User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিউ_প্রতিযোগ_জানুয়ারি রিভিউ নংঃ৬ বইঃদেবদাস লেখকঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ক্যাটাগরিঃ চিরায়ত উপন্যাস, মূল্যঃ ৯০ টাকা (রকমারি মুল্য) প্রকাশনী ঃ প্রান্ত লেখক পরিচিতিঃ অপরাজেয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যকে পূর্ণতা দিয়েছেন ভিন্ন সব আঙ্গিকে। তার উপন্যাস, ছোট গল্প অতুল্য! দেবদাস থেকে শ্রীকান্ত এই অনন্য সৃষ্টি গুলো কোটি বাঙালির হৃদয়ে আজও বেঁচে রয়েছে। তার সাহিত্য কর্ম সামাজিক চিত্রের কথা বলে, মানুষের ভিতরের আত্মিক সম্পর্কের প্রসারন করে, কখনো ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থার দিকে আঙ্গুল তুলে। এই পর্বে এই অপরাজেয় কথা সাহিত্যিকের সেরা পাঁচটি বই নিয়ে আলোচনা করা হলো। কাহিনী সংক্ষেপেঃ ১৯০১ সালে লেখা দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সবচেয়ে জনপ্রিয় উপন্যাস। ১৯১৭ সালে প্রথম প্রকাশিত হলে বইটি সর্ব মহলে খ্যতি অর্জন করতে থাকে। পরবর্তীতে ভারতের বিভিন্ন ভাষায় বইটি অনূদিত হয়। উপন্যাসের মূল চরিত্র জমিদার বাড়ির ছেলে দেবদাস ও সাধারণ বাড়ির মেয়ে পার্বতী! তাদের শৈশব থেকে একি গ্রামে বড় হওয়া। স্কুল থেকে মাছ ধরা; সবখানেই পার্বতী দেবদাসের সাথে থাকত। পারু কিছু ভুল করলে দেবদাস আবার তাকে মারত। তারপরও তারা দুইজন খুব ভালো বন্ধু! একসময় বাড়ি থেকে দেবদাসকে জোর করে কলকাতায় লেখাপড়া জন্য পাঠিয়ে দেওয়া হয়। এদিকে পারু বড় হতে থাকে; আর ঐ দূরে দেবদাস। অনেক বছর পর লেখাপড়া শেষে দেবদাস বাড়ি চলে আসে। এসেই তার সেই বন্ধু পারু কে দেখতে যায়। পারু যে দেবদাসকে ভালোবাসে সে কথা আর মনে চাপা থাকে না! তারপর সেই বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসার বন্ধনে। একসময় পারুর বাড়ি থেকে দেবদাসের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া হয়। কিন্তু দেবদাসের বাবা সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। ঐদিকে পারুর বিয়ে ঠিক হয়ে যায় অন্য ছেলের সাথে। তখন দেবদাস আবার শহরে ফিরে আসে। পারুর বিয়ে হয়! কলকাতায় দেবদাস যন্ত্রনায় আত্মহারা হয়ে যায়; মদ পান করতে থাকে! চন্দ্রমুখী নামের এক নাচওয়ালীর সাথে দেখা হয় দেবদাসের। চন্দ্রমুখী দেবদাসকে ভালোবেসে ফেলে। এদিকে দেবদাস অতিরিক্ত মদ্য পানে অসুস্থ হয়ে পরে। একসময় দেবদাস পারু কে কথা দিয়েছিল বলে সে পারুর বাড়িতে আসে। মদ্য পান করা দেবদাস অন্তিম মুহূর্তে এসে পৌঁছলে কি ঘটনা ঘটে তখন?? আসলে কি বলব এই উপন্যাস সম্পর্কে? শরৎ বাবু তো শুধু একটা চরিত্র সৃষ্টি করেন নি, বাংলা সাহিত্যকে একটা নাম দিয়ে গেছেন, একটা ব্যাখ্যা দিয়ে গেছেন। দেবদাস বলতে আমরা এমন এক ছ্যাকা খাওয়া প্রেমিককে বুঝি, যার মুখে থাকবে খোঁচা খোঁচা দাড়ি, ফোলা ফোলা লাল চোখ, বুক ভর্তি পাহাড় সমান কষ্ট। নিজের উপর যার কোন নিয়ন্ত্রণ থাকবে না, জীবন নিয়ে কোন আশা থাকবে না, হতাশার সাগরে সাঁতার কাটা এমন প্রেমিকদেরই এখন দেবদাস বলে আখ্যায়িত করা হয়। অথচ কে বলবে দেবদাস শুধু একটা উপন্যাসের মূল চরিত্রের নাম। পাঠ্য প্রতিক্রিয়া ঃ এই উপন্যাস খানা কেন অমর পরেম বা বিরহবেথার প্রতীক??? কাহিনি লইয়া কেন শতাবদী ব্যাপিয়া এতো আলোচনা হয়, হইয়াছে এবং বোধকরি ভবিষ্যতেও হইবে, তাহা বই পড়িয়াও বোধগম্য করিতে পারি আছি।