User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইয়ের নাম : সবিনয় নিবেদন এই যে (মেডিকেল থ্রিলার) লেখক : আশীব ফেরদৌস অংকন পৃষ্ঠা সংখ্যা : ১২৮ প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০২৪ ❝মাঝে মাঝে শব্দ মুহূর্তের কাছে হেরে গিয়ে নীরব হয়ে যায়। ❞ ❝কতো কথা বলা বাকি, একলা ঘরে তুই আমি আর জোনাকি।❞ ❝জীবনটা তাসের কলব্রিজ খেলার মতো। এখানে বুদ্ধি বা যোগ্যতার থেকে ভাগ্যের দরকার বেশি হয়।❞ ❝কি ঘন ভালোবাসা বুকে জমে রেখে দুজন আলাদা হয়ে গেলো?❞ কী মনে হচ্ছে? এগুলো একটা ভীষণ রোমান্টিক টাইপের উপন্যাসের কিছু অসাধারণ লাইন? জ্বী আপনি ঠিকই ধরেছেন। যদিও এই ভাবনার আংশিক সত্য হলেও পুরোটা সত্য নয়। কারণ ‘সবিনয় নিবেদন এই যে’ বইটির মূল আকর্ষণই হলো বইটির থ্রিলার পার্ট, তাও আবার মেডিকেল থ্রিলার! এই একটা বইয়ের মাঝেই লেখকের ভেতরকার অসামান্য কবিসত্তা এবং লেখকসত্তা দুটোই দারুণভাবে প্রকাশ পেয়েছে! ‘সবিনয় নিবেদন এই যে’ বইটি লেখকের ৩য় বই। আশীব ফেরদৌস অংকন এর থ্রিলার পড়ার জন্য আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করবে সেটাই স্বাভাবিক। তবে সবথেকে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে একজন থ্রিলার লেখকের লেখা রোমান্টিক অংশতেও জাদুর ছড়াছড়ি! পড়তে দিব্যি অভ্যস্ত হয়ে যাওয়া এবং সার্বক্ষণিক গল্পে ডুবে থাকা তার বাস্তব প্রমাণ। হুট করে যখন থ্রিলার পার্টটুকুর আবির্ভাব হয় তখনই ব্রেইন সিগন্যাল দেয়, “নব্য লেখক হিসেবে প্রকাশ ঘটলেও লেখকের পুরোটা জুড়েই যেন কেবলই ক্রিয়েটিভিটি আর ক্রিয়েটিভিটি!” লেখার ধরন, উপস্থাপন এবং চরিত্রগুলো অনায়াসেই আপনার মস্তিষ্কের সেরেব্রামে রয়ে যাবে। বইটার প্রচ্ছদের কথা না বললেই নয়। নিঃসন্দেহে প্রচ্ছদটি আপনাকে ভাবুক করে তুলবে। যাকে বলে প্রেমে পড়ে যাওয়ার মতো প্রচ্ছদ! আমরা বইপ্রেমীরা শুরুতেই বই এর প্রচ্ছদ দেখেই আকৃষ্ট হই। ‘সবিনয় নিবেদন এই যে’ সেই গুরুদায়িত্ব যথাযথ ভাবেই পালন করেছে। এছাড়াও বইটি পড়ার মাধ্যমে আপনি ইন্টারেস্টিং সব মেডিকেল টার্ম সম্পর্কে জানতে পারবেন যেগুলো হয়তো আপনি কখনোই জানতেন না! সর্বোপরি ভিন্নধর্মী একটি সৃষ্টিকর্মের সাক্ষী হয়ে থাকতে ‘সবিনয় নিবেদন এই যে’ আপনাকে বাধ্য করবেই।
Was this review helpful to you?
or
Fantastic story?
Was this review helpful to you?
or
খুব ভালো৷ এক বসায় পড়ার মতো। তবে সন্ধ্যাহীনের মতো ইসলামীক ভাইভটা মিস করেছি। একদমই ইসলামীক সেন্স ছিলো না। মেডিকেলীয় থ্রিলার হিসেবে পারফেক্ট ছিলো। নুনান সিন্ড্রোম কিন্তু ইন্টারন্যাশনাল এক্সামিনেশন গুলোতে আসে খুব৷ গুড রাইটিং৷ কিপ রাইটিং।
Was this review helpful to you?
or
থ্রিলার থেকে প্রেম কাহিনী বেশি, তবে খারাপ নয়।
Was this review helpful to you?
or
সময়ের আগেই ডেলিভারি পেয়েছি। ধন্যবাদ রকমারিকে। আশা করি বই টা পড়ে ভালো লাগবে।????
Was this review helpful to you?
or
উক্ত বছর আমার পড়া প্রথম বই ছিলো। এবং আমার আশিব ফেরদৌস অংকন ভাইয়ের লেখা শুরু থেকেই পছন্দের। মেডিক্যাল থ্রিলার কান্তার পড়ার পর থেকেই আমি অংকন ভাইয়ের লেখার ভক্ত হয়ে যাই। এবং বর্তমানে কান্তরের দ্বিতীয় বইয়ের অপেক্ষায় আছি। ❤️
Was this review helpful to you?
or
খুবই ভালো লাগলো বইটা পড়ে।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
Better tobe ending ta arektu guchano hole Best hoto
Was this review helpful to you?
or
amazing . কিছু বলার নায় ?
Was this review helpful to you?
or
অসাধারণ একটি থ্রিলার
Was this review helpful to you?
or
এক কথায় সেরা। খুবি intertesting ছিল।
Was this review helpful to you?
or
মাথা ঘুরানো মতো একটা গল্প।আর ইউনিক একটা প্লট দিয়ে সাজানো,নতুনত্ব ত আছেই।যদিও কিছুটা অদ্ভুত ও লেগেছে শেষটায়।তবে এক নিশ্বাসে শেষ করার ইচ্ছে জাগাবে বইটি।
Was this review helpful to you?
or
কাহিনী খুবই ভালো লেগেছে। একইসাথে ইমোশন আর থ্রিল কাজ করেছে।
Was this review helpful to you?
or
বাজে বই।আর মেডিকেল থ্রিলার না।তেমন কিছু নাই???
Was this review helpful to you?
or
ভালো লেখা
Was this review helpful to you?
or
মেডিকেল থ্রিলারে যে মেডিকেলে না পড়ে বা মেডিকেলে উপস্থিত না হয়েও এত সূক্ষ্ম ভাবে থ্রিলার বইটির মেডিকেল থ্রিলারে ফেলা হয়েছে, যা সত্যিই অন্য রকম একটি মেডিকেল থ্রিলার বই। ভালো লেগেছে❤️
Was this review helpful to you?
or
ছোট্ট করে যদি রিভিউ দিই, গল্পটা সুন্দর। কাহিনী প্যার্টান ইউনিক, যাদের থ্রিলার ভালোলাগে তাদের অবশ্যই ভালো লাগবে, একটু অন্য ধরণের টেস্ট পাবে টার্মের দিক থেকে। কিন্তু যদি নেগেটিভ পার্ট বলি, বই এর দুই তিনটা যায়গায় ই আর আ এর ব্যবহারে ভুল পেয়েছি, যেটা আসলে তৃতীয় মুদ্রণ পর্যন্ত থাকা একটু দৃষ্টিকটু লেগেছিলো। উপন্যাসের প্রথম পাতাতেই এই ভুল টা মন খারাপ করে দিয়েছে। আর কাহিনিতে দৃশ্যপটের সুইচিং টা একটু আনাড়ি মনে হয়েছে আমার ব্যক্তিগতভাবে। তবে গল্পটা বেশ ভালো, যাদের থ্রিলার পড়তে ভালোলাগে তারা একটানে পড়তে পারবেন, ভালোই লাগবে।
Was this review helpful to you?
or
Amazing
Was this review helpful to you?
or
আমাদের চারপাশের প্রতিটি মানুষের জীবনে অনেক ভিন্ন ভিন্ন গল্প থাকে। কারো গল্পে পাওয়া-না পাওয়ার হিসাব আবার কারো গল্পে মনুষ্যত্বের উত্থান- পতন। এতো মানুষের ভীড়ে ক'জনের জীবনের গল্পটা আমাদের জানা হয়? তেমনি এক অদ্ভুত সুন্দর গল্প ফুটে উঠেছে বর্তমান সময়কার আলোচিত লেখক "আশীব ফেরদৌস অংকন" এর "সবিনয় নিবেদন এই যে" নামক বইটিতে। রোমান্টিক ধারার হলেও পুরো বইজুড়ে রয়েছে রহস্যের হাতছানি। বইয়ের একটি ঘটনার সাথে অন্য ঘটনার আশ্চর্য যোগসূত্র। বাংলাদেশের জঘন্য রাজনীতি এবং সমাজব্যবস্থার ভয়ংকর চিত্র তুলে ধরা হয়েছে মূল কাহিনীতে। এসবের সাথে সাথে মানব হৃদয়ের গভীর ভালোবাসার প্রকাশিত রূপটি পাঠক মনে আঁচড় কাটে। লেখকের প্রতিটি বইয়ের উৎসর্গ পত্র এবং এই বইয়ের সব কবিতার প্রেমে পড়ে গেলাম। বইপড়ুয়াদের জন্য সহজ, সাবলীল ভাষায় লেখা এটি একটি চমৎকার মেডিকেল থ্রিলার।
Was this review helpful to you?
or
ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
#বই_রিভিউ "ভাই এই রহস্যের পিছনে ছোটা টাই ভুল হয়েছে।আপনি ঠিকই বলেছিলেন এর শেষ ভালো কিছু হবে না।হওয়ার মধ্যে যা হলো,এই রহস্য আপনাকে খুনি বানালো আর আমাকে?" বই: সবিনয় নিবেদন এই যে.. লেখক : জনরা: মেডিক্যাল থ্রিলার প্রচ্ছদ: প্রকাশনী: শিখা প্রকাশন মুদ্রিত মূল্য: ৩৫০/- রেটিং: ৯/১০ • আমার মধ্যে মেডিক্যাল ব্যাপারটা একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। মেডিক্যাল রিলেটেড কিছু হলে নিজের অস্তিত্ব কে সেখানে উপস্থিত রাখার চেষ্টা করি।তবে সত্যি হলেও দুঃখজনক বইয়ের ক্ষেত্রে কিভাবে যেনো আমি ব্যর্থ! এই পর্যন্ত এতো থ্রিলার নন থ্রিলারের মধ্যে মেডিক্যাল থ্রিলার সবে ৩টা! • যাইহোক, আজ যে মেডিক্যাল থ্রিলারের কথা বলছি, 'সবিনয় নিবেদন এই যে.. ' সদ্য প্রকাশ পাওয়া বই। বলাবাহুল্য, লেখকের এটা ২য় মেডিক্যাল থ্রিলার এবং ৩য় বই। • বইটা প্রি-অর্ডার করেছিলাম।গতকাল বইটা হাতে পাই। বই হাতে নিয়ে কেউ এটা বুঝবে না যে বইয়ে আগাগোড়া কি থাকতে পারে।আমি সব সময় বইয়ের প্রচ্ছদ আর ফ্ল্যাপ পড়ে আন্দাজ করার ট্রাই করি গল্পের ধারা কোন দিকে যেতে পারে বা কেমন হবে। অনুমান করার কারণ বইটা কতটুকু আকর্ষনীয় হতে পারে এটা বুঝার জন্য। তবে বইয়ের ইন্ডিং পার্ট কখনোই মিলে না! এটা স্বাভাবিক। এই বইয়ের ক্ষেত্রে শুরু থেকে শেষ আমি যা ভেবেছি তার সাথে কাহিনি মিলবে তো পরের কথা; আমি ছিলাম উত্তর মেরু আর লেখকের সৃষ্টি ছিলো দক্ষিণ মেরু! • বইটা একটা এক্সপেরিমেন্ট পেপার! তার কারণ বইতে কোনো চরিত্র-ই মেডিক্যালের সাথে সম্পৃক্ত নয়। লেখক চেষ্টা করেছেন নন মেডিক্যাল চরিত্র গুলো দিয়ে কিভাবে মেডিক্যালিয় উপাখ্যান দাড় করানো যায়। আর সেটারই এক্সপেরিমেন্ট পেপার এই বইটা। • ফ্ল্যাপ: বইপ্রেমী এবং পুরনো বইয়ের নেশায় বাতিকগ্রস্ত ঢাবি ছাত্র শুভ'র হাতে এসে পড়ে বুদ্ধদেব গুহ'র একটি বই। পুরোনো বইটির মলাট ওল্টালে লেখা ছিলো- "মনীষা, তোমার বাকি জীবনটা এবার কাটুক আনন্দের বন্যায়!' ইতি আফজাল, ৯/১১/২০০০, হবু ম্যানেজার, সোনালী ব্যাংক, ধানমন্ডি শাখা।" • কৌতূহলী শুভ কি মনীষা আর আফজালকে খুজে পাবে? কি এমন হয়েছিলো যে আফজালের ভালোবেসে দেয়া বই মনীষা বিক্রি করে দিলো? আফজাল-মনীষা কি এক হতে পারেনি? নাকি পেরেছিলো? তবে..? কোনো গোপন লুকিয়ে নেই তো বুদ্ধদেব গুহর বইয়ের প্রথম পাতায় লেখা নাম দুটোয়? কি আছে? শুভ এসব খুজতে গিয়ে কোনো ভয়ংকর বিপদে পরে যাবে নাতো? কৌতূহলী শুভ কেঁচো খুজতে কেউটে বের করে ফেলবে না তো? • বইয়ের শুরুতে(১০-১২পৃ:) সাসপেন্স না থাকলেও আকর্ষণ ছিলো। তারপর থেকে গতি এমন ছিলো যে, এই শুভর সাথে কখন কি হয় কে জানে। বইয়ের মাঝে ছিলো দ্বিধাদ্বন্দে পরে তালগোল পাকিয়ে যাওয়ার মতো সিচুয়েশন। আর ইন্ডিং টুইস্ট টা হজম করার মতো না..ভাবাতীত! লেখক প্রতিবারের মতো এবারও তার বইয়ে সমাজের ক্ষমতাবান মুখোশ ধারী কিছু মানুষের অন্যায়-অত্যাচার তুলে ধরেছেন। মুখোশ ধারী ক্ষমতাবান ব্যাক্তি গুলোর জন্য সাধারণ মানুষ কিভাবে হিংস্র হতে বাধ্য হয় সেটা বইয়ে স্পষ্ট। • তবে আমি কনফিউশানে আছি একটা বিষয় নিয়ে দুই ডক্টর রিপোর্টে কি দেখে আস্ফালিত হয়ে ছিলো? লাস্টের টুইস্ট টাই কি তার উত্তর? • সর্বপরি একটা দুর্দান্ত বই এটা। আমার কাছে এটা কান্তারকে ছাড়িয়ে গেছে! কান্তার টা দারুণ ছিলো বলেই এবার এটাকে মিস করি নাই। এটাকে মিস করেলে; শুভর মায়ায় পরা হতো না..! …পকেটঘড়ির চল আর নেই,থাকলে জানতাম,জানাতাম ঠিক কত সময় দাড়ালে-অশ্বথ হওয়া যায়! হিসেব রাখা হয়নি বলে,বলা হলো না কত পা হেটে এলে হওয়া যায় সমুদ্দুর বলা হয়নি-বলা হয়নি ভালোবাসি,বলা হয়নি হেরে গেছি বলা হয়নি একদিন ঠিক অনেক বড় হবো.. অনেক অনেক শুভকামনা রইল রিভিউয়ার: আনুশা মুন বইছবি: আনুশা মুন