User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Eye opening information
Was this review helpful to you?
or
সাজানো এবং অনুবাদ বেশি ভালো হয় নাই।ভালো লাগে নাই এই বাজে অনুবাদের জন্য।
Was this review helpful to you?
or
প্রথমে সাইকেল বলতে বুজেছিলাম বাইসাইকেল গল্পের মাঝপথে এসেও যখন সাইকেল এর সন্ধান পেলামনা তখন প্রচ্ছদটা আবার পাল্টে দেখলাম। কয়েক সেকেন্ড পরে বুজতে পারলাম এটা বাইসাইকেল না জীবনের চক্র। বইটার বার পরিচ্ছেদ; লেখক প্রত্যেক পরিচ্ছেদ কে মাসের নামে অলঙ্কৃত করেছেন। কেননা পুর্নিমা রাতেই নেকড়ে মানব নেকড়েতে পরিণত হয়। ১২ পরিচ্ছেদের জানুয়ারি হতে নভেম্বর পর্যন্ত সে নয়জন মানুষকে হত্যা করে। নেকড়ে মানবের আক্রমণের স্বীকার অনেকের হাতের কাছেই প্রতিরোধের বা আত্বরক্ষার জন্য কিছু না কিছু হাতিয়ার ছিল। কিন্তু জীবনের প্রতি মমত্ববোধ তাদের কাপুরুষ করে তোলে। ভিয়েতনাম যুদ্ধে মেডেল পাওয়া সৈনিক, নেভিতে এক সময় কাজ করা ২৫০ পাউন্ডের বিশাল দেহের অধিকারী, রিভলবার কোমরে রাখা কনস্টেবল; কেও ন্যুনতম প্রতিরোধ করতে পারেনি বরং নেভির সৈনিক এবং কনস্টেবল নেকড়ে মানবের আক্রমণে মারা যায়। প্রথম সে প্রতিরোধের স্বীকার হয় ১০ বছরের এক পক্ষাঘাত বালকের কাছ থেকে। গল্পের এক যায়গা হতে উপলব্ধি ঈশ্বর সবাইকে সমান করেই সৃষ্টি করে। পক্ষাঘাতগ্রস্থ বালকের দৈহিক সীমাবদ্ধ্বতা থাকলেও তার ছিল ইস্পাত দৃঢ় মনোবল। গল্পের সবথেকে আকর্ষনীয় অংশটুকু হল এর নভেম্বর ও ডিসেম্বর পরিচ্ছেদ। নভেম্বর পরিচ্ছেদ এ লেখক দেখিয়েছেন মানুষ কখনই তার ভবিতব্যকে এড়াতে পারেনা। গ্রামের সবথেকে বজ্জাত লোকটি গ্রাম থেকে শহরে চলে আসলেও কিভাবে মৃত্যুও তার পিছু নিয়েছিল। ডিসেম্বর অধ্যায় হল চক্র সমাপ্তি। বইটা অসাধারণ বলা যাবেনা কিন্তু ৪০ মিনিট হতে ১ ঘন্টা সময় নিয়ে পড়াকে সময়ের অপচয় বলে মনে হবেনা। তবে যারা রোমহর্শক ও এডভেঞ্চার প্রিয় তাদের ভালো লাগবে। তাছাড়াও যারা কম সময়ে অধিক পড়তে পছন্দ করেন তাদের জন্য একটি মজার বই।