User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
দারুণ একটি বই।সুখি সুন্দর জীবন গঠনে এমন বই অবশ্যই পড়া দরকার । জীবন মুখী একটি বই। বইটি ফিতা ব্যবহার না করার সিদ্ধান্ত ভাল ছিল না। বাকি সব ঠিকঠাক লাগছে।পেজ কোয়ালিটি প্রত্যাশা পূরণ করেছে।
Was this review helpful to you?
or
Good book indeed.
Was this review helpful to you?
or
প্রত্যেক পিতামাতাকেই এই বইটু পড়া উচিত, বিশেষ করে বাবাদের। না জেনে সন্তানের কত বড় ক্ষতি আমরা করছি, তা এই বইটি পড়লে জানতে পারবেন।
Was this review helpful to you?
or
#মন ও মানসিকতা মেহতাব খানম ৩৭৫ টাকা ইউনিভার্সিটি প্রেস লিমিটেড কিছু বই আছে যা একবার পড়লে বার বার পড়তে মন চায়,এটি এমন একটি বই। বইটির 30 পাতা মোটামুটি পড়লাম,প্রতিটা পৃষ্ঠায় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। এই বইয়ে লেখক আমাদের সমাজের চলমান সমস্যা গুলো খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন এবং ভালো সমাধান ও দিয়েছেন, আমরা যে কত ভুল ধারণা ও কুসংস্কার এর মধ্যে বসবাস করি এই বইটি পড়ে জানতে পারলাম। যেমন বিয়ের ক্ষেত্রে অনেকেই মনে করে সুখে থাকার জন্য ভালোবাসাই যথেষ্ট,দাম্পত্য সম্পর্ক ও সুষ্ঠুভাবে টিকে রাখার জন্য অনেকগুলো বিষয় দরকার যেমন পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস উদারতা। অনেক পরিবারের ছেলেমেয়েরা আছে বিয়ের আগে মাদকাসক্ত থাকে, তাদের অভিভাবকরা মনে করে বিয়ে করে দিলেই মনে হয় শান্তি ফিরে আসবে,পরে দেখা যায় অশান্তি চলে আসে।স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলেই অনেক অভিভাবক মনে করে একটা বেবি আসলেই মনে হয় শান্তি ফিরে আসবে,পরে দেখা যায় কোন কিছু চিন্তা না করে বেবি নিতে গিয়ে পরে ঐ বাচ্চাটার জীবন,,,বিভিন্ন কারনে কষ্টকর হয় যায়। সন্তানদের সাথে কিভাবে আচরণ করতে হয় এ সমস্ত বিষয় গুলো এখানে খুব ভালো ভাবে তুলে ধরেছেন…..
Was this review helpful to you?
or
বই টা খুবই ভালো একটি বই, সকলের উচিত বই টা পড়া সুখী পরিবার গঠনের জন্য। বিশেষ করে বাবা মায়েদের।
Was this review helpful to you?
or
মনোজাগতিক বিষয়-আশয় নিয়ে পত্র-পত্রিকায় ড. মেহতাব খানমের বিভিন্ন রচনা ও ইলেকট্রনিক মিডিয়ায় বিভিন্ন সংলাপে কিছু বৈশিষ্ট্য ধরা পড়ে। তিনি আমাদের সমাজের চলমান ঘটনা থেকেই তাঁর উদাহরণ টেনে বের করেন, আপাতদৃষ্টে আমাদের এড়িয়ে চলা অতি তুচ্ছ বিষয়ের মধ্য থেকেই প্রায়শ আচরণগত সমস্যাগুলোকে অবলীলায় চিহ্নিত করেন এবং এসব সমস্যা থেকে আমরা প্রথমত নিজেদের চেষ্টায় কীভাবে বেরিয়ে আসতে পারি তার বিজ্ঞানসম্মত পথ বলে দেন, অতঃপর প্রয়োজনে ঘটনার আরো গভীরতর বিশ্লেষণে ব্রতী হন। সবটুকুই করেন সংক্ষেপে, সহজ-সরল ভাষায় এবং নিজস্ব স্টাইলে। এ বইটিতে এমনই ৬৩টি ছোট ছোট নিবন্ধ রয়েছে। লেখকের এই প্রচেষ্টার মূলে একটি হাইপোথিসিস কাজ করেছে। আর সেটি হলো, তাঁর মতে, চারপাশের যেসব কার্যকারণ দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন প্রকার আচরণের মধ্য দিয়ে আমরা আমাদের আবেগের প্রকাশ ঘটাই তাকে সঠিকভাবে বুঝেশুনে ও বিশ্লেষণ করে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। একটি সমীচীন প্রতিক্রিয়া ব্যক্ত করে নিজের ও সমাজের মানুষের জীবনে স্বস্তি আনতে পারি এবং এর মাধ্যমে সুসমঞ্জস জীবনযাপন করে একটি যৌক্তিক জীবনমান বজায় রাখতে পারি। নিবন্ধগুলোতে এই কথাগুলোই শেষ পর্যন্ত ঘুরে-ফিরে এসেছে। পাঠক এ বই পাঠ করে যেমন নিজেকে আয়নায় দেখার দৈবাৎ সুযোগ পেতে পারেন, তেমনি অপরকেও পর্যবেক্ষণ করার ক্ষমতা আয়ত্ত করে প্রয়োজনে সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবেন বলে আশা করা যায়।
Was this review helpful to you?
or
A topic from the book is easy to read due to the length (with 3-4 pages). I found the information aligned with latest findings on the subject. I wish the author will write a book like "Teaching Your Children Values" in Bangla for parents.