User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বেশ ভালো লাগলো ... ধন্যবাদ লেখক।
Was this review helpful to you?
or
this book is good.
Was this review helpful to you?
or
boi ta asholei onk shundor...pore moja peuechi
Was this review helpful to you?
or
যতটা ভেবেছিলাম ততটুকু পাইনি।উপন্যাসটির নামের সাথে উপন্যাসটির গল্পের কোনো মিল খুজে পেলাম না।উপন্যাসটি দুইট গল্প একসাথে বলা হয়েছেমেইন গল্প রায়হানের আর দ্বিতীয়টা বাবলু স্যারের।রায়হানের গল্পটাই মুখ্য থাকার পরও আমি রায়হানের গল্পের চেয়ে বেশি বাবলু স্যারের গল্পটাতেই বেশি জোর পেয়েছি,মিলাতে পেরেছি।তাছাড়া ওনি বলেছিলোন (এই উপন্যাসের লেখক) লিখতে চেয়েছিলাম খাটি প্রেমের গল্প,কিন্ত কিন্তু খাটি সোনা যেমন মজবুত হয়না অন্যান্য পদার্থ না মিশালে তেমি ওনার খাটি প্রেমের গল্পেও অনেক খাদ ছিলো যা তার গল্পটাকে আরও মজবুত করে তুলে।তবে আমার মনে হলো ওনার গল্পটা পুরোটাই খাদ।খাটি প্রেম খুজে পাওয়া মুশকিল।সবশেষে এটা একটা ডিসেন্ট উপন্যাস।অতিরঞ্জিত তেমন কিছু নেই যা আপনার অনেকদিন মনে থাকবে।আর বইটি দেখতে অনেক সুন্দর তাই বই সংগ্রহ করে রাখার অভ্যাস বা ইচ্ছা থাকলে সংগ্রহে রাখতে পারেন।
Was this review helpful to you?
or
অনেক আশা নিয়ে কিনেছিলাম, ভালো কিন্তু আশানুরূপ না। অনেক টানা হয়েছে। মোটামুটি। আসলে মূল চম্বুক অংশগুলোই পোস্ট করা হয়েছিলো। আমি ভেবেছি পুরো বইটাই অসম্ভব সুন্দর। আর রায়হান আর রিমির সংসার জীবনটা ছিল না। হঠাৎ হঠাৎ অল্প কিছু দেয়া হয়েছে।
Was this review helpful to you?
or
epiccc
Was this review helpful to you?
or
একঘেয়ে লেগেছে,,, প্রধান চরিত্রগুলোর মধ্যে কেউ কেউ খুবই বিরক্তিকর হয়ে উঠেছে মাঝে মাঝেই
Was this review helpful to you?
or
অতিরঞ্জিত, সাহিত্যিক কোন গুণাবলী তেমন নেই। এক কথায় ভালো লাগেনি।
Was this review helpful to you?
or
Masterpiece?
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে: প্রেম নাকি অন্তর্ঘাত? ❝প্রিয়জন ছাড়া প্রয়োজন আর কে বোঝে?❞ কেউ বোঝে না হয়তো। তাই তো লোকে যখন বিষাদ কিংবা ক্লান্তি কাটাতে ক্যাফেইন নেয়, কিংবা নিকোটিন। রায়হান বোধকরি তখন শুষে নিতে চায় রিমির ঘায়ের ঘ্রাণ। আঁচলের সুবাস। উপস্থিতির ওম। রিমি শুধু তার প্রিয়জনই না প্রয়োজনও! "তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে" বিরহ রঙিন করে প্রেমিকের দেয়া একগুচ্ছ কবিতার গল্প। "তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে" লেখক সাদাত হোসাইনের কলমে তুলে আনা রহস্য, রোমাঞ্চ, প্রেম কিংবা অন্তর্ঘাতের গল্প। ❝আমায় দিও একটুখানি ছুঁয়ে, আমায় দিও একটুখানি মন, এই জনমের জন্ম-মৃত্যু জানে, তুমি মানেই আমার সমর্পণ।❞ মূলত এটি একটি মিশ্র ঘরানার গল্প। আমি এটিকে কয়েকভাগে ভাগ করে সংক্ষিপ্ত আলোচনা করবো। ▪️রহস্য: ❝এই পৃথিবী হাজার বছর ধরে, নদীর নামে নারীর কথা বলে।❞ স্নিগ্ধতার চাঁদরে ঢাকা বিষন্নতায় মোড়া এই গল্পের শুরু "ঘুম-দুপুর" নামক অদ্ভুত এবং রহস্যময় একটি বাড়িকে ঘিরে। যে বাড়ি খুব সন্তপর্ণে লালন করছে আট বছরের একটি মেয়ের মাকে হারানোর কষ্ট, আম্বিয়া খালার গভীর রাতের তীব্র আর্তনাদ, ত্রিভুজ প্রেমের ভয়াল পরিণতি। ▪️রোমাঞ্চ: ❝এসে- অযুত প্রলয় শেষে, প্রণয়ে আমার প্রার্থনা হও সবটুকু ভালোবেসে।❞ "ঘুম-দুপুর" এর আড়ালে রাবেয়া পাগলীর মতে চলছে কবর খোঁড়া। একটু অদ্ভুত না? এই কবর খুঁড়লে আবার খবরও পাওয়া যায়! আর এইসব কিছুর সাথে এক সূক্ষ্ম সংযোগ আছে গল্পের প্রধান চরিত্র লেখক রায়হানের। তবে এই সত্য উদঘাটনে বিশেষ ভূমিকা রয়েছে বাবলুর৷ তার সাথে এই যাত্রা উপভোগ্য তো বটেই, সেই সাথে রোমাঞ্চকরও। ▪️প্রেম কিংবা মায়া: ❝তুমি আলোর মতোই ভালো, আমি মেঘের মতো ম্লান, তোমার রুপালি রোদ ঠোঁটে, আমার বেঁচে থাকার গান।❞ "তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে" কয়েকটি জীবনের প্রেম নামক শুদ্ধ কিংবা অশুদ্ধ অনুভূতির গল্প। যেখানে কোনো বাহুল্যতা নেই, অশ্লীলতা নেই। এই উপন্যাস বড়ো মায়াময়। গল্পের প্রতিটি চরিত্রের সাথে জড়িয়ে আছে অদ্ভুত মায়া। কোনো একজনের যন্ত্রণায় মায়া, বিচ্ছেদের মায়া, ভালোবাসার স্বীকৃতি স্বরূপ যে চাদর জুঁইয়ের গায়ে জড়িয়ে দেয় বাবলু... তার কারণও তো মায়াই। হারিয়ে ফেলার পরেও আরেকবার হাতটা ছুঁতে চাওয়া, রিমির জন্য রায়হানের বা শফিকের জন্য জয়ীর যে কান্না, জুঁইকে পেতে চেয়ে মঈনের যে নিরন্তর প্রচেষ্টা, সব হারিয়েও জয়ার বেঁচে থাকার তীব্র ইচ্ছা..সেই সবকিছু তো মায়াই। ▪️অন্তর্ঘাত: ❝সুতোখানি ছিঁড়ে গেলে দেখি জুড়ে দেয়া কতখানি ভার, কাছের মানুষ দূরে গেলে, কতখানি ফিরবে আবার!❞ সতেরো বছরের এক মেয়ে, যার জীবনে প্রেমের নামে কেউ আসে মৃত্যুদূত হয়ে, আবার যাকে জীবন ভর অসহ্য ভেবে যায় মেয়েটি, সে-ই ফিরে আসে দেবদূত হয়ে! জীবন, সে-তো এক অদ্ভুত সমীকরণের নাম। যেখানে সবচেয়ে প্রিয়জনই হয়ে ওঠে আমাদের মৃত্যুর কারণ। ❝কোথায় যাবে তোমার মানুষ রেখে? মানুষ কেন হারিয়ে গেলে শেষে, মানুষ পাওয়া শেখে?❞ বইটি এত নিঁখুত ভালোবাসায় মোড়া যে প্রত্যেকটি চরিত্র আপনাকে ঘোরের মধ্যে নিয়ে যাবে। এ ঘোর পৃষ্ঠার পর পৃষ্ঠা কখন যে পড়িয়ে ফেলবে, আপনি টেরও পাবেন না। সবশেষে বইটি পাঠের পর মনে হবে, এই অর্ধেক জীবনে হাজারো গল্প তৈরি হয়, তৈরি হয় সম্পর্ক। আর সেই সম্পর্কের যে ধুম্রজাল সাদাত হোসাইন বিছালো তা পাঠককে অনেক দিন ভাবাবে, ভাবাবে তার জীবনকে। ▪️বই: তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে ▪️লেখায়: Sadat Hossain ▪️ধরণ: রোমান্টিক উপন্যাস ▪️প্রকাশনী: অন্যধারা ▪️প্রকাশকাল: বইমেলা ২০২৪ ▪️পৃষ্ঠা সংখ্যা: ২৪৮ টি ▪️প্রচ্ছদ মূল্য: ৫৩৪ টাকা
Was this review helpful to you?
or
this book is very nice
Was this review helpful to you?
or
অসম্ভব সুন্দর একটা বই। ❤️ দীর্ঘজিবি হোক প্রিয়লেখক ?
Was this review helpful to you?
or
সত্যি বলতে খুব একটা আহামরি ভালোও না আবার খারাপও না। যাদের একটু বেশি রোমান্টিক উপন্যাস ভালো লাগে বা বাংলা কথায় বলা যায় একটু লুতুপুতু প্রেম কাহিনী তাদের ভালো লাগবে। তবে আমার কিছুটা একঘেয়েমিতা কাজ করেছে পড়ার সময়
Was this review helpful to you?
or
1 star er upore deya onnay hobe...
Was this review helpful to you?
or
থ্রিলার এর নামে প্রেম কাহিনি পেলাম। মোটেও ভাল লাগেনি।
Was this review helpful to you?
or
personally amr Ekdom e Bhalo lage ni.
Was this review helpful to you?
or
বইটা অনেক সুন্দর ♥️?
Was this review helpful to you?
or
প্রচ্ছদের প্রেমে পড়ে গেছি?
Was this review helpful to you?
or
সুন্দর একটা উপন্যাস পেতে যাচ্ছি ??
Was this review helpful to you?
or
baje lekha marattok baje!
Was this review helpful to you?
or
abaro, kno interest khuje pawa jaay ni ei boi e...!
Was this review helpful to you?
or
amr kache Bhalo lage ni, shobkichu kmn Jani khapchara...
Was this review helpful to you?
or
পুরানো একঘেয়েমি কাহিনী ছাড়া আর কিছু হবে না শিওর
Was this review helpful to you?
or
অনেকটা বিরক্তিকর একটা লেখা মনে হয়েছে নিজের কাছে। এটা আমার ব্যক্তিগত মতামত আর বইটা পড়তে যেয়ে ধৈর্য ধরে রাখতে পারিনি। যেটা লেখক এর চরম বড় ব্যর্থতা।