User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#রহস্যময়_বিজ্ঞান_জগত_ও_রকমারি_ডট_কম_আয়োজিত_বুক_রিভিউ_প্রতিযোগীতা ♦বইটি সম্পর্কেঃ অধুনা প্রকাশন নিয়ে এসেছে বিজ্ঞানের মৌলিক সূত্রের ওপর লেখা বই বিজ্ঞান—জটিল সূত্রের সহজ ব্যাখ্যা! যুগ যুগ ধরে অসংখ্য বিজ্ঞানী ও গবেষকের পুরো জীবনের পরিশ্রমের ফলে আধুনিক বিজ্ঞান তার আজকের অবস্থান পেয়েছে। আধুনিক বিজ্ঞানের মৌলিক তত্ত্ব, সূত্র, নীতি ও এগুলো আবিষ্কারের কাহিনি, আবিষ্কারকের নাম-পরিচয়, সময়—এ সবকিছু নিয়েই সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে এ বইটিতে। ১৭৫টির বেশি সূত্র, তত্ত্ব, প্রস্তাব, নিয়ম, স্বতঃসিদ্ধ, উপপাদ্য, গবেষণা, নকশা, পদ্ধতি, প্যারাডক্স, সমীকরণ, ধ্রুবক ও অন্যান্য ধারণার বর্ণনা এ বইতে দেওয়া হয়েছে, যা বিজ্ঞানের ভিত্তি তৈরি করেছে। আরও রয়েছে বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে আলোচনা। বইটিতে বিজ্ঞানের কঠিন বিষয়গুলোকে সহজ-সরল ভাষায় উপস্থাপন করা হয়েছে বইটি। ♦বইটি সম্পর্কে আমার ব্যাক্তিগত অভিমতঃ আমার পড়া সবচেয়ে ভালো বই গুলোর মধ্যে এই বইটাকে আমি উপরের দিকে স্থান দিতে চাই কারণ বইটা পড়ে প্রায় বেশিরভাগ বিখ্যাত Theory এর সারাংশ আমার জানা হয়ে গেছে! বইটি থেকে আমার সবচেয়ে ভালো লাগা কিছু অংশ সম্পর্কে বলতে চাইঃ বইটির শুরু হয় a^2+b^2=c^2 এই বিখ্যাত উপপাদ্য দিয়ে।গতিকে অচল করার জন্য বিখ্যাত ভুল প্যারাডক্স Zeno's Paradox! থেকে শুরু করে Murphy's Law,Drake Equation,Fermi Questions(এই প্রশ্ন গুলা সম্পর্কে পড়ার অনুরোধ রইল),The Gaia Hypothesis,Doopler Effect,Biological Clock,Bode's Law(এই ধারাটি অনেক মজার:- ০,৩,৬,১২,২৪,৪৮,৯৬.....প্রতিটি সংখ্যার সাথে ৪ যোগ করে ১০ দ্বারা ভাগ দিয়ে দেখেন।যেমন-(৯৬+৪)/১০=১০AU)। এছাড়াও বইটিতে Bigbang থেকে শুরু করে Quantum Theory, Relativity এর মত বিখ্যাত সব Theory।বাদ যায়নি Fibonacci Series এর মত গাণিতিক ধারা গুলোও! তাই সবশেষে এটাই বলতে চাই যে,আপনি যদি বিজ্ঞানের বিস্তৃত জগতে ভ্রমণ করতে চান এবং অনুধাবন করতে চান বিশাল এই মহাবিশ্বকে তবে এই বইটা আপনার জন্য খুবই প্রয়োজন বলে আমি মনে করি কারণ বিজ্ঞানের জনপ্রিয় শাখাগুলো যেমন, Mathematics,Geometry,Physics,Chemistry, Spacs Science, Cosmology, Biology,Geography,Anthropology এর বিখ্যাত ও অতিপ্রয়োজনীয় সব Theory, Principles,Hypothesis এর সমাহার আপনি পেয়ে যাবেন Review আকারে!!! ♦লেখক পরিচিতিঃ আইনজ্ঞ নানা,ইঞ্জিনিয়ার বাবা এবং বই প্রিয় মা এমন এক শিক্ষিত পরিবারেই ১৯৬৯ সালের ২ নভেম্বর রুমীর জন্ম হয়। ইন্টারমেডিয়েট পড়ার সময় রহস্য সাহিত্যিক কাজী আনােয়ার হােসেনর কাছে ধর্না দেন, তিনি পরামর্শ দেন পড়া লেখা শেষ করে লেখালেখিব লাইনে আসতে।" ১৯৯২ সালে প্রথম "সায়েন্স ফিকশন সংকলন ‘ওরা এসেছিল’। সেবা প্রকাশনী থেকে প্রকাশিত হয়।প্রায় অর্ধশত সায়েন্স ফিকশন বইয়ের কাজ করেছেন তিনি। অথচ একেবারে আড়ালে ছিলেন। গত দুই যুগ ধরে। ছিলেন নিভৃতে, সেখানে থাকতেই ভালোবাসেন। বাংলাদেশের প্রথম সায়েন্স ফিকশন পত্রিকা "মৌলিক"এর পিছনে মুল ইন্ধন তিনি যুগিয়ে ছিলেন, ছিলেন নির্বাহী সম্পাদক। শুধু সায়েন্স ফিকশন নয়, থ্রিলার, ওয়েস্টার্ন, হরর, মিথ ছাড়াও শিশু-কিশোরদের নিয়ে কাজ করেছেন অহরহ।সম্পূর্ণ উল্টো এক চরিত্র স্যাটায়ার পত্রিকা "উম্মদের" সাথে গত ১৫ বছর যুক্ত আছেন। উম্মাদ সম্পাদক আহসান হাবীবের হাত ধরে ভিজু্যুয়েল মিডিয়ায় কাজ শুরু করেন। দেশের প্রথম ষ্ট্রট" শো ম্যাগাজিন অনুষ্ঠান এবং প্রথম সম্পূর্ণ অ্যাকশন ধর্মী একটি নাটক তৈরি ছাড়াও বর্তমানে ডকুমেন্টারি তৈরিতে ব্যস্ত রয়েছেন। এত সব বিষয়ের বাইরেও সম্পূর্ণ ভিন্ন এক পরিচয় আছে রুমীর। তিনি নিজে একজন কোলাজ প্রচ্ছদ শিল্পী। সেই ১৯৯২ সালে নিজের বইয়ের প্রচ্ছদ করার পর থেকে প্রায় শাচারেক কোলাজ প্রচ্ছদ করেছেন" এবং করছেন। শত ব্যস্ততার মাঝেও নিউ-এজ মিউজিক সিডি সংগ্রহ করেন এবং শোনেন। তার নিজের ব্যক্তিগত লাইব্রেরি আছে। যার সংগ্রহে আছে প্রায় হাজার পাঁচেক বই। তার স্ত্রী সানজিদা আবেদীন, কন্যা সারাহ খুরশীদ এবং পুত্র ফাইয়াছ হাসান। বিজ্ঞানকে জানতে ও জটিল সব Theory কে সহজে বুঝতে নিজ স্বার্থে অবশ্যয় বইটি সংগ্রহ করার অনুরোধ রইল। By: Myin Uddin