User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
যিনি বইটি লিখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এটি অত্যন্ত যুগোপযোগী একটি বই। বইটি পড়ে আমি খুব উপকৃত হয়েছি এবং আমার আশেপাশের মানুষের সঙ্গেও এটি শেয়ার করেছি।
Was this review helpful to you?
or
it's a good book.
Was this review helpful to you?
or
Everyone should read this book.
Was this review helpful to you?
or
Excellent book. Its a giluideline for a better money mangement. Thanks a lot for telling the hidden truth about earning and spending.
Was this review helpful to you?
or
আমার সামর্থ্য থাকলে প্রতিটা ঘরে এই বই একটি করে উপহার হিশেবে পাঠিয়ে দিতাম। ইতিমধ্যে আমি প্রায় ৫ জন + মানুষকে বইটি গিফট করেছি এবং অন্তত ২০ জন বলেছি বইটা পড়তে। কারণ কি? ছোট্ট কারণ বলি আপনার আর্থিক উন্নতি ও ধ্বংস্ব পারসোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের উপর শতভাগ নির্ভর করে কিন্তু তা ব্যক্তি জীবনে একাডেমিক পড়ালেখায় বা বড়দের পরামর্শে কখনো পায়নি। এইটা বইটা আমাকে সেই অভাব থেকে মুক্তি দিয়েছে। কারা এই বইয়ের রেটিং খারাপ দিছে আমি জানিনা, তবে আমি নিশ্চিত যারা রেটিং খারাপ দিছে তারা শুধু একটা বিষয়কে সামনে এনেছেন যে, সুদ নিয়ে কথা বলেছেন বা সুদের মাধ্যমেও টাকা বানানোর প্রসেস উনি বর্ণনা করেছেন। ভাই সকল, আপনি সুদের প্রসেস বা সুদের সিস্টেমটা বাদ দিয়ে বাকীগুলো এপ্লাই করুন! উনি তো সুধের মাধ্যই টাকা বানাতে হবে এমনটা বলেননি!
Was this review helpful to you?
or
I bought this book from boi mela. Its an interesting book. I have been greatly benefitted from reading this book. So simple but dramatic...
Was this review helpful to you?
or
apni jodi Islam practice kore thaken, tahole apnar jonno boi ta kono kajer e na. Ami khub e obak holam kivabe sudh and insurance r moto haram jinish gulo niye amadr borolok howa shikano hocche !
Was this review helpful to you?
or
এই বইটা অবশ্যই সকলের পড়া উচিত।
Was this review helpful to you?
or
A very good and helpful book! i would highly recommend this. 5 STARS!!!
Was this review helpful to you?
or
লাখ টাকা আয় করেও আপনি ধনী হতে পারবেন না আবার দশ হাজার টাকা আয় করেও ধনী হতে পারবেন। ধনী হওয়ার গোপন কথা কথা হলো আপনি আপনার পার্সোনাল ফাইনান্স কিভাবে ম্যানেজ করছেন! টাকা পয়সা কিভাবে খরচ করতে হয়, কিভাবে বিনিয়োগ করতে হয় এসব জানতে হলে আপনার পার্সোনাল ফাইনান্স সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আপনি একজন কোটিপতি কিংবা সামান্য চাকরিজীবী হোন , আপনি যে স্তরের মানুষই হোন না কেন আপনার উচিত এই বইটি পড়া।
Was this review helpful to you?
or
অবশ্যই পড়া উচিৎ। বইটির ROI হতে পারে কয়েক লক্ষ পারসেন্টেজ, এটা কিনে আপনি রিগ্রেট করবেন না, বরং বলবেন বইটি আগে কেন পেলাম না। আপনাকে পয়সা ধরে রাখতে শিখাবে, সঞ্চয়, ইনভেস্টমেন্ট, রিটায়ারমেন্ট প্লান সহ বহুকিছু শিখাবে৷ আমাদের স্কুল কলেজের পাঠ্যক্রমে পারসোনাল ফাইনান্স ম্যানেজমেন্ট শিখানো হয় না, কিন্তু এটা অতীব গুরুত্বপূর্ণ। আমাদের দেশের সবাই যদি পারসোনাল ফাইনান্স ম্যানেজমেন্ট শিখে তাহলে এটা ব্যাক্তিগত এবং পরিবার পর্যায় থেকে শুরু করে সামগ্রিক দেশের অর্থনীতিতে ভাল প্রভাব ফেলবে। লেখক এবং রকমারিকে অনেক ধন্যবাদ।
Was this review helpful to you?
or
বইটিতে পয়সা ধরে রাখার কৌশল বিস্তারিতভাবে এবং সহজভাবে বর্ণনা করা হয়েছে। কিন্তু সুদ মুক্ত জীবন ধারা অব্যাহত রাখার কোন উপায় নিয়ে আলোচনা করা হয়নাই। আমি রিকমেন্ড করব এ ব্যাপারে কোন অধ্যায় পরবর্তী সংস্করনে যোগ করতে।
Was this review helpful to you?
or
অনেক সুন্দর একটা বই। প্রত্যেকের উচিত বইটা এক বার পড়া। সবার পার্সোনাল ফাইন্যান্স বিষয়ের সচেতন হওয়া উচিত। আর এই বই থেকে সেটা সঠিকভাবে শেখা যায়।
Was this review helpful to you?
or
Excellent book.
Was this review helpful to you?
or
বাংলা ভাষায় মানি ম্যানেজমেন্ট বই লেখাকে সাধুবাদ জানাই। বইটি মূলত তাদের জন্যই যারা ইতোপূর্বে এ সংক্রান্ত কোন বই'ই পড়েনি। তবে আমি অলরেডি বিদেশি কিছু বই পরে আগ্রহের কারণে এই বই পড়লাম তাই খুব বেশি নতুনত্ব পাইনি। বাংলাদেশের প্রেক্ষাপটে সুদ/ ইন্টারেস্টবিহীন বিনিয়োগ সংক্রান্ত কিছু সাজেশন আশা করেছিলাম, যেহেতু বিদেশি বইয়ে এগুলো অনুপস্থিত । কিন্তু হতাশ করে উনিও কেবল সুদ নিয়েই লিখলেন। অনেক জায়গাতেই একই কথার অনেক পুনরাবৃত্তি দেখা গিয়েছে যা বিরক্তিকর ছিল।
Was this review helpful to you?
or
টাকার গুরুত্ব যে কতটা অপরিসীম তা অত্যন্ত সুনিপুণভাবে লেখক এখানে উপস্থাপন করেছে। সুদের মাধ্যমে টাকা বাড়ানোর আইডিয়া ছাড়া বাকি সকল আলোচনা ছিল খুবই ইফেক্টিভ!
Was this review helpful to you?
or
বইটা সকলের জন্য অত্যন্ত সহায়ক হবে , বইটা সকলের পড়া উচিৎ ।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ অসাধারণ বই ধন্যবাদ প্রিয় স্যার কে এরকম একটা সুন্দর বই লেখার জন্য
Was this review helpful to you?
or
বইটিতে মূলত সবাইকে সুদ খেতে উৎসাহিত করা হয়েছে। ভেবেছিলাম দেশের এক বিরাট মুসলিম জনগোষ্ঠীর কথা বিবেচনা করে সুদের বিকল্প নিয়েও বিস্তারিত আলোচনা থাকবে। কিন্তু একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার হিসেবে লেখক বইয়ের ৭০-৮০% পাতায় সুদে টাকা খাটাতে বলেছেন যা সবার কাছে গ্রহণযোগ্য নয়।