User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মোহাম্মদ নাজিমুদ্দিন অনুবাদকেরটা সর্বপ্রথম পড়েছিলাম । শক্ত গোছের অনুবাদ, পড়ে একদমই মজা পাচ্ছিলাম না । পাঠকদের রূচির ওপর ভিত্তি করে বিভিন্ন চাহিদা থাকে । অনেকের কঠিন ভাষায় না পড়লে সহজে মনে থাকে না, অনেকের সহজ এবং সাবলীল ভাষার প্রয়োজন হয় । আমি পড়তে গিয়ে সবসময় সাবলীল ভাষাটাই খুঁজি(ব্যতীক্রম আছে) । সে হিসেবে খুব বেশি না পড়ে 'শেখ আবদুল হাকিম' এরটা সংগ্রহ করি । এবার গিয়ে নিজেস্ব চাহিদা অনুযায়ী অনুবাদ পাই । গুছানো অনুবাদের জন্য থ্রিলার-রহস্য-মিথ পড়তে গিয়ে যেমন ভাইব প্রয়োজন ঠিক সে-রকমটাই পাচ্ছিলাম । শুধু খারাপ লেগেছে প্রচুর বানান ভুল । এর বেশি আর কোনো নেগেটিভ পয়েন্ট দিতে পারছি না অনুবাদের জন্য । চট্রগ্রাম বাতিঘর প্রকাশনী থেকে যেটা প্রকাশ করেছে, আশা করি বানানের ভুল বিষয়টি তাতে সংশোধন করা আছে । • ঘটনার পর্যায়ক্রমে কি থেকে কি হবে তা-নিয়ে সম্পূর্ণ টানটান একটা উত্তেজনা ছিলো । কয়েকবার সামান্য সময়ের জন্য বইটা রেখে চিন্তায় পরে যাই, বেটায় কি লিখলো বাবা-গো বাবা ! হয়তো এই ধরণের বই প্রথম পড়েছি বলে এতো আবেগ । নিঁখুত গুছানো গল্প, সিম্বল-ইতিহাস-রহস্য মিলিয়ে মিলিয়ে কি থেকে কি করছে সারাক্ষণ একটা ভাবনায় ডুবে ছিলাম । এছাড়া এমন-এমন ইতিহাস সম্পর্কে জানা যাবে যা আমাদের সকলেরই চোখের সামনে প্রতিনিয়ত ভাসে, অথচ আমরা কখনো ভেবে দেখিনি বিষয়বস্তুটার মর্ম এবং ইতিহাসের গুরত্ব । খ্রিস্টান ধর্মীয়দের ইতিহাস সম্পর্কে নানান ধারণা পাওয়া যায় বইটা থেকে । শিরা-ধমনীতে ভয়-আ*তঙ্কের শিহরণ খেলে যাওয়ার মতো অবশ্য তেমন লাগে-নি । সাদামাটা ভাবেই এমন বিস্ফোরণ ঘটালো যার জন্য সামান্য সময় করে ঘোরের মধ্যে থাকা হতো । মূলত তখনই ভেবেছি 'বেটায় কি লিখলো বাবা-গো বাবা' । • ব্যক্তিগত ভাবে আমি সকল পাঠকদের বইটা পড়ার জন্য সুপারিশ করবো । • সিরিজের প্রথম বই 'অ্যান্জেলস এন্ড ডেমনস' বইটার মধ্যে কিছু বিষয় আছে যা বিজ্ঞানের শিক্ষার্থী না হওয়ায় কিংবা বয়সের পার্থক্যে খুব একটা বোধগম্য হবে না । বিজ্ঞানের শিক্ষার্থী নয় এবং বয়সের পার্থক্য হলেও বুঝতে পারবে এরকম ব্যতীক্রম অবশ্যই আছে, আমি অধিক ক্ষেত্রে বুঝিয়েছি শুধু । কিন্তু 'দ্য ভিঞ্চি কোড' বইটার সকল বিষয়বস্তু সবার কাছেই সুবোধ্য হবে বলে আশা করি ।