User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Zihad mostafa

      10 Apr 2025 05:30 PM

      Was this review helpful to you?

      or

      থ্রিলার গল্পের পাঠক হিসেবে বলি, এই বইয়ের গল্পটা বেশ ভালো ছিল। আমি মূলত এই বই নিয়েছিলাম , মার্ডার এর ইন্সপেকশন কেমন করে হয় এটা জানতে। মেডিক্যাল থ্রিলার হওয়ায় আমার আশা পূরণ হয়েছে ভালোমতই। ক্যারেক্টার বিল্ড আপ নিয়ে আলাদা করে বলতেই হয় , অনেক এনগেজিং। কাহিনীর লাইন আপ ও ভালো, সিরিয়াল কিলিং স্টোরি হিসেবে। তবে, লেখনী টা আরো ভালো করা যেতো । উপন্যাসের বাক্যগুলো কেমন যেনো বোরিং লাগে। হয়তোবা আগে অনেক রাইটার এর বই পড়েছি তাই মনে হয়েছে। যাইহোক , রাইটিং আরও ইমপ্রুভ করা যেতো। সবশেষে, বলতেই হবে গল্পটা শেষ পর্যন্ত সাসপেন্স ধরে রাখার চেষ্টা করছে এটা ভালো লেগেছে। তবে মাঝখানে কিছু কিছু জিনিস রিপিট হয়েছে যা না করলেও চলত।

      By aba****com

      27 Mar 2025 11:40 PM

      Was this review helpful to you?

      or

      ?????? baad very bad

      By Mosayeb Ahmed Showrov

      23 Mar 2024 01:37 AM

      Was this review helpful to you?

      or

      Bhaiya apnar medical thriller boi oshomvob valo silo.apnar jonno shuvokamona roilo samne abar arokom boi niye dheka hobe valobasha niben??

      By Nish?

      03 Mar 2025 02:51 PM

      Was this review helpful to you?

      or

      Book:disorder , Writer: Najmul Faisal. storyline and story telling is completely up to the mark. as it’s the first medical thriller book of the writer I really am impressed . the storyline starts with a figure and ends by catching onto another figure . you will know why I’m saying this if you read মেঘেরা জোছনায় উঁকি দেয় after disorder . as a person myself have read his 2nd medical thriller 1st and later “Disorder” I can assure that you will have no difficulty to read it later because storylines are completely different. now I shall talk about the characters , they’re written such in a way that you might once think that they’re all around you talking . Dr.Najmul Faisal I really am a fan of your writing because your medical thriller books are surely so much comprehensible. do not stop writing sir , you really need to become the face of medical thriller books of Bangladesh. keep it up . can’t wait for you 3rd medical thriller ??

      By Shamima Nasrin Tandra

      09 May 2024 08:30 PM

      Was this review helpful to you?

      or

      প্রথমত অনেক জায়গায় বানান ভুল এসেছে।২/১ জায়গায় এক্সপ্রেশান আর ঘটনার অসঙ্গতি লেগেছে আমার কাছে।খুব দুর্বল স্টোরিলাইন।

      By Fattah Samit

      31 Mar 2024 10:26 PM

      Was this review helpful to you?

      or

      ডিসর্ডার বইটা আমাকে সাপ্রাইজ করেছিল কারণ আমি তেমন প্রত্যাশা রাখিনি। প্লটটা কিছু অপরাধ থ্রিলার থেকে ইন্সপিরেশন পেলেও মেডিকেল এর দৃষ্টিকোণ থেকে স্টোরিটেলিং করেছে একে অনন্য ও দুর্দান্ত। গল্পের গতানুগতিক অগ্রগতি, কাহিনীর গোড়ায় যেতে আগ্রহ বাড়িয়েছিল। লেখক চরিত্র গুলোর পিছনে ভালোই চিন্তা করেছেন বুঝা যাচ্ছিলো; কিভাবে নূর নাজিব চিন্তা করেন রহস্য উদ্ভাবনের জন্যে, কিভাবে আহাদ মুন্সি তার কর্ম-জীবনের ভারসাম্য রাখে, আতিকের বিচক্ষণতা এবং সন্দেহভাজনগণ কিভাবে জড়িত কেস এর সাথে। বাংলাদেশ এর বিভিন্ন সামাজিক অবস্থা ও সাম্প্রতিক সময়ের অপরাধ কর্মকান্ড তুলে ধরা হয়েছে। অপরাধ কেন, কিভাবে দিনদিন আরো নৃশংস হচ্ছে এবং অপরাধীদের এই পথে যাত্রার পিছনে তাদের মনোরোগ, তাদের অতীত এবং পরিবেশ কিভাবে দায়ী হতে পারে তা নিয়ে ভাবায় পাঠককে। মোট কথা, আমার বইটি পড়ে অনেক ভালো লাগছে এবং আশা করি লেখক সামনে আরো রোমাঞ্চকর গল্প আমাদেরকে উপহার দিবে।

      By 880****255

      16 Mar 2024 01:12 AM

      Was this review helpful to you?

      or

      ডিসঅর্ডার - কাহিনী অনেক ভালো,অনেক দিন পরে ভালো একটি লেখা পেলাম,বিশেষ করে " এমন সময় দরজায় চাবি দিয়ে তালা খোলার আওয়াজ হলো... নুর নাজিব তার মোবাইলের torch লাইটটা quickly বন্ধ করে ফেললেন.... কারও যেন ছায়া দেখতে পেলেন তিনি.... হঠাৎ কেউ একজন পেছন থেকে তার ঘাড়ে injection বসিয়ে দিলো, তিনি কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞান হয়ে গেলেন। Thanks Najmul Faisal for your creation.

      By mim****com

      07 Mar 2024 08:17 PM

      Was this review helpful to you?

      or

      শুরুটা দারুণ ছিল.. একটা মানুষের মধ্যে কয়েকটা সত্তা থাকার যে ব্যাপার টা আর সেটার পরিণতি যে ভয়ংকর হতে পারে এবং আর কিছু ছোট ছোট চরিএ লেখক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে .. বইটা পড়ে মোটেও একঘেয়েমি লাগেনি...

      By Nowshin Tabassum

      27 Feb 2025 09:16 AM

      Was this review helpful to you?

      or

      অনেক জোস একটা মেডিকেল থ্রিলার। খুব ভাল্লাগছে। এ-ই বইটা যদি একটা মুভি করা হয় খুবই ভালো হবে। মেডিকেল থ্রিলারের মজার বিষয়টা হচ্ছে সাধারণ টার্মগুলো মেডিকেল টার্মে পাওয়া। সর্বোপরি বইটা ভালো।

      By Rodela Islam

      23 Feb 2025 09:34 PM

      Was this review helpful to you?

      or

      prothomai sorry karon ami boi r review lekte parina.Disorder amr pora prothom medical thillar book.Boi tate medical related bisoy gulo khub e sundor kore ullekh kora ache jar jonno boi ta bujte onk subida hoy.A golpe asole akta villan keno villan hoy tar pichoner otit ullekh kora hoyeche.Akjon manush manoshik vabe thik koto ta agat pele psychopath hoye jay kivabe jiner protisod nite cay tai ei boi tate bola ache.Are inspector Nur Najib jevabe khuni r poricoy ber kore ta onk valo lageche. Over all book ta onk sundor akta medical thillar book?amr khub poconder

      By shadmanalim

      04 Mar 2024 08:09 PM

      Was this review helpful to you?

      or

      বই- ডিসঅর্ডার লেখক- নাজমুল ফয়সাল প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি রিভিউ লিখাতে আমার হাত খুবই কাঁচা তাই কোনো ভুল ত্রুটি হতে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই প্রথম মেডিকেল থ্রিলার কোনো বই পড়লাম।।তাই শুরু থেকেই কিছুটা দ্বিধাদ্বন্দে ছিলাম নন-মেডিকেলিয়ান হয়ে টার্ম গুলো ঠিকঠাক ধরতে পারব কিনা তবে পড়ার পর আর সেটা মনে হয় নি।।খুব সুন্দর করেই প্রত্যেকটা জিনিষ বুঝিয়ে লেখা হয়েছে যাতে আপনি পড়ার সময় কোনো দ্বিধাদ্বন্দে না ভুগেন।।আর কাহিনীর কথা বলতে হলে বলা যায় কিভাবে একজন খুনী খুনীতে পরিনত হয়েছে।।ছোটকাল থেকে কিভাবে তার মধ্যকার সত্তা গুলো ধীরে ধীরে তার মধ্যে বড় হয়েছে।।আপনি যত ভিতরে ঢুকবেন ততই খুনীর আসল চরিত্র,,তার সমস্যা,,খুনীর হিংস্রতা এক এক করে সামনে আসবে যা আপনাকে ধরে রাখবে শেষ পর্যন্ত।আর মাঝে মাঝে কিছু লাইন আপনাকে দ্বিতীয়বার পড়তে অবশ্যই বাধ্য করবে। আশা করি ভবিষ্যতে ভাইয়ার কাছ থেকে আরো দারুন দারুন কিছু থ্রিলার কাহিনী পাবো।।?

    • Was this review helpful to you?

      or

      থ্রিলার বই পড়ার সবচেয়ে ক্যাচি বিষয় হচ্ছে মূল অপরাধী কে এটা বের করা নয় বরং অপরাধী কেন ক্রাইম গুলো করেছে তার কারণগুলো জানতে পারা। কারণ থ্রিলার জনরার ঘটনায় সাইকো কিলার সাধারণ পরিস্থিতি ও পরিবেশ দ্বারা বেশি ইনফ্লুয়েন্স হয়। ঠিক তেমনই একটা দারুণ প্লট নিয়ে নাজমুল ফয়সাল সাজিয়েছেন তার প্রথম মেডিক্যাল থ্রিলার বই ❝ডিসঅর্ডার❞। প্রথম বইয়েই তিনি থ্রিলার লেখক হিসেবে যে বাজিমাত করেছেন এটা বলব না তবে মাত্র ১১৮ পেজের বইয়ে একটা থ্রিলার উপন্যাস সাজানোয় লেখক তার মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। কারণ এমন ধাঁচের থ্রিলার বইগুলো আরো বেশি লম্বা হয় অনেক ক্ষেত্রে যা খুবই স্লো ও বিরক্তিকর লাগে তবে নাজমুল ভাইয়ের এই বইয়ে তিনি তেমন কোন ফাঁক ফোকর রাখেননি। আমাদের সমাজে পারিবারিক কলহ, স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব ও পরকীয়ার মতন বিষয়গুলো তাদের সন্তানের ক্ষেত্রে যে কতটা নেগেটিভ ইফেক্ট ফেলে তার একটা উদাহরণ আমরা ডিসঅর্ডার বইয়ে দেখতে পাব। বাবা মারা তাদের সন্তানের সুস্থ ভাবে বেড়ে ওঠায় কতটা সহায়ক ভূমিকা পালন করছে এটা ভীষণ জরুরি। মেডিক্যাল থ্রিলার বই হওয়ায় লেখক এখানে খুব পাকাপোক্ত ভাবেই সাইকো কিলারের মেডিক্যাল ভায়োলেন্সের ব্যাপারগুলো খুব ভালো ভাবেই ফুটে তুলেছেন। পড়তে গিয়ে কিলিং এর নৃশংসতা গুলো আপনাকে শিওরে তুলবে। সঙ্গে ওঠে এসেছে বন্ধুত্ব, দায়িত্ব, ভালোবাসার মতন বিষয়গুলো। তাই পাঠকের বিরক্ত হওয়ার সুযোগ কম। আমাদের কাছে মেডিক্যাল থ্রিলার জনরা ততটা পরিচিত না, তাই লেখককে এজন্য ধন্যবাদ দিতেই হয়। সামনে হয়তো তিনি এই বইয়ের স্পিন ওফ নিয়ে আসবেন মানে দ্বিতীয় পার্ট। যার হিন্টস তিনি শেষের দিকে দিয়েছেন এবং হিন্টস বেশ আগ্রহ জাগিয়েছে দ্বিতীয় পার্ট পড়ার জন্য। বইটি সবার জন্য নয় কারণ থ্রিলার ধাঁচ সবাইকে টানে না। তবে যারা এই জনরার বইয়ের প্রতি আগ্রহ রাখেন তারা ডিসঅর্ডার বইটি অবশ্যই একবার পড়ে দেখবেন। সমালোচনার জায়গা তেমন নেই, সমালোচনার দৃষ্টিকোণ থেকেও বইটি পড়িনি। তবে বই ছোট হওয়ায় গল্পে একটা তাড়াহুড়ো ও টান অনুভব করা গেছে এবং হয়তো এটা স্বাভাবিক। লেখকের জন্য শুভকামনা, তার হাত ধরে আরো ভালো কনটেন্ট বেইসড থ্রিলার বই আসুক। ডিসঅর্ডার বইয়রের এই লাইনগুলোর সাথে আমাদের অনেকের জীবনের কিছু পার্ট রিলেটেড→ ❝কাছের মানুষগুলো কীভাবে হঠাৎ নিজেকে আচ্ছন্ন করে নীরবে চলে যায়, সেখানে তাদের মায়া করার কেউ থাকে না। শুধু রেখে যায় তার সাথে জমে থাকা স্মৃতিগুলো। সেই স্মৃতি আড়াল করে কাঁদায় আর হাসা❞

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!