User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
লে. জে. গুল হাসান ছিলেন ১৯৭১ এ পাকিস্তান আর্মির চিফ অফ জেনারেল স্টাফ। সঙ্গত কারণেই তিনি ছিলেন প্রেসিডেন্ট ইয়াহিয়ার ইনার সার্কেলের লোক। সামরিক জান্তার সব পরিকল্পনা সম্পর্কে তিনি জ্ঞাত ছিলেন এবং সেগুলোকে কার্যকর করার জন্য মার্চ থেকে ডিসেম্বরপর্যন্ত কয়েকবার তৎকালীন পূর্ব পাকিস্তানে ঘুরে গেছেন। ভুট্টোর সাথেও তার সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। পরবর্তীতে সেনাবাহিনী ও ভুট্টোর মধ্যকার সংঘর্ষ আলাদা ব্যাপার৷ রাও ফরমান আলীর মত তিনিও নিজের সাফাই গাওয়ার চেষ্টা করেছেন, যে পূর্ব পাকিস্তানের ঘটনাবলীর ব্যাপারে তিনি জানতেন না। একজন সিজিএস আর্মির কর্মকাণ্ড সমপর্কে জানবেন না এর চেয়ে হাস্যকর কিছু হতে পারে না। যুদ্ধাপরাধী হিসেবে তিনিও শাস্তির যোগ্য। বইটি পড়ার সময় সিদ্দিক সালিকের উইটনেস টু সারেন্ডার পড়তে পারলে ভাল। দুই বইয়ের অনেক কিছু মিলিয়ে কিছুটা পরিস্কার ধারণা পাওয়া যাবে। তাছাড়া মনে রাখতে হবে বইটি একটি পাকিস্তানি জেনারেলের লেখা।
Was this review helpful to you?
or
good book
Was this review helpful to you?
or
বুক রিভিউ: #পাকিস্তান যখন ভাঙলো মূল:লে.জেনারেল গুল হাসান অনুবাদক:এ টি এম শামসুদ্দিন।(সংকলিত) খুব ভালো লেগেছে বইটা।বরাবরই আমি রাজনীতি বিদ আর একচোখা লেখকদের চেয়ে সাংবাদিক আর সামরিক অফিসারদের বই পছন্দ করি(ইতিহাস জানতে)।বাঙ্গালী সেক্টর কমান্ডার ও অন্যান্য অফিসারদের বই পড়েছি।প্রথম বারের মত এক পশ্চিমা সেনাপতির বই পড়ার সুযোগ পেলাম।জেনারেল গুল হাসান ৭১ এ পাক-বাহিনীর এক গুরুত্বপূর্ণ পদে ছিলেন।কিন্তু তার হাত পা বাঁধা ছিলো।ইয়াহিয়ার কিছু জানোয়ার অনুচর তাকে অন্ধকারে ফেলেই করে যত অনাচার।সর্বোপরি তিনি একজন স্পষ্টভাষী,দেশপ্রেমিক অফিসার।যুদ্ধ শেষে জেনারেল ওসমানী এক চিঠির মাধ্যমে তাকে জানান যে তিনি যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত হননি।তাঁরা দুজন দুজনকে শ্রদ্ধা করতেন। বইটি তাদের পড়া উচিত যারা দুচোখ দিয়ে দেখে মাথা দিয়ে ভাবতে পছন্দ করেন।
Was this review helpful to you?
or
আত্মজীবনীমূলক Memoris of Lt. Gen. Gul Hassan Khan গ্রন্থের শেষ দুটি অধ্যায়ে তিন তুলে ধরেছেন ১৯৬৮ থেকে’৭১ ও তার অব্যবহিত পরবর্তীকালে পাকিস্তান নামক রাষ্ট্রটিতে সংঘটিত সেসব বিপর্যয়কর ঘটনার কাহিনী।ব্যক্ত করেছেন তখনকার পরিস্থিতিতে তাঁর নিজস্ব অনুভূমি ও উপলদ্ধিকর কথা। তাঁর এই বীক্ষণ, অনুভূতি আর উপলদ্ধি কেমন, পরাজিত পাকিস্তানী শাসক মহলের একপেশে সঙ্কীর্ণতার দ্বারা কতটা প্রভাবিত, ইতিহাসের সত্য তাতে কতটা ধরা পড়েছে বা প্রতিফলিত হয়েছে, তা জানার জন্য আমাদের পাঠকদের কৌতূহল জাগা স্বাভাবিক।Memoirs of Lt. Gen. Gul Hassan Khan গ্রন্থ থেকে সংকলিত এই অনুবাদ সে কৌতূহল মিটাতে পারবে বলে আমাদের বিশ্বাস।
Was this review helpful to you?
or
২৫ মার্চ ১৯৭১ সালে যখন তৎকালীন পূর্ব পাকিস্তানে আক্রমণ করে বসে পশ্চিম পাকিস্তানী হানাদাররা তখন ওপারে অনেকেই জানতো না কি হচ্ছে। মিথ্যাচার আর ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হতো পাকিস্তানিদের মূল ভূখন্ডের মানুষদের। এপ্রান্তে লাখ লাখ মানুষকে অত্যাচার করে মেরে ফেলা হচ্ছিলো আর ওই ভূ-খন্ডে তারা বাঙ্গালীদের বিষেদাগারে ব্যাস্ত। পাকিস্তান আর্মির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাক্তি গুল হাসানের জীবনী থেকে অনুবাদ করা এই বই পড়ে ব্যাপারগুলো স্পষ্ট হবে। স্পষ্ট হয়েছে তারা কিভাবে এই বাংলাদেশীদের অবহেলার চোখে দেখতো, কিভাবে তারা বার বার এড়িয়ে গেছে পূর্ব পাকিস্তানিদের প্রাপ্য সম্মানটুকু দিতে। অন্তত তৎকালীন পাকিস্তানিদের মানসিকতা জানতে হলেও বইটা পড়া উচিত।