User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
হোরেস হলি—এক নিঃসঙ্গ মানুষ। সমাজ তার চেহারার জন্য তাকে গ্রহণ করেনি, তার বুদ্ধি-মনন ছিল প্রখর, কিন্তু হৃদয়ের গভীরে জমে ছিল নির্জনতার ধূসর ছায়া। তার জীবনে আলো আসে একমাত্র মানুষের মাধ্যমে—ভিনসি। ভিনসি ছিল তার একমাত্র বন্ধু, এক আত্মিক সঙ্গী। কিন্তু বন্ধুত্বের সেই বন্ধনও চিরন্তন হলো না। মৃত্যুর আগে ভিনসি তার পাণ্ডিত্যবান বন্ধুর হাতে তুলে দিল এক রহস্যময় দায়িত্ব। আর তা হলো ভিনসির একমাত্র পত্র লিও লালন-পালন করার দায়িত্ব; যার কথা এর আগে কখনোই ভিনসি হলিকে বলে নাই। লিওর জন্মের সময় তার মা অর্থাৎ ভিনসির প্রিয়তম স্ত্রী মা*রা যায়, ভিনসি লিওকেই মায়ের মৃ*ত্যুর জন্য দ্বায়ী করেন। যার কারনে ভিনসি নিজের ফুটফুটে শিশু পুত্রকে নিজের থেকে দূরে সরিয়ে রেখেছে। নিজের মৃ*ত্যুর পূর্বে বন্ধু হোরেস হলি-কে লিওর দ্বায়িত্ব দিয়ে যায় এবং সাথে জানিয়ে যায় তাদের পূর্বপুরুদের এক প্রচীন ইতিহাস। সাথে হলির জিম্মায় দিয়ে যায় সেই পুরাতন ইতিহাসের কিছু প্রমাণক এবং সেসকল জিনিস আপাতত খুলে দেখতে কঠোর নিষেধ করে যায়। এটাও জানিয়ে যায়, লিও ভিনসির জীবন ও ভবিষ্যতের ওপর একটি প্রাচীন গোপন ইতিহাসের ছায়া বিরাজমান রয়েছে। হলি যেন লিও পঁচিশ বছর পূর্ণ করলেই তাকে এই সকল ইতিহাস জানায় এবং পরবর্তীতে সে কি করবে সে সিদ্ধান্ত হবে একান্ত লিও-এর। যথাসময়ে লিওর পঁচিশ বছর পূর্ণ হবার দিনই হোরেস হলি লিওর হাতে তুলে দেয় তার বাবার দিয়ে যাওয়া সেই দলিল—পুরনো নথিপত্র, মাটির পাত্র, এবং হারিয়ে যাওয়া যুগের ইতিহাস। দলিলে উঠে আসে তিনটি নাম: ক্যালিক্রেটিস—এক অতীতের রোমান যোদ্ধা, যার জীবন ও মৃত্যু প্রেমের বলি হয়েছিল। আমেনার্তাস—তার স্ত্রী, এক প্রাচীন মিশরীয় নারী, যিনি ভালোবাসা ও ঈর্ষার বিভ্রান্ত রথে যাত্রী ছিলেন। এবং একজন রহস্যময়ী শ্বেতাঙ্গ নারী—চিরন্তন রূপসী, ক্ষমতাধর, ভয়াবহ সুন্দরী, যাকে একদিন “শী হু মাস্ট বি ওবেইড” বলা হবে। এই সূত্র ধরে হলি, লিও এবং তাদের বিশ্বস্ত ভৃত্য জব খুঁজতে বেরিয়ে পড়ে প্রাচীন ইতিহাসের সেই নিঃশব্দ গহ্বরের দিকে। তারা জানে না কী অপেক্ষা করছে তাদের জন্য—কিন্তু তাদের কাছে কেবল আছে এক প্রবল কৌতূহল এবং এক পুরনো প্রেমের পদচিহ্ন। সাগরঝড়, জাহাজডুবি, হিংস্র পশু, রোগ আর নরখাদকদের সাথে লড়াই করে একটা সময় তারা পৌঁছে যায় প্রচীন সেই নগরীতে। যেখানে রয়েছে সেই রহস্যময়ী নারী, যার সাথে জড়িয়ে আছে লিও ভিনসির পরিবারের কয়েক প্রজন্মের ইতিহাস। আর অপরদিকে, ü সে — আয়েশা — অথবা She ( শী হু মাস্ট বি ওবেইড বা যাঁকে অবশ্যই মান্য করতেই হবে) — অপেক্ষা করছে। ü সে, যে দুই হাজার বছর ধরে আগুনের আলোর কাছে দাঁড়িয়ে, চেয়ে আছে দিগন্তে। ü সে, যে একদিন ভালোবেসে নিজ হাতে হত্যা করেছিল তার ক্যালিক্রেটিসকে। ü সে জানে, সেই প্রেম একদিন ফিরে আসবে, হয়তো নতুন শরীরে, হয়তো পুরনো আত্মায়। ü তাই সে (আয়েশা) এখনো বেঁচে আছে—অমর, অনন্ত, অস্থির...প্রেমের পুনর্জন্মের আশায়। বই- শী লেখক- হেনরি রাইডার হ্যাগার্ড অনুবাদ- শোভন নবী ধরন: অ্যাডভেঞ্চার, মিথ, গথিক ফিকশন, দর্শন ও রোমান্স প্রকাশনী- পেপার ভয়েজার এই বইটায় আমার পছন্দের কিছু উক্তি বা লাইনসমূহঃ ☆ এটা সত্য যে আদম সন্তানেরা নিজের পথকেই নিজেদের জন্য কন্টকিত করে তোলে। ☆ ক্ষণস্থায়ী জীবন আর নতুন প্রাণের সৃষ্টি যতটা অসাধারণ, অসীম জীবন মোটেও ততটা নয়। ☆জীবন যেমন ক্ষুদ্র, মৃত্যু তেমনই বিশাল। সূর্যের নিচে যা আছে তার সবই একসময় সেই পথেই যাবে, বিস্মৃতির অতলে। ☆জলের মতো আহরণ করা জ্ঞান জলের মতোই বেরিয়ে যায় আঙুলের ফাঁক গলে, কেবল শিশিরের মতো কিছুটা জমে থাকে ভেজা হাতে। এতেই বোকার দল প্রজন্মের পর প্রজন্ম বলে বেড়ায়, "আহা, ভারি জ্ঞানী লোক ছিলো বটে!" ☆ সে-ই প্রকৃত অর্থে জীবিত যে মৃত্যুকে চিনেছে। মৃতরা আর মরে না, আত্মার চক্রে জীবন মৃত্যু সবই অর্থহীন। হ্যাঁ, সবই অবিনশ্বর। শুধু মাঝে মাঝে তারা ঘুমিয়ে পড়ে, তারপর হারিয়ে যায় বিস্মৃতির অতলে। ☆ দড়ি যত শক্তিশালীই হোক, তারও ক্ষমতার একটা সীমা আছে। ঐ সীমা পার করলে সেই দড়ি ছিঁড়ে যায়। ☆ নারীর কাছে স্বর্ণ আর ক্ষমতা যেমন, পুরুষের কাছে কামনা-বাসনাও ঠিক তেমন। আর এটাই ওদের দুর্বলতা। ☆ কেবল অন্ধকারই ঘৃণ্য আর আলো হলো পছন্দনীয়-এমন কোনো কথা নেই। কারো চোখে যেটা অশুভ, সেটাও ভালো হতে পারে। রাতও কিন্তু দিনের চেয়ে উজ্জ্বল হতে পারে। ☆ ঘোমটার আড়ালে অন্তরীণ রূপ অবলোকন করার সেই চিরন্তন কৌতুহলকে অভিসম্পাত, আর অভিসম্পাত সেই প্রকৃতিকে যা এই প্রবৃত্তিকে উসকে দেয়! এটা আমাদের অর্ধেক-না, অর্ধেকের বেশি দুর্ভাগ্যের কারণ। ☆ মৃত্যু হলো জীবনের রাত। এ এমন এক রাত যার সকাল হয় নতুন আলোর মাধ্যমে, তারপর আবারো নেমে আসে রাত। এই জীবন-মৃত্যু আর দিন রাতের চক্র একসময় শেষ হয়, আর আমরা সেখানেই ফিরে যাই যেখান থেকে এসেছিলাম। ☆ ভবিষ্যতের আশায় থেকো না, কে জানে তাতে কী আছে? বেঁচে থাকো শুধু আজকের জন্য। ধূলি থেকে পালাতে চেষ্টা কোরো না কারণ মানুষ জীবনের অন্তে তাতেই মিলিয়ে যায়। লেখক- হেনরি রাইডার হ্যাগার্ড এর বই- শী, বইটা সেই মে‘২৫ মাসে শুরু করে গত ২৯ জুন’২৫-এ এসে অবশেষে শেষ করালাম। আমার বই পড়া এমনিতেও খুব কম গতিতেই এগিয়ে যায়। বইটা একবার পড়া শুরু করেলে এক পৃ্ষ্ঠার পর পরবর্তী পৃষ্ঠায় কি আছে তা জানার আগ্রহে এমনিতেই বইটা এগিয়ে যায়। কিন্তু বইটা প্রথম দিকে আমার কাছে খুবই স্লো-মোশনে এগিয়েছে। শেষটায় এসে বইটা দ্রুত গতিতে এগিয়ে গিয়েছে। এর মূল চরিত্র (আমি মনে করি সে-ই মূল চরিত্র) নায়িকার জন্য মনটা খুবই খারাপ হয়ে যায়। এই একটা বইয়ের মধ্যেই রয়েছে এডভেঞ্চার, পৌরানিকতা, দার্শনিক চিন্তার প্রতিফল আর রয়েছে রোমান্টিকতাও। এছাড়া রহস্য ও অতিপ্রাকৃত উপাদানও কিন্তু বাদ যায়নি। সব মিলিয়ে বইটা শেষ পর্যন্ত আমার কাছে ভালোই লেগেছে ???। #bookreview #booklover #myfavoriteone
Was this review helpful to you?
or
❤️❤️❤️Admirable
Was this review helpful to you?
or
Your gonna lost in ancient Egypt. For the exact details you will feel like you're living in there. But in the end I feel so sorry for her. She deserves more.