User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
===== বইয়ের কাহিনী/সার-সংক্ষেপ ===== জয়িতা, রাজু, স্নিগ্ধা, নিশিতা, শিহাব ও তমাল ছয়জন একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে পড়ুয়া ছয় বন্ধু। অনেক ঘনিষ্ঠ হলেও তাদের রয়েছে ভিন্ন ভিন্ন গল্প। কিন্তু সবার গল্পই একসময় হয়ে যায় একই সুতায় বাধা পড়ার মতো। পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক যখন ছাড়িয়ে যায় তখন সেই সম্পর্ককে আর শুধু বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ রাখা যায় না। হয় তাকে আকড়ে ধরেই বাকী জীবন সুন্দরভাবে উপভোগ করা যায়; নতুবা সেই বন্ধুত্বের সম্পর্কটাই তিক্ততা আর বিরক্তিতে ভরে যায়। আবার বাস্তবতার নিরিখেই যাচাই হয়ে যায় সেই বন্ধুত্বের গভীরতা ও পারস্পরিক স্বার্থ। কেউ বন্ধুর সম্মান রক্ষার জন্য নিজেকে উৎসর্গ করতে দাঁড়িয়ে যায় আবার কেউবা নিজের ক্ষণিকের তৃপ্তির জন্য কারোও জীবন তছনছ করতেও দ্বিধা করে না। ===== পাঠ প্রতিক্রিয়া ===== বন্ধুত্ব! পৃথিবীতে মানব জাতির ইতিহাসে অন্যতম প্রাচীন একটি সম্পর্ক হলো বন্ধুত্ব। বন্ধুত্ব মনুষকে হাসায়, কখনো কাঁদায়, অন্তরে প্রশান্তি দেয়া কিংবা কেড়ে নেয় শান্তি। বন্ধুত্ব জীবনে যেমন নিয়ে আসতে পারে আলো তেমনি ঠেলে দিতে পারে ঘোর অমানিশাতেও! ব্যক্তিগতভাবে শরীফুল হাসানের বইগুলো আমার বেশ প্রিয়। উনার এর আগের বেশ কয়েকটি উপন্যাসে নস্টালজিক নব্বই দশকের ছোঁয়া আমার কাছে বেশ উপভোগ্য ছিলো। তবে এই উপন্যাসটি তার লেখা “অচিন পাখি” উপন্যাসটির মতোই বর্তমান সময়ের ও আমাদের চারপাশের ঘটনা-দুর্ঘটনার প্রেক্ষাপটেই লেখা। যেখানে আমাদের বর্তমান আধুনিক সমাজের কয়েকটি অন্ধকার দিক বা তথাকথিত অপরিপক্ক আধুনিকতার পাশাপাশি আশার আলো লেখক সামনে নিয়ে এসেছেন। রয়েছে আমাদের বর্তমান তরুণ ও যুব সমাজের জন্য শিক্ষণীয় কিছু বিষয়ও। যাই হোক উপন্যাসটি পড়তে মোটামুটি ভালোই লেগেছে। চরিত্রগুলোরও বিভিন্ন দিক লেখক উন্মোচন করেছেন ধীরে ধীরে। বিশেষ করে ইফতি চৌধুরী চরিত্রটি আমার ভালো লেগেছে। তবে বইয়ের কাহিনী পুরোপুরি বোঝা ও উপলব্ধি করার ক্ষেত্রে বইটি পড়া বা উপহার দেয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে ১৮+ পাঠকদের জন্য উপযোগী বলে মনে করছি। প্রোডাকশনঃ বইয়ের নামকরণ ও প্রচ্ছদ ভালো লেগেছে। যদিও এর মাহাত্মটা ঠিক বুঝি নি। অল্পকিছু বানান ভুল চোখে পড়েছে; সম্ভবত ফন্টজনিত কারণে। ব্যক্তিগত রেটিংঃ ৭/১০।
Was this review helpful to you?
or
দারুন একটা বই। ভার্সিটির প্রেমের কথা মনে করিয়ে দেয়। ১০০ তে ১০০