User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Great book
Was this review helpful to you?
or
বইটি পড়ে আমি খুবই মুগ্ধ হয়েছি। যারা বিজ্ঞান কল্পকাহিনী(সায়েন্স ফিকশন) পছন্দ করেন, তাদের জন্য এটি একটি অবশ্যপাঠ্য বই।
Was this review helpful to you?
or
ভাবতেও পারি নাই যে science fiction বই। এত ভালো হতে পারে। মনে হলো Hollywood এর কোনো movie দেখলাম। আশা করি sir এইরকম আরো বই লিখবেন। পরবর্তী বই এর অপেক্ষায় থাকলাম।
Was this review helpful to you?
or
পড়ে শেষ করলাম সুলেখক বিশ্বজিৎ দাস রচিত সায়েন্স ফিকশন উপন্যাস 'নাবা'। অনেকদিন পর এরকম টানটান উত্তেজনায় ভরা একটা সায়েন্স ফিকশন পড়া হলো। বইটার পরতে পরতে উত্তেজনায় ঠাসা হওয়ায় এক টানে মাত্র কয়েক ঘণ্টায় বইটা শেষ করে উঠতে বাধ্য হয়েছি। যদিও তুখোড় বইপড়ুয়াদের কাছে একটানে একটা বা কয়েকটা বই কয়েক ঘণ্টার মধ্যে শেষ করা কোনো ব্যাপারই না! স্কুল এবং ভার্সিটি লাইফে আমিও বেশ দুরন্ত পাঠক ছিলাম। সেই দিনগুলোতে সোশ্যাল মিডিয়া না থাকায় কিংবা থাকলেও এখনকার মতো বাড়বাড়ন্ত না থাকায় বই পড়ার খুব নেশা ছিলো। একটানা কখন যে গল্প-উপন্যাস পড়তে পড়তে ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে যেতো- তার কোনো খেয়ালই থাকতো না! ইদানীংকালে, বিশেষ করে গত ১০ বছরে সোশ্যাল মিডিয়ায় আসক্তি এবং বিভিন্ন শারীরিক জটিলতায় অসুস্থ থাকার কারণে আগের মতো বই পড়া হয়ে উঠে না। অথচ বাসায় বই কিনে কিনে সয়লাব অবস্থা, হাজার এর উপরে বই-ম্যাগাজিন এ ২ টা শোকেইস ও কয়েকটা বাক্স ঠাসা। বই শুধু কিনেই যাচ্ছি আর কিনেই যাচ্ছি কিন্তু পড়া হয়ে উঠছে না! তাই শেষবার কবে এরকম একটা বই এক বসায় শেষ করে উঠেছি, সেটা কিছুতেই মনে করা সম্ভব হলো না। বইয়ের কেন্দ্রীয় চরিত্র 'নাবা' বাংলাদেশ সরকার কর্তৃক নিয়োগকৃত স্পেশাল ইন্টেলিজেন্স বিভাগের একজন সিক্রেট অ্যাজেন্ট। বেকারত্বের অভিশাপে হতাশায় ভুগতে থাকা অসহায় তরুণী নাবা ঘটনাচক্রে এক গোপন মিশনের দায়িত্ব পায়, যার মূল উদ্দেশ্য হচ্ছে 'পদ্মনাভ' নামের এক অতি মূল্যবান খনিজ সম্পদ বিদেশী মাফিয়াদের হাত থেকে উদ্ধার করে আনা। লেখক মহোদয় অত্যন্ত যত্নের সাথে নিখুঁতভাবে খণ্ড খণ্ড অধ্যায়ের মাধ্যমে গল্প বলার চেষ্টা করেছেন- যা যেকোনো সায়েন্স ফিকশনপ্রেমীসহ নতুন পাঠকদের আকৃষ্ট করতে বাধ্য... ফিকশনটি নিয়ে বেশি কিছু বলতে গেলে স্পয়লার হয়ে যেতে পারে বলে বিস্তারিত বর্ণনায় গেলাম না। আমি এই বইটি ২০২৪ এর বইমেলার অফারের সময় রকমারি থেকে কিনেছিলাম, কিন্তু বিভিন্ন কারণে আগে পড়া হয়ে উঠেনি...
Was this review helpful to you?
or
নাবা গল্পটি স্যারের লেখা অন্যতম Science Fiction এর একটি, গল্পটি রোমাঞ্চ এবং রম্য দুটিতেই পূর্ন, আসা করি ভবিষ্যতেও স্যার আরো Science Fiction লিখবেন (আসা করি ভবিষ্যৎ এর গল্প গুলো আরো বড় হবে)
Was this review helpful to you?
or
"নাবা" নামটি নিতেই আমি শিহরিত হয়ে যাই। কারণ বইটি আমার নামে লেখা। বইটি পড়েও আমি অত্যন্ত আনন্দিত। আমার শ্রদ্ধেয় স্যার বিশ্বজিৎ দাস এর সায়েন্স ফিকশন বইটি আমাকেই উপসর্গ করা, যা অনেক বড় পাওয়া আমার জন্য। আশা করি ভবিষ্যতে আরও এমন চমকপ্রদ সায়েন্স ফিকশন লিখে পাঠক সম্প্রদায়কে উপহার দিবেন স্যার।