User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো
Was this review helpful to you?
or
authentic product
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ। আমার কাছে ফ্যানটি খুবই ভালো মনে হল।
Was this review helpful to you?
or
ফ্যানটা মোটামুটি ভালোই ছিলো কিন্তু ফুল চার্জ দিলে লেভেল তিন এ চালালে সাড়ে তিন ঘন্টার মত ব্যাকআপ পাওয়া যায় যেখানে শাওমি সোলভো দশ হাজার এমপিআর এর টা চার পাঁচ ঘন্টার মতন ব্যাকআপ পাওয়া যায় শাওমির টা দামেও একটু কম এবং ফুল চার্জ হতে একটু সময় লাগে বেশি এটার দাম একটু বেশি কিন্তু চার্জ খুব তাড়াতাড়ি হয় অভার অল ১০/৭
Was this review helpful to you?
or
ভালো মানের ফ্যান চাইলে এটা অবশ্যই রিকোমেন্ডেড। চার্জ ও ভালো লাস্টিং করে। মুড দুই আরামছে রাত পার হয়ে যাবে। বাতাসও আরামদায়ক।
Was this review helpful to you?
or
"আমি সম্প্রতি রকমারি থেকে জিসুলাইফ এপএ১৩ পোর্টেবল ফ্যানটি কিনেছি এবং এটি ব্যবহার করে আমি খুবই সন্তুষ্ট। নিচে এর কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তুলে ধরা হলো: ১. ডিজাইন: ফ্যানটির ডিজাইন খুবই আধুনিক এবং আকর্ষণীয়। এটি দেখতে খুব সুন্দর এবং সহজেই বহন করা যায়। এর কমপ্যাক্ট আকারের জন্য এটি আমার ব্যাগে সহজেই এঁটে যায় এবং যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। ২. কর্মক্ষমতা: জিসুলাইফ এপএ১৩ ছোট হলেও এর কর্মক্ষমতা অসাধারণ। এটি খুব ভালো বাতাস দেয় এবং অল্প সময়েই ঘর ঠান্ডা করে তোলে। এর তিনটি গতির সেটিংস রয়েছে, যা ব্যবহারকারীকে তার প্রয়োজন অনুযায়ী গতি নির্বাচন করতে সাহায্য করে। ৩. ব্যাটারি লাইফ: এই ফ্যানটির ব্যাটারি লাইফ খুবই ভালো। একবার চার্জ করলে এটি বেশ কয়েক ঘণ্টা পর্যন্ত চলতে পারে। ৪. শব্দ: ফ্যানটি চালানোর সময় তেমন কোনো শব্দ হয় না। এটি খুবই শান্তভাবে কাজ করে, যা আমাকে মুগ্ধ করেছে। ৫. ব্যবহার করা সহজ: এটি ব্যবহার করা খুবই সহজ। এর একটি মাত্র সুইচ দিয়ে ফ্যানটি চালু ও বন্ধ করা যায় এবং গতির সেটিংস পরিবর্তন করা যায়। ৬. মূল্য: এর দামটাও আমার মনে হয় বেশ সহনীয়। এই দামের মধ্যে এটি খুবই ভালো একটি পণ্য। সব মিলিয়ে, জিসুলাইফ এপএ১৩ একটি অসাধারণ পোর্টেবল ফ্যান। যারা গরমে একটু প্রশান্তি পেতে চান, তাদের জন্য এটি একটি আদর্শ পছন্দ। আমি নিঃসন্দেহে এটি কেনার পরামর্শ দেব।"
Was this review helpful to you?
or
The product was not intact and got some few scratches on it too. For the price paid, I'm disappointed with the condition.
Was this review helpful to you?
or
এই রিচার্জেবল ফ্যানটি নিয়ে আমি সত্যিই মুগ্ধ! এটি ছোট, হালকা, এবং লোডশেডিং বা ভ্রমণের সময় ব্যবহারের জন্য একদম উপযুক্ত। ফ্যানের স্পিড অপশনগুলো দারুণ। ব্যাটারির স্থায়িত্বও চমৎকার – একবার চার্জ দিলে কয়েক ঘণ্টা চলে। নির্ভরযোগ্য ব্যাকআপ ফ্যান খুঁজছেন তাদের জন্য highly recommend!
Was this review helpful to you?
or
৫ দিন পর রিভিউ দিলাম, প্রথমত ধন্যবাদ খুব কম সময়ে হাতে পাওয়ার জন্য ❣️ চার্জের ব্যাক আপ অসাধারণ, স্লিপিং মোডটা খুব পছন্দনীয়, কেউ নিতে চাইলে নিশ্চিন্তে নিতে পারেন❣️ Recommended ❣️
Was this review helpful to you?
or
ফ্যানের কোয়ালিটি প্রিমিয়াম, স্লিপ মুড সহ ফিচার গুলো বেশ কাজের, বাতাস বেশ ভালোই হয়, আর চার্জ বেশ ভালো থাকে। খারাপ দিকের মধ্যে একটু ওভারপ্রাইসড। এছাড়া ওভারঅল গুড কোয়ালিটি ফ্যান। রিকমেন্ডেড।