User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
লেখক, লেখার মান, অনুবাদের কোয়ালিটি, কাভার, কাহিনি- সবকিছু দিয়ে বিবেচনা করেই একটা বইকে মূল্যায়িত করতে হয়। সেই হিসেবে বলব পাঠকপ্রিয় অনুবাদক শেহজাদ আমানের অনুবাদের চেতন ভগতের ‘ফোর হান্ড্রেড ডেজ’ সত্যিই দারুণ একটা বই...। কাহিনি খুব সাবলীল, ফ্লো ভালো…অনুবাদ এক কথায় অত্যন্ত স্মুথ, অসাধারণ! কোথাও একবারও আটকায়নি। সিয়া নামের বারো বছরের এক মেয়ের হঠাত দাদাবাড়ি থেকে উধাও হয়ে যাওয়ার পর ওকে উদ্ধার করতে কাজে নেমে পড়ে শখের গোয়েন্দা কেশব ও সৌরভ। মেয়েটার উধাও ও উদ্ধার হওরার কাহিনি নিয়েই বইটা। রহস্যোপন্যাসপ্রেমী যে কারও কাহিনিটা পছন্দ হবে। বইটি প্রকাশিত হয়েছে প্রত্যাশা প্রকাশ থেকে। কাভার করেছেন জুলিয়ান।
Was this review helpful to you?
or
পড়তে বেশ লেগেছে এক কথায়...আমার পড়া চেতন ভগতের বইগুলোর মধ্যে এটি সেরা একটি। রহস্যোপন্যাস হিসেবে দারুণ; বইয়ের একেবারে শেষ পর্যন্ত না গেলে বোঝাই যায় না অপরাধী কে। এর সাথে অনুবাদক শেহজাদ আমানের অনুবাদ একেবারেই সহজ, সাবলীল ছিল। পড়তে পারেন বইটা- রিকমেন্ডেড।
Was this review helpful to you?
or
চেতন ভগত ভারতের নাম্বার ওয়ান বেস্ট সেলার লেখক। তার বইগুলো সত্যিই good read. বইয়ে গভীরতা নেই তেমন, তবে পড়তে ভালো লাগবে। অনেকটা সাদাত বা মৌরির বইয়ের মতো। আর অনুবাদক আমার অত্যন্ত প্রিয় অনুবাদক। বই পড়তে গিয়ে একবারও মনে হয়নি অনুবাদ পড়ছি। যারাই পড়বেন এটাকে মৌলিকের মতোই মনে হবে।
Was this review helpful to you?
or
বেশ উপভোগ্য বই। বইয়ের লাস্ট টুইস্টটা সবার মাথা ঘুরিয়ে দেবে। রহস্য উপন্যাস হিসেবে পড়তে ভালোই লাগবে। আর অনুবাদ এক কথায় ফ্ললেস, আউটস্ট্যান্ডিং।
Was this review helpful to you?
or
গল্পটি বেশ ভালো ছিল, অনুবাদ তো দুর্দান্ত। এই বইটি চেতন ভগতের মূলত একটি থ্রিলার বই, সাথে আছে পারিবারিক-সামাজিক নানান ব্যাপার। লেখকের থ্রিলার বইগুলোতে যে বিষয়টি সবচেয়ে মজাদার লাগে আমার কাছে, তা হচ্ছে শেষ মুহূর্তে এমন কিছু টুইস্ট, যা পুরো কাহিনীর মোড় ঘুরিয়ে দেয়। সন্দেহ মোটামুটি সবাইকেই হয় কিন্তু ঘটনা শুধু মোড় নিতে থাকে। শেষে এমন কেউ চলে আসে যাকে পুরো গল্পেই তেমন একটা সন্দেহ করা হয়না। এনজয়েবল একটা বই, রিকমেন্ডেড ফর অল।
Was this review helpful to you?
or
বই- ফোর হান্ড্রেড ডেজ, লেখক- চেতন ভগত, অনুবাদ- শেহজাদ আমান, প্রচ্ছদ - জুলিয়ান, প্রকাশনী- প্রত্যাশা প্রকাশ। বইটিকে মিসট্রি থ্রিলার বলা যায়। আবার একটা মেয়ে যেভাবে চারশ দিন অপহৃত, নির্যাতিত থাকে, তাতে একে সার্ভাইভাল থ্রিলারও বলা যেতে পারে। তবে সেই সার্ভাইভালের বর্ণনা তেমন একটা নেই বলে রহস্যোপন্যাসই বলা ভালো একে। আর চেতন ভগতের বইয়ে যেমন ফ্যামিলি ড্রামা, রোমান্টিক ভাইব থাকে, সেগুলোও রয়েছে বইয়ে। বইয়ের মূল কাহিনী সিয়া নামের বারো বছরের এক মেয়ের নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে। সিয়াকে শত চেষ্টার পরেও উদ্ধার করতে না পেরে সিয়ার মা আলিয়া সাহায্য চায় শখের গোয়েন্দা কেশব ও সৌরভের। প্রথমদিকে বেশ কয়েকবার অপরাধীকে ধরতে গিয়েও ব্যর্থ হয় তারা। এদিকে, সিয়ার নিখোঁজ হওয়ার পর কেটে যায় ৪০০ দিন। তারপর কী হলো? জানতে হলে পড়তে হবে বইটা। বইটা গুড রিড। সবারই পড়তে ভালো লাগবে। লাস্ট টুইস্টটা খুবই জোস। অনুবাদও এক কথায় অসাধারণ। অনুবাদক আমার সবচেয়ে পছন্দের অনুবাদকদের একজন। ফোর হান্ড্রেড ডেজ পড়তে পারেন আপনারাও। রেটিংঃ ৪/৫
Was this review helpful to you?
or
প্রিয় অনুবাদকদের একজন শেহজাদ আমানের অনুবাদে ফোর হান্ড্রেড ডেজ বইটা প্রকাশিত হবার পরই বইটা সংগ্রহ করি। চেতন ভগতের বাকি সব বই যেমন হয়, এটিও তেমনি। সহজ সরল ভাষায় লিখিত, কাহিনিতে গতি আছে। তাই পড়তে গিয়ে দ্রুত কাহিনিতে ঢুকে যাই। কাহিনী আবর্তিত হয়েছে সিয়া অরোরা নামের বারো বছরের এক মেয়ের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে। একদিন রাতে ও দাদাবাড়ি থেকে হুট করে নিখোঁজ হয়ে যায়। অনেক চেষ্টা করেও ওকে খুঁজে না পেয়ে হাল ছেড়ে দেয় পুলিশ। তখন সিয়ার মা আলিয়া অরোরা মেয়ের সন্ধানে সাহায্য চায় শখের গোয়ান্দা কেশব ও সৌরভের। জনরার দিক দিয়ে এটি রহস্যোপন্যাস হলেও একে সামাজিক-রহস্যোপন্যাস ক্যাটাগরিতেও ফেলা যেতে পারে। সামাজিক, পারিবারিক, রোমান্টিক উপকরণ জুড়ে থাকার কারণে এটা টিপিক্যাল চেতন ভগতীয় উপন্যাসই হয়ে উঠেছে। তবে, মোটের উপর বইটা পড়তে খারাপ লাগবে না কাহিনিতে সাবলীলতা ও গতি থাকার কারণে। আর লাস্টের টুইস্টটা তো খুবই মাইন্ড ব্লোয়িং। একেবারে শেষের দিকে না যাওয়ার আগ পর্যন্ত প্রকৃতি অপরাধীর তালাশই পাওয়া যায় না। তবে, বইয়ে কিছুটা অনৈতিক ও অনেকটাই অপ্রয়োজনীয় যৌন সম্পর্ক দেখানো হয়েছে, যেটা আমার কাছে ভালো লাগেনি। এটা ছাড়াও কাহিনির বিল্ড আপ হতে পারত বলে মনে হয়েছে। এবার অনুবাদ নিয়ে কথা না বললেই নয়। এই বইটির অনুবাদ যথারীতি অত্যন্ত সহজ, সাবলীল হয়েছে। সহজ-সাবলীল অনেকের অনুবাদই হয়, তবে সবার অনুবাদে শুদ্ধতা বা পারফেকশনের ছোঁয়া থাকে না। অনুবাদগত কিছু ভুল থাকে। কিন্তু শেহজাদ আমানের এই বইয়ের অনুবাদে অনুবাদগত শুদ্ধতা রয়েছে বলে মনে হয়েছে আমার কাছে। মূল বইয়ে থাকা কিছু হিন্দি ও পাঞ্জাবী শব্দ অনুবাদক হুবহু সেভাবেই রেখে দিয়েছেন অনুবাদে। সেটা বইয়ের কন্টেক্সটে অত্যন্ত মানানসই ছিল। রেটিং— কাহিনিঃ ৩.৫/৫, অনুবাদ ৫/৫
Was this review helpful to you?
or
বইটির উপর পজিটিভ সব রিভিউ দেখে কিনেছিলাম...সত্যিই চেতন ভগতের বই মানে পুরাই রোলার কোস্টার। একবার হাতে নিলে শেষ করে তারপরেই উঠতে হয়। লেখক প্রমাণ করেছেন কেন তিনি ভারতের এক নাম্বার বেস্ট সেলার লেখক। অনুবাদ করেছেন দেশের অন্যতম সেরা অনুবাদক শেহজাদ আমান। ইদানিং তার অনুবাদ যতই পড়ছি, ততই অবাক হচ্ছি। তার মতো এত উঁচু মানের অনুবাদক আমাদের দেশে খুব কমই আছেন। হাইলি রিকমেন্ডেড!
Was this review helpful to you?
or
দূর্দান্ত, অসাধারণ থ্রিল...। অনেক ভালো লেগেছে...।
Was this review helpful to you?
or
চেতন ভগতের বই কখনো পড়া হয়নি আগে। প্রিয় অনুবাদক শেহজাদ আমান অনুবাদ করেছেন বলেই বইটা নেয়া। তবে বইটা হাতে পাবার পর দ্রুতই কাহিনিতে ঢুকে যাই। কাহিনি হ্যাপি রিড, অনুবাদও একেবারে সাবলীল, ঝরঝরে। বইটা সামাজিক আর গোয়েন্দা কাহিনির মিশ্রণ মনে হয়েছে। লাস্টের টুইস্টটা তো একেবারে মাথা ঘুরিয়ে দেবার মতো। শেষ পর্যন্ত না গেলে বোঝা যাবে না আসল অপরাধী কে। তবে, খোলামেলা ও অনৈতিক যৌণ সম্পর্ক এই বইয়ে দেখানো হয়েছে যেটা ভালো লাগেনি।