User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
"কোনো কথার সাথে কথা মিলে গেলে টিকটিকি টিকটিক করে ডেকে ওঠে আর মানুষ মনের অজান্তেই হাতের আঙুল দিয়ে তিন টোকা দিয়ে সেই ডাকের উত্তর দেয়। মানুষ যত আধুনিকই হোক না কেন, এইসব প্রচলিত প্রথা মনের অজান্তেই মনের মাঝে বেজে ওঠে। যুগ যুগ ধরে এই ডাকের প্রত্যুত্তর দিয়ে গেছে মানুষ কখনো সত্যি সত্যি টোকা দিয়ে অথবা মনে মনে টোকা দিয়ে। মানুষ আর প্রাণীর এই মানসিক সংযোগ কুসংস্কার রূপে এইভাবেই টিকে আছে সেই আদিকাল থেকে।" পাঠপ্রতিক্রিয়া | সাতপুরুষে খেদু মিয়া – অসীম হিমেল সাতপুরুষে খেদু মিয়া— এখানে আছে কৌতূহল, আছে গল্প, যুক্তি, বিজ্ঞান আর কুসংস্কারের মুখোমুখি লড়াই। এটি কেবল এক প্যারানরমাল গল্প নয়, বরং ভিলেজ পলিটিক্স, সংস্কার ও যুক্তিবাদের এক চমৎকার কোলাজ। প্রধান চরিত্র খেদু মিয়া একজন ফরেনসিক মেডিসিনের শিক্ষক। তার সবচেয়ে বড় শক্তি হলো তার 'প্রশ্ন করার ক্ষমতা'। তিনি বিশ্বাস করেন: "যে রোগ বিজ্ঞান বুঝে না, তাকে মানুষ ভূত বলে চালিয়ে দেয়।" গল্পের কেন্দ্রবিন্দুতে আছে রেহান নামের একটি শিশু, যার শরীরে হঠাৎ এমন এক অসুস্থতা ধরা পড়ে, যা গ্রামের মানুষ ব্যাখ্যা করে "জ্বরাসুর" বা পুরান আত্মার দখল হিসেবে। কিন্তু খেদু মিয়া প্রশ্ন করেন, তদন্ত করেন, আর খোঁজেন সত্যের সঠিক রূপ। সবচেয়ে মন ছুঁয়ে যাওয়া লাইন ছিল রেহানের মায়ের মুখে: "আপনে না দেখলে বুঝতেন না, এই পোলাটা কতদিন ধইরা বাঁচার লাইগা যুদ্ধ করে।" লেখক খুব সাবলীল ভাষায়, ছোট ছোট অধ্যায়ে এক অসম্ভব টানটান গল্প বলে গেছেন। প্রতিটি অধ্যায় শেষ হয় এমনভাবে, পরেরটা না পড়ে থাকা যায় না। গ্রামীণ আবহ, লোকবিশ্বাস, চরিত্রের গভীরতা সবকিছু আপনাকে আটকে রাখবে। শেষ কথা: সাতপুরুষে খেদু মিয়া শুধু একটি বই নয়, এটি একটি অভিজ্ঞতা! যেখানে অজানা ভয়কে প্রশ্ন করা শিখি, আর নিজের চিন্তা নিয়ে ভাবতে শুরু করি, ভিলেজ পলিটিক্স কতোটা ভয়ঙ্কর হতে পারে সেটাও দেখাতে পাই!
Was this review helpful to you?
or
লজিক, বিশ্বাস, সায়েন্স কে প্যারালালি দৃশ্যায়ন করাটাই এই বইয়ের সবচেয়ে বড় সাফল্য। একটা পার্সপেক্টিভ কে জাস্টিফাই করতে লেখক বাকিগুলোকে একেবারে ডিনায়ালে নিয়ে জাননি এবং এই ব্যালান্স করার কৌশল দিয়েই শক্তিশালী লেখনীর পরিচয় উঠে এসেছে। প্যারানরমাল আবার একটু লজিকাল নাকি আবার মনস্তাত্ত্বিক কোনো জটিলতা শেষ পর্যন্ত এই থমথমে এডভেঞ্চারে হারিয়ে থাকবেন এবং পড়া শেষে তৃপ্তি আসার চান্সই বেশি। শুভকামনা রইলো
Was this review helpful to you?
or
amar life er best boi
Was this review helpful to you?
or
সাত পুরুষে খেদু মিয়া লেখক অসীম হিমেল সুখপাঠ্য রহস্য উপন্যাস। সুখপাঠ্য বলছি কারণ আমি খুব আনন্দ নিয়ে পড়েছি। প্রতি পাতা পড়ার পর আরেক পাতা কখন পড়ব, সাত পুরুষে খেদুমিয়া তেমন কাহিনী। প্রবাসী হওয়ার পর পূবপুরুষের ভিটে গিয়ে রাতুলএর নিজেকে বদলে ফেলা Interesting.দিপাকে আমার জটিল মনে হয়েছে।খেদু মিয়া র লজিক নিভর্ সমাধানে বরাবর মতো অভিভূত হয়েছি।গ্রামের খাবার এর কথা লেখকের লেখায় চমতকার ভাবে প্রকাশ পেয়েছে। গাদা ফুলের পাতা খাওয়া যায় এই লেখায় পেলাম। পূবপুরুষের ভিটে মাটি র আর পূবপুরুষের আদিভোতিক কথাবার্তা লেখা কে আরো উপভোগ্য করেছে। রিভিউ আমি বড় করবো না সুশীল পাঠক বইটি পড়ে দেখলে জানতে পারবে খেদু মিয়া সাতপুরুষ এক বৈঠক এ পড়ার মতো লেখা। বইটি অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। বইটির কাগজ ভালোমানের আর পচছদ টি উপন্যাসের সাথে অনেক মানিয়েছে। লেখকের জন্য অনেক শুভকামনা।