User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Tribit XSound Go: Your Small But Powerful Music Companion! সাউন্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ। আউটডোরের নয়েজী এরিয়াতেও মোটামুটি ভালো এক্সপেরিয়েন্স পাওয়া যায়। ভালো ওয়াটার প্রুভ সিস্টেম আছে। বৃষ্টিতে ভিজলে তো কিছু হবেই না এমনকি পানিতে ডুবালেও কিছু হবে না। ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত। পোর্টেবল স্পিকার হিসেবে ১০০ তে ১০০! ওজনেও হালকা তাই এই ব্লুটুথ স্পিকারটি হতে পারে আপনার ভ্রমণের সঙ্গী। একটা অক্স কেবল আছে যেটা সময়ে অসময়ে অনেক প্রয়োজন পরে। ব্যাগে কিংবা হাতে ঝুলিয়ে রাখার জন্য একটা ফিতার ব্যবস্থা আছে। এটা যে কতটা উপকারী ফিচার তা ব্যবহার করা শুরু করলেই বুঝা যাবে। বেস্ট কোয়ালিটি সাউন্ড ক্লিয়ারেটির কথা তো বলারই দরকার নাই। এক কথায় সুপ্রিম ? সবচেয়ে ভালো ব্যাপার হল ১২ মাসের অফিশিয়াল ওয়ারেন্টি আছে। সাড়ে চার হাজার টাকার ভিতরে ওয়ান অফ দা বেস্ট। তবে আপনি যদি আরো ২০০০ টাকা বাজেট বাড়াতে পারেন তাহলে আমি সাজেস্ট করব অবশ্যই Anker soundcore flare 2 নিতে পারেন। এটার কাছে ট্রিবিট কিছুই না ? Anker এর যে থ্রি সিক্সটি ডিগ্রী ইমারসিভ সাউন্ড আছে এবং যে পরিমাণে বেস তৈরি করে তা আপনার মন মাতিয়ে দিতে বাধ্য!
Was this review helpful to you?
or
Review from Ryzen star • Mahin Taraji ? Tribit XSound Go: Your Small But Powerful Music Companion! সাউন্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ। আউটডোরের নয়েজী এরিয়াতেও মোটামুটি ভালো এক্সপেরিয়েন্স পাওয়া যায়। ভালো ওয়াটার প্রুভ সিস্টেম আছে। বৃষ্টিতে ভিজলে তো কিছু হবেই না এমনকি পানিতে ডুবালেও কিছু হবে না। ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত। পোর্টেবল স্পিকার হিসেবে ১০০ তে ১০০! ওজনেও হালকা তাই এই ব্লুটুথ স্পিকারটি হতে পারে আপনার ভ্রমণের সঙ্গী। একটা অক্স কেবল আছে যেটা সময়ে অসময়ে অনেক প্রয়োজন পরে। ব্যাগে কিংবা হাতে ঝুলিয়ে রাখার জন্য একটা ফিতার ব্যবস্থা আছে। এটা যে কতটা উপকারী ফিচার তা ব্যবহার করা শুরু করলেই বুঝা যাবে। বেস্ট কোয়ালিটি সাউন্ড ক্লিয়ারেটির কথা তো বলারই দরকার নাই। এক কথায় সুপ্রিম ? সবচেয়ে ভালো ব্যাপার হল ১২ মাসের অফিশিয়াল ওয়ারেন্টি আছে। সাড়ে চার হাজার টাকার ভিতরে ওয়ান অফ দা বেস্ট। তবে আপনি যদি আরো ২০০০ টাকা বাজেট বাড়াতে পারেন তাহলে আমি সাজেস্ট করব অবশ্যই Anker soundcore flare 2 নিতে পারেন। এটার কাছে ট্রিবিট কিছুই না ? Anker এর যে থ্রি সিক্সটি ডিগ্রী ইমারসিভ সাউন্ড আছে এবং যে পরিমাণে বেস তৈরি করে তা আপনার মন মাতিয়ে দিতে বাধ্য!