User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইটা গতকাল যখন শেষ করি রাত তখন দুইটা। এরপর থেকে নানাভাবে বিক্ষিপ্ত ভাবনাগুলো গুছানোর চেষ্টা করছি। কিন্তু হয়ে উঠছে না। বিক্ষিপ্ত ভাবনাগুলোও হারিয়ে যাবে এই ভাবনায় তাই আবোলতাবোল লিখতে বসলাম। প্রথমেই পড়তে গিয়ে একটু কেমন কেমন লেগেছে। সাক্ষী ছিল শিরস্ত্রাণের পর লেখকের প্রতি এক্সপেকটেশন কিছু বেশি থাকাই স্বাভাবিক। প্রথম থেকে তাই সাক্ষী ছিল শিরস্ত্রাণের ভাবাবেগটা না পেয়ে একটু মুষড়ে পড়েছিলাম। কিন্তু কাহিনী যত এগোয় ভুলটা তত ভাঙে। আসলে দুইটা বই সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে লেখা। তাই এই দুইটা বইকে একই মাপকাঠিতে বিচার করাটাই ভুল। লেখনীতে পেয়েছি আখতারুজ্জামান ইলিয়াস আর শহীদুল জহিরের ছায়া। শহীদুল জহিরের বই পড়তে পড়তে যেমন একটা বিষণ্ণতা ঘিরে ধরে, ফুটবল পায়ে সমরের অতীতে ঘুরতে ঘুরতেও কেমন একটা ছায়া ছায়া বিষণ্ণতা আঁকড়ে ধরে। বইটা তাই মনে হয় একটু ধীরে ধীরে পড়ার মত। বইয়ের আরও একটা ভালো লাগার দিক হল, তরুণ সমাজের প্রতিনিধি আরিফ আর হিমেলের সাথে নিজেকে আর আশেপাশের বন্ধু বান্ধব, সহপাঠীদের রিলেট করতে পারা। সত্যি আমরা এমনই। কেউ দেশের ভিতরে কি হচ্ছে তাই জানি না, একধরনের নির্লিপ্ততার মধ্যে থাকি। আবার কেউ কেউ সব খবরই রাখি, সোশ্যাল মিডিয়াতে সবকিছু নিয়েই সোচ্চার। কিন্তু যখন কিছু একটা করার সময় হয় তখন রাস্তা খুঁজে পাওয়াটাই হয় মুশকিল। সাথে থাকে বাস্তব জীবনের নানা ব্যস্ততা। পদতলে চমকায় মাটি পড়তে পড়তে আরও একটা খুব সুন্দর ব্যাপার মনে হল। সুহান ভাই আসলে উপন্যাসের ছলে ইতিহাসের সাথে পাঠকের পরিচয় করিয়ে দিতে চান না, উনি শুধু পাঠকের মনে জানার একটু আগ্রহ উস্কে দিতে চান। বাকিটা পাঠক যতটুকু ইচ্ছা নিজ দায়িত্বে জেনে নিবে। সাক্ষী ছিল শিরস্ত্রাণেও লেখক ঠিক এইটাই করেছেন, এই বইতেও এটা করার প্রয়াস লক্ষ করেছি। এই ব্যাপারটা আমার অনেক পছন্দ হয়েছে। অনেক ভালো ভালো কথার মাঝে এবার আসি একটু অতৃপ্তির জায়গায়। বইয়ের শেষটা হয়েছে ছোটগল্পের মত। "শেষ হইয়াও হইল না শেষ "। খুব নাটুকে ভাবে শেষ না করে লেখক বইয়ের সাথে সামঞ্জস্য রেখেছেন ঠিক। কিন্তু পাঠক হিসাবে আমি তৃপ্ত হতে পারলাম না। তাই রাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মধ্যে নিজের মত করে এন্ডিং টেনে দিলাম। :P সবশেষে সুহান ভাই, আপনাকে আমি যতই ধন্যবাদ দেই ততই কম হবে। এমন সব বিষয়ে আপনি আমার আগ্রহ উস্কে দিয়েছেন যা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এতদিন আমার হাইলাইটে আসেনি। পাঠক হিসাবে এটা আমার অনেক বড় পাওনা। রিভিউ: ইশরাত জামান দিশা সংগ্রহ: গুড রিডস