User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
An excellent book from Md. Jafar Iqbal. How an Alien makes friend with a Child of Planet Earth. True friendship over trying to get something out from an alien like the powerful Govs try to do ! This book is a must read for anyone who loves adventure, sci fi or suspense type books
Was this review helpful to you?
or
my favourite book...
Was this review helpful to you?
or
এই বইটা পড়ে আমি অনেক অনেক অনেক মজা পাইছি। অসাধারণ একটা বই
Was this review helpful to you?
or
অনেক ভালোলাগার একটি বই।"টুকুনজিল" একটি এলিয়েন।তাকে এই নাম দেয় বল্টু। ভিনগ্রহের এলিয়েন গ্রাম থেকে আসা বল্টুর খুব ভালো বন্ধু হয়ে যায়।বল্টু খালার বাড়িতে আসে পড়তে,,নানাভাবে অপমানিত হয়।টুকুনজিল বল্টুকে বিভিন্ন বিপদ থেকে উদ্ধার করে।নিজের গ্রহে ফিরে যাবার আগে সুস্থ করে দিয়ে যায় বল্টুর মানসিক ভারসাম্যহীন বাবাকে। বইটিতে বাবাকে নিয়ে বল্টুর কষ্টগুলো খুব আবেগময়।
Was this review helpful to you?
or
আমার পরা জাফর ইকবাল স্যার এর সেরা বই এটা। অনেক আগে এই বইটি পড়েসিলাম। এই বইটি এত মজার যে এখন ও খুব আগ্রহ নিয়ে পরি। কাহিনি শুরু হয় একটি বাইরের গ্রহের একটি প্রাণী কে নিয়ে। বল্টু গ্রাম এর একজন সাধারন ছেলে। তার বাবা পাগল, সে সারাদিন গাছ, মাছ, মুরগিদের সাথে কথা বলে। সে বলে সবাই যদি একটু খেয়াল করে শোনে তাহলে সবাই এদের কথা বুঝতে পারবে। বল্টুর খালারা শহরে থাকে। একদিন তার খালা গ্রাম এ এলে বল্টু ভাল লেখাপড়ার জন্য তার খালার সাথে শহরে চলে আসে। এখানে সে একদিন প্রাণীটি কে খুজে পায়। কিন্তু প্রাণীটি তার সাথে মানুষ এর ভাষায় কথা বলে। প্রথম এ বল্টু ভাবে এটা তার মনের ভুল কিন্তু পরে সে বুঝতে পারে এটা ভুল না। প্রাণীটিকে সে নাম দেয় “টুকুনজিল” টুকুনজিল তার মহাকাশযান ঠিক করার জন্য বল্টু কে বলে কিছু স্বর্ণ জোগাড় করতে বলে। বল্টু তার খালার আঙটি চুরি করে এবং ধরা ও খাই। তারপর খালার বকা, খালাত ভাই বোন এর খোটা তে তার জীবন অতিস্ট হয়ে যাই। এরি মাঝে স্কুল এ কিছু ছেলেদের সাথে মারামারি ও করে। সে ভাবে গ্রাম এ ফিরে যাবে। এর মধ্যে টুকুনজিল এর সাথে তার ভাল বন্ধুত্ব হয়ে যায়। টুকুনজিল তার মহাকাশযান ঠিক করে ফেলে। একদিন স্কুল এ যাবার সময় কিছু লোক বল্টু ধরে নিয়ে যায়। তারা তাকে টুকুনজিল কে ধরিয়ে দিতে বলে। কিন্তু বল্টু মানা করে দেয় ফলে তাকে নানা রকম টর্চার করে। সেই সময় টুকুনজিল এসে তাকে নিয়ে পালিয়ে স্কুলে এ চলে যাই কিন্তু সেই লোকেরা সেখানেও তাকে খুজে বের করে। তারপর আর কত কাহিনি............ বইটির সবটুকু ভাল লেগেছে। একটা কথা অনেক দারুন লেগেছে, যখন টুকুনজিল ফিরে যায় তার গ্রহে তখন সে বল্টু কে বলে যে তার কিছু দরকার নাকি? টুকুনজিল বল্টু কে বলে সে তাকে এমন কিছু তথ্য দিতে পারে যা এখন ও আবিষ্কার এ হই নাই। কিন্তু বল্টু জানায় তার কিছু লাগবে না। সে শুধু বলে পারলে তার বাবা কে ভাল করে দিতে,টুকুনজিল বলে সে চেষ্টা করবে। টুকুনজিল চলে যায় ভোর বেলা। বল্টু দারিয়ে ই থাকে। একটু পরে তার বাবা এসে তার পাশে দাড়ায়। এমন সময় একটা মোরগ কক কক করে দেকে উঠে। বল্টু জিজ্ঞাসা করে “বাবা মোরগ তা কি বলল?” তার বাবা উত্তর দেই “ধুর বোকা মানুষ কি মোরগ এর ভাষা বুঝতে পারে?” চোখ দুটো পানিতে ভোরে উঠে বল্টুর। টুকুনজিল ভাল করে দিয়ে গেছে তার বাবাকে.....................অসাধারন একটা বই। যারা এখন ও বইটি পরেননি তারা তাড়াতাড়ি বইটি কিনে ফেলুন। আশা করি আপনাদের ভাল লাগবে।
Was this review helpful to you?
or
টুকুনজিল প্রথম পড়ি আমার ক্লাস ফাইভে থাকার সময়ে। তখন মাত্র টম সয়্যার পড়েছি। মনের মাঝে অনেক এডভেঞ্চার করার আশা। চোখে ভারী চশমা, আবার একটু সাইন্টিস ভাবও আছে, তাই কিছূ ভারী বিজ্ঞানের বইও পড়ার সুযোগ হয়েছে। সেই সময়ে একটু নতুন জানালা খুলে দেবার মত করে বইটা পেলাম হাতে। কিশোর উপন্যাস, আবার সায়েন্স ফিকশন। অল ইন ওয়ান!! ভাল লেগেছে কিশোর নায়কের সাধারণতা, তার সরলতা, বুদ্ধিমত্তা আর ভালমানুসী। কষ্ট পেয়েছি তার বাবাকে নিয়ে তার কষ্টে। কষ্ট পেয়েছি তার শহরে আসা এবং সেখঅনে বিভিন্ন সমস্যায় পড়া নিয়ে। আনন্দ পেয়েছি, যুদ্ধ জয়ের আনন্দ পেয়েছি যখন এই ছেলেটি একদম নিজস্ব বৈশিষ্ট দিয়ে ক্লাসে কিছূ অকৃত্তিম বন্ধু জোগাড় করে ফেলল যখন। খুশিতে দাত বার হয়ে গেছে স্যারের হাতে দুষ্ট ছেলে লিটন (নামটা ঠিক মনে নেই) এর নাস্তানাবুদ হওয়া নিয়ে, তার মেধার প্রকাশ দেখে। তবে সবচেয়ে ভাল লেগেছে যখন দেখেছি সে কি অসাধরণ দক্ষতার সাথে সামাল দিয়েছে একটি ভিন্নগ্রহের প্রান এর প্রথম পৃথিবী দশর্ন, প্রথম মানুষ দশর্ন এর বিষযটি। শেষ পযর্ন্ত সেই অমানুষ মানুষগুলোর কাছে প্রমান করে দিয়েছে, ধন-সম্পত্তি বা দামী টেকনোলজির থেকেও দামী জিনিস থাকতে পারে, আর তা হল ভালবাসা। টুকুনজিল আমার কিশোর বেলার প্রথম এলিয়েন দশর্ন, যে কিনা ভয়ঙ্কর নয়, বরং কৌতুহলি, উপকারী.. অনেকটা শীর্ষেন্দুর ভুতেদের মত!! টুকুনজিল আমাকে ভাবতে শিখিয়েছে, এলিয়েন মানেই ভয়াবহ কিছু নয়, তারা অনেকদিক থেকেই আমাদের মতই হতে পারে।