User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আচ্ছা, মানলাম নূর একজন বিদুষী ছিলেন। কিন্তু পরপরুষের সাথে নির্জনে সাক্ষাৎ করা কি আদৌও কোরআন সম্মত! যুক্তির ক্ষাতিরে তাও মানলাম, কিন্তু সে তো আক্রমণের আগের দিন সমুদ্রকে বিষয়টা জানাতে পারতো! অথবা, সে জেল থেকে বের হওয়ার পর তার বাবাকে সমুদ্রের কথা বলতে পারতো! একজন প্রকৃত যোদ্ধা কখনো, প্রতিদান দিতে ভুল করেন না। এক্ষেত্রে, জিহাদীদের হামলার শুরুতেই সমুদ্রের নিরাপত্তার ব্যবস্থা করা উচিত ছিলো। অপরিপক্ক যুদ্ধনিতী!
Was this review helpful to you?
or
শিবলী ভাইয়ার বইগুলো সত্যিই অসাধারণ। অনেক দরদ দিয়ে লেখেন উনি! 3
Was this review helpful to you?
or
"নূর" --- লতিফুল ইসলাম শিবলী আজ থেকে শত শত বছর আগের সে-ই সময়ের ছবি এঁকেছেন লেখক তাঁর হৃদয়ের চোখ দিয়ে। যেখানে একেকটি চরিত্র গল্প হয়ে কথা বলে। বইটি পড়তে গিয়ে মনে হয়েছে, জাদুময়ী কোন জুতা পরে হেঁটে যাচ্ছি সে-ই সময়ে; যখন ফকির আন্দোলন ক্রমশ দানা বেঁধেছিল৷ প্রতিটি চরিত্রের কথোপকথনে ফুটে উঠেছে ইতিহাসের নিঁখুত এক চিত্র। এখানে রূপকের ব্যবহার হয়েছে। এখানে একজন যুবকের লাশকে পেণ্ডুলামের মতো ঝুলতে দেখা গিয়েছে। এখানে মাথা থেকে রক্ত বের হওয়ার বিষয়টি তুলনা করা হয়েছে ফুটো কলসি থেকে পানি বের হওয়ার মতো। কাঠখড়ি পোড়ার পটপট আওয়াজকে তুলনা করা হয়েছে কণ্ঠস্বরের সাথে। এই আন্দোলনের সাথে জড়িত প্রতিটি চরিত্র জীবনবোধ আর জীবনাদর্শ উজ্জীবিত। এই উপন্যাসে বিশ্বাসী মানুষদের সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাসের পরিপূর্ণ আস্থার পরিস্ফুটন ঘটিয়েছে। চমৎকার কিছু সংলাপের মধ্যে দিয়ে জীবনের উপলব্ধি বোধ জাগ্রত হয়েছে। তাছাড়া, চমৎকার বর্ণনাকৌশলের পাশাপাশি আছে চরিত্রের মাধুর্য আর সৌন্দর্যের অপূর্ব এক সমন্বয়। " একইসঙ্গে যদি তোমার পায়ে কাঁটা ফোটে, আর তোমার এক হাত কেটে নেওয়া হয়, তবে কোন ব্যথাটা তুমি বেশি অনুভব করবে?” উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র নূর একটা ভালোবাসার নাম। যাকে দেখলে, যার কথা শুনলে, যাকে ভাবলে মানুষের ভেতরের মানুষটা জেগে ওঠে। এখানে হিন্দু ও মুসলিমের মধ্যেকার ভালোবাসার সম্পর্কটা লেখক অত্যন্ত দক্ষতার সাথে সীমারেখা টেনেছেন। কোথাও কোন অসঙ্গতি লক্ষ করা যায়নি। তবে হাতে গোনা দু একটি কিছু টাইপো ছিলো। অনেকে ভাবেন ইতিহাস আশ্রিত উপন্যাস কেন পড়ব! ইতিহাসের বই থেকে পড়ে নেবো। তাদেরকে বলব একবার না হয় নূর পড়ে দেখতে পারেন। হৃদয়কে জাগ্রত করার মতো এমন অনেক কথা আছে ''নূর'' উপন্যাসে। লেখকের রয়েছে সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস; যার আলোকে লিখিত উপন্যাস "নূর" আলোকিত করবে হাজার হাজার মানুষের হৃদয়। ---রুবাইদা গুলশান