User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
শুধু ধামাকা আর ধামাকা একথায় অসাধারণ পাঠক আকৃষ্ট করে রাখে। ভুল পথে চালনা করে।
Was this review helpful to you?
or
কি দুর্দান্ত লেখনী! কি দারুণ লেখনীতে আটকে রাখার ক্ষমতা! দুপুরে বই হাতে পেয়েছিলাম আজ।আর তারপর বিকেল থেকে এই তো ৪/৫ মিনিট আগে শেষ করলাম।একটানা পুরো সিরিজ।প্রহেলিকা, কুহেলিকা, যবনিকা -- কি চমৎকার থ্রিলারের সাথে রোমান্টিকতার মিশ্রণ, সাথে আবার হাস্যরস ও আছে বটে। ফ্যান হয়ে গেলাম লেখকের লেখনীর?শুভ কামনা রইলো লেখকের জন্য ?
Was this review helpful to you?
or
এক কথায় অসাধারণ একটি বই বেস্ট থ্রিলার বুক ??????
Was this review helpful to you?
or
বই গুলো ভালো কিন্তু ভিতরের পৃষ্টা গুলোত কিছু ময়লার দাগ আছে
Was this review helpful to you?
or
they served it so fast in only 1 day and book is so good
Was this review helpful to you?
or
They served good quality of products and the delivery is so fast. Highly recommended
Was this review helpful to you?
or
এককথায় অসাধারণ!
Was this review helpful to you?
or
Shera bhai Shera ?❤️?
Was this review helpful to you?
or
খুব সুন্দর বইটা।টুইস্টে ভরপুর ছিল।
Was this review helpful to you?
or
anek valo
Was this review helpful to you?
or
আমার সবচাইতে পছন্দের থ্রিলার বইয়ের মধ্যে অন্যতম এটি
Was this review helpful to you?
or
নাজিম উদ দৌলার প্রহেলিকা উপন্যাসটি এক অনন্য রহস্য-রোমাঞ্চ, যা পাঠককে প্রথম পৃষ্ঠা থেকেই ধরে রাখতে সক্ষম। এটি এমন এক গল্প যেখানে ডিটেকটিভ মনসুর হালিম, এক জনপ্রিয় লেখক এবং এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার—তিনটি ভিন্ন চরিত্রের কাহিনি জটিলভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। উপন্যাসটির সবচেয়ে শক্তিশালী দিক হলো এর কাহিনির প্রবাহ এবং চরিত্রগুলোর গভীরতা। লেখক অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রতিটি চরিত্রের মনস্তাত্ত্বিক দিক তুলে ধরেছেন। রহস্যের স্তরবিন্যাস এতটাই নিখুঁত যে, পাঠক প্রতিটি নতুন অধ্যায়ের সঙ্গে নতুন মোড়ের সম্মুখীন হন। গল্পের বুনন যত এগোয়, ততই রহস্য আরও ঘনীভূত হয়, যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে, উপন্যাসটির শেষভাগে কিছু অংশ অতিরঞ্জিত মনে হতে পারে। বিশেষ করে খুনির আত্মহত্যার মুহূর্তে তার কথোপকথন কিছুটা অপ্রয়োজনীয় নাটকীয়তায় ভরা বলে মনে হয়। একইভাবে, কুহলিকা বা তুলির মাঝরাতে লেখকের বাড়িতে পালিয়ে আসার দৃশ্যটি বাস্তবতাবোধ থেকে খানিক দূরে চলে গেছে। এসব অংশ গল্পের সার্বিক গাম্ভীর্য কিছুটা ক্ষুণ্ন করলেও, সামগ্রিকভাবে এটি উপন্যাসটির আকর্ষণকে ম্লান করেনি। শেষ পর্যন্ত, প্রহেলিকা এমন একটি উপন্যাস, যা রহস্যপ্রেমী পাঠকদের জন্য দারুণ এক অভিজ্ঞতা এনে দেবে। লেখকের বর্ণনাশৈলী, উত্তেজনাপূর্ণ টুইস্ট, এবং বাস্তবধর্মী চরিত্রায়ণ এই বইকে স্মরণীয় করে তুলেছে। কিছু অংশ অতিনাটকীয় মনে হলেও, উপন্যাসটি নিঃসন্দেহে একটি শ্বাসরুদ্ধকর পাঠ-অভিজ্ঞতা প্রদান করে। সামগ্রিক বিচারে, আমি প্রহেলিকা উপন্যাসটিকে ৫-এর মধ্যে ৪ স্টার দেব। ✔ গল্পের আকর্ষণীয়তা ও রহস্য: ⭐⭐⭐⭐⭐ (৫/৫) ✔ চরিত্রের গভীরতা: ⭐⭐⭐⭐ (৪.৫/৫) ✔ লেখার গতি ও বিন্যাস: ⭐⭐⭐⭐ (৪/৫) ✔ বাস্তবতাবোধ ও সংলাপ: ⭐⭐⭐ (৩.৫/৫) ✔ সমাপ্তির প্রভাব: ⭐⭐⭐ (৩/৫)
Was this review helpful to you?
or
Boita poresi 1 bosor age but review deya hoy nai, kisudin age jobonikao porlam . Sobgulai osadharon.
Was this review helpful to you?
or
আমার পড়া সেরা একটা বই। লাইনে লাইনে রহস্য ?
Was this review helpful to you?
or
?
Was this review helpful to you?
or
গল্পটা দারুন! প্রথমে তো আপনি অনুমানই করতে পারবেন না শেষে কি হবে!! অসাধারণ! ?
Was this review helpful to you?
or
Such a amazing thriller book
Was this review helpful to you?
or
best book
Was this review helpful to you?
or
বইটি পড়া হয়েছে। অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
বইটা সত্য অনেক ভালো। কুহেলিকা বইয়ের মতো ততটা ভালো না। আমার বইটা শুরুর দিকে তেমন একটা ভালো লাগিনি কিন্তু শেষের দিকে দারুণ ছিল।
Was this review helpful to you?
or
অস্থির একটা বই ২ - ৩ ঘন্তাই সেশ করা হলেও বইয়ে আসাধারন একটা ফিল্ল দিসে
Was this review helpful to you?
or
বইয়ের শেষের দিকটা দুর্দান্ত ছিল। তবে শুরুর দিকে তেমন একটা ভালো হয়নি।
Was this review helpful to you?
or
Onek balo lagce boita pore.
Was this review helpful to you?
or
story ta bhalo silo,boy ta onek shoto ar shoragsho dewa nai khotaw
Was this review helpful to you?
or
খুবই ভালো বই
Was this review helpful to you?
or
বইটি পড়ে মনে হচ্ছিলো দক্ষিণ ভারতের কোন থ্রিলার মুভি দেখছি। ভালো লেগেছে, কিছুটা খটকা থাকলেও লেখকের মুন্সীয়ানায় তা উৎরে গেছে।
Was this review helpful to you?
or
বইটি মাত্র পড়া শুরু করেছি। দেখি কেমন লাগে?
Was this review helpful to you?
or
খুব সুন্দর একটা গল্প।আর নাজিম উদ্দিনের মোটামুটি বেশিরভাগ লেখাই ভালো লাগে
Was this review helpful to you?
or
বইটা ছোট্ট হলেও খুবই ভালো একটা বই। বইটাতে দারুন দারুন টুইস্ট রয়েছে।বইটা এক কথায় অসাধারণ।
Was this review helpful to you?
or
বইটা পড়লাম। সত্যি অসাধারণ। প্রতিটা মোড়ে মোড়ে টুইস্ট।একবারে পড়ে ফেলেছি।আসলে একবার পড়া শুরু করলে শেষ করতে পারবেন না। আর শেষটা একদম অকল্পনীয় কিন্তু খুবই সুন্দর। ?
Was this review helpful to you?
or
এতো দুর্দান্ত একটা বই! অন্য জায়গা থেকে না পড়লে আমি অবশ্যই রকমারি থেকে কিনতাম। ???
Was this review helpful to you?
or
আসসালামু আলাইকুম....! আসলে কি লিখে শুরু করবো বুঝে উঠতে পারছি না কিন্তু পুরো গল্পাটা জুরে একটা টান টান উত্তেজনা সৃষ্টি করবে পাঠকদের মনে। যখনি মনে হবে এই বুঝি রহস্যের সমাধান,তখনি নতুন একটা রহস্য যুক্ত হবে, শেষের চমকটা পাঠকের আরও ভালো লাগার কারণ হবে আশা করছি। থ্রিলার প্রেমিদের জন্য বেষ্ট একটা বই।( পারসোনাল রিকোমেন্ড) বি.দ্র: আমিও তুলির মতো লেখকের প্রেমে পড়ে গেছি?।(গল্প ফ্যাক্ট)
Was this review helpful to you?
or
আমার পড়া অন্যতম ভালো বই।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি থ্রিলার বই ।এই বইয়ের গল্প দিয়ে একটি বাংলা ওয়েব সিরিজ বানানো উচিত ?
Was this review helpful to you?
or
পুরো অস্থির একটা বই অনেক সাসপেন্স
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই।
Was this review helpful to you?
or
আমার পড়া লেখক নাজিম উদ দৌলার ১ম বই। গল্পের প্লট টা ভালো ছিলো। ভালোই লেগেছে বলতে হয়।
Was this review helpful to you?
or
দুর্দান্ত বই। লেখকের হাতে যাদু আছে?
Was this review helpful to you?
or
বইটা খুবই সুন্দর
Was this review helpful to you?
or
বইটি পরে অনেক কিছু শিখার আছে
Was this review helpful to you?
or
চমৎকার একটি বই। অনেকেই টুইস্ট পড়তে পছন্দ করে, তাদের জন্য মারাত্মক একটি বই হবে এই প্রহেলিকা। পাঠকের মন কাড়বে আশা করা যায়।
Was this review helpful to you?
or
অসম্ভব সুন্দর থ্রীলার বই?
Was this review helpful to you?
or
দারুণ একটি বই।
Was this review helpful to you?
or
সেই গল্প twist আর thrill দিয়ে ভরা। বইটা ভালো। Good for teens
Was this review helpful to you?
or
নাজিম উদ দৌলার লিখা সব বই এর মাঝে এটা আমার প্রথম পড়া বই। পাঠকদের বলব চোখ বন্ধ করে নিতে পারেন, বইটার প্রথম দিক যেমনই হোক, শেষের দিকটাই পুরো বইটাকে কিং বানিয়ে দিছে!
Was this review helpful to you?
or
So much twist in this book. Recommended
Was this review helpful to you?
or
গোয়েন্দা উপন্যাস হিসেবে কিনেছিলাম। তবে বইটার ২৫% ই রোমান্টিক টাইপের
Was this review helpful to you?
or
খুবই অসাধারণ বইটি
Was this review helpful to you?
or
এক বসায় পরা শেষ করলাম। আমার জীবনের প্রথম থ্রিলার বাই অনেক অনেক ভালো লাগছে। গল্পে অনেকগুলো টুইস্ট আছে আমার কাছে তো অনেক ভালো লাগছে। ❤️
Was this review helpful to you?
or
দারুণ! সুভকামনা রইল আগামীর জন্য
Was this review helpful to you?
or
send its interesting book but too short.
Was this review helpful to you?
or
জাস্ট ওয়াও? বইটা পরার সময় পুরাই কেরেকটারে চলে আসছিলাম রাতের খাবার খাইছি সারে তিনটায় আসা করিরআর কিছুবলার প্রয়োজন নেই ?
Was this review helpful to you?
or
প্রহেলিকা!!মাত্র ২ ঘন্টায় শেষ করা একটা বই। Just mind blowed! প্রহেলিকার প্রতিটা ঘটনা এখনো মাথায় ঘুরপাক খাচ্ছে । প্রতিটা সিন মাথায় একটা সিনেমার মত ভিজুয়ালাইজ করসি শুধু পড়ার সময়। টুইস্ট গুলা!! আসমা হয় তুলিই প্রহেলিকা!মানুষ সময় থাকতে দাম দেয় না চলে গেলে বুঝে এই জিনিসটাও বুঝায় প্রহেলিকা। বিশেষ করে তুলির চরিত্র টা!! আর কিছু বলব না জীবনের সাথে অনেক জায়গায় মিলে গেসে । থ্রিলড ফিল হবে যতক্ষনই বইটা পড়বে কেউ মানে পরের পেজে যাইতে মন বাধ্য করবেই...।
Was this review helpful to you?
or
থ্রিলার আমার পছন্দের জনরা।আর নাজিম উদ দৌলার লিখার প্রশংসা শুনেছি বেশ কয়েকজন বইপ্রেমীদের কাছে যারা নিয়মিত বই পড়েন।তাই আমিও সংগ্রহ করলাম।অবশ্য আগে বেশ ভেবে চিন্তে আমি বই ক্রয় করি। Time & money দুটোই খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিজীবনে।বইটি আমাকে হতাশ করেনি।পুরো বইজুড়ে থ্রিলের উঠানামা হয়নি।এক তালে ধরে রাখতে পেরেছে।আপনার পড়ার আগ্রহ হিসেবে একটা লাইনই যথেষ্ট:একজন লেখক,ডিটেকটিভ, প্রেমময় মানুষ কিভাবে একজন সাইকোপ্যাথ হয় আর শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এর চেয়েও বড় টুইস্ট তিনি কেনো ভাগ্যবঞ্চিত শিশুদের হত্যা করেন?কেনো? কেনো? কেনো?
Was this review helpful to you?
or
আমার পড়া সেরা থ্রিলার বই ❤️?
Was this review helpful to you?
or
বইয়ের গল্পটি ভালই ছিল। এক বসায় পড়ে শেষ করার মত। বইয়ের গল্পে অনেক রেস্ট ছিল এবং পরে কি হবে এটা জানার কৌতুহল সৃষ্টি করা ছিল বইয়ের লক্ষ্য। থ্রিলার বই হিসেবে বইটি ভালই। তবে বইতে কিছু ১৮+ লেখা আছে। তবে আমার মোটামুটি ভালই পছন্দ হয়েছে
Was this review helpful to you?
or
অসাধারণ লেখার প্রতিভা ফুটে উঠেছে। আমি এমনিতেই একজন থ্রিলার প্রেমি। তার উপর মাঝেমাঝে এরকম লেখা পড়তে পেরে অনেক ভালো লাগে।
Was this review helpful to you?
or
Fantastic book..... এটি সেই বই যেটি পড়ে আমি নাজিম উদ দৌলার Fan হয়েছি।......আমি একদিনে প্রহেলিকা সিরিজের তিনটি বইই পড়ে ফেলেছি।....1.প্রহেলিকা,2.কুহেলিকা,3.যবনিকা।
Was this review helpful to you?
or
বই:প্রহেলিকা লেখক:নাজিম উদ দৌলা থ্রিলারধর্মী একটা গল্প যেখানে গল্পের নায়িকা রেবেকা কে খুজে বের করার প্রয়াস চালানো হয়েছে। কুহেলিকা পাঠের অভিজ্ঞতার এবং মনসুর আহমদ এর চরিত্র আরো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এই প্রহেলিকা বইটি লিখা হয়েছে। নায়ক আযহার সাহেব রেবেকা নামক একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল অনেক বছর ধরে ।কিন্তু তিলে তিলে গড়া এই স্বপ্নের সম্পর্ক টি নিমিষেই ধ্বংস হয়ে গেলো যখন শুনতে পায় রেবেকা শিহাব নামক এক কোটিপতি কে বিয়ে করে ফেলে এবং আযহার কে ভুলে যেতে বলে। একদিন খবর এলো রেবেকা গাড়ি accident এ মারা গেছে। কিন্তু আযহার গিয়ে দেখলো এটা অন্য মেয়ের লাশ যার নাম সুমাইয়া ।তখন তার মাথায় রহস্যর মায়াজাল বাসা বাঁধে "কেন রেবেকা মিথ্যা বললো,কেন এই নাটক করলো , সে মারা গেলেও এখন তার লাশ কোথায়?তাহলে কি শিহাব খুনি নাকি অন্য কেউ ? ব্যাক্তিগত মতামত: রহস্যর সন্ধান খুঁজতে গিয়ে কখন যে নিমিষেই বইটা শেষ হয়ে গেলো বুঝতে পারি নাই। এ যেন রবীন্দ্রনাথের ছোট গল্পের মত" শেষ হয়ে ও হইলো না শেষ"
Was this review helpful to you?
or
আমার কাছে বইটি অসাধরণ লেগেছে।লেখক তার মনের ভাব খুব সুন্দর করে উপস্থাপন করেছেন।
Was this review helpful to you?
or
বইটা অসম্ভব সুন্দর
Was this review helpful to you?
or
ভালো গল্পটি। কিন্তু একদম আহামরি সেই লেভেলের এমন কিছু নয়। মনে আচর কাটার মত কোনো ডাইলোগ বা লাইন পাইনি। কিন্তু গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত থ্রিল টা ধরে রেখেছে।
Was this review helpful to you?
or
ভালো লেখনীর ছাপ পাওয়া যাবে
Was this review helpful to you?
or
প্রহেলিকা পড়ে সাধারণ গল্পের মতোই লেগেছে আহামরি কিছু না হলেও ভালোই লেগেছে, তবে, আমার মনে হয় লেখক সাহেব চাইলে থ্রিলার হিসেবে আরো রহস্যময় করতে পারতো, তুলি চরিত্র টি আরো সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যেতো, তারপর শুরুতে যে লাল ফ্রগ পরা বাচ্চা মেয়েটির কথা বলা হয়েছে শেষে তার মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের চরিত্র গুলো ক্লিয়ার করতে পারতেন, শেষের দিকে মনে হয়েছে এন্ডিং অনেকটা হযবরল আরো গোছায়ে শেষ করা যেতো, মাঝের দিকে মনে হয়েছে থ্রিলার মানেই পরপর খুন আর কিছু না এমন টাইপ, ব্যাক্তিগত মতামত, নেগেটিভ না কি পজিটিভ তা জানিনা যা মনে হয়েছে তাই বললাম,
Was this review helpful to you?
or
দুর্দান্ত এক বই! লেখকের মুন্সিয়ানার ছাপ রয়েছে ছোট্ট বইটা জুড়ে। টুইস্টের ঘাটতি নেই। লেখক সুদক্ষতায় মূল রহস্য টা শেষ পর্যন্ত ধরে রেখে ক্লাইম্যাক্সে উন্মোচন করেছেন! নাহলে অবশ্য আমি প্রথমেই ধরে ফেলতাম! ভালো লাগবে পাঠকের আশা করি। কাগজের মান আরো ভালো হলে ভালো হত।