User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
প্রাণের রহস্য সন্ধানে বিজ্ঞান বাংলাভাষায় লিখিত একটি ভিন্ন শ্রেণির বিজ্ঞান-পুস্তক। প্রাণের রহস্য সন্ধানে বিজ্ঞানে মানুষের প্রাণ তথা জীবন সম্পর্কে একটি চিরকালীন প্রশ্নের বিজ্ঞানসম্মত উত্তর দেয়ার চেষ্টা হয়েছে । | ‘প্রাণ বা জীবন কী’ –এই প্রশ্ন থাকলেও জবাব পাওয়া যায়নি যেমন এতদিন, তেমনি প্রাণ কেন—তার উত্তরও অলভ্য। আধুনিক বিজ্ঞান দীর্ঘকাল ধরে এই উত্তরগুলির অনুসন্ধানে ব্যস্ত। ধর্মমাহাত্মে ব্যাখ্যাত আত্মার লীলাক্ষেত্ররূপে জীবনকে দেখানাের বিপরীতে অবস্থান নিয়ে এই বইয়ে বৈজ্ঞানিক সত্যকে তুলে ধরার চেষ্টা হয়েছে। শারীরবৃত্ত, শারীরস্থান, প্রাণরসায়ন, অণুজীববিদ্যা, বিবর্তনবাদ, সাইবারনেটিকস প্রভৃতির আলােতে ও ইতিহাসের পর্যায় ধরে জীবন নামের জটিল বস্তুগত সংগঠনকে বােঝাবার চেষ্টা করা হয়েছে এখানে। জীবনের পরিধিতে যেমন আছে খণ্ড-অখণ্ডের দ্বন্দ্ব, তেমনি আছে সমাজে—পুস্তকে এই প্রসঙ্গটিও যথেষ্ট শিক্ষণীয় ও কৌতূহল-উদ্দীপক । জড়ের সঙ্গে জীবনের সম্পর্ক এবং তাদের দ্বন্দ্ব—আর একটি আলােচ্য বিষয়। জীবনের জটিলতার উৎস তার বহুত্ব। বস্তুগত উপাদানের বহুত্ব। সম্পর্কের বহুকে আহ্বান করে। জীবনের পরিমণ্ডলে ক্রিয়ারত বস্তু ও শক্তিকে পরিমাণগত অনুসন্ধান সমস্যা-সমাধানের পথ বলে দিতে পারে। অবশ্য একথাও ঠিক যে প্রাণের বস্তুগত ভিত্তি সম্পর্কে বিজ্ঞানীরা নিঃসংশয় হলেও প্রাণকে সংজ্ঞায়িত করা বা নিখুঁতভাবে তার অবস্থানকে নির্দেশিত করা তাঁদের পক্ষে এখনাে সম্ভব হয়নি। এই বইটি লেখার সময় আমাকে চেনা-জানা অনেক জীববিজ্ঞানী, রসায়নবিজ্ঞানীর সঙ্গে আলােচনা করতে হয়েছে। তাঁদের মধ্যে বিশেষ করে বঙ্গবাসী কলেজের প্রাণিবিজ্ঞানের অধ্যাপক রণজিৎ ঘােষের নাম উল্লেখ করতে হয়। তিনি যত্ন নিয়ে পাণ্ডুলিপি পড়ে মতামত ও পরামর্শ দিয়েছেন। তাঁকে ধন্যবাদ জানাই। আশা করি, বাংলায় বিজ্ঞানের বই পড়তে যারা ভালােবাসেন এবং জীবন সম্পর্কে যাদের কৌতূহল : আছে তাদের এই বই খানিকটা সাহায্য করতে পারবে ।