User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
“কে তুমি বারান্দার ভাঁজে লুকিয়ে রাখছ ছায়া? ছায়ার হাতে চন্দ্রমল্লিকাটিও ছায়া নয়। কী ভোরে ভরে গেছে আলোর নিবাস? বউচোরা নৌকোর ঝাঁক খালি ফিরে গেছে, ফিরে গেছে। আবার ফিরেনি কোথোও। ঘাটে বাঁধা জলের মতো ঘাটেই অপেক্ষা করে আছে। ছায়ার গানে ধানের গন্ধ লেগে আছে। আমরা ঘরের আগে বুনেছিলাম রোদ। আর রোদের আগে বুনেছিলাম অশ্রু…” একটা চন্দনকাঠের বাক্স থেকে কোনো এক দুপুরে নিদ্রা রঙের একটা বই হাতড়ে বের করেছিলাম। বইটার নাম “রাজহাঁস যেভাবে মাছ হয়”। আমি মাছ পছন্দ করি না; তবে তামান্না হাঁস হতে চায়। তাও কেন যেন “মৃত্যু” নামের একটা গল্প পড়তে বসেই টের পেলাম আমিও এমন হিপোক্রেট। কোনো একদিন বৃক্ষভরা বিশ্ববিদ্যালয়ের বাগানের ফুল চুরি করতে গিয়ে আফরিন বলেছিলো- “এটা ল্যাভেন্ডার”। আমরা বিশ্বাস করিনি। তবে ল্যাভেন্ডারের গল্পটা বিশ্বাস না করলে পাপ হবে। আচ্ছা, আপনারা কি শেষ পারিজাতের ঘটনা জানেন? আমি এর খানিকটা আগে জানতাম। পুরোটা এই গল্পগ্রন্থে পড়েছি। “অনুর দণ্ডকারণ্য” আমার সবচে প্রিয়। কারণ অনুও এমন আকাশের দিকে তাকিয়ে থাকে আর আমি অনুকে অনেক শাস্তি দিতে চাই। উট তবে পাখি!!! আমরা জানতাম পাখিরা উড়তে পারে। তোমাদের ওখানে পাখিরা কি মাছ হয়ে ভেসে বেড়ায়?? মায়ের হলুদ পরি তবে গেলো কই? আমরাও চমনবাহারের গল্পে মজে গিয়ে একদিন একটা দুতলা বাসে জীবন দেখছিলাম। মাহ্নবির গল্পে বিকেলটা লাল কেন আর সূর্যমুখী হয়ে কেন রাস্তার ঘাম খুঁজলাম৷ কিছুই বুঝতে পারছি না। কি জানি কি হচ্ছে!! রেললাইনেই দাঁড়িয়ে আমি অনেক অনেকবার শাদা রাত মানে আপনাদের হোয়াইট নাইট দেখেছি। ছোটবেলায় হাঙর আর ডাইনির আলাদা গল্প শুনেছি দাদু কিংবা নানুর কাছে। এবার একসাথে পড়ে মনে হলো আমার এরম গল্প ভালো লাগে না। আচ্ছা, “অন্য মা ও রক্তজবা” ‘র গল্প করতে করতে ধূসর রঙটা কি শুধু জীবনকেই দিয়ে দিলেন নাকি? যাকগে, আমার তাতে কি!! আমি তো কচুপাতার বনে বৃষ্টি দেখি সবসময়। সেখানে আমি ছাড়া আরো দুজন থাকে আর তারা গল্প করে আমি মুগ্ধ হয়ে দেখি। কি সুন্দর কথা বলে ওরা!! সবশেষে আমার প্রিয় গল্প কিন্তু সন্ধ্যানাদ। আমি এই গল্প অনেকবার পড়েছি এবং পড়বো আরো আরোবার। শেষ তিনটা গল্পও আরো অনেকবার পড়বো। গল্পশেষে গল্পকারের মৃত্যু হলে যখন পরের গল্প আমার জোড়া দেওয়ার কথা ছিল তখন আমি পৃথিবীর ভারে নুইয়ে পড়েছিলাম বলে ঘুমিয়ে গেলাম। এরপর অনেক অনেকদিন ভেবেছি রাজহাঁস কেন মাছ হলো; তখন মনে হলো বিষন্ন সময় ধেয়ে আসছে আর কথা বলা যাবে না৷ তাই আজকে নাহয় শুধুই বইয়ের আলাপটুকুই তুললাম। রিভিউ: রাইজা নিদ্রা সংগ্রহ: ইনস্টাগ্রাম