User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#রবিজ_রকমারি_বই_রিভিউ By: Calvin Dexter কাউলুনের একটি ক্যাফেতে রক্তাক্ত অবস্থায় পাঁচটি মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহগুলোর পাশে একটি কালো রুমাল ছিল, যাতে একটি নাম খোদাই করা ... জেসন বর্ন। খবরটি পশ্চিমে প্রকাশিত হওয়ার সাথে সাথেই সেখানে ভয় ছড়িয়ে পড়তে শুরু করে। কিংবদন্তীতুল্য গুপ্তঘাতক ফিরে এসেছে এবং কেউ তার সাথে চুক্তি করেছে। তার এই চুক্তির লক্ষ্য যে কেউ হতে পারে; এমনকি পিপলস রিপাবলিকের ভাইস প্রিমিয়ারও। তবে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা জানত এটা সত্য নয়। কারণ জেসন বর্ন নামের কোন গুপ্তঘাতকের অস্তিত্ব কখনোই ছিল না। কার্লোস দ্য জ্যাকেল নামে পরিচিত এক কুখ্যাত গুপ্তঘাতককে ফাঁদে ফেলার জন্য তাকে সৃষ্টি করা হয়েছিল। ডেভিড ওয়েব নামের একজন ফরেন অফিসার নিজেকেই টোপ হিসেবে ব্যবহার করে এবং কার্লোসকে ফাঁদে ফেলার জন্যই জেসন বর্ন নাম ধারণ করে। কিন্তু ঘটনাক্রমে সে তার স্মৃতি হারিয়ে ফেলে, যার ফলে এই প্রচেষ্টা ব্যর্থ হয়। সে বেঁচে থাকলেও অতীতের কোন অস্তিত্বই তার মনে ছিল না। ফলে পরবর্তীতে আমেরিকান সরকারের সাথে একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, তারা মনে করে ওয়েব তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। শেষ পর্যন্ত তারা তাকে হত্যা করার জন্য অ্যালেক্স ককলিন নামের একজনকে পাঠায়। কিন্তু ওয়েব একজন কানাডীয় মহিলার সহায়তায় বেঁচে যান, যিনি বর্তমানে তার স্ত্রী। যদিও আমেরিকান সরকার বিশ্বাস করে সে নির্দোষ ছিল, কিন্তু সে আর তাদের বিশ্বাস করে না। কারণ সে মনে করে তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তাদের সাথে তার আর কিছুই করার নেই। বর্তমানে ডেভিড ওয়েব একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের সাথেই বাস করে। সেখানে সে সরকারী নিরাপত্তায় থাকা সত্ত্বেও তাদের ক্ষমা করেনি। দিন দিন সে তার স্মৃতি ফিরে পাচ্ছে। এজন্য সে তার চিকিৎসক এবং তার স্ত্রী মেরির নিকট কৃতজ্ঞ। সবমিলিয়ে সে একটি শান্তিপূর্ণ জীবনই যাপন করছিল যতক্ষণ পর্যন্ত না ম্যাকঅ্যালিস্টার নামের একজন সরকারী কর্মকর্তা এক ছদ্মবেশী গুপ্তঘাতককে ধরতে অনুরোধ করে, যে কিনা খুন করার ক্ষেত্রে বর্নের পন্থাই অবলম্বন করে। কিন্তু ওয়েব এই অনুরোধ প্রত্যাখ্যান করে। ফলে মেরিকে অপহরণ করে চীনে নিয়ে যাওয়া হয় এবং ওয়েব যাতে অনুসরণ করতে পারে সেজন্য ক্লু রেখে যাওয়া হয়। সে অনুসরণ করতে করতে একসময়ে চীনে পৌছায় এবং আবিষ্কার করে যে তাকে অবশ্যই জেসন বর্নে পরিণত হতে হবে। যাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে তাকেই এখন সবচেয়ে বেশি প্রয়োজন। মেরিকে ফিরে পেতে ছদ্মবেশী গুপ্তঘাতককে ধরে জীবিত অবস্থায় অপহরণকারীদের কাছে পৌছে দিতে হবে। এই এক উদ্দেশ্য ওয়েবকে কাউলুন, হংকং, ম্যাকাও এবং শেষপর্যন্ত পিকিংয়ে নিয়ে আসে। সেখানে তিনি এমন একজন মানুষকে খুঁজে পান যার হিংসাত্মক কর্মকান্ড চীনের পতন ঘটাতে পারে। পাঠ প্রতিক্রিয়া: এককথায় বলতে গেলে অসাধারণ লেগেছে। যারা অ্যাকশন ও সাসপেন্স পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আসলে এই ধরণের পরিকল্পনা আর পাল্টা-পরিকল্পনা খুব কম সংখ্যক বইয়ের মধ্যেই দেখা যায়। তবে বইয়ের প্লটটাও বেশ জটিলই ছিল বলা যায়। বেশ কয়েকবার মোড় ঘুরে গেছে। বলা যায়, বর্ন আইডেন্টিটির চেয়েও এর প্লট অধিক জটিল ছিল। তাই বর্ন আইডেন্টিটির চেয়ে এটিকেই বেশি ভালো লেগেছে। অনুবাদ সম্পর্কে বলতে গেলে বলা যায়, সাবলীল অনুবাদ ছিল। কিন্তু একটু বেশি পরিমাণেই বানান ভুল ছিল। তারপরও সবমিলিয়ে ভালোই লেগেছে। হ্যাপি রিডিং।