User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ক চামারের কাঁধে দায়িত্ব পড়লো একটা শূকর মারার। চামারের জন্য একটা বড় অঙ্কের অর্থের হাতছানি। তাই কাজটা সে করলো। কিন্তু পরদিন সে জানলো, শূকরটি পড়ে আছে মসজিদের সিঁড়ির উপর। কাজটা কে করলো, নাথু চামার তা জানতে পারে নি। লেখকও আমাদের জানান নি। আসলে জানার প্রয়োজন নেই। দেশভাগ-পূর্ব সময়ে এমন অনেক ঘটনা ঘটেছে যার নেপথ্য ঘটনা কেউ অনুসন্ধান করে নি। অথচ ছোট একটা সূত্র থেকে ঘটে গেছে বড় ঘটনা। হিন্দু-মুসলিমদের মধ্যে অসন্তোষ আগেই দানা বেঁধে ছিল। শূকরের ঘটনাটা আগুনে ঘি ছাড়া কিছুই নয়। পরবর্তী দুই দিনে দাঙা ছড়িয়ে পড়লো সবখানে। দেখতে দেখতে মারা পড়লো অনেক মানুষ, নষ্ট হলো সম্পত্তি। হিন্দু, মুসলিম, শিখ যে যাকে পারলো মেরে ফেললো, লুঠ করলো। দাঙা ঠেকাতে ডেপুটি কমিশনারকে অনুরোধ করেছিলো কিছু লোক যেখানে সব ধর্মের মানুষ ছিল, কিন্তু গোরা সাহেব বলেছিলেন, আপাতত তার করনীয় কিছু নেই। 'তমস' অর্থাৎ, তমঃ; যার অর্থ, অন্ধকার। ভারতভাগের পূর্ববর্তী সময়টা অনেকেই অন্ধকার সময় হিসেবেই দেখেন। এর প্রধান কারন ধর্মীয় বিভেদ থেকে মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাওয়া। সেই সব কথাই উঠে এসেছে এই উপন্যাসে। লেখক ভীষ্ম সাহনি একই সাথে হিন্দু মুসলিম মানস তুলে এনেছেন, সেই সঙ্গে দেখিয়েছেন সেই সময়ের ভয়াবহতা। তবে দাঙা সম্পর্কিত অন্যান্য লেখার তুলনায় (যেমন খুশবন্ত, মান্টো, কৃষণ চন্দর, কুররাতউল্লাহ শাহাব) কম স্পষ্ট। অবশ্য সেখানে অনুবাদের দুর্বলতাও একটা কারন হতে পারে। 'অ্যায় মেরে জোহরা জাবি' গানে যে লোকটিকে দেখা যায়, তিনি বলরাজ সাহনি। ভীষ্ম সাহনি এই প্রখ্যাত বলিউড অভিনেতার ছোট ভাই। জন্ম ১৯১৫ খ্রিস্টাব্দে, বর্তমান পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। 'তমস' কেবল উপন্যাস নয়, টেলিভিশন সিরিজ হিসেবেও প্রচারিত হয়।