User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By 26, Monsur

      29 Aug 2024 08:27 PM

      Was this review helpful to you?

      or

      বইটি পড়ে অনেক ভালো লেগেছে। সফলতা বা ব্যর্থতা দুটোই সময় ব্যবস্থাপনার উপর নির্ভরশীল। বিদেশি লেখকের আত্ম-উন্নয়নমূলক বই পড়ে অনেক কিছু আমরা আমাদের পরিবেশের সাথে মিলাতে পারি না। এই বইটি আমাদের দেশীয় লেখকের বাস্তব অভিজ্ঞতা দিয়ে লেখা, তাই এটি আমাদের বুঝতে এবং নিজের জীবনে প্রয়োগ করতে সহজ। লেখক এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুব সহজ এবং সাবলীলভাবে তুলে ধরেছেন। পাশাপাশি যন্ত্র ও এ্যাপ এর ব্যবহারের নির্দেশনা তুলে ধরেছেন, এটা চমৎকার কাজে দিবে। সর্বোপরি এই বইটি সময় ব্যবস্থাপনার গাইড হিসেবে সবসময় পাশে রাখার মতো বলে আমি মনে করি।

      By sai****com

      29 Mar 2024 05:23 PM

      Was this review helpful to you?

      or

      ~টেইম ইয়োর টাইম~❤️, সবসময় আমার কাছাকাছি থাকা একমাত্র বই! রবীন্দ্রনাথ বলেছিলেন — 'সময়ের সমুদ্রে আছি তবু এক মুহূর্ত সময় নাই'। ঠাকুরমশাই যদি 'টেইম ইয়োর টাইম' পড়তেন তবে সময় নিয়ে এমন মন্তব্য করতেন না।? পরীক্ষার হলে শেষদিকের প্রশ্ন সমাধা করতে গিয়ে বহুবার 'সময়স্বল্পতা' নামক বাস্তবতার হেনস্তার শিকার হয়েছি বলেই সময় ব্যবস্থাপনার গুরুত্ব আমি গভীরভাবে অনুভব করি। কর্মক্ষেত্রেও সময় ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা মানবদেহে অক্সিজেনপ্রবাহের প্রয়োজনীয়তার চেয়ে কম কিছু নয়। প্রতিটা মুহূর্তই অতি মূল্যবান – এই ধ্রুব সত্যটাই আমরা ভুলে যাই। দুর্ভোগ পোহাই। দুর্ভোগ কেটে গেলে আবার ভুলে যাই। মার্জিত ও শ্রুতিমধুর ভাষাশৈলী, চমৎকার সব উপমার ব্যবহার এবং আত্মোন্নয়নে অজস্র সূক্ষ্ম কৌশলের প্রয়োগ বইটাকে এককথায় অনন্যসাধারণ করেছে। লেখকের বয়ানের সাথে সুর মিলিয়ে বলতে গেলে — এই বই রাতারাতি কারও জীবন পাল্টে দেবে না। বইটা কোনো বাঙালি "মিলন"-কে "ইলন" বা "জব্বার"-কে "জবস" বানিয়েও দেবে না তবে আমাদের দীর্ঘকালের পুষে রাখা কুঅভ্যাস, কুঁড়েমি ও গোঁফখেজুরে স্বভাব ক্রমান্বয়ে পরিবর্তন করে Optimum Perfect মানুষ হিসেবে গড়ে তুলতে জোরালো ভূমিকা রাখতে সক্ষম। বইটা থেকে এত এত বিষয় শিখেছি যা আমি আগে কখনোই জানতাম না। এজন্য লেখকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এমন সাবলীল ও সহজবোধ্য ভাষায় লেখা বই খুব কমই পাওয়া যায়। বইটাতে ব্যবহৃত উদাহরণ-দৃষ্টান্তগুলো খুবই বাস্তবসম্মত। দৃষ্টান্ত দিতে গিয়ে বইটাতে লেখক মোটেই তাঁর নিজের জীবনধারা পাঠকের উপর চাপিয়ে দিতে চান নি বরং 'কোথা থেকে নিজের কুঅভ্যাস পরিবর্তনের কর্মযজ্ঞ শুরু করবো'—পাঠক এমন অপ্রকাশিত প্রশ্নের উত্তর খুঁজে যেন দিশা পায় এবং অনুসরণযোগ্য জীবনাচরণের বর্ণনা পায়, সে উদ্দেশ্যেই ওমন দৃষ্টান্তের ব্যবহার। বইটার সারল্য, প্রাঞ্জলতা ও জীবনমুখিতা আমাকে মুগ্ধ করেছে। ব্যক্তি, পারিবারিক ও কর্মজীবনে বইয়ে বর্ণিত কৌশলের বেশ কয়েকটার ব্যবহার শুরু করেছি। উপকৃতও হচ্ছি। আশা করছি ভবিষ্যতে আরও বেশি উপকৃত হবো। শেষ কথা হলো– বইটা কিনে ঠকিনি। যত টাকা দিয়ে বইটা কিনেছি সেটাকে বিনিয়োগ ধরলে, একজন মনোযোগী পাঠক হিসেবে ভবিষ্যতে তার শত-সহস্রগুণ লাভের প্রত্যাশা আমি করতেই পারি। — প্রথম কপির ক্রেতা (সাইফুল ইসলাম)

      By mis****com

      27 Mar 2024 02:37 PM

      Was this review helpful to you?

      or

      এককথায় অসাধারণ লিখেছেন। প্রাঞ্জল এবং বাস্তবতার নিরিখে লেখা

      By Ehsanul Haque

      14 Mar 2024 04:07 PM

      Was this review helpful to you?

      or

      খুব কমই বই পড়া হয়। কলিগদের কাছে বইটির সুনাম শুনে সংগ্রহ করি। বইটি ভালো লেগেছে। তরুণ এই লেখককে শুভেচ্ছা রইলো।

      By alk****com

      15 Mar 2024 07:23 PM

      Was this review helpful to you?

      or

      প্রথম বেশ কিছু পৃষ্ঠা পড়েই আমি বইটির প্রেমে পড়েছি। নিজ প্রতিভাকে বিকশিত করার এবং আত্মউন্নয়ন করার জন্য বইটি খুব প্রয়োজন। আপনি ব্যক্তিগত, পারিবারিক , সামাজিক এবং পেশাগত জীবনে সুখ, সফলতা এবং তৃপ্তি নিশ্চিত করতে চান? তাহলে আর দেরি কেন আজই বইটি সংগ্রহ/ কিনুন

      By 880****480

      14 Mar 2024 02:34 PM

      Was this review helpful to you?

      or

      আগে অফিসের কাজ শেষ করতে খুব প্যারায় থাকতাম। বইটির কয়েকটি কৌশল আমার হুব কাজে দিয়েছে। লাঞ্ছ টাইমের ব্যবহার, অফিস শেষে ডেস্ক গোছানো ও টু-ডু লিস্ট করা ইত্যাদি বিষয় জেনে উপকৃত হয়েছে। লেখকের পরবর্তী বইয়ের প্রত্যাশায় রইলাম।

      By mah****com

      14 Mar 2024 02:06 PM

      Was this review helpful to you?

      or

      Excellent Book of Time Management

      By Hasinur Rahman

      13 Mar 2024 01:41 PM

      Was this review helpful to you?

      or

      দুশ্চিন্তা ও উদ্বেগহীন সুখী, সমৃদ্ধ এবং পরিতৃপ্ত জীবন নিশ্চিত করতে হলে সময়কে টেইম বা পোষ মানাতে হবে অর্থাৎ দিনের ২৪ ঘণ্টাকে পরিকল্পনা মাফিক বিনিয়োগ করতে হবে। প্রতিদিনের ২৪ ঘণ্টার বিনিয়োগ আমাদেরকে দু’হাত ভরে রিটার্ন দিবে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং ব্যবসায় অথবা ক্যারিয়ারে সাফল্যের সোনার হরিণটি ধরতে ‘টেইম ইয়োর টাইম’ বইটি পড়া যেতে পারে। বইটি সময় ব্যবস্থাপনা নিয়ে আমাদের ভ্রান্ত ধারণা বদল করে দিতে পারে। নিঃসন্দেহে বইটি যেকোন বয়সী লোকের জন্য উপকারী।

      By Mahadi Hasan

      13 Mar 2024 01:33 PM

      Was this review helpful to you?

      or

      এক সিটিংএ বইটি পড়তাম। এতদিন আত্মোউন্নয়নমূলক বইয়ের অনুবাদ পড়েছি। আমাদের দেশি রাইটাররা যে এত সুন্দর করে গুছিয়ে লিখতে পারে তা বিশ্বাস হচ্ছিল না। বইটিতে সহজবোধ্যভাবে সময় ব্যবস্থাপনার কৌশলগুলো উপস্থাপন করা হয়েছে । আজগুবি কোন নিয়ম বইটিতে নেই; একদম আমাদের জানাশুনা নিয়মগুলো সিস্টেমেটিকভাবে ব্যবহারের উপায় বাতলে দেয়া হয়েছে। লেখকের টেইম সিরিজের পরবর্তী বইয়ের অপেক্ষায় রইলাম।

      By lim****com

      12 Mar 2024 01:27 PM

      Was this review helpful to you?

      or

      আমি মালেশিয়া প্রবাসী। সম্প্রতি দেশে ফিরে আমার বন্ধু মেহেদীর লেখা বইটি সংগ্রহ করি। বইটিতে জীবনের লক্ষ্য নির্ধারনের ক্ষেত্রে যে গাইডলাইন দেয়া হয়েছে তাতে আমি নতুন করে ভাবতে শিখেছি। ইনকামের ১০% সঞ্ছয় এবং ৫% দান এটা যেকারো জীবন পরিবর্তন করে দিতে পারে।

      By isl****com

      12 Mar 2024 01:23 PM

      Was this review helpful to you?

      or

      বইটি থেকে #কার_টাইম ব্যবহার সম্পর্কে জেনে আমি আমার প্রতিদিনের যাতায়াতের সময়কে কাজে লাগাতে পারছি। হাইলি রিকমেন্ডেড

      By mah****.bd

      12 Mar 2024 01:07 PM

      Was this review helpful to you?

      or

      "Tame Your Time" is a game-changer in the realm of productivity literature. With its practical advice and holistic approach, it empowers readers to take control of their time and achieve their goals with confidence. This book is a must-read for anyone looking to enhance their productivity and lead a more fulfilling life. Highly recommended!

      By শায়লা তুশি

      10 Mar 2024 02:09 PM

      Was this review helpful to you?

      or

      কথায় আছে সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তাই ব্যক্তিজীবন, পারিবারিক জীবন কিংবা পেশাগত জীবনে সাফল্য পেতে হলে সময়ের সদ্ব্যবহার যে অপরিহার্য তা বলাই বাহুল্য। তবে প্রশ্ন হলো প্রতিদিনের ৮৬,৪০০ সেকেন্ডের কতটুকুই বা আমরা সৃজনশীল কাজে ব্যয় করতে পারি? কিংবা কিভাবে আমরা সময়ের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে পারি? এসকল প্রশ্নেরই উত্তর পেয়েছি "টেইম ইয়োর টাইম" বইয়ে।

      By Masum Iqubal

      01 Mar 2024 08:02 AM

      Was this review helpful to you?

      or

      মেলা থেকে বইটি সংগ্রহ করেছি। টাইম ম্যানেজমেন্টের উপর আমার পড়া সেরা বই এটি। সারা বইয়ে মাত্র একটি বানান ভুল পেয়েছি। বইটিতে সময়ের ব্যবহার নিয়ে একটি বিশদ গাইডলাইন রয়েছে যা আমাকে নতুনভাবে ভাবতে উৎসাহিত করেছে।

    • Was this review helpful to you?

      or

      জীবন বাতলে দেয়ার মতো বই। সময়কে সদ্ব্যবহার করার সহজ কৌশলে ভরপুর। কৌশলগুলো মনে চলতে পারলে সবক্ষেত্রেই জীবনযাত্রা সহজ হবে। সন্তান, বাবা-মা, শিক্ষক, ছাত্র, পেশাজীবী, ব্যবসায়ী সবার জন্যই বইটি উপযোগী। বইটি সবার পড়া উচিত। আত্মউন্নয়নমূলক বই হলেও কোথাও ভারী ও ভাবগাম্ভীর্যপূর্ণ শব্দ ব্যবহার করা হয় নি।

      By Shahana Naznin

      03 Mar 2024 01:53 PM

      Was this review helpful to you?

      or

      বইটি পড়লাম। ইটির প্রতিটি শব্দ, বাক্যে আধ্যাত্মিক শক্তি রয়েছে। সময়কে সহজে পোষ মানানোর কৌশলে ভরপুর বইটি। কৌশলগুলো ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ক্যারিয়ার, অর্থনৈতিক সর্বক্ষেত্রে প্রয়োগযোগ্য। জীবনযাত্রা সহজ, সরল ও মসৃণ করতে বইটির বিকল্প নেই। সময়ের দাস না হয়ে বস হয়ে ওঠার সহজ, পরীক্ষিত এবং কার্যকরী উপায় টেইম ইয়োর টাইম বইটি আপনার দিনের ৮৬,৪০০ সেকেন্ড কার্যকরভাবে ব্যবহার করার একটি গাইডলাইন, যা আপনাকে সময় ব্যবস্থাপনায় সর্বোচ্চ দক্ষতা অর্জনে সহায়তা করবে।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!