User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
“মানুষের শত্রু বাইরে নয়, ভিতরেই বাস করে।” 'ষড়রিপু' এই নামটির কারণে বইটির প্রতি ভিন্নরকম একটা কৌতূহল তৈরি হয়েছিল। নামটাই এক গভীর দর্শনের ইঙ্গিত দেয়। অর্থাৎ হিন্দু দর্শনে বর্ণিত ছয়টি অন্তর্নিহিত রিপু: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। আমরা অনেকেই এগুলোকে পাপ, দুর্বলতা বা মানবিক প্রবণতা বলে জানি। কিন্তু এই বইয়ের ভেতরে সেই “দর্শন” যখন গল্প হয়ে ওঠে, তখন তার অভিঘাত অনেক গভীর হয়। বইটি মূলত ছয়টি ছোটগল্পের সংকলন, কিন্তু তা শুধু ছয়টি বিচ্ছিন্ন গল্প নয়—এই গল্পগুলোকে এক সুতোয় গেঁথেছেন লেখিকা, চিত্রপরিচালক জাহিদ ও গল্পকার অদিতির মধ্যকার একটি গল্পের মধ্য দিয়ে। এই কাঠামোটি বইটিকে শুধু গল্পসংকলন না বানিয়ে একটি আবর্তিত ও শৈল্পিক অভিজ্ঞতায় রূপ দেয়। প্রতিটি গল্প শেষে নিজের ভেতরের কোনো এক কোণ থেকে একটা গোপন প্রশ্ন জেগে ওঠে 'এই রিপুগুলোর কি আমিও শিকার?' প্রথম গল্প আয়নাঘর, গভীরভাবে চিন্তাশীল। অহংকার কীভাবে মানুষকে নিজের ছায়ার সঙ্গে যুদ্ধ করায়, তার প্রতীকী রূপ যেন। লোভের স্বরলিপি, মোহের পরদা, কিংবা মদে মাতাল সত্তা, সব গল্পে লেখিকা মনস্তত্ত্ব আর বাস্তবতার যে জটিল মিশ্রণ এনেছেন। কোথাও চরিত্রগুলো খুব চেনা, আবার কোথাও তারা রহস্যময়। সবখানেই একটা অদৃশ্য প্রশ্ন ঘোরে 'আমরা সত্যিই কি নিজের রিপুগুলোকে চিনি?' সংলাপগুলো বাস্তব আর কখনো কখনো ধারালো। গল্পের দৈর্ঘ্য ছোট হলেও তারা দীর্ঘ অনুভব রেখে যায়। থিমের ওপর ভিত্তি করে নির্মিত গল্পের অভিন্নতা, মনস্তাত্ত্বিক বিশ্লেষণের রেশ সূক্ষ্ম ইঙ্গিতময় লেখাতে পাঠকের নিজস্ব ব্যাখ্যার সুযোগ পাবে। ষড়রিপু শুধু একটি গল্পগ্রন্থ নয়, এটি একটি আয়না, যেখানে প্রতিটি পাঠক হয়তো একবার নিজের চোখে চোখ রাখবে, নিজের রিপুর মুখোমুখি দাঁড়াবে।
Was this review helpful to you?
or
অচেনা কাউকে আবিষ্কার করার ইচ্ছের নাম ভালোবাসা। ~( বিষকন্যা) বই: ষড়রিপু লেখক: ফারহানা সিনথিয়া প্রকাশনী: তাম্রলিপি প্রচ্ছদ শিল্পী: পরাগ ওয়াহিদ ধরন: গল্পগ্রন্থ জনরা: থ্রিলার প্রকাশকাল: বইমেলা ২০২৪ রিভিউতে: ফাহারিয়া লিজা "কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য" এগুলোর সমন্বিত রূপ "ষড়রিপু"। এগুলো মানুষের মনের ছয়টা শত্রু। মোট ছয়টি গল্পের সুন্দর সমন্বয়ে " ষড়রিপু" বইটি। ভালো লাগা, মন্দ লাগা সব মিলিয়ে অনুভূতি একাকার। ছয়টি গল্পের মাঝেও রয়েছে চমৎকার টুইস্ট। এক গল্পকে কেন্দ্র করে রয়েছে আরও ছয়টি গল্প; যা মানুষের মনের ছয়টা শত্রু সাথে ওতপ্রোতভাবে জড়িত। "কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য"-এগুলো মানব জীবনকে ধ্বংস করে দেয়। সুন্দর একটা জীবন নরক বানিয়ে দেয়। জাহিদকে বলা অদিতির ছয়টা গল্প এগুলো নিয়েই। যার মধ্যে লুকিয়ে আছে রহস্য! জীবনে নানাদিক সম্পর্কে এই গল্পগুলোর মাধ্যমে জানা যায়৷ অদিতির এক সুতায় বাঁধা গল্পগুলো বেশ ভালো লেগেছে। কারো জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। তারই প্রতীক " আয়নাঘর"। ষড়রিপুর ছয়টি গল্পই ভালো লাগার মতো। সাদামাটা হলেও গল্পগুলো আপনাকে টানবে। এই বইয়ে আমার অন্যতম পছন্দের গল্প হলো "আঁধারের যাত্রী"। এই গল্পের শেষের টুইস্ট চমকে দেওয়ার মতো। এই গল্পটা অনুমান করতে পারিনি। প্রত্যক মানুষই তার কৃতকর্মের শাস্তি পায়, সেটা আজ হোক কিংবা কাল। " বেহুলা" গল্পটিও চমৎকার। সহজ, সাবলীল, সুন্দর শব্দচয়ন গল্পগুলোর। সবমিলিয়ে মোটামুটি ভালোই লেগেছে। পৃষ্ঠার ৫১ তে শেজানকে সেজান* লেখা হয়েছে। ৮৪ পৃষ্ঠায় রাট লেখা আছে রাত* হবে। ৯০ পৃষ্ঠায় পাঁচ এর পর একটা শব্দ মিসিং। "মরীচিকা" গল্পে প্রথমদিকে যতিচিহ্ন-এর কিছু সমস্যা রয়েছে। এছাড়াও বইয়ের অল্প কিছু প্রিন্ট হালকা হয়ে গেছে। "অবশ্য আপনার যদি পছন্দ হয় তাহলেই তো একসঙ্গে গল্প বলা হবে”~ জানতে চান অদিতির বলা কথাটির রহস্য?? জানতে হলে পড়তে হবে " ষড়রিপু" বইটি।
Was this review helpful to you?
or
#পাঠ_প্রতিক্রিয়া_ষড়রিপু . এমন কাকতালীয় ঘটনাও হয়! দুইদিন ধরে ফেসবুকের নিউজফিড মেরু জ্যোতির (Aurora Borealis) ঝড়ে আক্রান্ত! নর্থ আমেরিকা, ইউরোপের প্রচুর মানুষ এবারের মেরু জ্যোতির ছবি, ভিডিও আর সেলফিও পোস্ট করছেন। আজ দুপুরে @ফারহানা সিনথিয়ার নতুন গল্পগ্রন্থ “ষড়রিপু” হাতে নিয়ে পাতা উল্টাতেই বের হলো গল্প "মেরুজ্যোতি"! আমি আসলেই খুব অবাক হয়ে ভাবতে থাকি, প্রায় মাসদুয়েক হলো বইটা বাসায় এসেছে, পড়া হয়নি, আর এখন পড়ার জন্য হাতে নিতেই সামনে এলো মেরুজ্যোতি! খুশি খুশি মনে "মেরুজ্যোতি" গল্পটা শুরু করি, কিন্তু শেষটায় মনটা খুব খারাপ হয়ে যায়। ষড়রিপু বইয়ের নাম গল্প ষড়রিপু দারুণ একটা গল্প। আমরা যে সকল রিপু দ্বারা পরিচালিত হই, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ (অহংকার) ও মাৎসর্য (হিংসা) - এই ছয়টি রিপু নিয়ে ছয়টি গল্পের সমাহার ষড়রিপু। ভিন্ন ভিন্ন ছয়টি গল্প নিয়ে ষড়রিপু অথবা সবগুলো মিলে ষড়রিপুও বলা যায়! লেখিকা অসাধারণ দক্ষতায় ষড়রিপু গল্পটি লিখেছেন। অন্যান্য গল্পগুলোর মধ্যে “আঁধারের যাত্রী” খুব ভালো লেগেছে। পুতুল গল্পটি আরেকটু বড় হলো মনেহয় ভালো হতো। বেহুলা, মরীচিকাও সুন্দর। . বইয়ের ফ্ল্যাপ থেকেঃ কথাশিল্পী অদিতি এসেছে চিত্র পরিচালক জাহিদকে সম্ভাব্য চিত্রনাট্যের গল্প শোনাতে। দেরি দেখে ভীষণ চটে যায় জাহিদ। যে সময়ের মূল্য বোঝে না সে শিল্পের কদর কিভাবে করবে? এককালে নায়িকাদের সঙ্গে প্রেম করত ডিরেক্টর জাহিদ। এখন নায়িকাদের ভাল লাগছে না। জাহিদের ধারনা নায়িকারা এখন অফ স্ক্রিনেও অভিনয় করে। জাহিদ পর্দার বাইরের অভিনয় আজকাল ধরতে পারছে না। জহুরির চোখেও ছানি পরে এমন মনে হয় জাহিদের। অদিতি মেয়েটিকে দেখে মনে হচ্ছে এর নায়িকা হবার দরকার ছিল। যদিও চেহারা খুব তীক্ষ্ণ নয় তবে একটা বুনো সৌন্দর্য আছে। ধারালো চিবুক আর চৌকোনো মুখে পুরোনো দিনের নায়িকাদের মুখের আদল আছে। সাদা কালো টোনে পুরনো দিনের একটা সিনেমা বানানোর কথা ভাবছিলেন ওখানে একে মানাত খুব। এই মেয়ের চেহারায় বিগত দিনের অভিনেত্রি শর্মিলা ঠাকুরের বেশ মিল আছে। এই মেয়ের নায়িকা হবার কথা ছিল; এই মেয়ে হয়েছে কথাশিল্পী। এখন বললে ধরেই নেবে জাহিদ ওর সঙ্গে প্রেম করতে চায়। মেয়েটার বাচনভঙ্গি সুন্দর বলেই জাহিদ আগ্রহী হয়েছে ওর গল্প শুনতে। “আসলে আপনাকে আমি ছয়টা গল্প শোনাব। একেকটা গল্প আধ ঘণ্টার। সবাই থ্রিলার বানাচ্ছে। ভালবাসার গল্পে মধুর সমাপ্তি খুব ক্লিশে। আমি আপনাকে অন্যরকম গল্প শোনাব। গল্পে সব এলিমেন্ট থাকবে। একটু অ্যাডাল্ট কন্টেন্ট না থাকলে ওয়েব সিরিজ ঠিক জমে না। আমার ছয়টা গল্প এক সুত্রে বাঁধা। আমরা ষড়রিপুর গল্প বলব অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। অবশ্য আপনার যদি পছন্দ হয় তাহলেই তো একসঙ্গে গল্প বলা হবে”। . বই পরিচিতি : বইঃ ষড়রিপু লেখকঃ ফারহানা সিনথিয়া প্রকাশনীঃ তাম্রলিপি প্রচ্ছদঃ পরাগ ওয়াহিদ পৃষ্ঠা সংখ্যাঃ ১২০
Was this review helpful to you?
or
ষড়রিপু বইটিতে উঠে এসেছে মানুষের ৬ টি রিপু বা আবেগ এর কথা যেমন :- কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। মানুষ সাধারনত অনেকসময় তার আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে যার ফলে অনেকসময় জীবনে নেমে আসে নানা সমস্যা। ষড়রিপু বইতে সেসব রিপুকে কেন্দ্র করে হওয়া কিছু ঘটনাকেই পর্যায়ক্রমে গল্পের আকারে সাজানো হয়েছে। এছাড়াও বইটিতে রয়েছে কয়েকটি জীবন সম্পর্কিত ছোট গল্প। আয়নাঘর - মদ বা অহংকারের গল্প। অসুখ - লোভের গল্প। বিষকন্যা এবং নির্জন স্বাক্ষর কামের গল্প। উপহার - ক্রোধ বা ধ্বংসের গল্প। ধূসর জলছবি - হিংসা বা মাৎসর্যের গল্প। ডার্ক চকলেট - মোহের গল্প। এছাড়াও রয়েছে কিছু ছোট গল্প - বেহুলা, মেরুজ্যোতি, আঁধারের যাত্রী, মরীচিকা এবং সবশেষে পুতুল। ফারহানা সিনথিয়া আপুর লেখা বরাবরই সহজ এবং সাবলীল ভাষায় হয়ে থাকে। এবং তার ছোটগল্পে বিভিন্ন ছোট ছোট শিক্ষা গ্রহন করার থাকে। এবারের গল্পগুলোও তার ব্যতিক্রম নয়। তার বইটি আমার দারুণ পছন্দ হয়েছে। ব্যক্তিগত রেটিং :- ৮.৫/১০
Was this review helpful to you?
or
Average, wasn't a bad read, but it didn't quite blow me away either.