User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
The OC of Ramna Police Station received a call. An impatient voice informed him that a murder had occurred in the street! His Friday vibe blown away, it is time to find out the culprit behind the scene. Observation of OC indicates that the victim was killed mercilessly. Who is he? The police are looking for his identity. Hridoy Kumar, a student of medical sciences, is also searching for something! He is seeking the righteous path that will lead him to Almighty Allah. This is known as Siratul Mustakim and shown by the Messenger of Allah ﷺ. Numerous questions come across in the mind of Hridoy. Prophet Muhammad ﷺ! Is he the Messenger? Did Hridoy find the answer to his queries? Whose dead body was found by the police? Readers can reveal the answer by reading the novel, "Is He The Messenger?". May Allah سُبْحَانَهُ وَتَعَالَى accept this novel and grant Jannah to all pertinent persons to this book. Review & Photo: Md. Abdul Motaleb.
Was this review helpful to you?
or
সংশয়বাদী কিংবা চিন্তাশীলদের জন্য অন্যতম একটি বই। যারা রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত পড়েছেন নিছক গল্প কিংবা ঘটনার মতো করে, এর গভীরতা, সত্যতা উপলব্ধি ব্যতিরেখেই শেষ করেছেন তাদের জন্য বইটি ভাবনার এক নতুন দুয়ায় খুলে দিবে ইনশাআল্লাহ। রাসূল (সাঃ) এর পুরো জীবনের উপর একটি অনবদ্য বই, যুক্তির নিরিখে মানব মস্তিষ্কে ঝড় তুলে দেয়ার জন্য যথেষ্ট। আপনাকে ভাবাতে বাধ্য করবে বইটি, রাসূল (সাঃ) এর জীবনের অনেক ঘটনাই আমরা শুনেছি, সংশয়বাদী কিংবা চিন্তাশীল না হওয়ায় হয়তো আমরা অতোটাও ঘেঁটে দেখিনি কে ছিলেন তিনি? প্রশ্নের আলোকে একে একে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান বৈশিষ্ট্যগুলোই ফুটে উঠেছে বইয়ের প্রতিটি পাতায় পাতায়। সারসংক্ষেপঃ শুরুতেই ওসির ফোন বেজে উঠে, তড়িঘড়ি করা এক গলার স্বর, রমনা থানার এরিয়াতে খু*নের তথ্য দেয়, ওসি ঘটনাস্থলে গিয়ে লাশ পর্যবেক্ষণ করে লোকাল আততায়ীদের হাতে এ ঘটনা ঘটেছে বুঝতে পারে, কিন্তু কেনো? লাশের চেহারা দেখে ওসি হারিয়ে যায়, মনের ভেতরে খেই হারিয়ে ফেলে, শান্তশিষ্ট চেহারা, চেহারায় হাসি ফুটে আছে,যেনো নিস্তব্ধতার অনূভুতি বিচ্ছুরিত হচ্ছে শরীর থেকে। শুরুটা এরকম হলেও পুরো বইটা দুজন মানুষের আলাপচারিতায় ভরপুর, ভাইয়া এবং হৃদয় দুটো চরিত্র। ভাইয়া নাস্তিকতা থেকে দ্বীনে ফিরেছে আর হৃদয় সংশয়বাদী, মনের ভেতর জমে থাকা সকল প্রশ্নের সমাধান খুঁজতে থাকে, ভাইয়ার সাথে কথোপকথনে খুঁজে পায় নিজ সত্ত্বাকে, চিনতে পারে সত্য ধর্মের সত্য বার্তাবাহককে। জমে থাকা সকল সংশয়ের ইতি টেনে নিজেকে আবিস্কার করে সত্য ধর্মে। পুরো জার্নিটারই সংক্ষিপ্ত বিবরণ এই বই, তবে কিসের সন্ধান করছিলো হৃদয়? পুরো বইটা রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীর তরজমা, যা লেখক ভাইয়ার মাধ্যমে হৃদয়ের মনে জমে থাকা সকল প্রশ্নের উত্তর প্রদানের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। সবশেষে হৃদয় থেকে আব্দুল্লাহ বনে যায়, কিন্তু যার উছিলায় সত্য ধর্মে ইসলামে পদার্পণ করে তাকে কি আব্দুল্লাহ জানাতে পেরেছিলো খুশির খবরটি? পাঠ-প্রতিক্রিয়াঃ এটা নিছক কোনো গল্পের বই নয়, কিন্তু দুটো মানুষের কথোপকথন রাসূল (সাঃ) এর জীবনী ফুটে উঠেছে যা বারবার ভাবতে বাধ্য করেছে আমাকে। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত সবগুলো বইয়ের মধ্যে রাসূলের (সাঃ) জীবনের বিভিন্ন ঘটনাবলী, ইতিহাস ফুটে উঠেছে কিন্তু IS HE THE MESSENGER বইটিতে সে ঘটনাবলীর নিরিখে রাসূল (সাঃ) কে সত্য নবী হিসেবে প্রমাণ করা হয়েছে, যা আমার পড়া রাসূল (সাঃ) সম্পর্কিত শ্রেষ্ঠ বই। রাসূলের (সাঃ) জীবনের অনেক ঘটনা কিংবা হাদিস সমূহ আমাদের জানা থাকলেও বইটিতে যে প্রশ্নগুলো এসেছে তা কখনোই উপলব্ধি করা হয়নি, আলহামদুলিল্লাহ বইটি পড়ে নিজের ঈমান আরও একটু দৃঢ় হয়েছে বলে আমার বিশ্বাস। সংশয়বাদী মনকে ইসলামে পদার্পণের গুরু দায়িত্ব আছে আমাদের উপর, আমরা রাসূল (সাঃ) এর উম্মত হিসেবে ইসলামকে সকলের মাঝে ছড়িয়ে দিতে দায়বদ্ধ, বিষয়টি উপলব্ধি করাবে এই বইটি। প্রশ্নে প্রশ্নে রাসূল (সাঃ) কে জানা, সত্য বার্তাবাহক, আল্লাহু সুবহানাহু ওয়াতাআ'লার মনোনীত নবী ও রাসূল হিসেবে মর্যাদার আসনে সমাসীন রাসূল (সাঃ) এর জীবনী আমাদের আদর্শ, কেনো রাসূল (সাঃ) সত্য নবী, রাসূল (সাঃ) এর ভবিষ্যৎ বাণী সবকিছুই নতুন করে ইসলামকে ভালোবাসতে শেখাবে এই বইটি শেষ করার পর। পাঠ পর্যালোচনাঃ বইটিকে মোট ১২ টি অধ্যায়ে ভাগ করা হয়েছে৷ হৃদয় কুমার যে রাসূল (সাঃ) জীবনী পড়েছে,বিস্তারিত ইতিহাস ঘেটেছে, ফলে সংশয়বাদী মনের উদয় ঘটে। তারই সাথে নাস্তিকতা থেকে পুরোদস্তুর দ্বীনে ফেরা ভাইয়া চরিত্রটি এই বইয়ের মূল আকর্ষণ। শুরুতে একটি খু*নের চিত্র, পরের অধ্যায়ে হৃদয়ের মস্তিষ্কের দুটো অংশের কথোপকথন। প্রথম প্রশ্নটাই জাগে কে ছিলেন মুহাম্মদ (সাঃ)। ইতিহাস আর রাসূল (সাঃ) এর জীবন পড়ার ফলে মনের ভেতর ভেতর একে একে জেগে উঠে বহু সংশয়। সবকিছু লিখে ফেলে নোটবুকে, ভাইয়াকে সংশয়ের কথা জানালে শুরু হয়ে যায় নতুন করে প্রশ্নের জবাব খোঁজার মিশন। প্রশ্নগুলো- He was a lair? He was delusional? He was both a lair and delusional? He was right? ভাইয়া হৃদয়ের কাছে চিঠি লিখে, পাঁচটি পয়েন্ট দিয়ে পঞ্চম অধ্যায়ে রাসূল (সাঃ) যে সত্য বার্তাবাহক, আল্লাহর মনোনীত নবী ছিলেন সে বিষয়ের হৃদয়ের মনের সংশয় দূর করা হয়, প্রমাণ করা রাসল (সাঃ) মিথ্যাবাদী ছিলেন না, ভ্রমাত্মক ছিলেন না, যদি এগুলা তাঁর উপর প্রযোজ্য না হয় তাহলে তিনি অবশ্যই সত্য নবী ছিলেন। পঞ্চম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত যুক্তি প্রদান করা হয় রাসূল (সাঃ) এর শানিত জীবনী থেকে। নবম অধ্যায়ে রাসূল (সাঃ) এর ভবিষ্যৎ বাণীগুলো একে একে হাদিস এবং কুরআনের আলোকে প্রমাণ করতে থাকে ভাইয়া। হৃদয় যুক্তিবাদী মানুষ, সবকিছু বুঝতে থাকে পানির মতো, ১৯ টির মতো ভবিষ্যৎবাণী লেখক বইয়ে ফুটিয়ে তুলেছেন, যা হৃদয়ের মনে রাসূল (সাঃ) সম্পর্কে সংকোচকে দূরীভূত করতে সাহায্য করে। দশম, একাদশ অধ্যায়ে হৃদয় নিজেকে পুরোপুরি সংশোধিত হিসেবে আবিষ্কার করে, সিজদায় অবনত হয়ে অঝোর কান্না করে, ভাবতে থাকে ভাইয়ার সাথে মুঠোফোনের কথপোকথন, বদর যুদ্ধে মুসলমানদের বিজয়রে কথা, রাসূল (সাঃ) এর ভবিষ্যৎ বাণীগুলো আল্লাহর থেকেই পাওয়া নির্দেশনা বৈ অন্য কিছু না। অবশেষে ইসলামে পদার্পণ করে কালিমা পড়ার মধ্য দিয়ে। দ্বাদশ অধ্যায় খুশির খবর দিতে গিয়ে ফোন দেয় ভাইয়াকে, নিজের নামকরণ করে আব্দুল্লাহ আর ভাইয়ার স্ক্রিণে ভেসে উঠে হৃদয়ে আব্দুল্লাহ, কিন্তু ফোন স্ক্রিণটি ভেসে উঠে ওসির চোখের সামনে। ভাইয়া জানতো হৃদয় একদিন ইসলামের ছায়াতলে জায়গা করে নিবে, তাই পুলিশ ভাইয়ার অবয়ব আবিষ্কার করেছিলো এমন একজন মানুষের যে কিনা দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলো, যার মৃত্যু শহীদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। সমালোচনাঃ দশম অধ্যায়ে হৃদয়কে নামাজরত পাওয়া যায় কিন্তু হৃদয় তখনোও ইসলামে আসেনি, এছাড়া পূর্বে বলা হয়েছিলো হৃদয়ে কুরআন পড়েনি কিন্তু এ অধ্যায়ে হৃদয়কে কুরআনের আয়াত মনে করতে দেখা যায়, যা পূর্বের আলোচনায় আসেনি৷ এছাড়া হৃদয়ে ইসলামে পদার্পণের বিষয়ে ভাইয়া চরিত্রের প্রভাব স্পষ্ট, কিন্তু এখানে শুধু রাসূল (সাঃ) এর জীবনী সংক্রান্ত আলোচনা ছিলো, ইসলামের বিধিনিষেধ নামাজ,রোজা এ বিষয়গুলো ছিলো না, যেখানে হৃদয় জুমআর নামাজও আদায় করে, মনে হয়েছে শেষদিকে কিছুটা তাড়াহুড়ো করা হয়েছে। কিছু কথাঃ ★ The past is nothing but memories in file, and the future is nothing but calculated extrapolations. ★ You have to place yourself in the shoes of Muhammad (), You have to experience the situations from his point of view,and you have to be in that timeline of history which he was in. ★ The soul gets corrupted over time and loses its way if it’s driven by its desires and temptations. ★ If you Don't amputate the infected part, the whole body will eventually be affected. ★ There’s still some time left: to return; to think; to realize; and, to decide. ★ The only certainty, which is death, will inevitably consume us. Be it sooner or later, after death we will have no more chances to amend our directions and return. শেষকথাঃ ইংরেজি ভাষায় পড়া প্রথম বই হিসেবে খুবই ভালো অভিজ্ঞতা ছিলো, সাবলীল ইংরেজি ছিলো। এতো কম সময়ে অন্য কোনো বই আমার পড়া হয়নি কিন্তু আলহামদুলিল্লাহ বইটা খুবই যত্নসহকারে পড়তে পেরেছি আর ইংরেজিতে হওয়ার পরও একটুও বিরক্তি আসেনি, প্রতিটি যুক্তি মনোমুগ্ধকর ছিলো, রাসূল (সাঃ) এর জীবনী আগে পড়া হয়েছে এমন ব্যক্তিদের জন্য বইটা অবশ্যই পঠনীয়। প্রকাশনী থেকে অবশ্যই একটি সাহসী কাজ ছিলো বইটি, সাধারণের মধ্যে চমৎকার একটি প্রচ্ছদ, বইয়ের পৃষ্ঠ সজ্জা, কাগজের কোয়ালিটি ভালো ছিলো। রেটিংঃ ৪.৫/৫ বই পরিচিতিঃ বইঃ IS HE THE MESSENGER? লেখকঃ মুহাম্মদ ত্বোহা আকবর অনুবাদকঃ মুহাম্মদ হাসিনুর রহমান প্রচ্ছদঃ হাসান মাহমুদ অভি প্রকাশনীঃ পেনফিল্ড পাবলিকেশন প্রকাশকাল: ২০২৪ পৃষ্ঠাঃ ১৭১