User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
"আমাদের সচেতন আর অসচেতন মনের মধ্যে একটা বিরাট বাঁধা হলো আয়না। প্রত্যেকের মনের ভেতর এক অন্য আমি বাস করি। মানুষ সত্য কথা বলে না। কিন্তু আয়না সত্য লুকায় না,আমরা আয়নায় নিজেকে যেভাবে দেখতে পাই অন্যরা আমাদের ঠিক সেভাবেই দেখে।" অবশেষে পড়ে শেষ করলাম ফ্রিদা ম্যাকফেডেনের বিখ্যাত সাইকোলজিক্যাল থ্রিলার 'ডু নট ডিস্টার্ব' এর ছায়া অবলম্বনে Kais Shami ভাই রচিত 'প্রবেশ নিষেধ' বইটি। যারা সাইকোলজিক্যাল থ্রিলার পড়তে পছন্দ করেন, তারা নির্দ্বিধায় বইটি পড়তে পারেন। আশা করি ভালো লাগবে। বই: প্রবেশ নিষেধ লেখক: কয়েস সামী প্রকাশনী: অনুজ প্রকাশন পৃষ্ঠা সংখ্যা: ২০৮ মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা
Was this review helpful to you?
or
খুব ভালো লাগলো বইটা পড়ে।
Was this review helpful to you?
or
চরম একটা সাইকোলজিক্যাল থ্রিলার। এই বইটি পরেই আমি হেল্পিং হ্যান্ড অর্ডার করেছি। আশা করছি ওইটাও পরে এইটার মতো থ্রিল পাব ।
Was this review helpful to you?
or
বই: প্রবেশ নিষেধ লেখক: কয়েস সামী জেনর: সাইকোলজিকাল থ্রিলার সানজানা পালিয়েছে তার স্বামীকে খুন করে!!! হ্যা, সে অবশ্যই তার সায়হামকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু বিয়ের কিছুদিন পরই টের পায় তার স্বামীর আসল রূপ। সানজানার বোন ফারজানাকে সে মাঝে মাঝেই সায়হামের কথা বলত, তার আচরণের পরিবর্তনের কথা বলত। ফারজানা অনেক বার বলেছে তাকে ডিভোর্স দিতে, কিন্তু সে পারেনি কোন এক অজানা কারনে। কিন্তু একদিন ঘটে যায় সেই নির্মম দূর্ঘটনা। নিজেকে বাচাতে গিয়ে খুন করে ফেলে সে সায়হামকে। এতেই দূর্ভোগের শেষ না। পুলিশ থেকে বাচতে সে বেড়িয়ে পড়ে ঝড় বৃষ্টির মধ্যেই। কিন্তু একদিকে প্রাকৃতিক দূর্যোগ, অন্যদিকে মানসিক চাপ। চারিদিকে যেন ভয় জেকে বসেছে। তাই সেই রাতে তাকে আশ্রয় নিতে হয় তিন্নি'স রিসোর্টে, দুই বছর আগেই যার একটি রুমে খুন হয়ে গেছে তার বয়সী এক মেয়ে, রিসোর্টের মালিক রুহান সাহেব সেই রুমেই লিখে রেখেছেন প্রবেশ নিষেধ। এত বছর পরও কেন এখনও এই রুমে প্রবেশ নিষেধ তা বুঝে উঠতে পারে না সানজানা, আর তার রুম থেকে রিসোর্টের পেছনের বিল্ডিংয়ে দেখা মহিলাটাই বা কে!!! এদিকে ফারজানা আর পুলিশ তাকে হন্যে হয়ে খুজছে। পরদিন ফারজানা হদিস পায় তার বোনের। কিন্তু কাহিনী তখন নেয় নতুন মোড়। এ যেন বহু বছরের প্রতিক্ষিত দিন!!!!! থ্রিলার গল্প যাদের খুবই ভালো লাগে, তাদের জন্য কায়েস সামীর এই বইটি অনেক উপভোগ্য। রহস্য আর থ্রিলের ভীড়ে কখন যে বাস্তব জগৎ থেকে হারিয়ে গেছি তা বলা মুশকিল।
Was this review helpful to you?
or
"প্রবেশ নিষেধ" লেখক কয়েস সামীর দারুণ একটি বই ৷ বইয়ের নামের যেমন বৈচিত্র তেমনি স্টোরি টেলিং-এ দারুণ বৈচিত্র রয়েছে ৷ বইটি পড়ে প্রতিটি পাঠক থ্রি-লার পড়ার পরিপূর্ণ স্বাদ পাবেন ৷ বইটি থ্রিলার প্রেমিদের জন্য দারুণ সংযোজন ৷ সংগ্রহে রাখার মতো বইটি ৷
Was this review helpful to you?
or
Best book I ever read . Greatest thriller book ever. Brain cells hanged
Was this review helpful to you?
or
চমৎকার একটা থ্রিলার উপন্যাস পড়লাম; প্রবেশ নিষেধ। লেখক, কয়েস সামী। 'প্রবেশ নিষেধ' সত্ত্বেও প্রবেশ করলাম এবং দুর্দান্ত গতিতে পড়ে সাবাড় করে নিলাম। এর আগে কয়েস সামীর হ্যাল্পিং হ্যান্ড পড়েছিলাম বরাবরই মুগ্ধ হয়েছিলাম। প্রবেশ নিষেধ পড়ে আরও মুগ্ধ হলাম। লেখককে ধন্যবাদ এমন একটা দুর্দান্ত উপন্যাস উপহার দেওয়ার জন্য।
Was this review helpful to you?
or
এক কথায় ভয়ঙ্কর সুন্দর থ্রিলার।?যারা থ্রিলার প্রেমী তাদের জন্য বেস্ট একটা বই কায়েস সামি প্রিয় লেখক ভাইয়ের ?
Was this review helpful to you?
or
Recently, I finished reading this book. It’s such a psychological thriller that will keep you tearing through the oages until you reach the shocking conclusion! Its 100% upto the hype.
Was this review helpful to you?
or
? (বই): প্রবেশ নিষেধ ✍️ (লেখক): কয়েস সামী ★ প্রকাশনা : অনুজ প্রকাশন ~ 'প্রবেশ নিষেধ' সাইকোলজিক্যাল থ্রিলারটি মূলত ইংরেজি উপন্যাস 'ডু নট ডিসটার্ব ' এর বাংলা অনুবাদ। তবে এর কিছু সংলাপ, গল্পের গঠন, ভাষারীতি, পরিবেশ- সবকিছু হুবহু অনুকরণ করা হয়নি বলে এতে দেশিয় ভাব প্রকাশ পেয়েছে। এককথায় আমার পঠিত একটি চমৎকার থ্রিলার এটি। গল্পের চরিত্রগুলিও একে অপরের সাথে অনেকটা সম্পর্কিত, তাই থ্রিলারটির যত গভীরে গিয়েছি ততই রহস্যজনক হয়ে উপস্থাপিত হয়েছে এটি আমার নিকট। এই থ্রিলারের মাধ্যমেই আমি এই নন্দিত লেখককে চিনতে পেরেছি। তাই লেখকের নিকট এই প্রত্যাশা যে, তিনি যেন তাঁর লেখা চালিয়ে যান।?
Was this review helpful to you?
or
লেখক কয়েস সামী'র সাবলীল এবং সহজবোধ্যভাবে লেখনি সত্যিই উপভোগ্য। ‘প্রবেশ নিষেধ’ বইটি তার একটি সুন্দর উদাহরণ। বইটি একবার পড়তে শুরু করলে এতো সহজে আপনি গল্পে ঢুকে যাবেন... সময় বয়ে যাচ্ছে কিন্তু আপনি রহস্যের শেষ কিনারা না দেখে উঠতে পারছেন না... এ এক দারুণ অনুভূতি। আপনিও পড়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।
Was this review helpful to you?
or
"প্রবেশ নিষেধ" বইটি হাতে পাওয়ার পর সাথে সাথে পড়ার সুযোগ হয়ে ওঠেনি। তিনদিন পর সুযোগ করে বইটি হাতে নিলাম, এবং পড়া শুরু করে দিলাম। অসম্ভব সুন্দর একটি থ্রিলার এটি।এর আগে কখনো থ্রিলার পড়া হয়ে ওঠেনি। এটি যখন পড়া শুরু করে দিলাম,তখন মনে হল আমার পড়া বইয়ের মধ্যে এটি ই সবচেয়ে সেরা। যাইহোক বইটা আমার খুব ভালো লেগেছে।লেখকের সুস্বাস্থ্য কামনা করছি ।
Was this review helpful to you?
or
বইটা এককথায় চমৎকার। থ্রিলার টাইপ বই নিতে চাইলে এটা নিয়ে দেখতে পারেন। আশা করি সেটি ভুল সিদ্ধান্ত হবে না।
Was this review helpful to you?
or
অনেক সুন্দর গল্পটি। প্রবেশ নিষেধ গল্পটি পড়ে দেখবেন অনেক ভালো লাগবে
Was this review helpful to you?
or
একটা থ্রিলার গল্পের যতটা গুন থাকা দরকার, এ বইয়ে তার সবটুকু আছে। বইয়ের প্রতিটা পড়তে পড়তে টুইস্ট আর টুইস্ট। বইয়ের শেষ পৃষ্টা পর্যন্ত আমি কাউকেই বিশ্বাস করতে পারি নি। ভয় ছিল কে জানি কখন কার মুখোশ উন্মোচন হয়ে যায়। কারণ তিন্নি আর সানজানা ছাড়া আর কোন চরিত্র কে আমার কাছে বিশ্বাসের উপযুক্ত মনে হয় নি।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ গল্পটা অসাধারণ। আমি অনেকবার পড়লাম গল্প টা। এত অভিমান ভালোবাসা অভিনয় বিশ্বাসঘাতক সব মিলিয়ে সুন্দর একটা থ্রিলার গল্প
Was this review helpful to you?
or
থ্রিলার গল্প যাদের খুবই ভালো লাগে, তাদের জন্য এই বইটি অনেক উপভোগ্য।
Was this review helpful to you?
or
চমৎকার একটি থ্রিলার বই। লেখক কয়েস সামী ভাইয়ের হ্যাল্পিং হ্যান্ড বইটি পড়েছি। এটাও সাইকোলজিক্যাল থ্রিলার বই। আজ সন্ধ্যার পর পার্সেল রিসিভ করেছি। সাথেসাথেই পড়তে বসে ২৫ পৃষ্ঠা পর্যন্ত পড়ছি। বইটি রেখে উঠতে মন চাইছে না। লেখক অবশ্যই পাঠক ধরে রাখার ক্ষমতা রাখেন। সর্বোপরি সবাইকে এই সাইকোলজিক্যাল থ্রিলার বইটি পড়ার সাজেস্ট করবো।
Was this review helpful to you?
or
খুব ভালো লাগছে।
Was this review helpful to you?
or
প্রেম ও দ্রোহ, পারিবারিক সামাজিক ও থ্রিলার মিলিয়ে অসাধারণ একটা বই।মনে হলো, অনেকদিন পর মনের মতো একটা বই পড়ছি।
Was this review helpful to you?
or
নিজের ভালোবাসার মানুষকে কিসের অপরাধে খুন করেছে সানজানা? সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে কোথায় আশ্রয় নিবে? কি রহস্য লুকিয়ে আছে একজন ব্যাংকে চাকরি করা সাধারণ গৃহবধুর জীবনে? এইসব প্রশ্ন আপনাকে টেনে নিয়ে যাবে কয়েস সামীর নতুন সাইকোলজিক্যাল থ্রিলার বই প্রবেশ নিষেধের কাছে। পুলিশ বন্ধুর সাথে কি সানজানার আর কখনো দেখা হবে? সে কি সানজানাকে খুনি হিসেবেই গণ্য করবে নাকি অন্য কোনো এঙ্গেলে সানজানার স্বামী খুন হবার ব্যাপারটা দেখবে? এতো গুলো প্রশ্ন নিয়ে সানজানা দাঁড়িয়ে আছে প্রবেশ নিষেধ বইয়ের দুয়ারে আপনাকে স্বাগতম করতে। বইটা পড়তে গিয়ে আমি একটু বোর হয়নি। অনেকগুলো চরিত্রের একসাথে এগিয়ে যাওয়ার ব্যাপারটা আমাকে সাইকোলজিক্যাল থ্রিলারের জার্নিটা উপভোগ করিয়েছে। লেখককে এইরকম আরো থ্রিলার লিখে পাঠককে চমকিয়ে দেওয়ার জন্য শুভকামনা থাকবে। ছবি তুলিনি বলে আপলোড করতে পারছি না এখন, আমি ভীষণ পারফেক্ট জিনিসপত্র পছন্দ করি। ছবি নেই তাই একটু আফসোস বোধ করছি যদিও। ব্যাক্তিগত রেটিং : 10/10
Was this review helpful to you?
or
একটি অনিচ্ছাকৃত খুন দ্বার খুলে দেয় আরো কয়েকটি রহস্যের। জট খুলতে থাকে একের পর এক রহস্যের। ধারাবাহিকভাবে সব রহস্য ভেদ করে পাঠকের মনে জায়গা করে নেয়ার মতো একটি বই "প্রবেশ নিষেধ।"
Was this review helpful to you?
or
প্রবেশ নিষেধ' দেশীয় আবহে ফ্রিদা ম্যাকফেডেনের বিখ্যাত সাইকোলজিক্যাল থ্রিলার 'ডু নট ডিস্টার্ব' এর ছায়া অবলম্বনে রচিত। বইটিতে প্রোটাগনিস্ট/এন্টাগনিস্টদের বয়ানে বর্ণিত হয়েছে প্রেম, সন্দেহ, ভালোবাসা, বিশ্বাসঘাতকতার অদ্ভুত মিশ্রণে পূর্ণ গল্প। খুব দ্রুত এগিয়েছে কাহিনি তাই এক বসায় শেষ করা যায় বইটি।
Was this review helpful to you?
or
যাদের থ্রিলার টাইপ উপন্যাস পছন্দ তারা এই বইটি পড়ে দেখবেন। আশা করি ভালো লাগবে।
Was this review helpful to you?
or
থ্রিলার প্রেমিদের জন্য অসাধারণ একটি বই। থ্রিলার প্রমি হলে আপনিও পড়তে পারেন বইটি।
Was this review helpful to you?
or
থ্রিলার উপন্যাস আশা করি ভালো লাগবে। যারা থ্রিলার প্রেমি পড়তে পারেন।
Was this review helpful to you?
or
বইটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলো? সামনে আপনার আরো অনেক থ্রিলার বই দেখতে চায়,,,শুভকামনা রইলো আপনার জন্য ??
Was this review helpful to you?
or
বইটি বেশ চাঞ্চল্যকর একটি প্লট নিয়ে লেখা হয়েছে। থ্রিলারপ্রেমীদের অবশ্যই ভালো লাগবে।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি বই! যারা থ্রিলার পড়তে পছন্দ করেন তাদের জন্য অনেক সুন্দর একটি বই। লেখক এর জন্য শুভ কামনা রইলো।
Was this review helpful to you?
or
উপস্থাপনা দারুণ। অসাধারন একটি বই। যারা থ্রিলার পড়তে পছন্দ করেন তাদের একবার হলেও বইটি পড়া উচিত।
Was this review helpful to you?
or
দারুণ একটি বই। যারা থ্রিলার পছন্দ করেন, আশা করছি তারা ভালো একটা সময় পার করবেন বইটি পড়ে। ধন্যবাদ ভাইয়াকে এত সুন্দর একটা লিখনি উপহার দেয়ার জন্য।
Was this review helpful to you?
or
রহস্যময় খুব সুন্দর একটা থ্রীলার বই। গল্পের সবচেয়ে চমক একজন স্ত্রী তার স্বামীকে খুন করেছে। আসলেই কি সে খুন করেছিল তার স্বামীকে? আর যদি করেই থাকে তাহলে কেনো? বইটি এক বসাতেই পড়ে উঠার মতো একটি বই। আমার কাছে তো অসম্ভব সুন্দর লেগেছে। আপনারাও পড়তে পারেন।
Was this review helpful to you?
or
যারা থ্রিলার গল্প ভালোবাসে তাদের জন্য বেস্ট বই❤️আমার জন্য তো সেরা একটা বই?
Was this review helpful to you?
or
বেশ গোছানো, পরিপাটি একটা থ্রিলার। তেমন মেদ নেই। কাহিনী বিন্যাসে তেমন সময় নেন নি লেখক, তারমানে আবার এই না যে চরিত্রায়নে খামতি রেখেছেন লেখক। ছোট ছোট অধ্যায়ে বেশ দ্রুতগতিতে এগিয়ে যায় গল্প। অধ্যায়ের ব্রেকগুলোও মোক্ষম জায়গায় এসেছে, জানার জন্য উদগ্রীব থাকবেন পরে কী হয়৷ বলতেই হবে সামী ভাই এডাপটেশনে দিন দিন উন্নতি করছেন। বেশ একটা জমজমাট রহস্যের সঙ্গে সময় কাটাতে চাইলে নিয়ে বসে যেতে পারেন বইটি নিয়ে।
Was this review helpful to you?
or
থ্রিলার হিসেবে গল্পের মোড় একদিক থেকে যখন পুরোপুরির কল্পনার বাইরে থেকে ভিন্ন দিকে মোড় নেয় তখনি পাঠক মনে থ্রিলিং ভাবটা যথার্থভাবে উপলব্ধ হয়। সেটিই হয়েছে এই বইটিতে। সাইকোলজিক্যাল থ্রিলার পড়া যাদের নেশা তাদের জন্যে শতভাগ রকমেন্ডেড।
Was this review helpful to you?
or
পড়ে শেষ করলাম লেখক কয়েস সামী লিখিত সাইকোলজিক্যাল থ্রিলার প্রবেশ নিষেধ। সত্যি বলতে পুরো গল্পটাই রহস্য তে ভরপুর। যারা থ্রিলার পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা বই এটা। বইটা যতটা সময় পড়েছি নিজের মধ্যে একটা উত্তেজনা কাজ করেছে। শুরু থেকে শেষ অবধি যেন ঘোরের মধ্যে কাটিয়েছি বইটা পড়ার সময়।
Was this review helpful to you?
or
Honestly,,,, বইটা যখন পড়া শুরু করেছি আমি একটুও আশা করিনি আমি এমন চমক পেতে থাকবো। Exactly a perfect psychological threlar!! আপনি পড়া শুরু করে একটুও ধরতে পারবেননা যে এর শেষ টা কেমন হতে পারে,,,,, And, এটার বেশ গুরুত্বপূর্ণ msg ও ase। যাইহোক,,,, সানজানা কতদিন পালিয়ে বাঁচতে পারবে? সেকি খুন হয়ে যাবে? চোখে দেখা বিশ্বাস করে আসা সব কি সত্যি??
Was this review helpful to you?
or
Honestly,,, বইটা যখন পড়া শুরু করেছি আমি একটুও আশা করিনি এটার মাঝে এমন রহস্য উন্মোচন হবে।। I am really pleased..... আসলেই একটা পারফেক্ট থিলার পড়েছি!!!!! Thanks to Kayesh shami।।।
Was this review helpful to you?
or
বইটা পড়েছি। এক অন্যরকম অভিজ্ঞতা হলো। প্রতিটি পেজে টান টান উত্তেজনা কি হবে, কি হবে? তবে এটাই শেষ নয়। বইয়ের এন্ডিং যেটা হবে সেটা আপনার মাথা ঘুরিয়ে দিবে। বইটি শেষ করার আগেআপনি ভাবতেই পারবেন না আসল সাসপেক্ট কে। এক কথায় অসাধারণ! আপনার সময় নষ্ট হবে না মোটেই এটুকু বলতেই পারি।
Was this review helpful to you?
or
প্রবেশ নিষেধ থ্রিলারটি মূলত ফ্রিডা ম্যাকফেডেনের ডু নট ডিস্টার্ব অবলম্বনে লেখা। শুরুর দিকে সন্দেহ ছিল লেখক কয়েস সামী গল্পটার বাংলা অ্যাডাপশন ঠিকঠাক মত করতে পারবেন কি না? পড়ার পরে মনে হয়েছে লেখক মূল বই এর সঙ্গে যথাসম্ভব জাস্টিস করতে পেরেছেন। পড়ে দেখতে পারেন, আশাকরি ভালো লাগবে।
Was this review helpful to you?
or
ফ্রিডা ম্যাকফেডেন এর ডু নট ডিস্টার্ব একটা অনন্য থ্রিলার। লেখককে ধন্যবাদ এই বই অবলম্বনে লিখেছেন বলে।
Was this review helpful to you?
or
শেষ পর্যন্ত সানজানার কী হবে? জানতে খুব ইচ্ছা করছে। লেখকের জন্য শুভকামনা।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি থ্রিলার বই "প্রবেশ নিষেধ"। এখানে লেখক কায়েস সামী সহজ ভাষায় সাবলীল ভাবে ফুটিয়ে তুলেছেন কতোগুলো রহস্যময় অপরাধ। টান টান উত্তেজনা, একটা সিন শেষ হলেই মনে হয় এর পর কি হবে। আসলেই এটা এক নিঃস্বাসে পড়ে ফেলার মতো একটা বই। আমার কাছে দারুণ লেগেছে। সানজানা অপরিকল্পিত ভাবেই হত্যা করে ফেলে তার হাসবেন্ডকে। তারপর কি করবে কিছু ভেবে না পেয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বিষ্টির কারণে পালিয়ে খুব বেশি দূর যেতে পারে না। রাস্তায়ই ওকে এক পুরানো জনমানব শূন্য রিসোর্টে আশ্রয় নিতে হয়। সেখানে গিয়ে পড়ে আরেক গোলক ধাঁধাঁয়। তিন্নি'স রিসোর্টের ২০১ নাম্বার রুমের দরজায় ঝুলানো দেখে একটা সাইনবোর্ড। যাতে লেখা "প্রবেশ নিষেধ" খোঁজ নিয়ে জানতে পারে তিন বছর আগে ওই রুমে নার্গিস নামের এক মেয়ে খুন হয়। রিসোর্টের পিছনে একটা বাড়ি আছে, সানজানা সেই বাড়ির জানালায় একটা মেয়েকে দেখতে পায়। যে সব সময় জানালায়ই থাকে। অপর দিকে বিশ্বব্রহ্মাণ্ডে সানজানার একমাত্র আপন জন, যাকে সানজানা সবচেয়ে বেশি ভালোবাসে সে সানজানার বড়ো বোন ফারজানা। সেই ফারজানাই সানজানাকে খুঁজতে খুঁজতে তিন্নি'স রিসোর্টে চলে আসে। সানজানা এই বিপদের দিনে প্রিয় বোনকে কাছে পেয়ে কাঁদতে কাঁদতে ফারজানাকে জড়িয়ে ধরে। আর তারপর থেকেই ঘটতে থাকে অবিশ্বাস্য সব ঘটনা। এক নিঃশ্বাসে পড়তে পারার মতো সেই সব রোমহষর্ক ঘটনাভজানতে হলে পড়তে হবে কয়েস সামী'র লেখা "প্রবেশ নিষেধ" বইটি। ব্যক্তিগত রেটিং : ১০/১০
Was this review helpful to you?
or
"কায়েস সামী" রচিত সাইকোলজিক্যাল থ্রিলার "হেল্পিং হ্যান্ড" পড়ার পর উনার আরো কিছু লেখা বই পড়ার ইচ্ছে ছিল।গতকালকে তাই উনার রচিত সাইকোলজিক্যাল থ্রিলার "প্রবেশ নিষেধ" বইটি পড়ে শেষ করলাম।বইটি পড়া শুরু করার পর একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল।যেহেতু সাইকোলজিক্যাল থ্রিলার বই শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত শান্তি পাওয়া যাবে না।তাই হাতে সময় নিয়ে বইটি পড়া শুরু করতে হবে।আর সত্যি বলতে লেখকের বর্ণনায় একটা ঘটনার পটভূমিতে অন্য আরেকটা ঘটনারর সূচনা, একটা চরিত্রের পেছনে অন্য চরিত্রের রহস্য, চরিত্রগুলোর আলাদা আলাদা ঘটনার বণর্না সত্যিই মুগ্ধকর ছিল।শেষের ক্লাইমেক্সে যেভাবে গল্পটি শেষ হলো আমার মনে শান্তির ধারা বয়ে দিল।সকল চরিত্রের মিশ্রিত একটা হ্যাপি এন্ডিং হয়েছে।তবে পাওয়া-না পাওয়ার খাতায় সকল অশুভ যা কিছু ছিল তার অবসান ঘটেছে,আর জীবনের মানে সম্পর্কে একটা ইতিবাচক ধারণারও জন্ম দিয়েছে। গল্পে একজন মেয়ে সানজানা চরিত্র দিয়ে শুরু হলেও ঘটনার পালাক্রমে কয়েকটি চরিত্র; ফারজানা,সায়হাম,রুহান,তিন্নি,রব,রাজু,নির্মলা খালা ইত্যাদি এর মাধ্যমে মানুষের জীবনে নানা চড়াই-উৎরাই এর বহিঃপ্রকাশ ঘটেছে। হোক না অন্য গল্পের ছায়ায় রচনা তবে লেখকের নিজের রচনাশৈলীতে উনার লেখার দক্ষতার বহিঃপ্রকাশ প্রত্যেকবার বই পড়ে যাওয়ার উতসাহ বাড়িয়ে দিয়েছে।আশা করি ভবিষ্যতে লেখক উনার রচনাশৈলী দিয়ে আমাদের বই পড়ার আগ্রহ ধরে রাখবেন।বিশেষ করে আমাদের বর্তমান যুবসমাজ বই পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠবে।সবাইকে "কায়েস সামী" রচিত বই পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি।উনার রচনাশৈলীর প্রতি একবার প্রলুব্ধ হলে আপনার উনার বই কিনে পড়ার আগ্রহটা নিশ্চয় শতভাগ বেড়ে যাবে।লেখকের সু্স্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।ধন্যবাদ সবাইকে।
Was this review helpful to you?
or
বুক রিভিউঃ ইফ্ফাত আরা পিরোজী বইঃ প্রবেশ নিষেধ ক্যাটাগরিঃসাইকোলজিক্যাল থ্রিলার লেখকঃকয়েস সামী প্রকাশনিঃ অনুজ প্রকাশন প্রচ্ছদঃ জুলিয়ান পরিবেশঃএশিয়া পাবলিকেশনস পৃষ্ঠাঃ২০৮ রেটিংঃ ০৯/১০ ভাষাঃবাংলা দেশঃ বাংলাদেশ সারাংশঃ দুটি মানুষ এক সাথে থেকেও পর্দার আড়ালে! কাছে থেকেও বোঝে না। আবার কেউ বুঝেও পায় না। সানজানার ভাগ্য বদলে গেলো খুনে। তিন্নি'স রেস্টুডেন্ট ও রির্সোসের ২০১ প্রবেশ নিষেধ রুম। নির্মলা খালার নিরর্মম হত্যা। জানতে হলে প্রবেশ নিষেধ বইটি পড়তে হবে। নিজস্ব প্রক্রিয়াঃ কেউ কাউকে না চাইতেই পায় আবার কেউ পেয়েও হারায় ফেলে। একই গাছে কেউ উঁচু চোখে তাকিয়েও বুঝে না আবার কেউ অল্পতেই পার্থক্য বুঝে ফেলে। হারিয়ে ফিরে পাওয়া যায় খোঁজার মত খুঁজলে।ভালোবাসা, চাহিদা নিমেষেই রক্তের সম্পর্ক কেউ হার মানায়। রক্তের সম্পর্ক এক মুহূর্তেই রক্তাক্ত করে ফেললো ফারজানা! **সানজানার ভালোবাসার আলোতেও আঁধার **ফারজানার চাহিদাতেই রক্তক্ষরণ **তিন্নি'স রিসোর্ট ও রেস্টুডেন্টের আলো আঁধারের খেলাঘর। **নির্মলা খালার নিরমর্ম খেলা। আর **সেই ২০১ নিষিদ্ধরুম, ছায়ামূর্তি। ফ্ল্যাপঃ সানজানা এক অকল্পনীয় অপরাধ করে ফেলেছে। সে এখন কি করবে? পালিয়ে যাবে নাকি ক্রাইম সিনে অপরাধ স্বীকার করবে? এতো দিনের সাজানো সংসার, চাকরি, একমাত্র ভালোবাসার বোন! সে বহুদূর পালিয়ে যাবে নাকি ক্রাইমসিন থেকে! দুর্ভাগ্যবশত তাকে গভীর রাতে আশ্রয় নিতে হলো পরিত্যক্ত রিসোর্টে। অন্যদিকে পাশের দোতলা থেকে তার দিকে তাকিয়ে ছায়ামূর্তি। একদিকে পুলিশের ভয়,অন্যদিকে তিন্নি'স রিসোর্টের ভয়ংকর খুনের ইতিহাস আর সেই ছায়ামূর্তি। সানজানা এখন কি করবে? পছন্দঃ রুহানের ভালোবাসার ফলাফল। সায়হাম,ফারজানার প্রাপ্তি ।তিন্নির ধৈর্য্যর ফল।২০১ রুম প্রবেশ নিষেধ, পাশের ছায়ামূর্তি, ভবিষ্যত বাণী সব মিলিয়ে দারুণ। অপছন্দঃ সায়হামের স্বাধীনচেতা ভালোবাসা। নির্মলা খালার হত্যাকাণ্ড।সানজানার এলোমেলো হাতছানি। রুহানের দায়বদ্ধতা। মতামতঃ যারা থ্রিলার পড়তে পছন্দ করেন তারা প্রবেশ নিষেধ চমৎকার এই বইটি পড়তে পারেন।বইটি একবার পড়া শুরু করলে কখন পড়া শেষ হবে বুঝতেই পারবেন না। একের পর এক চমক যা বইটিকে হাত থেকে সরবে না। বইটির কোয়ালিটি মাশাল্লাহ । প্রচ্ছদ পেজ সবই চমৎকার । বইটির কোয়ালিটি দারুণ। বইটি পড়লে সময় নষ্ট হবে শেষ ও শুরু কোনটিয় রুক্ষ বা রুগ্ন নয়। ★★বই কখনো খারাপ হয় না।দুঃখ কষ্টের সংকেত হয় না।বই কখনো আঘাত করে না। ★মোরা বই পড়ি আনন্দে জীবন গড়ি। ★সকল দ্বারে পৌঁছে ভালোবাসা অর্জন করুক। বই হোক আত্নার খোরাক এই হোক দৃঢ় প্রত্যায়।।
Was this review helpful to you?
or
ফ্রিডা ম্যাকফেডেন আমার প্রিয় লেখক। খুব ইচ্ছে ছিল Quinn এর চরিত্রটাকে লেখক কীভাবে বাংলার নারী সানজানা হিসেবে রূপান্তরিত করেন। রূপান্তরটা খুব ভালো লাগলো। লেখকের জন্য শুভকামনা থাকলো।
Was this review helpful to you?
or
ভালো বই। ভীষণ পছন্দের হয়েছে।
Was this review helpful to you?
or
এক কথায় অসাধারণ একটা বই, বইটি পড়ে আসলেই থ্রিলার ও রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে।আমি সবাইকে বইটি পড়তে সাজেস্ট করব।
Was this review helpful to you?
or
Boita pore onek valo legeche, bishesh kore ei prothom thriller boi porlam, puotita tuiste notun chomok chilo! So, recommended
Was this review helpful to you?
or
পার্সোনাল রেটিং ৮/১০ প্রবেশ নিষেধ আড়াই তিন ঘন্টায় ২০৮ পেজের বই শেষ করার জন্য শুধু কুইক রিডার হলেই হবেনা, বইটিকেও সুখপাঠ্য হতে হবে। তেমন একটা বই কায়েস সামীর #প্রবেশ_নিষেধ। বইটি পড়ার সময় কখনোই গল্পের ফ্লো কে স্লো বা বোরিং মনে হয়নি। মোটামুটি পুরো সময়ই থ্রিল ধরে রাখতে পেরেছে উপন্যাসটি Suggested
Was this review helpful to you?
or
থ্রিলার বই এমন হওয়া উচিত যার প্রতিটা বাঁকে বাঁকে নতুন টুইস্ট আসে। প্রবেশ নিষেধ ঠিক তেমনই একটি বই। কোন চরিত্রই সাদা বা কালো নয়, এখানে চোখ বুঁজে বিশ্বাস করতে পারবেন না কাউকেই। প্রেম অপ্রেম, ভালোবাসা, বিশ্বাসঘাতকতার অদ্ভুত দোলাচল মেশানো এক টানটান উত্তেজনাপূর্ণ উপন্যাস।
Was this review helpful to you?
or
এডিটর টিমে থাকার সুবাদে গল্পটা পড়ার সুযোগ হয়। সত্যি বলতে, সামী ভাই গল্পটা এমন ভাবে সাজিয়েছেন যে আগে থেকে কিছু বুঝা মুশকিল। গল্পের শুরু থেকে দেখা যায় সানজানা তার স্বামীকে নিজের হাতে খুন করে৷ অথচ তার স্বামীকে সে প্রচন্ড ভালোবাসতো। তার স্বামীকে কেন খুন করেছিলো সানজানা? আসলেই কি খুন করেছিলো সানজানা? চমক'টা এই খানেই। অসাধারণ একটা মার্ডার মিস্ট্রি পেতে যাচ্ছি আমরা। বইটার অপেক্ষায় রইলাম। শুভকামনা।?
Was this review helpful to you?
or
লেখকের লেখার ধরণ দুর্দান্ত! অবশ্যই সংগ্রহ করতে হবে।
Was this review helpful to you?
or
অসাধারণ।
Was this review helpful to you?
or
কয়েস সামী ভাইয়ার নতুন সাইকোলজ্যিকাল থ্রিলার "প্রবেশ নিষেধ" বইটি পড়ে শেষ করলাম।যারা থ্রিলার পড়তে পছন্দ করেন এবং রোমাঞ্চকর কিছু সময় পাড় করতে চান তাদের অবশ্যই এই বইটি পড়া উচিৎ।বিশ্বাস করুন বইটি শেষ না করে উঠতে ইচ্ছা করবে না।এবার বইয়ের বাহ্যিক কোয়ালিটির কথা যদি বলি তবে বলব বইটি হাতে পেলেই বুঝবেন যে আপনার টাকা জলে যায়নি।যেনতেন করে মানহীন ভাবে নয় বরং অনেক যত্ন করে প্রকাশক বইটি প্রকাশ করেছেন।শেষ কথা হল বইটি কিনে ভেতরের লেখা এবং বাহ্যিক সৌন্দর্য সব দিক দিয়েই মুগ্ধ হবেন।
Was this review helpful to you?
or
ফেসুবকে দুটো পর্ব পড়েছিলাম। তারপর থেকেই অপেক্ষায় ছিলাম। লেখককে ধন্যবাদ।
Was this review helpful to you?
or
ফ্রিডা ম্যাকফেডেন এর নিউইয়র্ক টাইমস বেস্ট সেলার বই ডু নট ডিস্টার্ব অবলম্বনে লেখা এই বইটার অপেক্ষা করছিলাম বেশ আগে থেকেই। পড়তে দেরি হয়ে গেল। অসাধারণ এই বইটা নিয়ে লেখার জন্য লেখককে ধন্যবাদ। লেখকের লেখার স্টাইল আমার ভীষণ ভালো লাগে। লেখকের জন্য শুভকামনা।
Was this review helpful to you?
or
এডিটরস টীমে থাকার সুবাদে ইতিমধ্যে বইটি পড়া হয়েছে। অসাধারণ একটা থ্রিলার যুক্ত হতে যাচ্ছে থ্রিলার সাহিত্যে। তো থ্রিলার প্রেমীরা আর অপেক্ষায় না থেকে ঝটপট প্রি-অর্ডার করে ফেলুন।
Was this review helpful to you?
or
#বুক_রিভিউ_রকমারি ?বই পরিচিতি : নাম : প্রবেশ নিষেধ লেখক : কয়েস সামী জনতা : থ্রিলার পৃষ্ঠা : ২০৮ প্রকাশনি : অনুজ প্রকাশনী ?প্রধান চরিএ : সায়হাম - সানজানার স্বামী সানজানা - সায়হামের স্ত্রী ফারজানা - সানজানার বড় বোন রব - ফারজানার স্বামী রাজু - পুলিশ অফিস সার রুহান - তিন্নি রিসোর্টের মালিক তিন্নি - রুহানের স্ত্রী নির্মলা খালা - রিসোর্টের স্থায়ী গেস্ট ?কাহিনী সংক্ষেপে : অকল্পনীয় অপরাধ করে ফেলেছে সানজানা।তার স্বামীকে সে খুন করে ফেলেছে! কারণ তার আমি তার সাথে চিট করেছে। সে এখন কি করবে?? পালিয়ে যাবে? নাকি পুলিশের কাছে ধরা দিবে? অনেক চিন্তাভাবনার পরে সে পালানোর সিদ্ধান্ত নেয়। সকল চিন্তা ভাবনা সে পরোয়া না করে রাতটা কাটানোর জন্য তিন্নি রিসোর্টে গিয়ে উঠে।অন্যদিকে পাশের দোতলা থেকে দেখা যায় একটি ছায়া মূর্তি। কে সে? কি বা তার পরিচয়? সানজানা এখন কি করবে? সে কি পারবে এসব কিছু থেকে মুক্ত হতে? সে কি পারবে তার অপরাধকে ধামাচাপা দিতে? এমনই টানটান উত্তেজনায় ❝প্রবেশ নিষেধ❞ বইটি লেখা হয়েছে। এরপর সামনের সাথে কি হলো? পুরো কাহিনীটা জানতে আপনাদের পড়তে হবে কয়েস সামী লেখা ❝প্রবেশ নিষেধ❞ বইটি। ?বইটি যারা পড়বে : যারা থ্রিলার প্রেমি তারা অবশ্যই একবার হলেও বইটি পড়বেন। বইটি খারাপ লাগার কোনো প্রশ্নই উঠে না। ?ব্যক্তিগত রেটিং : কয়েস সামী লেখা প্রত্যেকটা বই আমার কাছে বেশ ভালো লাগে।এই বইটি একটু বেশিই ভালো গেলেছে।তাই ১০/১০ না দিয়ে পারলাম না ?