User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ইসলামিক উপন্যাস পড়তে ভালোই লাগে। আর উপন্যাস যদি লতিফুল ইসলাম শিবলী ভাইয়ের লেখা হয় তাহলে তো বলার বাহিরে। তবে বইটার কিছু স্থানে তথ্যের ব্যাখ্যা বিশ্লেষণ একটু দীর্ঘ হওয়ার কারণে সেসব স্থান পড়ার সময় একঘেয়েমি মনেহয়।
Was this review helpful to you?
or
. ❝তোমার মুগ্ধতার কারণ যে- সে আমি নই, আমি নই। আমি সে নগণ্য আয়না, যার মধ্যে তুমি দেখো তাঁর সৌন্দর্যের প্রতিবিম্ব। ❞ বিশ্ববরেণ্য রকস্টার রুমি। অস্কারের জন্য নমিনেটেড হওয়ার আনন্দে মেতে ওঠে তাঁর ভক্তদের নিয়ে। সে রাতেই সে প্রায় পৌঁছে গেছিলো মৃত্যুর দ্বারপ্রান্তে। তবে শেষ মুহূর্তে রবের সাথে একটা চুক্তি করে বসে সে। এবং আবারো ফিরে আসে সমুদ্রপৃষ্ঠে। তবে এবার ধরিত্রীর বুকে ফিরে আসে এক নতুন মানুষ। সে নিজেকে মৃত মনে করে। হুট করে সে বেরিয়ে পড়ে নিজের পথের খোঁজে। যে পথে গেলে সে তার চুক্তি পূরণ করতে পারবে। এরপর শুরু হয় তার সংগ্রাম। পৃথিবীতে আসার কারণ, নিজের অস্তিত্ব, কী তার লক্ষ্য, কোথায় তাঁর গন্তব্য এসব প্রশ্নের জবাব পেতে জীবনের পথে অবিরাম ছুটতে থাকে রুমি। এক পর্যায়ে সে খোঁজ পায় ইমাম বিলালের। “ইমাম বিলাল"যে নামটি তার জীবনের এক অভাবনীয় মোড় ছিল। বাংলাদেশী রকস্টার রুমি পৌঁছে যায় আফ্রিকার মৌরিতানিয়ায়। এরপর নানান ঘটনার মধ্য দিয়ে যায় রুমি। জীবনের পথের বাঁকে ইমাম তার হাত ধরে রাখে এবং তাকে শিক্ষা দেয় পার্পাস অব লাইফ। নেতৃত্ব কাকে বলে, তার সাথে ইমামেরই বা কী সম্পর্ক? কে এই ইমাম? জানতে হলে “ইমাম " বইটি পড়তে হবে। ◼️ চরিত্রসমূহঃ রুমিঃ বিশ্ববিখ্যাত রকস্টার রুমি। সুরের সম্রাট। কামালঃ রুমির সেক্রেটারি। রুমি তাকে নিজ সন্তানের মতোই স্নেহ করেন। লেলনঃ রুমির একমাত্র ছেলে। ডিভোর্সের পর সে তার মায়ের সাথে ক্যালিফোর্নিয়া থাকে। ইমাম বিলালঃ রুমির গুরু, ইমাম বিলাল। দুবাইয়ে প্রত্যন্ত এক মসজিদের ইমাম তিনি। ঘটনাচক্রে ইমাম ও রুমি মুখোমুখি হন। বিলালের হাত ধরে রুমির পথচলা হয় শুরু। গুরু যেন জ্বলন্ত প্রদীপ , শিষ্য তাঁর থেকে ছড়িয়ে পড়া আলো। আব্দুর রহমানঃ মৌরিতানিয়ার এক রাখাল, বকরি চরিয়ে জীবিকানির্বাহ করে। ও অন্যান্য। . ◼️পাঠপ্রতিক্রিয়া: তৃপ্তির সাথে শেষ করলাম ইমাম-উপন্যাসটি। বইয়ের কিছু নির্দিষ্ট টপিক আমার ভালো লেগেছে। টপিকগুলো হলোঃ- ১। রাজনৈতিক বিষয়: উপন্যাসটিতে রাজনীতির অন্ধকার দিক গুলোতে আলোকপাত করা হয়েছে। সম্পদ ও ক্ষমতার লোভ মানুষকে পশুতে পরিণত করে। ২। নববী জীবনের দৃশ্যঃ নবীজি ﷺ তাঁর জীবনের বিশেষ একটি সময়ে এসে বিশেষ দায়িত্ব পেয়েছিলেন। দ্বীন প্রচারের স্বার্থে অনেক জুলুমের শিকার হয়েছিলেন। এমনকি দ্বীনের জন্য হিজরতও করেছিলেন। এই উপন্যাসের অনেক দৃশ্যই উক্ত ঘটনাগুলোর প্রতিচ্ছবির মতো। বিষয়গুলো খুব ভালো লেগেছে। ৩। গুরু শিষ্যের চমৎকার বন্ধনঃ রুমি ও তার উস্তাদের সুদৃঢ় বন্ধন, দারুণ আন্ডারস্ট্যান্ডিং, একে অপরের প্রতি নিখাঁদ ভালোবাসা। তাঁদের জুটিটা এত দারুণ। তাদের এ সম্পর্ক পাঠককে অভিভূত করার মতো। ৪। পুঁজিবাদের নোংরামিঃ আমাদের জীবন তো আরও সহজ হওয়ার কথা ছিলো। পুঁজিবাদী সমাজতন্ত্র আমাদের জীবনকে আরও জটিল ও কঠিন করে তুলেছে। ভোগ বিলাসিতার জীবাণু ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের মস্তিষ্কে। রুমি ও ইমাম বিলাল এ ভাইরাস সম্পর্কে সচেতন করতে চায় দুনিয়াবাসীকে। ৫। প্রকৃত সুখ, সফলতাঃ রুমির জীবন থেকে উপলব্ধি করা যায় প্রকৃত সুখ কৃত্রিম সফলতার মাঝে নেই। প্রকৃত সুখ রয়েছে আখিরাতের সফলতার মাঝে। লতিফুল ইসলাম শীবলি-র লেখা এই প্রথম পড়লাম। লেখনশৈলী, গতিশীল ঘটনাপ্রবাহ, কুরআনের নানান আয়াত যথাযথ স্থানে বসিয়ে চমৎকার ভাবে মর্মার্থ তুলে ধরেছেন তিনি। তবে শেষদিকে মনে হলো ঘটনাগুলো যেন খুব দ্রুত এগিয়ে গেছে। শেষের টুইস্টটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। জানিনা এর সিক্যুয়েল আসবে কি-না। তবে আমার মনে হয় ইমামের দ্বিতীয় কিস্তি আসা উচিত। উনি যেন এমন আরও অনেক সুন্দর উপন্যাস আমাদেরকে উপহার দিতে পারেন,লেখকের জন্য অনেক শুভকামনা ও দোআ রইলো৷ ◼️পছন্দের কিছু লাইনঃ ▪️ রুমি শিখে গেছেন কেমন বেপরোয়াভাবে আল্লাহর ওপর তায়াক্কুল বা নির্ভর করতে হয়। সেটা সেই শিশুর মতো, যার বাবা শিশুকে শূন্যে ছুড়ে দেয়, আর শিশু মজা পেয়ে খিলখিল করে হাসে। একটুও ভাবে না তার বাবার হাত ফসকালে তার কী পরিণতি হবে। ▪️দুনিয়ার জীবন হলো রোজা, ইফতার করার জন্য আছে আখেরাত। ◼️এক নজরে বইটি- বই: ইমাম লেখক: লতিফুল ইসলাম শিবলী পৃষ্ঠাসংখ্যা: ১৬০ মুদ্রিত মূল্য :৪০০৳ প্রকাশনায়: কেন্দ্রবিন্দু প্রথম প্রকাশ: ১লা ফেব্রুয়ারী ২০২৪ ©️ Review by Fahmida Afrin
Was this review helpful to you?
or
গ্রন্থ আলোচনা প্রশ্ন হলো কেন এক বছর পর বইটা পড়তে বসলাম! দেরিতে পড়তে বসার পর মনে হল যে কেন আমার এত দেরি হল! এই বইটা আরো আগেই করা উচিত ছিল। বই নিয়ে কথা বলছি"ইমাম " লতিফুল ইসলাম শিবলী এর বই ; যে বইয়ে বলা হয়েছে নেতৃত্ব হলো আমানত। "নেতৃত্ব হলো আমানত "-এই কথার জের ধরে যদি আমরা সামনে এগিয়ে যাই তাহলে দেখব উপন্যাসটিতে জীবনের নানান দিক তুলে ধরা হয়েছে। একজন আলোহীন মানুষ কিভাবে আলোর পথের ঠিকানা খুঁজে পায় , তাঁর পথচলা কখন স্বার্থক হয়ে উঠে। একজন মানুষ সময়ের সাথে সাথে এবং বয়সের সাথে সাথে চিন্তাভাবনা আচার-আচরণ এর সব কিছুই বদলে যায়। এই উপন্যাসটি হল ফিরে আসার গল্প। এই ফিরে আসা কার কাছে? সমাজ সভ্যতা? প্রেমিকা? নাকি যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাঁর কাছে? এই ফেরার পথটা কতটা সহজ কিংবা কতটা কঠিন কিংবা আদৌ তা লক্ষ্যে পৌঁছে দেয় কিনা ,সে পথের কতটুকু করুণাধারায় সিক্ত তা জানতে পড়তে হবে বইটি। একটা মানুষ তার জীবন জীবনের একটা পর্যায় পর্যন্ত আনন্দ ফুর্তি ,অবৈধ সম্পর্ক গড়েছেন। মহান আল্লাহ যে সীমারেখা দিয়েছেন সেই সীমালংঘন করে যে ধরনের খারাপ কাজ আছে সবই করেছেন তারপরেও জীবনের এক পর্যায়ে গিয়ে তিনি জীবনের লক্ষ্য খুজে পেয়েছেন। সফলতা সেটাই যেটা মানুষকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। আখিরাতকে সাথে নিয়ে দুনিয়ার পথ চলতে হয়। শুরুতেই উপন্যাসের নায়ক রুমি তিনি দুনিয়ায় পথ চলেছেন আর দশটা মানুষের মত। একটা সময় পর যখন তিনি জীবনের লক্ষ্য খুঁজে পেলেন এবং বুঝতে পারলেন তার জীবনে ঘটে যাওয়া কোন বিষয়ই কাকতালীয় নয়। তারপর তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন এক ভিন্ন জগতে। নিজেকে সবকিছু থেকে আড়াল করে উপলব্ধি করলেন অল্প চাহিদার মধ্যেই জীবনের শান্তি নিহত। একই সাথে দেখলেন মানুষের ভেতরকার যে নানান ধরনের অস্থিরতা বিরজামান , সে অস্থিরতার একটা স্বরূপ তিনি এঁকেছেন। আর সেই অস্থিরতার সমাধানও তিনি এনেছেন যেটা আমাদের পবিত্র কোরআনেই আছে। মানুষের মনের ভেতর যে ধরনের প্রশ্নগুলো আসা যাওয়া করে অনেক অনেক প্রশ্নের সমাধান এই বইতে এসেছে। সফলতার একদম শীর্ষে পৌঁছেও আনন্দ কেমন ম্লান হয়ে যেতে পারে তার। বইটিতে একই সাথে চমৎকার একই সাথে সমুদ্র জীবনের দুটো অংশ যেন তুলে ধরা হয়েছে পাশাপাশি। চমৎকার বর্ণনা কৌশল যেন আমি ওখানে অবস্থান করছি। এটা আমার খুব ভালো লেগেছে। মানুষের অন্তর বরাবরই অশান্ত। এই অশান্ত আত্মাকে কখন কীভাবে শান্ত করতে হয় ,কী উপায়ে তার একটা দিকনির্দেশনা রয়েছে এখানে। এমনকি এখানে চল্লিশ বছরের তাৎপর্যটাও খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করা হয়েছে।বই থেকে উল্লেখ করার মতো অনেক লাইন রয়েছে ; তার ভেতর দুই একটা উল্লেখ করছি। "চোখে দেখা যায় বলে মূর্তি মতবাদ সামাজিক রীতিনীতি সিস্টেমকে তাগত কুফর হিসেবে চিহ্নিত করা সহজ কিন্তু সমস্ত সীমালংঘন এবং কুফরির পেছনে লুকিয়ে থাকা নফস নামক গোপন ও বিপজ্জনক হয়ে চিহ্নিত করা কঠিন যা কিনা মানুষের প্রিয়তম শত্রু। " "জনপ্রিয়তা যেমন আমানত নেতৃত্ব তেমনি আমানত যে নেতা তার জনপ্রিয়তা ও নেতৃত্ব ইনসাফের জন্য ব্যয় করে না তার জীবন ব্যর্থ জীবন।" মৌরতানিয়ার গভীর এক জীবন সম্পর্কে উপন্যাসে বলা হয়েছে। মনে হয়েছে লেখক মৌরতানিয়ার আকাশে বাতাসে থেকেছেন, মিশেছেন বালুর সাথে , উপলব্ধি করেছেন মরুময় জীবন আর রাখাল জীবনের বাস্তবতা। এ উপন্যাসে জীবনের অনেকগুলো দিক নিয়ে একই সাথে তুলনা করা হয়েছে। প্রত্যেকটা বিষয় অত্যন্ত গভীর। আসলে বিষয়গুলো এত বেশি বড় যে আলাদা আলাদা করে আরো কয়েকটি উপন্যাস তৈরি করা যাবে তবে হ্যাঁ লেখক তাঁর লেখার দক্ষতা ও কলাকৌশল দিয়ে সবগুলো বিষয়কে খুব সুন্দর করে বিশ্লেষণ করে জীবনের সাথে মিলিয়ে উপস্থাপন করেছেন। এ পৃথিবীতে অনেক মানুষই আছে যারা জীবনের দিক খুঁজে পাচ্ছে না। দিশেহারা অবস্থা। লেখক এখানে কোরআনের আশ্রয় নিয়ে জীবনের পথ দেখানোর চেষ্টা করেছেন এবং নিপুণ কৌশলে পরিসমাপ্তি টেনেছেন। লেখকের এই বইটি আমার চিন্তাভাবনার সাথে মিলে যাই। লেখক যখন পাঠককে তার লেখার সাথে যোগাযোগ করিয়ে দিতে পারে তখন সেই লেখাকে স্বার্থক বলা যেতে পারে। আর এই যোগাযোগ এর জন্য বইটি আমার খুব ভালো লেগেছে। তবে হ্যাঁ একটা মানুষের হৃদয়ের গভীর উপলব্ধি ও ভালোবাসা না এলে এ ধরনের লেখাটা লেখা আসলে কঠিন। আল্লাহ ,নবী ও রাসূল (সা:) এর প্রতি ভেতর থেকে উপলব্ধি এলেই তবেই এই ধরনের লেখা সম্ভব। অনেক বিষয় থাকে অনুভূত করার মতো। চমৎকার শাগর ও মরুভূমির বর্ণনা বর্ণিত করতে মুন্সীয়ানার পরিভয় দিয়েছেন। যাইহোক , জীবনের সব রহস্যের সমাধান হয় না কিন্তু উপন্যাসে যেভাবে জীবনটাকে তুলে ধরেছেন কিংবা দেখাতে সক্ষম হয়েছে তাতে রুমি জীবনের "পারপাস অফ লাইফ" বুঝে গেছে। আর সেই লক্ষ্যেকে সামনে রেখে এগিয়ে চলেছে। তবে উপন্যাসের শেষ দিকটাই বেশ তাড়াহুড়ো লেগেছে এবং রুমির স্ত্রীর কথা আরেকটু বর্ণনার দরকার ছিল মনে করি। যাই হোক যারা আল্লাহ ও রাসূলকে ভালবাসেন পৃথিবীর সবকিছুই তো আল্লাহ ও রাসূলকে ভালোবেসে। আমাদের কথা কাজ হাসি কান্না আমাদের সবকিছুই আল্লাহর জন্য। তাইতো বলা যায় জনপ্রিয়তার মত নেতৃত্ব আমানত। যে আমানত সাথে নিয়ে একজন ইমাম ছুটে চলেছেন মহান রবের সান্নিধ্যে! রুবাইদা গুলশান
Was this review helpful to you?
or
বইটা ভালো।
Was this review helpful to you?
or
গভীর অন্ধকার রাতে সাগরে ডুবে মরণাপন্ন অবস্থায় বাঁচার জন্য নিজের অজান্তেই রবের সাথে একটা ওয়াদা করেছিলো তুমুল জনপ্রিয় এক রকস্টার।রব তাকে সেখান থেকে বাঁচিয়েছিলেন ঠিকই কিন্তু তখন থেকে নিজেকে তার মৃত মনে হতে থাকে। সে জানে না, এখন কীভাবে তার প্রতিজ্ঞা রক্ষা করবে।জানার জন্য পথে নামে। নিজেকে সমস্ত কিছু থেকে দূরে রাখার চেষ্টা করে। এক পর্যায়ে বদলে যায় তার জীবন। পথ খোঁজার জন্য যারা পথে নামে, তারা আসলে পথ তৈরি করে। আর বাকিরা সেটা অনুসরণ করে। তাই মানবজাতির শ্রেষ্ঠ পাঠশালার নাম-ভ্রমণ।ভ্রমণের মধ্যেই সে খুঁজে পায় একজন ইমামকে। তিনি তাকে জানিয়েছিলেন কীভাবে এই ওয়াদা পূরণ করতে হবে।
Was this review helpful to you?
or
লেখক লতিলফুল ইসলাম শিবলী’র বইয়ের সাথে বেশি দিন হয়নি পরিচিত হয়ছি। রকমারিতে ঘাটাঘাটি করতে গিয়ে তাঁর বই সামনে আসে। আমার অভ্যাস বইয়ে পাতা উল্টিয়ে দুয়েক পাতা পড়া লেখক/প্রকাশকের কোন সারসংক্ষেপ থাকলে তাও পড়ে দেখা। এমন ঘাটাঘটিতে দু’তিনটি বই সংগ্রহ করি। প্রথমগুলো পড়া শেষ করে আবার রকমারির দ্বারস্ত হই। আসলে লেখকের বইগুলো এক কথায় অনন্য। তিনি যে বিষয়গুলো নিয়ে লেখেন তা যদি তিনি বিশ্বাস করেন তাহলে বলতে হবে তিনি একজন স্বাচ্চা মুসলমান। যাই হোক সর্বশেষ ইমাম পড়েছি। বর্তমানে ওনার ফ্রন্টলাইন পাঠরত আছি। ইমাম বইখানা একটি প্রভাবিত করার মত বই। বইয়ের পুরো প্লট ভালো লেগেছে। ভালো লেগেছে কুরআন হাদিসের রেফারেন্সগুলোও। একটি মানুষের জীবন চলার গতিধারা আমূল পরিবর্তনের জন্য এমন বই যথেষ্ট মনে করি। লেখা সাহিত্য মানে আমি চমৎকৃত হয়েছি। একজন রক সঙ্গীতজ্ঞ হয়েও তার ইসলামি জ্ঞানের পরিধি এবং ভাবনা কতটা ইসলাম ভাবাপন্ন হওয়া যায় তা লেখক লতিফুল ইসলাম শিবলী’র বই না পড়লে জানতে পারতাম না। লেখককে ধন্যবাদ ও দোয়া।
Was this review helpful to you?
or
a best book ever... best writer...
Was this review helpful to you?
or
আশা রাখি আসমান এবং অন্যান্য উপন্যাসের ন্যায় ইমাম উপন্যাসটিও সমান পাঠকপ্রিয় হবে।।
Was this review helpful to you?
or
অসাধারণ একটা কাহিনী ছিল। তবে শেষটায় মনে হলো যে হুট করে শেষ হয়ে গেল।
Was this review helpful to you?
or
অসাধারন একটা বই। খুব ভালো লেগেছে। ধন্যবাদ লেখক কে।
Was this review helpful to you?
or
অসাধারণ বই আপনি পড়বেন ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন আশা করি।
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই।কিভাবে মানুষের জীবন এক পর্যায় থেকে আরেক পর্যায়ে পরিবর্তন হতে পারে।চমৎকার একটা বই।
Was this review helpful to you?
or
আমি মাঝে মাঝে নিজেকে নতুনভাবে আবিষ্কার করি। কয়েক বছর আগের ‘আমি’ আর এখনকার ‘আমি’ এর মধ্যে অনেক ব্যবধান। এই নতুন আমিকে গড়ার পেছনে একটা বড় নিয়ামক হিসেবে কাজ করেছে লতিফুল ইসলাম শিবলী ভাইয়ের লেখা বইগুলো। শিবলী ভাইয়ের সবগুলো উপন্যাস আমার পড়া হয়েছে। আমি প্রত্যেকটা উপন্যাসের কোন না কোন অংশে নিজেকে খুঁজে পেয়েছি। নিজের প্রশ্নের জবাব পেয়েছি। শিবলী ভাইয়ের উপন্যাসগুলো আমার পূর্বেকার চিন্তাভাবনাকে একদম পরিবর্তন করে দিয়েছে। আমি আমার জীবনের অনেক বড় বড় কিছু ডিসিশন নিতে পেরেছি বইগুলো পড়ার পর। শুনতে অতিরঞ্জিত মনে হলেও - আমি জানি যে, আমি কি পেয়েছি। সম্প্রতি আমার ভিতরে চলতে থাকা কিছু অন্তর্দ্বন্দ্ব দূর হয়েছে ‘ইমাম’ বইটা পড়ার পর। প্রত্যেকটা উপন্যাস মিলে যেন একটা নতুন ছাঁচ তৈরি করে সেই ছাঁচে ফেলে আমার চিন্তাজগতকে নতুন একটা কাঠামো দান করেছে। আমি এটা ভেবে খুবই আনন্দিত যে, আমার উত্তরপুরুষ এই বইগুলো সঠিক সময়ে তাদের হাতে পেয়ে যাবে। শিবলী ভাইয়ের হাতে তৈরি সেই ছাঁচের মধ্য দিয়ে তারা কৈশোর থেকে যৌবনে পদার্পণ করবে। এর থেকে বড় পাওয়া আমার জন্য আর কি হতে পারে?
Was this review helpful to you?
or
নেতৃত্বের সব চেয়ে বড় যোগ্যতা হলো, নেতা না হতে চাওয়া। ইমাম ,।।।।।
Was this review helpful to you?
or
?
Was this review helpful to you?
or
বই : ইমাম জনরা : উপন্যাস লেখক : লতিফুল ইসলাম শিবলী প্রকাশনা প্রতিষ্ঠান : কেন্দ্রবিন্দু পাঠপ্রতিক্রিয়া : বাংলাদেশের ভঙ্গুর রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে মেরুদণ্ডের মজবুতির জানান দিলেন লেখক লতিফুল ইসলাম শিবলী। ২০১৭ সালে প্রকাশিত দারবিশের পর বছরে একটি উপন্যাস প্রকাশ করে আসছেন তিনি। যার প্রতিটিই ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে। ইতোপূর্বে যারা তার লেখার সাথে পরিচিত তাদের বুঝার কথা, এই লেখক নিছক রোমান্টিকতা বা ফ্যান্টাসি মিশিয়ে সিনেম্যাটিক ধাঁচে কিছু মলাটবন্দী করেন না। তার প্রতিটা উপন্যাস একেকটা প্রেক্ষাপটকে সামনে নিয়ে নানা পদক্ষেপ হাজির করে, সংস্কার চিন্তা ছুঁড়ে দেয় পাঠকের দিকে। "ইমাম" আদর্শিক বয়ানে চিত্রায়িত আহ্বানমূলক একটি উপন্যাস। যেখানে কলমের আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে লেখকের সংস্কার চিন্তা, স্বপ্ন, আহ্বান। এই উপন্যাসে সঙ্গীতাঙ্গনে দেশ বিদেশে খ্যাতি লাভ করা এমন একজন ব্যক্তির চরিত্রায়ন হয়েছে যে হেদায়েত প্রাপ্তির পরবর্তী সময়ে ক্রমান্বয়ে দ্বীনের জন্য নিবেদিতপ্রাণ হয়ে ওঠে। এমনকি গড়ে তোলে রাজনৈতিক দল "পার্টি অফ জাস্টি"! প্রধান চরিত্র ইংরেজি মাধ্যমে পড়া কবি, গীতিকার, গায়ক আহসানুল হক রুমি। যিনি একাধারে বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজিতে পারদর্শী এবং এসব ভাষায় তার গানের যথেষ্ট পরিমাণ ভক্তশ্রোতা রয়েছে। পৈতৃকসূত্রে পাওয়া ধনসম্পত্তির পাশাপাশি তার আছে মার্কিন পাসপোর্টও! সবসময় ব্যক্তিগত সহকারী কামাল এবং নিরাপত্তা রক্ষীদের দ্বারা ঘিরে থাকেন। ভোগবাদী জীবনে ডুবে থাকা রুমির দ্বীনে ফেরার জন্য টার্নিং পয়েন্ট থেকে শুরু করে দেশ ত্যাগ, একজন ইমামের হাত ধরে আত্মপরিচয় ফিরে পাওয়া, ইসলামের প্রাথমিক জ্ঞান অর্জন, আফ্রিকায় হিজরত, মৌরিতানিয়ার মরু অঞ্চলে থেকে তাওয়াক্কুল করার শিক্ষা এবং সবশেষে দেশে ফিরে দশের কল্যাণে আত্মনিয়োগ করার জার্নিকে লেখক বর্ণনা করেছেন পাকা হাতে। এক্ষেত্রে নবী জীবনের উদাহরণ টেনে দেখাতে চেষ্টা করেছেন কীভাবে প্রাপ্তির পর ক্রমান্বয়ে সমাজ সংস্কারে রাসূল এগিয়েছেন। তাঁর অনুসারী হিসেবে আমাদেরও তেমনটাই করা উচিত। রুমিকে আত্মপরিচয়ের সন্ধান দিতে গিয়ে ঈমান, ইসলাম, রূহ, জীবনের এপার ওপার বুঝাতে লেখক ইমামের বয়ানে অনেকবার পবিত্র কুরআন ও হাদিসের রেফারেন্স দিয়েছেন। অনেকের মনে হতে পারে উপন্যাস তো গতিশীলভাবে চলতে থাকে, সেক্ষেত্রে কুরআন হাদিস থেকে উদ্ধৃতি দেওয়ায় কিছুটা ধীরগতির মনে হবে কি-না; আমি বলবো এখানেই লেখক মুন্সিয়ানা দেখিয়েছেন। যখন আপনার মনে হবে এই রুমি তো আমি কিম্বা যেন আমাকেই বলা হচ্ছে, তখন আপনি জার্নিতে মিশে যাবেন; উপভোগ করবেন সেই চিত্রায়নকে। রুমির বিত্তবৈভবের সাথে পাঠকের মিল না হলেও রুমির এই আধ্যাত্মিক জার্নিটা আমার মতো অসংখ্য তরুণেরই জার্নি, কোনো না কোনোভাবে আমরা এই জার্নির অংশ। আমার বিশ্বাস এই উপন্যাস পাঠককে একটা নতুন মোড়ে নিয়ে দাঁড় করাবে। লতিফুল ইসলাম শিবলী বাংলাদেশের হতাশাগ্রস্ত, দ্বিধাবিভক্ত বিশাল তরুণ সমাজের সামনে রুমির জবানে যে রাজনৈতিক বয়ান হাজির করলেন "ইমাম" উপন্যাসে, এটি আসলে সময়েরই দাবি। নিজেদের দুনিয়াবি লালসা মেটাতে নিজেদের মতো করে রাজনৈতিক পরিভাষাকে সংজ্ঞায়িত করা বিদ্যমান দলগুলোর কর্মীদের যারা এই উপন্যাস পড়বে, তারা নিঃসন্দেহে একটা আদর্শিক ধাক্কা খাবে। যদি তাদের অন্তরে আলো থেকে থাকে। তবে, বরাবরের মতোই আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ঠিক কীভাবে রুমির "পার্টি অব জাস্টিস" রাষ্ট্র পরিচালনা কেন্দ্রীক রাজনীতি করবে; সেটা আমার কাছে স্পষ্ট না । দেখা যাক, লেখক সামনে কোনো লেখায় কী বলেন। স্বাগত হে পাঠক...... সজিবুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়
Was this review helpful to you?
or
এমন উপন্যাস বাংলা সাহিত্যে হতে পারে, তা আমার গত ১০বছর নিয়মিত সাহিত্য পড়ার অভিজ্ঞতায় বিশ্বাস হয়নি? তোমরা সেই মানুষদের মতো হয়ো না, যাদের টাকা হলে, এরপর খোঁজে নাম। নাম হয়ে গেলে খোঁজে ক্ষমতা। ক্ষমতা লাভের পর তাদের শেষ কাজ হলো নিজের মূর্তি বানানো। যাতে তাদের মৃত্যুর পর তাদের অনুসারীরা পূজা করতে পারে। বইঃ ইমাম - লতিফুল ইসলাম শিবলী
Was this review helpful to you?
or
একজন সম্পাদক ও প্রুফরিডার হিশাবে আমাকে বিভিন্ন ধরনের বই পড়তে হয়। তার মধ্যে বিশেষ কিছু বই থাকে, যেগুলো মনে দাগ কেটে যায়। দীর্ঘদিন মনে থাকে। কাজ করার সময় মন্ত্রমুগ্ধের মতো পড়ি। চারপাশের কোনো খবর থাকে না, এমনভাবে বইয়ের বিষয়বস্তু আর চরিত্রে ঢুকে যাই। শিবলী ভাইয়ের ইমাম বইটা ঠিক তেমন। আশা করব, পাঠকের ভালো লাগবে। বইয়ের প্রথম পাঠক হিশাবে আমার যেমন ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
যখন থেকে নিয়ত করেছিলাম, জীবনে আর কখনো কোনো উপন্যাস পড়বো না, ঠিক তখনই শিবলী ভাইয়ের বইয়ের সাথে আমার পরিচয়। এরপর থেকে সারাবছর কোনো উপন্যাস না পড়লেও শিবলী ভাইয়ের প্রতিটা বইয়ের প্রথমদিকের পাঠক আমি। দারবিশ, দখল, আসমান, রাখাল, ফ্রন্টলাইন, অন্তিম, নূরের পর এবার ইমাম পড়ে আমি যথারীতি সারপ্রাইজড। অসাধারণ লেখার গাঁথুনি, ক্যারেকটার বিল্ডিং অন্য বইগুলোর তুলনায় এবার অনেক ফাস্ট হয়েছে। যাদের মনে আরেকটা আসমান পড়ার আকাংখা আছে, আমি তাদেরকে বলবো ভাই ইমাম পড়েন। আমি গ্যারান্টি আপনে ইমামের সাগরেদ হয়ে যাবেন। আসলে শিবলী ভাইয়ের বইগুলো নিছক কোনো উপন্যাস বা গল্প নয়, ইমাম একটি জীবনবোধ, একটি দিকনির্দেশনা। সবাইকে ইমাম পড়ার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায়...