User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অসম্ভব সুন্দর এই গল্পটি class 4 a thakte porsilam . akhon harai falsi . tai abar order dilam. Fiction+romantic ?
Was this review helpful to you?
or
প্রিয় একটি উপন্যাস
Was this review helpful to you?
or
কাহিনি খুব ভালো লেগেছে। রোবট নিয়ে সাইন্স ফিকশনের বই এটি।
Was this review helpful to you?
or
অসম্ভব সুন্দর একটা বই। কাহিনী চমৎকার। আমার ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
বই : ইরানিশি। লেখক। : ডা. আনিস আহমেদ। প্রকাশনী : মুক্তচিন্তা। মুল্য : ১০০টাকা। পৃষ্টা : ৮৮। #কাহিনী_সংক্ষেপ বিবাহ অধিদপ্তরে গিয়ে বিয়ের অনুমিত না পেয়ে প্রচণ্ড হতাশা আর বিরক্তি নিয়ে ফিরল আরিয়ান। বিবাহ অধিদপ্তরের প্রধান ওকে ডা. কোয়েলের সাথে দেখা করতে বলেছেন! উনি কি ভাবেন বিয়ে করতে চাওয়া টাই মানসিক সমস্যা! ভেবেই মন টা বিষিয়ে উঠলো ওর। কি এক যুগেই না সে বাস করছে! যে যুগে বিয়ের জন্য অধিদপ্তরের অনুমিত লাগে! রাগে ফুঁসে উঠে।আরিয়ান। বিজ্ঞানীরা পৃথিবী কে বয়স অনুসারে চারটি যুগে বিভক্ত করেছেন। প্রিক্যাম্বিয়ান, পেরিজোয়িক, মেসোজোয়িক এবং স্যানোজোয়িক যা হলো বর্তমান যুগ। আরিয়ান ভাবল আরও একটি যুগের নামকরণের সময় এসেছে। এ যুগের নাম হবে রোবোজোয়িক যুগ। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে সে পৌঁছে গেল ডা. কোয়েল এর কাছে। ডাক্তারের সাথে কথা বলে আরিয়ান এক দুর্দান্ত কাজ পেল যার বিনিময়ে সে বিয়ের অনুমিত পাবে। পৃথিবীর মানুষের আমন্ত্রণে তারাজু গ্রহ থেকে পৃথিবী তে আসা উর্বা ও তার সাথিদের কে বিজ্ঞান একাডেমীতে উপস্থিত করতে হবে আরিয়ানকে,কারণ একমাত্র তারই আছে অন্যান্য প্রাণী ও জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা। কিন্তু উর্বা ও তার দলকে ধরতে গিয়ে তাদের সাথে আরিয়ানের বন্ধুত্ব হয়ে যায়। তার কথায় আশ্বস্ত হয়েই বিজ্ঞানভবনে যায় উর্বারা। কিন্তু গিয়েই বন্ধী হতে হয় এনরয়েড রোবটের হাতে।উর্বা আর আরিয়ান অসহায় হয়ে পরস্পরের দিকে শুধু তাকিয়েই থাকে? তারপর? আরিয়ান কি পারবে উর্বা ও তার দল কে মুক্ত করতে? তাদের কে তাদের প্রিয় গ্রহ তারাজু তে ফেরত পাঠাতে? উর্বাই কি পারবে বন্ধুত্বের বাঁধন কেটে ফিরে যেতে? আমায় এত প্রশ্ন না করে নিজেই বইখানা পড়ে নিননা জনাব/জনাবা! এত্ত অলস হলে কি আর চলে? #পাঠপ্রতিক্রিয়া এত ছোট বইয়ের আবার প্রতিক্রিয়া কি হুম? চোখের পলকেই শেষ! এক নিশ্বাসে পড়ে শেষ করার মত দুর্দান্ত এক বই। বিরক্তিকর লেগেছে শুধু প্রচ্ছদ খানা! এত্ত সুন্দর বইয়ের জন্য আরো সুন্দর কোনো প্রচ্ছদ করা উচিত ছিল। বই হোক ভালবাসার প্রতীক।