানব সমাজের কলুষতা দিন দিন ছড়িয়ে পড়ছে সর্বক্ষেত্রেই। অর্থ সম্পদের লোভে মানুষ তার নীতি-নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা বিসর্জন দেয়ার কারণে সেই কলুষতা যদি বৈজ্ঞানিক গবেষণায়ও হানা দেয় তার ফলাফল মানব সভ্যতার উন্নয়নের বদলে তা হবে ধ্বংসের কারণ। লেখক বইয়ে সেই বাস্তবতাই তুলে ধরার চেষ্টা করেছেন তার লেখনীর মাধ্যমে। বইটি সেদিক থেকে বিবেচনা করলে লেখক সত্যিই দারুণ প্রসংশনীয় কাজ করেছেন। সামাজিক নীতি নৈতিকতা ও দায়িত্ববোধ এই বিষয়ে আমাদের ও পরবর্তী প্রজন্মকে আরোও সচেতন এবং দায়িত্ববান হওয়া জরুরী বলে মনে করি। বইয়ের যে বিষয়গুলো আমার কাছে ভালো লাগেনি তা হলো অনেক অনেক চরিত্রের সমাহার। পূর্বের বইয়েরসহ নতুন বেশ অনেক চরিত্র বইয়ে যুক্ত হয়ে হয়েছে। যা আমার কাছে অতিরিক্ত মনে হয়েছে। এত এত নাম উল্লেখপূর্বক চরিত্রগুলোর প্রয়োজনীয়তা আসলে কী ছিলো আমার বুঝে আসেনি। তাই নতুন কোন পাঠক স্ট্যান্ড এলোন হিসেবে বইটি পড়লেও অতিরিক্ত চরিত্রগুলোর ডালাপালার কারণে কাহিনীর গভীরতা বুঝতে কষ্ট হবে। আর ভাইরাস ছড়িয়ে পড়ার পদ্ধতি, ভাইরাসের প্রকৃতি এসবকিছু বইয়ে যেভাবে তুলে ধরা হয়েছে তা কিছুটা বেশ নাটকীয়ই মনে হয়েছে আমার কাছে। সেটা আরোও বাস্তবসম্মত করা গেলে ভালো লাগতো। তো যাই হোক দারুণ অ্যাডভেঞ্চার-থ্রিলারের পাশাপাশি সচেতনামূলক বইটি পড়ে ভালোই লেগেছে। পুরো বুনো সিরিজটি আসলেই বেশ উপভোগ্য ছিলো। বন্যপ্রাণী নিয়ে এমন থ্রিলার সিরিজ আমার আর পড়া হয়নি। থ্রিলারপ্রেমী সকল পাঠকদের এই বুনো সিরিজটি পড়ার আমন্ত্রণ রইলো। প্রোডাকশনঃ বইটির প্রচ্ছদ, বাইন্ডিং ও পৃষ্ঠার কোয়ালিটি ছিলো ভালো। প্রচ্ছদও দারুণ মানানসই ছিলো। পুনরায় খারাপ লেগেছে বানান ভুলের বিষয়টি। এর আগেও বাতিঘর প্রকাশনীর বইয়ে কমন একটা জিনিস খেয়াল করেছি তা হলো বানান ভুল। ব্যক্তিগত রেটিংঃ ৭/১০।
Was this review helpful to you?
or
দিস বুক ইস সোললি এস্পন্সারড বাই 'ডিপ ইকোলজি'। মাঝে মাঝে মনে হচ্ছিলো যে, কোনো গল্প/উপন্যাস পরছি? নাকি কোনো একটা প্রতিষ্ঠান প্রচার প্রচারণা শুনছি? লেখাটা পড়লেই বুঝা যায়, এই বইটা স্রেফ "ডিপ ইকোলজি" এবং এর সদস্যদের মন খুশি করার জন্য লেখা৷ কারণে অকারণে গল্পের মধ্যে এক গাদা মানুষের নাম, ওগুলো যে বাস্তবিক 'ডিপ ইকোলজির' সদস্যদের নাম, এটা বুঝতে খুব হাই আইকিউ এর দরকার হয় না৷ মনে হচ্ছিলো যেন কারো নাম বাদ পড়লে তারা লেখকের উপর অভিমান করবে! শতভাগ ফরমায়েশী একটি লেখা, যার আদোও কোনো সাহিত্য মুল্য আছে কিনা আমার জানা নেই৷ কিন্তু এটা জানি যে, একটা ফরমায়েশী লেখা কে উপন্যাস নামে চালিয়ে পাঠকদের যন্ত্রনা না দিলেও পারতেন৷