User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
প্রথম কথাঃ "মা হওয়ার দিনগুলোতে" বইয়ে গর্ভকালীন সময়ে মায়েদের দায়িত্ব ও পরিস্থিতির বিস্তারিত বিষয়াবলী স্থান পেয়েছে। গর্ভকালীন সময়গুলোতে শুধুমাত্র মায়েদেরই পরিবর্তন সংঘটিত হয় এমনটা ভেবে এই বইটিকে মায়েদের উপযুক্ত ভাবা নিরেট বোকামি হবে। গর্ভাবস্থায় যে পরিবর্তনগুলো আসে,এসময়কার করণীয়গুলোতে প্রিয়জনের সঙ্গ পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। পাঠ-প্রতিক্রিয়াঃ বইটি শুরু করার পর আর শেষ না করে উঠা যায় না এরকম পরিস্থিতি হয়েছে। বইটিতে গর্ভাবস্থায় মায়েদের পরিবর্তন,ইবাদত,স্রষ্টার সাথে সম্পর্ক প্রত্যেকটা বিষয়ে লেখক অত্যন্ত নিপুণতার পরিচয় দিয়েছেন। যেকোনো পরিস্থিতিতে রাসূল (সাঃ) এর সুন্নাহ আর আল্লাহর বাণী রেফারেন্সে আনা হয়েছে। একজন মা হয়ে উঠা,নিজের ভেতরে নতুন এক সত্তা আবিষ্কার করতে পারা,গর্ভকালীন বিষণ্নতা-উদ্বিগ্নতা,নিজের আওরাহ-পর্দা রক্ষা,ধৈর্যধারণ কিংবা স্তনপানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কুরআন-হাদিসের আলোকে ব্যাখ্যা করার মুন্সিয়ানা দেখিয়েছেন লেখক,যা বর্তমান সময় অপ্রতুল কিন্তু সময়োপযোগী। অনাগত সন্তানের জন্য যে আবেগ-অনুভূতি,মঙ্গল কামনা,ভবিষ্যতের জন্য যে ভাবনা, দ্বীনের পথে পরিচালিত হওয়ার জন্য গর্ভ থেকেই উপযুক্ত করে তোলা,জন্ম পরিকল্পনা,গৃহজন্মের উপকারিতা,গর্ভাবস্থার শেষদিকের ইবাদত,সন্তানকে নতুন জগতে স্বাগতম জানানো প্রত্যেকটা বিষয়ের উপর লেখাগুলো ছিলো হৃদয় নিংড়ানো। পাঠ-পর্যালোচনাঃ বইটি স্বামী-স্ত্রী উভয়ের জন্যই একপ্রকার নাসীহা হিসেবে কাজ করবে। বইটিকে তিনটি ভাগে ভাগ করার হয়েছে- ১.শুধুই আপনি-কেবলমাত্র গর্ভবতী মায়ের জন্য ২.অনাগত অতিথির জন্য-এখানে অনাগত সন্তানের জন্য করণীয়গুলো স্থান পেয়েছে ৩.অপেক্ষার শেষ দিনগুলো-গর্ভাবস্থার শেষদিকের প্রস্তুতি, সন্তান ভূমিষ্ট হওয়ার আগ মূহুর্তে কিংবা সন্তানকে কোলে পাওয়ার অবস্থাগুলো স্থান পেয়েছে। বইটি এক বসায় শেষ করা গেলেও,বইটিকে সময় নিয়ে বুঝে বুঝে উপলব্ধি করে পড়ার মতো উপাদানে ভরপুর৷ সেক্ষেত্রে বইয়ে সময় দেয়ার পাশাপাশি ব্যক্তি জীবনেও সময়ের মূল্য বুঝতে সহায়ক হবে বইটি। সম্পূর্ণ বইজুড়ে সাবলীল ভাষায় মায়েদের জন্য আধ্যাত্মিক পরামর্শ,স্রষ্টার নিকটবর্তী হওয়া,অনাগত অতিথির প্রতি যত্নশীল হওয়া, গর্ভাবস্থায় করণীয়,কুসংস্কার সবকিছুকেই ইসলামের গন্ডির ভেতরে কুরআন,সুন্নাহর আলোকে বিশ্লেষণ করা হয়েছে,যা ধর্মমনা সকল মুসলিমের জন্য সুখপাঠ্য এবং অনুসরণীয়। বইটি কেন পড়বেনঃ এ ধরণের বই বাংলা-সাহিত্যে অপ্রতুল,গর্ভকালীন সময়ে এটা মায়েদের জন্য গাইডলাইন হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। স্বামী-স্ত্রী দুজনেই বইটি পড়ার মাধ্যমে উপকৃত হবে,বইটি একে অপরের প্রতি সহানুভূতিশীল,দায়িত্বশীল হতে শেখাবে,নিজের করণীয়গুলো স্বরণ করিয়ে দিবে ইনশাআল্লাহ। পাঠ-অবয়বঃ বইয়ের নামকরণ,প্রচ্ছদ,বাইন্ডিং,প্রিন্টিং,পৃষ্ঠাসজ্জা যেকোনো পাঠকের মন জয় করে নিবে। তবে পৃষ্ঠাসজ্জার জন্য বইয়ের অনেক পৃষ্ঠা অপচয় হয়েছে তা নাহলে বইটার কলেবর ছোট করা যেতো,মূল্যও কিছুটা সাবলীল হতো। বানান নির্ভুলতার দিকটি যারপরনাই মুগ্ধ করেছে। বইয়ের ভালো লাগা দিকঃ বইয়ের প্রত্যেকটি বিষয় খুব ভেঙে ভেঙে সহজ ভাষায় আলোচনা করা হয়েছে,এতে করে সকল শ্রেণির পাঠক বইটি সহজে ধারণ করতে পারবে। বই পরিচিতিঃ "মা হওয়ার দিনগুলোতে" মূলঃ উম্মু হাসান বিনতু সালিম অনুবাদকঃ আফরা আহমেদ সুজানা সম্পাদকঃ আরিফ আজাদ প্রকাশনীঃ Sukun Publishing পৃষ্ঠা সংখ্যাঃ ১৭৪ রিভিউদাতাঃ Mahbubul Hasan
Was this review helpful to you?
or
In a word awesome ❤️
Was this review helpful to you?
or
সাধারণ মুসলমান যাদের দ্বীন সম্পর্কে জ্ঞান খুবই কম , এমন নতুন মাদের জন্য খুবই উপকারী একটা বই।
Was this review helpful to you?
or
best
Was this review helpful to you?
or
খুব সুন্দর এবং গঠনমূলক কথা বলেছেন।
Was this review helpful to you?
or
ভালো
Was this review helpful to you?
or
আধ্যাত্মিক কথা বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা
Was this review helpful to you?
or
খুব আহামরি কিছু আছে বলে মনে হয়নিই, বরং সাধারণ জানা কথাবার্তা। আরিফ আজাদের নামের সাথে বইয়ের গুণগত মান গেল না, আশাহত হলাম।
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ,,,,,,, এক কথায় চমৎকার। মাশাআল্লাহ,,,,