User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
====== কাহিনী/বইয়ের সার-সংক্ষেপ ======= সুবিশাল এই ভারতীয় উপমহাদেশে মোঘল সাম্রাজ্যের পতনের শুরু থেকে বেনিয়া ব্রিটিশদের দল ক্ষমতা গ্রহণের শুরু পর্যন্ত মোটামুটি এই সময়টিতে যে রাজনৈতিক, অর্থনৈতিক ও আইন-শৃঙ্খলাজনিত শূন্যতা তৈরি হওয়ার সুবাদে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তার প্রভাবে নতুন এক খুনে জাতিগোষ্ঠীর উদ্ভব হয়। তার নাম কুখ্যাত ‘ঠগী’ বাহিনী। জাতিগোষ্ঠী বললাম কারণ তাদের ছিলো নিজস্ব ধর্ম ও উপাসনা পদ্ধতি এবং নিজেদের তৈরি কঠোর নিয়ম-কানুন ও ভাষা। মানব হত্যায় তারা এতটাই নৃশংস ছিলো যে, বলা হয়ে থাকে পুরো ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এরূপ দুর্ধর্ষ খুনে জাতির দল আর দ্বিতীয়টা দেখা যায় নি। যুবক, নারী, বৃদ্ধ, বৃদ্ধা, গরীব, ধনী, সৈনিক, ভবঘুরে একবার তাদের খপ্পরে পড়লে কেউই তাদের হাত থেকে রেহাই পায়নি। আর খুনের পরে নিহতের সব অর্থ-কড়ি ও সম্পদ লুটে নিয়ে নিজেদের মধ্যে সব বন্টন করে নিতো ঠগীদের দল। আর লাশের স্থান হতো মাটির অতল গহ্বরে! যার থাকতো না কোন নিশানা বা চিহ্নিত করার উপায়। ফলে সেই মানুষগুলো রাতারাতিই বেমালুম গায়েব হয়ে যেত দুনিয়ার বুক থেকে। তেমনি এক ঠগী দলের সর্দার আমির আলি যখন ইংরেজ বাহিনীর হাতে ধরা পড়ে তখন তার ফাঁসির রায় ঘোষনা করা হয়। কিন্তু সেসময় কর্নেল টেলর সাহেব তাকে অন্যান্য ঠগীদলকে ধরিয়ে দেয়ার বিনিময়ে তার শাস্তি মওকুফ করার সুযোগ দেন। আমির আলি তখন তার জীবনের সমস্ত ঘটনা বর্ণনা করেন। যা ছিলো অত্যন্ত ভয়ংকর ও লোমহর্ষক। কর্নেল টেলর তা সমস্তই লিপিবদ্ধ করে নেন এবং আমির আলির সহায়তায় এই উপমহাদেশ থেকে ঠগী দলের মূলোৎপাটন করা সম্ভ হয়ে উঠে। ========= পাঠ প্রতিক্রিয়া ========== ঠগীদের ইতিহাস প্রতারণার ইতিহাস, গা শিউরে উঠার ও নৃশংস হত্যার ইতিহাস। শ্রীপান্থের লেখা ‘ঠগী’ বইটি এর আগে আমি পড়েছিলাম; তাই ঠগীদের ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানা ছিলো। এই বইটি মূলত একজন ঠগী সর্দারের জীবন কাহিনীর জবানবন্দীর ভিত্তিতে রচিত। সেই আমির আলিও কিন্তু ঠগীর কারণেই তার পিতা-মাতাকে হারিয়ে ঠগীদের সমাজে লালিত-পালিত হয়ে বড় হয় এবং পরবর্তীতে সেও এক দুর্ধর্ষ ঠগীতে পরিণত হয়। কোন পাঠক বইটি পড়লে ভারতীয় উপমহাদের এক অন্ধকার দিক সম্পর্কে জানতে পারবে; হবে বিস্মিত ও দুঃখিত। গল্পচ্ছলে ইতিহাস পড়তে ভালোবাসেন এমন যেকোন পাঠকের কাছে বইটি ভালো লাগবে আমার বিশ্বাস। তবে ঠগী সমন্ধে আরোও বিস্তারিত জানার জন্য শ্রীপান্থের ‘ঠগী’ বইটিও পড়ার অনুরোধ থাকবে। প্রোডাকশনঃ বইটির কভার ডিজাইন সুন্দর লেগেছে। বাইন্ডিং ও পৃষ্ঠার কোয়ালিটিও ভালো ছিলো। বানান ভুলও তেমন একটা চোখে পড়েনি। ব্যক্তিগত রেটিংঃ ৭/১০।
Was this review helpful to you?
or
so nice