User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এক মসলার কারণে ৪০০ বছরে এ পৃথিবীর বিভিন্ন প্রান্তে কত কি হয়েছে তা এই বই পড়ার মাধ্যমে অনুমান করা যায়। শুধু তাই নয় পর্তুগিজ, ডাচ ও ইংরেজদের আসল চরিত্র এই বইয়ে ফুটে উঠেছে। তাদের সীমাহীন অত্যাচার আর নিপীড়নও এই বইয়ে উঠে এসেছে। ভারতবর্ষে পর্তুগিজ ও ইংরেজদের আসার মূল কারণ এই বই পড়লে সহজেই বোঝা যাবে। সব মিলিয়ে বইটি বেশ ভালো লেগেছে। তবে বেনজিন প্রকাশনীর বই-এর এই ছোট সাইজটা ভালো লাগেনি। তাছাড়া কভারও পেপারব্যাক। ফলে বইটাকে দেখতে ঠিক বই বলে মনে হয় না। একি সমস্যা চাঁদের পাহাড়ের ক্ষেত্রেও হয়েছে। আমি একসাথে অনেকগুলো বই কিনে পুরোই বোকা সেজে গেছি। হার্ডকভার ছাড়া এতো ছোট বই আসলে কেনা উচিৎ নয়। অর্ডার করার সময় আমি বেখেয়ালে অর্ডার করেছিলাম, ফলে ধরা খেয়েছি। তাই যারা বই পড়ার পাশাপাশি যত্নসহকারে বই সংগ্রহ করেন, তাদের জন্য এই বইটির হার্ডকভার কেনার সুপারিশ রইলো।
Was this review helpful to you?
or
ভারতবর্ষে ব্রিটিশদের আগমনের প্রেক্ষাপট জানতে এই বইটি পড়া অতীব জরুরী।
Was this review helpful to you?
or
outstanding
Was this review helpful to you?
or
▫️বই: মসলার যুদ্ধ ▪️লেখক: সত্যেন সেন ▫️প্রকাশনা: বেনজিন প্রকাশন . . ▫️কাহিনি সংক্ষেপ: ভারতবর্ষ ও ইন্দোনেশিয়া দীপপুঞ্জের ইতিহাসে মসলার ভুমিকা খুবই উল্লেখযোগ্য। এখানকার মসলা পরস্পর তিনটি ইউরোপীয় শক্তি তথা পর্তুগীজ,ডাচ ও ইংরেজদের কে আকর্ষণ করে নিয়ে এনেছিল। বানিজ্য করতে এসে পড়ে তারা শেষ পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করে বসলো।এই মসলা যুদ্ধের মধ্য দিয়ে কত শক্তির পতন ঘটেছে। বণিকদের মুনাফার তৃষ্ণা মিটাতে গিয়ে কত মানুষ প্রাণ দিয়েছে।তাদের রক্ত তিন সমুদ্রের জলে মিশে আছে। লেখক সে যুগের মানুষের জীবনযাত্রার নানা দিক তুলে ধরেছেন তাঁর নিজস্ব ভঙ্গিতে। . . . ▫️পাঠ প্রতিক্রিয়া: বইটি পড়ার মধ্য দিয়ে অনেক অজানা তথ্যই জানতে পেরেছি। বিশেষত ভারতীয় উপমহাদেশে মসলা থেকে শুরু করে কফি কীভাবে কাদের মাধ্যমে এল তার কিছুটা ধারণা পাওয়া গেল৷
Was this review helpful to you?
or
বই: মসলার যুদ্ধ লেখক: সত্যেন সেন প্রকাশনী: বেনজিন প্রকাশন মুদ্রিত মূল্য: ১২০ টাকা মসলার লোভে ইউরোপীয় শক্তিসমূহের অভিযান এবং ভারত ও পূর্বভারতীয় দ্বীপপুঞ্জে তাদের উপনিবেশ-স্থাপনের বিচিত্র কাহিনী এ গ্রন্থে বিবৃত হয়েছে অত্যন্ত চিত্তাকর্ষকরূপে। শুধু ইতিহাসের তথ্য নয়, এর অন্তরালবর্তী সত্যই লেখককে আকর্ষণ করেছে বেশি। তাই যে-সব শক্তি ইতিহাসের ধারাকে গতি দেয়, সেগুলো উদ্ঘাটন করেছেন লেখক। সে যুগের মানুষের জীবনযাত্রার নানা দিক তুলে ধরেছেন তাঁর নিজস্ব ভঙ্গিতে। একদিকে উপনিবেশ-স্থাপন ও সাম্রাজ্য-বিস্তার, কুৎসিত লোভ ও বর্বর অন্যায়, মানুষের জীবনযাত্রা-নিয়ন্ত্রণের ঔপনিবেশিক প্রচেষ্টা; অন্যদিকে আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতারক্ষার সংগ্রাম, দেশীয় শক্তি ও সম্পদ বাঁচিয়ে রাখার প্রচেষ্টা, বেঁচে থাকবার প্রাণান্ত প্রয়াস। ‘মসলার যুদ্ধ’ তারই ইতিবৃত্ত।
Was this review helpful to you?
or
Overpriced!
Was this review helpful to you?
or
400year in only 90 page. just wow
Was this review helpful to you?
or
বেশ ভালো লেগেছে উপস্থাপনার ধরণটা। লেখক খুব বেশি লেখেননি, যা লেখেছেন তাতেই পাঠকের মনোযোগ ধরে রাখতে পেরেছেন। সব মিলিয়ে বইটা ভালো লাগলো।