User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
লেখক আলী আকবর কোরেশীর প্রতি যতটা শ্রদ্ধা ছিলো তা অর্ধেক হয়ে গেছে দুটো কারণে। ১) লেখক শর্ষীনা পীরের ভক্ত ছিলেন (পৃষ্ঠা ৭৪- এ দোয়া নেয়ার উল্লেখ)। এই শর্ষীনার পীর আবু সালেহ মো জাফর ছিল একাত্তরের বড় রাজাকার। গণিমতের মাল আখ্যা দিয়ে হিন্দু সম্পত্তি বেদখল ও নারী ধর্ষণের হোতা এই জাফর। সাথে স্বরূপকাঠি মাসাকারের খলনায়কও এই রাজাকার। ২) লেখক ভালোমত যাচাই না করেই এক মা হরিণকে মেরে ফেলেন - আহত মা টি যখন করুন চোখে প্রাণভিক্ষা করছিলো লেখকের কাছে, তখনও মায়ের বুক থেকে বাচ্চা দুধ খাচ্ছিলো। এই মহাপাপের ফলে দীর্ঘদিন বাকশক্তি রহিত হয়ে যায় লেখকের। পরে শিকার করাই ছেড়ে দেন। বইটিতে বহু অপ্রয়োজনীয় হত্যার বর্ণনা আছে। স্রেফ আনন্দ বা শিকারের উত্তেজনা পেতেই শ শ প্রাণী শিকার করেছেন লেখক। এর মাঝে উল্লেখযোগ্য দুই গুলিতে একুশটি হরিয়াল শিকার, উড়ন্ত সরালির ঝাঁকে গুলি ছোঁড়া, অজস্র হরিণ শিকার, ময়মনসিংহে ভাল্লুক ও সাঙ্গুতে অজগর হত্যা ইত্যাদি। তবে লেখকের প্রাণীর প্রতি ভালোবাসারও অনেক উদাহরণ আছে। মা হরিণকে হত্যার পর এতটাই কষ্ট পান যে শিকার করাই ছেড়ে দেন। এক মুরং শিশুকে ওষুধ দিয়ে প্রাণে বাঁচান। তাঁর এই শিকারী বনাম জীবপ্রেমী - এ দুই বিপরীতমুখী সত্ত্বার প্রমাণ পাবেন বইজুড়ে। অজগরে মাংস রান্না, মুরংদের সংস্কৃতি ও নগ্নতা, পোষা হাতি সরস্বতী, পোষা ঘোড়া রাকস ও শমসের ডাকাত, পাগলা মায়া হরিণ কুমার বাহাদুর, ভন্ড পীরের কাহিনী, কালান্তর সাপের (সম্ভবত কালাচ) প্রতিশোধ, লঞ্চে বাঘের মুখোমুখি, কুমে পড়ে বেঁচে ফিরে আসা ইত্যাদি অনেক আকর্ষণীয় অভিজ্ঞতার বিবরণ আছে বইজুড়ে। আছে সনাতনীদের পবিত্র ধর্মস্থান আদিনাথের ইতিহাস বর্ণনা (যদিও লেখক অজ্ঞতাবশত হনুমানকে রাবণের অনুচর বানিয়ে দিয়েছেন!!) স্বাধীনতা পরবর্তী সত্তর দশকের উত্তাল রাজনৈতিক প্রেক্ষাপটের গ্লিম্পস পাওয়া যায় সুন্দরবনে অদক্ষ রক্ষীবাহিনী বনাম সর্বহারাদের সংঘর্ষের বিবরণে। 'বনের স্মৃতি' - আলী আকবর কোরেশী (উপ বন সংরক্ষক, অবসরপ্রাপ্ত)। রেটিং ৩.৫/৫। অহেতুক প্রাণীহত্যা ও রাজাকার প্রীতির উল্লেখ না থাকলে বইটি আরো সুখপাঠ্য হতো বলে আমার বিশ্বাস।
Was this review helpful to you?
or
এটি ঠিক শিকার কাহিনী নয়। লেখক বনবিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। নিজের শৈশব থেকেই অভিজ্ঞতার বর্ণনা শুরু করেছেন লেখক। আর তখনই জানতে পারা যায় একটা সময় কুষ্টিয়াতেও চিতাবাঘ ছিলো সহজলভ্য। পঞ্চাশের দশকে যেমন ছিলো ঢাকাতেও। পাকিস্তান ফরেস্ট ইন্সটিটিউট থেকে ফরেস্ট্রিতে স্নাতক আলী আকবর কোরেশী ১৯৬০ সালে তৎকালীন পাকিস্তান বনবিভাগে রেঞ্জার হিসেবে যোগ দেন। চট্টগ্রাম, মধুপুর গড়, সিলেট এবং সুন্দরবন এলাকায় তার দায়িত্ব পালনের সময় বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার স্মৃতি নিয়ে লেখা এই বই। দায়িত্ব পালনের সময় করা ছোট ছোট শিকার এবং প্রাণী ধরার কাহিনী রয়েছে বিভিন্ন অধ্যায়ে। শিকারী পচাব্দি গাজীর সাথেও লেখকের শিকার অভিজ্ঞতা এতে অন্তর্ভুক্ত আছে। পোষা হরিণের আক্রমণে লেখকের ছোট ভাইর আহত হওয়া ও পরবর্তীতে মৃত্যুর কাহিনী খুবই মর্মস্পর্শি । নিজের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে লিখা আলী আকবর কোরেশীর এই গ্রন্থটি প্রকাশ করেছে সাহিত্য প্রকাশ।