User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
রিভিউ: নিত্য যে নদী বহে ? ভূমিকা ও লেখকের পরিচয় আকিমুন রহমান, একজন বিদগ্ধ গল্পকার ও প্রাবন্ধিক, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেছেন এবং বর্তমানে সাহিত্য-গবেষণায় সক্রিয়। তাঁর সাহিত্য-দৃষ্টি গভীর, গবেষণাগুণ অনন্য—যা তাঁর এই উপন্যাসিকেও প্রশস্তভাবে ফুটে উঠেছে । ? কাহিনির সারমর্ম উপন্যাসটি একটি দ্রষ্টব্য ও রাজনৈতিক শৈলীগত নির্মাণ যার কেন্দ্রবিন্দু একটি গ্রাম, যেখানে মহামারী ও মৃত্যুর ছায়া অবাধে নেমে আসে। সেখানকার ‘সুখতী’ নামে নদীর তীরে দুই অসহায় মানুষ ও একটি অজ্ঞাত পরিচয়ের মেয়ের গ্রামে আগমন—এরকম আকস্মিক মানুষের সংযোগ তাদের জীবনকে অভূতপূর্বভাবে বদলে দেয় । এটি এক রহস্যময়তার মিশ্রণ; মাঝে মাঝে অনুভব হয় অতীত থেকে বর্তমানের সেতুবন্ধন, এবং প্রকৃতির কঠোরতার মুখে মানুষের হৃদয়-উদ্দীপনা। ✍ সাহিত্যিক রূপ ও ভাষাআয়োজন লেখকের ভাষা প্রয়োগ বাঙালী গ্রাম ও অতীতের গন্ধে ভরা। যেমন: “দেহের কোন গহনে য্যান তার পরানখান ঝুরতাছে... ঝুরতে ঝুরতে য্যান নিভ্ভা যাওনের লেইগা…” এই অনভিজ্ঞ ভাষা ও উপমা পুরো গল্পে এক অদম্য গ্রাম্য আবহ তৈরি করে দেয়। এছাড়া, রীতিমতো হুট করে আবির্ভূত সেই অজ্ঞাত মেয়ে চরিত্রটি ভাষা ও অনুভূতির ভারসাম্যে রচিত—যা অনেক সময় বঙ্গজীবনের ভেতরকার যন্ত্রণার সঙ্গে পাঠকের বাড়তি যোগাযোগ ঘটায়। ? গভীরতা ও অর্থমাত্রা মহামারীর জেরে মৃত্যুর অপেক্ষার, নিরাসক্ত জীবন ও জীবনসত্যের উপস্থাপন হয় নিখুঁতভাবে। লেখক এখানে কেবল মানুষের সংকট দেখাননি, বরং জীবনের সৌন্দর্য ও আশার স্রোতকেও তুলে ধরেছেন—সেই নদীর মতো ‘নিত্য’ বহমান, অবিরত। উপমার পাশাপাশি প্রতীকী উপাদান যেমন—নদী, বৃষ্টি, পেযে ওঠা অন্ধকার—এসবই গল্পকে রূপকভাবে দৃঢ় করেছে। ? প্রশংসার কারণ ভাষা ও আবহ: ন্যাচারাল গ্রামীণ শব্দচয়ন ও সরল ভাষা গল্পের প্রাণে প্রাণ যোগ করেছে। বৈষম্য ও মানবতা: মহামারী ও মৃত্যুর ছায়ায় রাতের গভীর মনস্তাতা তরল প্রতিফলন করে। সমসাময়িক প্রেক্ষাপট: অতীত-বর্তমান জোড়া দেওয়া গল্প বলার শৈলী এবং সামাজিক বাস্তবতা স্পষ্টভাবে ফুটে ওঠে । ⚠️ যা আরও চান পাঠক বাইয়ের পাতায় কিছু অংশ কিছুতে জমে ওঠেনি—যেমন অতীত-বর্তমানের সেতুবন্ধনে একটু গাঢ় ডিটেইল না দিলে পাঠক মনের গভীরে প্রবেশ কঠিন হতে পারে। চরিত্রগুলোর অতীত ইতিহাস একদম স্পষ্ট না হলে কখনো কখনো ভাবনার ফাঁক পরে যায়। ✔️ উপসংহার নিত্য যে নদী বহে বইটি বাঙালির এক নির্লিপ্ত জীবন ও আবেগ-ভরা মৃতু্যুর মাঝেও জীবন্ত থাকার তীব্র আকাঙ্ক্ষার সাহিত্যিক নির্যাস। আকিমুন রহমানের ভাষা ও ভাবনায় একটা প্রগাঢ় গ্রামীণ আবেগ ঘন ভাস্কর্য হয়ে ওঠে। আপনি যদি অতীত-বর্তমানের সেতুবন্ধন খুঁজে পেতে চান, জীবনের সৌন্দর্য ও কঠিন বাস্তবতার মাঝেও মানবিক উত্তরণের গল্পে আগ্রহ রাখেন—তবে এই বইটি পাঠকের জন্যে এক অনন্য পাঠের অভিজ্ঞতা দেবে