User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
শিরোনাম: স্টারডম লেখিকা : ফারজানা ববি জনরা: সামাজিক থ্রিলার উপন্যাস পৃষ্ঠা : ৭৮ " স্টারডম" নামক বইটি ফারজানা ববির লিখা একটি সামাজিক উপন্যাস। এই উপন্যাসটি সমাজের অন্ধকার দিক বিশেষ করে তারকা জীবনের সাথে পারিপার্শ্বিক মানুষের জীবনের সংযোগ এবং মানবিক সীমারেখার এক কাহিনী নিয়ে গড়ে উঠেছে। সারসংক্ষেপ : বাংলায় "Stardom" এর অর্থ হলো খ্যাতি বা তারকাখ্যাতি। এটি সাধারণত বিনোদন জগতের, বিশেষ করে চলচ্চিত্র, সঙ্গীত বা ক্রীড়াক্ষেত্রের, বিখ্যাত ব্যক্তিদের ব্যাপকভাবে পরিচিতি এবং প্রশংসা বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ নাম দেখেই প্লট আন্দাজ করা যাচ্ছে। কাহিনীর মূল চরিত্র আসিফ চৌধুরী যিনি দেশের একজন ' সুপারস্টার।' ১২ বছর ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে আছেন এবং শেষ ৬ বছর এককভাবে রাজত্ব করেছেন। খ্যাতির চূড়ায় থেকেও কোনো একদিন হঠাৎ করেই তাঁর ঝুলন্ত মর*দেহ পাওয়া গেলো তাঁরই বেডরুমে। এটি আত্ম*হত্যা নাকি হ*ত্যা এটা একটা প্রচন্ড আকর্ষণের বিষয়বস্তু। কেননা কোনোভাবেই আইডেন্টিফাই করা যাচ্ছিলোনা মৃ*ত্যুরহস্য।না কোনো মোটিফ না কোনো চিহ্ন। থিম এবং সামজিক প্রভাব : বইটি প্রধানত সামাজিক অবিচার, দুর্নীতি এবং মানবিকতার ওপর আলোকপাত করে। লেখিকা সমাজের বিভিন্ন স্তরের মানুষদের কার্যকলাপের মাধ্যমে বর্তমান সমাজের অস্থিরতা এবং নৈতিকতার অবক্ষয় তুলে ধরেছেন। চরিত্র বিশ্লেষণ : আসিফ চরিত্রটি অত্যন্ত প্রাণবন্ত ও বাস্তবসম্মত। তাঁর দৃষ্টিভঙ্গি, গাম্ভীর্য যতটা তাঁর ফ্যান-ফলোয়ারদের আকৃষ্ট করে মুখোশের আড়ালে তাঁর অন্য এক রূপ তার চেয়েও বেশি অনৈতিক ও অসামাজিক। শেষ পর্যন্ত রহস্য উন্মোচন না হওয়া পর্যন্ত এটা কেউ দেখতে পারবেন না। আশরাফ নামক চরিত্রটি একজন পিবিআই অফিসারের। তার উপরই দায়িত্ব পড়ে আসিফ চৌধুরীর মৃ*ত্যু রহস্যের। এবং এই চরিত্রটিই আসলে শেষ পর্যন্ত টিকে থাকে ও উত্তেজনা বয়ে নিয়ে যায়। অন্যান্য পার্শ্বচরিত্রগুলোও সুন্দরভাবে ফুটে উঠেছে, যা কাহিনীর প্রবাহকে আরও প্রাণবন্ত করে তুলেছে। লেখনী ও শৈলী : ফারজানা ববির লিখা স্পষ্ট ও প্রাঞ্জল হলেও কিছু কিছু জায়গায় জটিল শব্দ ব্যবহার করেছেন এবং প্রুফরিডিং এ একটু সমস্যা হয়েছে। কিছু জায়গায় টাইপিং মিসটেইক হয়েছে। তবে খুবই কম। শক্তি ও দুর্বলতা : উপন্যাসটির শক্তি হচ্ছে এর প্লট। লেখিকা এখনকার সময়ে ঘটে যাওয়া সাংবাদিকদের রোল, সিনেমা ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া নিত্যকার ঘটনা তুলে ধরেছেন। সুখ্যাতিই যে প্রমাণ করেনা একটা মানুষের চারিত্রিক গুণাবলী তারও একটি উৎকৃষ্ট উদাহরণ " স্টারডম।" দুর্বলতা বলতে গেলে অনেক গুলোই রয়েছে। লেখিকা স্পষ্টভাবে সবকিছু খোলাশা করেননি। শেষের আশরাফ নামক পিবিআই অফিসারের প্রেমিকার যে ঘটনাটা উল্লেখ করেছেন এটার পরিপূর্ণ ব্যাখ্যা না দেওয়াটা পাঠককে বিরক্ত করতে বাধ্য। কোনো সন্তোষজনক এন্ডিং পাওয়া যায়নি আমার মতে। যদি লেখিকা এটার কোনো ২য় খন্ডও বের করেন তারপরও অসামঞ্জস্য লাগবে কারণ এই উপন্যাসের ঘটনা প্রবাহ,থ্রিল খুবই সংক্ষিপ্ত যা খন্ডাকারে বের করার মতো নয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রচ্ছদ। আমি যেন প্রচ্ছদের সাথে অধিকাংশ মিল পাইনি প্লটের। গভীরভাবে চিন্তা করলে আংশিক মিল পাওয়া যায়। প্রচ্ছদ পাঠকের নিকট অন্যতম কেন্দ্রবিন্দু। এটা অবশ্যই সামঞ্জস্য হওয়া উচিত। উপসংহার : লেখিকার এই উপন্যাসটির থিম নিয়ে প্রশংসা করা যায় এবং প্লটও ছিলো বাস্তবসম্মত। যারা সামাজিক থ্রিলার পছন্দ করেন তাদের জন্য ভালো লাগার মতো বই হবে যদি কেউ এন্ডিংএর জটিলতা গ্রহণ করতে পারেন অথবা বোধগম্য হয়। তাছাড়া এর ভিতরকার কোনো বিষয়ে এত ক্লান্তিকর ঘটনা প্রবাহ নেই। সুন্দরভাবে ও দ্রুত কাহিনী এগিয়ে গেছে যা পাঠককে বেশি বিরক্তিকর অবস্থায় ফেলবেনা। যেহেতু অল্প পৃষ্ঠার বই তাই অনেকের কাছে ভালো লাগবে। রেটিং : ৩.৫/৫ ফারজানা ববি এই উপন্যাসটির মাধ্যমে পাঠকদের এক ভিন্ন বাস্তবতার সম্মুখীন করেছেন, যা দীর্ঘদিন মনে গেঁথে থাকবে। তিনি কিছু ভুল সিদ্ধান্তের পরিণামও দেখিয়েছেন এবং পরিবারের অবাধ্যতার কিছু ফলও পাঠক উনার লিখার ভাঁজে খুঁজে পাবেন। সবার জন্য শুভকামনা।
Was this review helpful to you?
or
স্টারডমের থিম আমার খুব পছন্দ হয়েছে। সমসাময়িক বিষয় নিয়ে লেখা। ঘটনাগুলো যেন চোখের সামনে ঘটছে। হাইলি রিকমান্ডেড ❤️
Was this review helpful to you?
or
বইটা পড়লাম, ভালো লেগেছে। যাদের স্টার এবং স্টারদের জীবন নিয়ে আগ্রহ আছে তারা চাইলে পড়তে পারেন। রিকমন্ডেড ?