User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
একজন আপাদমস্তক, হাড়ে-অস্থিতে-মজ্জায় শিল্পীর কাজ দেখলাম। নির্ঝর নৈঃশব্দ্য। নামের মতোই রহস্যময় একজন লেখক। কবি, লেখক, আর্টিস্ট, প্রচ্ছদকার, মুক্তগদ্যের নতুন যুগের পাইওনিয়ারদের মধ্যে অন্যতম এ শিল্পী বর্তমানে অনেক নবীন লেখকেরই ইন্সপিরেশন। ডুবোজ্বর। একগুচ্ছ গল্প নির্ঝরের। আজ থেকে প্রায় এক যুগ আগে প্রকাশিত এ সকল গল্প এক ধরণের মুক্তগদ্যই, যদি আপনি আমার কাছ থেকে জানতে চান। ১৫ টি গল্পের সমন্বয়ে গঠিত এ বইয়ে জায়গায় জায়গায় এক ধরণের ঘোর সৃজন করতে সক্ষম হয়েছেন লেখক। ঠিক এ কারণেই কি গ্রন্থের নাম 'ডুবোজ্বর' ? ১৫ টি গল্পের সমন্বয় বলছি এ কারণে, কয়েকটি গল্প এ বইয়ের খুব সম্ভবত পরস্পর সম্পর্কিত। এই সম্পর্কটা যদি তিনি টানা ১৫ গল্পে বজায় রাখতেন তাহলে এটি একটি নভেল হতে পারতো। তবে লেখক উল্লেখিত "হতে পারতো" কর্মটি না করাতে পাঠকের বেশি ভালো লাগতে পারে। গল্পগ্রন্থে নির্ঝর প্রাকৃতিক পারিপার্শ্বিকতা এবং বস্তুগত উপস্থিতিকে মূল চরিত্রের ( গল্পভেদে ) চিন্তা কিংবা স্বগোতক্তির সাথে একীভূত করে ফেলেছেন। অথবা ভাইস ভার্সা। এ কাজটি তিনি দারুন করেছেন। প্রায় সব গল্প ভালো লেগেছে আমার। মজার বিষয় হলো বেশিরভাগ গল্পের যেকোন প্যারা যেন সম্ভাব্য কোন কবিতার পথ দেখিয়ে দিয়ে গেছে। পাঠকের জন্য বেশ খানিকটা সাবটেক্সটের জায়গা ছেড়ে দিয়েছেন মৃদুভাবে নির্ঝর। নির্ঝর নৈঃশব্দ্যের লেখায় মিথলজির রেফারেন্স কিংবা অন্ধকারের মতো বিষণ্নতা ছড়িয়ে দেয়ার এক ধরণের হিরণ্ময়তা আছে। তাঁর লেখা পড়তে গিয়ে আচমকা মনে হবে পাঠক ঘোরের মধ্যে চোরাবালিতে পড়ে গেছেন। ক্রমাগত ডুবতে থাকা পাঠকের চোখে পড়বে অনেক রঙ, অনেক বিষাদ এবং না বলা কথা একজন শিল্পীর তুলির টানের মতো লেখনির মাধ্যমে। পাঠক যখন ঐ চোরাবালিতে ডুবে অন্যপ্রান্তে পৌছাবেন, ঠিক তখন আবার নিজেকে মাটির উপরই পাবেন। তবে নির্ঝর নৈঃশব্দ্যের সৃজন করা বালি লেগে থাকতে পারে পুরো পাঠক চেতনায়। আমার মনে হয়েছে তৎকালীন সময়ে নির্ঝর স্টাইলিস্ট ছিলেন বেশি, লেখালেখির ক্ষেত্রে। স্টাইলের এ প্রাধাণ্য পাওয়াটা পাঠকভেদে হয়তো ভিন্ন ভিন্ন রিয়্যাকশন সৃষ্টি করেছিলো এবং বর্তমানেও করতে পারে। তবে একটা কথা আমি বেশ জোর দিয়ে বলতে চাই। আমার পিঠাপিঠি প্রজন্মের লেখক হিসেবে নির্ঝর নৈঃশব্দ্যকে পেয়েছি এটি হয়তো এক সময় বেশ গর্বের সাথে অনুজদের বলবো। রিভিউ: ওয়াসিম হাসান মাহমুদ সংগ্রহ: গুড রিডস