User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অসাধারণ একটি অ্যাডভেঞ্চার বই
Was this review helpful to you?
or
বইটি হাতে পেয়েছি ।খুবই সুন্দর বইটি। শুধু এখন পড়ে দেখা পালা ✨✨
Was this review helpful to you?
or
◾ পাঠ প্রতিক্রিয়া: বিভুতিভূষণ বন্দোপাধ্যায়ের কোন বই এই প্রথম পড়লাম। এই বই পড়ে রীতিমতো উনার ভক্ত হয়ে গিয়েছি। অসাধারণ লেখনী। গল্পের সাথে একদম মিশে গিয়েছিলাম। স্বপ্নেও আফ্রিকা সফর করে এসেছি শঙ্করের সাথে! এ রকম চিরায়ত বইয়ের ক্ষেত্রে দেখা যায় প্রচুর প্রিন্টিং মিস্টেক থাকে। এক্ষেত্রে প্রিমিয়াম পাবলিকেশন্সের এটা ব্যতিক্রম। তেমন প্রিন্টিং মিস্টেক নেই। বোঝা যায় যত্নের সাথেই প্রকাশ করা হয়েছে। সবশেষে, কিশোরদের জন্য বইটা পার্ফেক্ট। শুধু কিশোর না, আমার মতে সব বয়সের পাঠকই পড়তে পারবেন বইটা। অ্যাডভেঞ্চার গল্প প্রিয় পাঠকদের জন্য হাইলি সাজেস্টেড। ◾ সমালোচনা: • লেখকের পরিচিতিতে লেখা "তাঁর সমগ্র গ্রন্থতালিকা এই পৃষ্ঠায় দেওয়া হলো।" দুঃখজনকভাবে, আমি আগ্রহ নিয়ে পুরো বইতে খুঁজেও কোন বইয়ের নাম খুঁজে পাইনি। ◾বই পরিচিতি: ▪️ বইয়ের নাম: চাঁদের পাহাড় ▪️ লেখকের নাম: বিভুতিভূষণ বন্দোপাধ্যায় ▪️ প্রকাশনী: প্রিমিয়াম পাবলিকেশন্স ◾ পার্সোনাল রেটিং: ৯.৫ (১০ এর মধ্যে)
Was this review helpful to you?
or
আসাধারন একটা এডভেঞ্চার বই।বারবার পরতে মন চায়।
Was this review helpful to you?
or
ভ্রমণ প্রেমীদের জন্য দারুন একটা বই?
Was this review helpful to you?
or
প্রচ্ছদ এর সাথে সাথে বইটি পড়তেও অনেক ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
This Is A Nice Adventure Book?
Was this review helpful to you?
or
◼️ফ্ল্যাপ থেকেঃ সময়কাল ১৯০৯, সদ্য এফ এ পাশ করে গ্রামে এসেছে শঙ্কর। বাবার অসুখ আর সংসারের দারিদ্রের মাঝে মায়ের অনুরোধ পাটকলে চাকরি নেয়ার জন্য। ফুটবলের নামকরা সেন্টার ফরওয়ার্ড, জেলার হাই জাম্প চ্যাম্পিয়ন, নামজাদা সাতারু শঙ্করকে হতে হবে পাটকলের বাবু? না, স্বপ্নবাজদের স্বপ্ন কখনো পুরোপুরি শেষ হয়ে যায় না। ঘটনাক্রমে কিংবা সৌভাগ্যক্রমে শঙ্করের চাকরি জুটে রহস্য, অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চের দেশ আফ্রিকার উইগান্ডার রেলওয়েতে। আর সেই চাকরি জীবনেই ঘটতে থাকে যতসব লোমহর্ষক ঘটনা! সেই লোমহর্ষক গল্পের শুরু হয় আফ্রিকার অদম্য সিংহের নরমাংস ভক্ষনের ভীতিকর অভিজ্ঞতার মাধ্যমে। শঙ্করের কর্মস্থল থেকে এক এক করে অনেক মানুষকেই ধরে নিয়ে যেতে থাকে নরমাংস খেকো সিংহ। এরপর বদলি হয়ে এক ছোট্ট স্টেশনে স্টেশন মাস্টার হিসেবে যোগ দেয় সে। স্টেশন ঘরটা খুব ছোট, প্ল্যাটফর্ম আর স্টেশন ঘরের আশপাশ কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা। আগের জায়গার তুলনায় এই জায়গাটা অনেক নিরাপদ। কিন্তু আসলেই কি নিরপদ? না, মোটেই নিরাপদ না! কারন এবার সিংহের সাথে যোগ হল সাপের উপদ্রব। তাও যেনতেন সাপ না- আফ্রিকান কালো মাম্বা। ভাবুনতো, অন্ধকার মাঝ রাতে আপনার বিছানার পাশে উদ্যত ফণা তুলে দাড়িয়ে আছে হিংস্রতম ব্ল্যাক মাম্বা! যেটার প্রতি ছোবলে ১৫০০ মিলিগ্রাম তীব্র বিষ শিকারের শরীরে ঢুকিয়ে দেয়ার ক্ষমতা রয়েছে। একসময় শঙ্করের দেখা হয় ডিয়েগো আলভারেজ এর সাথে। লাল দাড়ি আর বড় বড় চোখের এ মানুষটি ১৯৮৮/৮৯ সালের দিকে কেপ কলোনির উত্তর পাহাড়ের জঙ্গলে খুঁজে বেরিয়েছেন সোনার খনির সন্ধানে। একসময় খনির সন্ধান পেয়েও তা আর জয় করতে পারেন নি। তাই আবার বেরিয়েছেন নতুন করে। শঙ্কর কে সহযাত্রী হওয়ার প্রস্তাব করে সে, শঙ্করও রাজি হয় সাথে সাথে। গল্পের মূল কাহিনির শুরু এখান থেকেই। এরপর রুদ্ধশ্বাস অভিযান, লোমহর্ষক ঘটনাক্রম, কষ্ট, সাহস, বীরত্ব আর বন্ধুত্বের নানা উদাহরণ সৃষ্টির মাধ্যমে এগিয়ে যেতে থাকে উপন্যাসের কাহিনী! . ◼️চরিত্রঃ এ গল্পে মূল চরিত্র কেবলই ২ জন। শঙ্করঃ বাইশ বছর বয়সী বাংলাদেশী যুবক। এফএ পাশ করে ঝাড়া হাত-পায়ে ঘুরছিল সে। হঠাৎ বাবার অসুখ হওয়ায় পাটকলের কেরানীর চাকরি খুঁজতে হলো তাকে। ডিয়াগো আলভেরাজঃ লাল দাড়ির, বড় বড় চোখের পর্তুগালের ষাটোর্ধ্ব এক ব্যক্তি। যিনি আফ্রিকার গহীন অরণ্য চষে বেড়ান হীরার খনি আবিষ্কারের আশায়। সেই শঙ্করকে রিখটারসভেল্ডের কথা বলেন। এছাড়াও অন্যান্য। ◼️ কাহনি সংক্ষেপঃ শঙ্কর রোমাঞ্চকর অভিযানের স্বপ্ন দেখেছে চিরকাল। হঠাৎ একদিন তার দরজায় কড়া নাড়লো অ্যাডভেঞ্চারের সুযোগ। শঙ্কর ও বেরিয়ে পড়লো আফ্রিকার উদ্দেশ্যে। প্রথমে কেরানি, এরপর স্টেশন মাস্টার হলো সে যুবা। এর মাঝে নানারকম ভয়ানক অভিজ্ঞতা হলো তার। যদিও এগুলো শুরু মাত্র। একদিন সে জনশূন্য প্রান্তরে একটি গাছের নিচে খুঁজে পায় এক মৃতপ্রায় ষাটোর্ধ্ব ব্যক্তিকে । নাম ডিয়াগো আলভেরাজ। পর্তুগাল লোকটি সুস্থ হওয়ার আগে জ্বরের ঘোরে অদ্ভুত সব কথা বলে। শঙ্কর তাঁর মুখে রিখটারসভেল্ডের কথা শুনে সেও যেতে চায় সে পাহাড়ে। এরপর তারা বেরিয়ে পড়ে হীরার খনির উদ্দেশ্যে। পথে অনেক অভিজ্ঞতা হয় শঙ্করের। অনেক চড়াই-উৎরাই শেষে সে পৌছায় সে স্থানে। কিন্তু হিরের খোঁজ কি পেয়েছিল ওরা? . ◼️পাঠপ্রতিক্রিয়াঃ বিভূতিভূষণের লেখা বরাবরই মুগ্ধ করে আমায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। গ্রাম বাংলার ডানপিটে শঙ্কর যখন আফ্রিকা গিয়ে প্রথম বাওবাব গাছ দেখে,তখন আমিও তা অনুভব করছিলাম। আঁধার ঘরে হঠাৎ দ্বিতীয় প্রাণের অস্তিত্ব অনুভব করে চোখের সামনে ভয়ানক বিষাক্ত সাপটিকে দেখার সে মুহুর্ত, তাবুর আসেপাশে সিংহের তান্ডব, এলিফেন্ট ঘাসের ফাঁকে আশার আলো, বুনিপের ভয়ানক তান্ডব, গুহার মাঝের দমবন্ধ করা সে মুহুর্ত , আগ্নেয়গিরির ভয়ানক বিস্ফোরণ, কালাহারির সে ধূ-ধূ প্রান্তরে বুকফাটা তৃষ্ণা, প্রতিটা মুহুর্তে প্রতিটা সিচুয়েশন উপভোগ করেছি। নিখুঁত ও প্রাঞ্জল বর্ণনা, মনোমুগ্ধকর সব তথ্য, লেখনশৈলী সবকিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। . ◼️এক নজরে বইটিঃ বইঃ চাঁদের পাহাড় লেখকঃ বিভূতিভূষণ বন্দোপাধ্যায় প্রকাশনায়ঃ প্রিমিয়াম পাবলিকেশন প্রকাশকালঃ প্রথম প্রকাশ জুলাই ২০২৩( প্রিমিয়াম পাবলিকেশন থেকে) পার্সোনাল রেটিংঃ ৫/৫ ©️ Review by Fahmida Afrin
Was this review helpful to you?
or
এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত অন্যতম একটি কিশোর অ্যাডভেঞ্চার উপন্যাস। উপন্যাসটির কাহিনী সত্যিই অসাধারণ!
Was this review helpful to you?
or
ছোট্ট একটা বই অথচ দারুণ এডভেঞ্চারে ভরপুর❤️ অনেক ভালো লেগেছে
Was this review helpful to you?
or
আমি কিছু দিন আগে বইটি কিনেছিলাম, অনেক ভালো লাগলো, কোয়ালিটি খুব ভালো, অসাধারন একটি বই ,ধন্যবাদ প্রিমিয়াম পাবলিকেশনকে
Was this review helpful to you?
or
প্রথমত বলবো বইয়ের কোয়ালিটি নিয়ে:আমরা যারা স্টুডেন্ট আছি,তারা অনেক ধৈর্যের সাথে টাকা জমিয়ে তারপর বই কিনি।বইটি পেপারব্যাক হওয়ায় একজন স্টুডেন্ট এর কাছে এটা সংগ্রহ করা খুবই সহজ। এবার আসি,বইটির প্রেক্ষাপটে,আমরা জানি বিভূতিভূষণের কলমের জাদুতে আমরা কমবেশি সকলেই মুগ্ধ।❝চাঁদের পাহাড়❞ বইটির নামের মতোই অসাধারণ হয়েছে বইটির প্রেক্ষাপট।এটি মূলত এডভেঞ্চার কাহিনী। যারা এডভেঞ্চার পছন্দ করেন,ছোট থেকে বড় সকলেই পড়ার উপযোগীমূল বই।এক যুবকের সাহস,বীরত্ব,লড়াই,প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ্য মুহুর্ত, ইত্যাদি ধারাবাহিক এক রোমাঞ্চকর ঘোরের মধ্যে পাঠককে ডুবিয়ে শেষ পর্যন্ত চমৎকার অভিজ্ঞতায় সমাপ্তি ঘটাবে।আপনার গুরুত্বপূর্ণ সময়,টাকা দুটোই উশুল হবে এটা হলফ করে বলা যায়।