User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
'অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ' - ছোটগল্প নিয়ে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চরণের মতোই অবস্থা আমার। ১১টি ছোট গল্প দিয়ে সাজানো এই বইটি পড়ে তা মনে হয়েছে। 'রংধনু' গল্পে অনেকদিন পরে হারিয়ে যাওয়া দুই বান্ধবীর হঠাৎ করে দেখা হওয়া, দু'জনের গল্পের ঝুড়ি মেলে বসা এবং স্বাধীনচেতা মনোভাব পাঠকের মন জয় করবে। 'ঝ'রে গেলে, ম'রে গেলে পাতার সবুজ,বিস্মৃতির কলম তাকে গল্প নামে ডাকে' - অদ্ভুত নামের এই গল্পে মুক্তিযুদ্ধের সময়টি তুলে ধরা হয়েছে, যুদ্ধ পরবর্তী সময়ে স্বাধীন দেশে মুক্তিযুদ্ধে সহায়তাকারী এক ভদ্রলোকের সামাজিকভাবে নিপীড়নের গল্পটি মন খারাপ করে দেয়। 'অন্য জীবন' গল্পে একজন বিবাহিতা নারীর স্বামী কেন এবং কিভাবে মৃত্যুবরণ করে, তারপরে সেই নারীটির মানসিক অবস্থা- ছোট এই গল্পে বিষয়টি দারুণভাবে উপস্থাপিত হয়েছে। এমনতরো ১১টি ছোট গল্প রয়েছে বইটিতে, যার প্রতিটিই আসলে জীবনের গল্প। বই পড়ুয়াদের ভালো লাগবে, আশা করছি। লেখিকা ততটা পরিচিত নন, কিন্তু সাবলীল লেখনীর মাধ্যমে তিনি পাঠকের মন জয় করবেন। শুভকামনা রইলো।