User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
.
Was this review helpful to you?
or
ছোট গল্পগুলো পড়ে ভালো লেগেছে এই প্রথম এই লেখকের কোন লেখার সাথে পরিচিত হলাম।
Was this review helpful to you?
or
গল্পগুলো ভালো ছিল। চেনা ঘটনা লেখক শব্দশৈলীর মাধ্যমে অসাধারণ করে তুলেছেন।
Was this review helpful to you?
or
কতো স্বাভাবিক বিষয় অথচ কারো নজরেই আসে না। লেখক যেন এই অপরিচিত গল্পগুলো এখানে তুলে ধরেছেন। সত্যি অসাধারণ!!
Was this review helpful to you?
or
খোয়ারি একটা ছোটগল্পের বই। এখানে লেখকের চারটি ছোটগল্প আছে ১. খোয়ারি ২. অসুখ-বিসুখ, ৩.তারাবিবির মরদপোলা ৪. পিতৃবিয়োগ এই গল্পগুলোতে লেখক ফুটিয়ে তুলেছেন চারটি বিষয় যথাক্রমে- নৈঃসংগ, বার্ধক্য, যৌণতা ও মৃত্যু। আসলে আমি শাহাদুজ্জামান এর এখজন ভক্ত। তাকে বিভিন্ন ভাবে দেখে মনে হলো উনি আখতারুজ্জামান ইলিয়াসের লেখার গুণগ্রাহী, তারই ধারাবাহিকতায় লেখকের বইয়ে একে একে ঝাপ দেওয়া। এখন আমি আক্তারুজ্জামান ইলিয়াসের একজন ভক্ত। ধন্যবাদ রকমারিকে এত ভালো বই আমাদের দরজায় পৌছে দেবার জন্য।
Was this review helpful to you?
or
বাংলাদেশে যতজন প্রতিথযশা লেখক ও সাহিত্যিক রয়েছেন আখতারুজ্জামান ইলিয়াস নিঃসন্দেহে তার মধ্যে অন্যতম। আখতারুজ্জামান ইলিয়াস বাংলাদেশের কথাসাহিত্যিকদের মধ্যে সবচেয়ে অগ্রগন্য ও প্রভাবশালী বলে বিবেচিত। এজন্য অনেকেই তাকে লেখকদের লেখক বলেও অভিহিত করেন। তিনি ছিলেন একজন স্বল্পপ্রজ লেখক। দুইটি উপন্যাস, গোটা পাঁচেক গল্পগ্রন্থ আর একটি প্রবন্ধ সংকলন এই নিয়ে তাঁর রচনাসম্ভার। বাস্তবতার নিপুণ চিত্রণ, ইতিহাস ও রাজনৈতিক জ্ঞান, গভীর অন্তর্দৃষ্টি ও সূক্ষ্ম কৌতুকবোধ তাঁর রচনাকে দিয়েছে ব্যতিক্রমী সুষমা। বাংলা সাহিত্যে সৈয়দ ওয়ালিউল্লাহ’র পরেই তিনি সর্বাধিক প্রশংসিত বাংলাদেশী লেখক। বাংলা সাহিত্যে ছোটগল্পের যে অনন্য উদ্ভাস, তার অনেকটা জুড়েই রয়েছে নরনারীর মনোজগতের বর্ণাঢ্য আখ্যান। ব্যক্তি-হূদয়ের নিভৃত চাওয়া-পাওয়া, তার গোপন ক্ষরণ এবং স্বপ্নের বৈচিত্র্যময় প্রকাশে অনেকের গল্পই হয়ে উঠেছে মনোজগতের অনেকান্ত রূপ। কিন্তু আখতারুজ্জামান ইলিয়াসের গল্পে শেষ পর্যন্ত জেগে উঠেছে হূদয়ের সংবেদনাহীন এক ঊষর চড়া। দেহের প্রয়োজনের কথা যদিও বা কোথাও কোথাও উচ্চারিত হয়েছে, হূদয়ের পুষ্পিত আবেগের কথা কোথাও অনুরণিত হয়নি। জীবনের প্রতি গভীরভাবে আসক্ত কিন্তু প্রেমজ আবেগে ভরপুর এমন গল্পের জন্যই আখতারুজ্জামান ইলিয়াস বাংলাদেশের তথা বাংলা ছোটগল্পের জগতে স্বতন্ত্র হয়ে উঠেছেন। আখতারুজ্জামান ইলিয়াস তার জীবদ্দশায় লিখেছেন খুবই অল্প কিন্তু যা লিখেছেন তাই আলোড়ন ফেলেছে পুরো সমাজে। তার সীমিত এই লেখনীর মধ্যে একটি অন্যতম লেখা হলো “ খোঁয়ারি “। খোঁয়ারি গল্পের পটভূমি রচিত হয়েছে সাম্প্রদায়িকতা ও দখলদারিত্ব নিয়ে। “ খোয়ারি “ গল্পের সমরজিত্ও তার বন্ধুদের মধ্যে প্রত্যক্ষ করে নীরব প্রতিপক্ষদের। ফারুক, জাফর, ইফতিখার সমরজিতের কাছে পরিণত হয় মূর্তিমান আতঙ্কে। পাকিস্তানি ঔপনিবেশিকতার বিরুদ্ধে লড়াইয়ে তারা সকলেই ছিল সমগোত্রভুক্ত কিন্তু মুক্ত স্বদেশে একাত্তর-উত্তর সময়কালে এই বন্ধুরাই রূপ নেয় হিংস্র দখলদারে। সমরজিতের বাড়ির এক অংশে অন্যায় দখল কায়েম করার জন্য শৈশবের বন্ধুরাই তাকে একসময় প্রচ্ছন্ন হুমকিও দেয়। তার পরের ঘটনা জানতে হলে পড়তে হবে পুরো বইটি।