User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
খুব চমৎকার একটা বই।" প্রাসাদপুত্র" বইটি ছিল অসাধারণ। সেটির থেকও এই "প্রাসাদপুত্র ২" আরও মজাদার।
Was this review helpful to you?
or
মাহিন মাহমুদের একটি বেস্ট ইসলামিক উপন্যাস বইটা খুব ভালো লেগেছিল। মাহিন মাহমুদ মানে অন্য কিছু
Was this review helpful to you?
or
. ◼️ফ্ল্যাপ থেকেঃ আগের পর্বে আমরা দেখেছি, অসহায় এক ইমাম সাহেবের পরিবারকে সহায়তা করতে গিয়ে বিপদে পড়েছিল আদি। পাঠকেরা পরিচিত হয়েছিলেন 'বই বালক' ছদ্মবেশে থাকা জনি নামের এক দুর্ধর্ষ চরিত্রের সঙ্গে। তারপর কী ঘটেছিল?... হয়তো ভাবছেন বইটির দ্বিতীয় অংশ এর মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। কিন্তু না। শুধু এইটুকুই না; এক চমকানো ঘটনা আপনাকে নিয়ে যাবে আজ থেকে ছাব্বিশ বছর পেছনে! ছাব্বিশ বছর আগে একটা হত্যাকাণ্ড ঘটেছিল। একটা রোড অ্যাকসিডেন্ট! একজন দ্বীনদার যুবকের মৃত্যু! জানা যায় অ্যাকসিডেন্টটি ছিল সুপরিকল্পিত! কিন্তু ছাব্বিশ বছর আগের সেই ঘটনাটির সঙ্গে বর্তমানের সত্যসন্ধানী, পরোপকারী যুবক 'আদি'র সম্পর্কটা কোথায়? চিলেকোঠার ফ্ল্যাটের রহস্যময় ভাড়াটিয়ার প্রকৃত পরিচয়ই-বা কী?... পুরো বইজুড়ে শুধুই রহস্য! ◼️লেখক পরিচিতিঃ ঔপন্যাসিক এবং গল্পকার হিসেবে মাহিন মাহমুদ এই সময়ের একটি পাঠকপ্রিয় নাম। গ্রামীণ পরিবেশের রূপ, রং এবং সৌন্দর্য গায়ে মেখে তার বেড়ে ওঠা। গ্রামের স্কুলে পড়াশোনোর সূচনা। এরপর বাবার ব্যবসার সুবাদে শহরমুখো হওয়া এবং মাদরাসাশিক্ষায় শিক্ষিত হওয়া। তিনি ভালোবাসেন স্বপ্ন দেখতে। স্বপ্ন দেখেন সুন্দর একটি দেশের। যে দেশের মানুষগুলোর চিন্তা-চেতনা হবে প্রকৃতির মতোই সুন্দর এবং মায়াময়। কিন্তু, সমাজের চিত্র এর ব্যতিক্রম। এ চিত্র তাকে ব্যথিত করে। ব্যাকুল করে হৃদয়। তবুও তার স্বপ্ন-সমাজ একদিন বদলাবেই। দিন বদলের স্বপ্ন নিয়েই তিনি কলম চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই পাঠকসমাজের কাছে সে বার্তা তিনি পৌঁছাতেও পেরেছেন। ‘আঁধার মানবী’, ‘শেষ চিঠি’, ‘একটি লাল নোটবুক’, ‘পুণ্যময়ী’, ‘প্রাসাদপুত্র’ ‘প্রাসাদপুত্র-২-এর মতো ছয়-ছয়টি সুখপাঠ্য উপন্যাস ছাড়াও লিখেছেন আত্মপরিচর্যামূলক গল্পগ্রন্থ-‘কাল থেকে ভালো হয়ে যাব’। বইগুলোর অবস্থান এখন পাঠকপ্রিয়তার সর্বোচ্চ শিখরে। লেখনীর মাধ্যমে তিনি পেরেছেন সমাজের বাস্তব চিত্র অত্যন্ত সফলতার সাথে তুলে ধরতে। ফেসবুক আর ইউটিউবে আকৃষ্ট যুবসমাজকে তিনি পেরেছেন বইপাঠের প্রতি উৎসাহিত করতে। দ্বীনের প্রসার এবং সুন্দর, সুশোভিত সমাজ বিনির্মাণে তার এ প্রচেষ্টা অব্যাহত থাকুক। আমরা লেখকের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি। ◼️চরিত্র সমূহ: ▪️আদিঃ ধনী বাবার বিগড়ে যাওয়া ছেলে। হুট করে তার পথ বদলে গিয়েছিল। সে বেড়িয়ে পড়েছে সিরাতুল মুসতাকিমের সন্ধানে। ▪️অনুঃ আদির বোন ▪️রেহনুমাঃ আদির অতীতের অনেকাংশ যার সাথে জুড়ে আছে। আদির অতীত। ▪️ডা.মনোয়ারাঃ রেহনুমার হসপিটালের সিনিয়র ডাক্তার। আদি ও রেহনুমাকে তিনি খুবই স্নেহ করেন। ▪️মুসাফির মিয়াঃ শহরের এক রিকশাচালক। ঘটনাক্রমে যে হয়ে ওঠে আদির অত্যন্ত কাছের মানুষ। ▪️জনিঃ রেহনুমার ভাই। ▪️রিতুঃ অনুর বান্ধবী। আবেগপ্রবণ এক তরুণী। ▪️আফজাল খানঃ আদির বাবা। প্রচন্ড ইসলামোফোবিক। জঘন্য এক ব্যক্তি, যে নিজের সন্তানের ক্ষতি করতেও দু'বার ভাবে না। ▪️ডেইজি খানঃ আদির সৎ মা। ▪️ফারুক সাহেবঃ মেসের কেয়ারটেকার ▪️মেস মালিকঃ সন্তানহারা বৃদ্ধ এক ব্যক্তি। ও অন্যান্য। ◼️ পাঠ্যানুভূতিঃ লেখক মাহিন মাহমুদের লেখা দ্বিতীয় বারের মতো পড়লাম। প্রাসাদপুত্র-০১ এর চেয়ে ২য় বইটিতে লেখা ও গল্প সবই অনেকটা ইম্প্রুভ হয়েছে। সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ। এখানেও কথাটির বাস্তব প্রয়োগ লক্ষ্যনীয়। লেখক তাঁর উপন্যাসের মাধ্যমে সভ্য সমাজের সভ্য মানুষদের দ্বিমুখীতার চিত্র তুলে ধরেছেন। নিজের ক্ষোভ মেটাতে মানুষরূপী পশু নিজের সন্তানের প্রতি কতটা অন্যায় করতে পারে, তা আফজাল খানকে দেখেই বোঝা যায়। রেহনুমা ও মনোয়ারা যেন এ সমাজের বাস্তব দিকটা তুলে ধরেছে পাঠকের সামনে। কীভাবে সো কলড সভ্য সমাজ ধর্মপ্রাণ মানুষদের বিরুদ্ধে বিদ্বেষ পোষন করে,কীভাবে দিনের পর দিন লেগে থাকে তাদের পেছনে। পুরো বইটা প্রতি পৃষ্ঠায় টানটান উত্তেজনা সৃষ্টি করার মতো। ইসলামি ঘরানায় এমন থ্রিলার বই আছে তা হয়তো কোন পাঠক কল্পনাও করতে পারবে না। বইটা হাতে পেয়ে পুরোটা শেষ না করা পর্যন্ত খুব হাসফাস করছিলাম। একের পর এক কেবল জট পাকিয়ে যাচ্ছিলো নানান ঘটনা। মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো। তাই খুব দ্রুত পড়তে থাকলাম। বইটা পড়ে শেষ করার পর মনে হলো, “শেষ হয়েও হইলোনা শেষ"- সব উত্তর না পাওয়ার আক্ষেপটা রয়ে গেল যে! হয়তো পরবর্তী কিস্তিতে নতুনভাবে এই জোটগুলো খুলবেন লেখক। আমি অপেক্ষায় রইলাম। ◾এক নজরে বইটিঃ বইঃ প্রাসাদপুত্র -২ লেখকঃ মাহিন মাহমুদ পৃষ্ঠাসংখ্যাঃ ২১৬ প্রকাশনায়ঃ Maktabatul Hasan পার্সোনাল রেটিংঃ ৯.৫/১০ প্রকাশসালঃ ২০২৩ ©️ Review by Fahmida Afrin
Was this review helpful to you?
or
আমার পড়া অসাধারণ একটা বই।
Was this review helpful to you?
or
একের ?
Was this review helpful to you?
or
IT'S JUST AN AWSOME NOVEL "PRASADPUTRO 2". IT'S STORY IS CONNECTED WITH "ADHAR MANOBI" THAT WAS INTERESTING.
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ আমি বইটা হাতে পাইছি , আমার মাহিন মাহমুদের বইগুলা এতো ভালো লাগে , যে আমি শুরু থেকে এমন ভাবে পড়ি যাতে কোনো শব্দ বাদ না পড়ে। এখন পর্যন্ত আমি ৪টা বই পড়ছি এখন এইটার পালা প্রত্যেকটা বই super hit.
Was this review helpful to you?
or
অনেক সুন্দর একটা বই??খুবই ভালো লেগেছে
Was this review helpful to you?
or
অনেক সুন্দর একটা বই
Was this review helpful to you?
or
লেখককে অনুরোধ প্রাসাদপুত্র ৩ বের করুন। এখানে যাতে আদি ও অনুর বিয়ের কথা উল্লেখ থাকে।
Was this review helpful to you?
or
one of the best books I have ever read... mind blowing and heart touching. highly recommend ❤️
Was this review helpful to you?
or
outstanding book
Was this review helpful to you?
or
বইটি খুবই চমৎকার নাহিদ মাহমুদ এর লেখা প্রতিটি বই চমৎকার
Was this review helpful to you?
or
অতি শীগ্রই বইটা পড়বো।
Was this review helpful to you?
or
মাহিন মাহমুদ। একজন তরুণ উপন্যাসিক। তাঁর লেখনীর সাথে আমার প্রথম পরিচয় " একটি লাল নোটবুক " উপন্যাসের মাধ্যমে। এই উপন্যাস পড়েই তাঁর লেখা আমার ভালো লেগে যায়।এরপর আঁধার মানবী, পুণ্যময়ী পড়েছি।আর প্রাসাদপুত্র, প্রাসাদপুত্র-২ কেবলই শেষ করলাম। তাঁর গল্প বলার ঢং, শব্দ চয়ন, বাক্যশৈলী বেশ ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে উপন্যাসের ঘটনা প্রবাহ। লেখার মধ্যে এত সাসপেন্সন, শেষ পৃষ্ঠায় না যাওয়া পর্যন্ত কিছু আন্দাজ করা বেশ কঠিন। তাঁর উপন্যাসের আরেকটা বিষয় বেশ ভালো লেগেছে। অল্প কিছু লেখক বাদে আমাদের লেখকরা সাধারণত উপন্যাসে নিজের ধর্মীয় ভাব প্রকাশ করেন না। মুসলমান হওয়া সত্ত্বেও দেখা যায় উপন্যাসে সেই ভাব ফুটিয়ে তুলতে হীনমন্যতায় ভোগেন। মাহিন মাহমুদ এই প্রচলিত ধারার ঠিক বিপরীতে গিয়েছেন। তাঁর সবগুলো উপন্যাসেরই প্রধান চরিত্র সাধারণত বেশ ধার্মিক। যাইহোক প্রাসাদপুত্রের ব্যাপারে আসি। এই উপন্যাসের প্রধান চরিত্র আদি। বড়লোকের বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছেলে। আকস্মিকভাবে রেহনুমার সাথে পরিচয় হয়। পরিচয় থেকে কিছুটা ভাবও তৈরি হয় তাদের মাঝে। তারপর, হঠাৎই জীবনের কোনো এক বাঁকে আদির জীবন পুরো নব্বই ডিগ্রী অ্যাঙ্গেলে ঘুরে যায়। ধর্মের ধারে কাছে না যাওয়া ছেলেটা হঠাৎই ধর্মের দিকে বেশ ঝুঁকে পড়ে। তারপরই, তার জীবন থেকে হারিয়ে যায় পিতার প্রাসাদতুল্য আবাস ও প্রিয় রেহনুমা। ধার্মিক আদির জন্য এতটুকু ঠাঁয়ও মেলে না পিতার প্রাসাদে। যাইহোক উপন্যাসের ঘটনা প্রবাহ এগিয়েছে দুইটি টাইমজোনে প্যারালালি। এক টাইম জোনে আছে আদির অতীত জীবন। আর, অন্য জোন জুড়ে রয়েছে অন্যের উপকার করার প্রতি আদির তাড়না। দ্বিতীয় অংশে অবতারণা হয় এক উপকারী ইমামের পরিবার, একজন রহস্যময় বই-বালক, আর সেই পূর্ব-পরিচিত রেহনুমার এক রহস্যময় রুপের। সাথে যোগ হয়, চিলেকোঠার ফ্ল্যাটের রহস্যময় ভাড়াটিয়া, ছাব্বিশ বছর পূর্বের এক হত্যাকাণ্ড এবং আদির মায়ের মৃত্যুরহস্য। আসলে পুরো বইজুড়ে শুধুই রহস্য! তবে, প্রাসাদপুত্রের চেয়ে প্রাসাদপুত্র-২ বেশি রহস্যময়। আমাদের সমাজে একজন ভালো মানুষের থেকে সবাই উপকার নিতে চাই এবং উপকার পেলে খুব প্রশংসা করে। কিন্তু, হঠাৎ সেই ব্যক্তি কোনো বিপদে পড়লে কেউই পাশে দাঁড়িয়ে সাহস যোগায় না। উপন্যাসের মধ্যে একটা জায়গায় আদির সাথে ঠিক এমনটাই হয়। সেই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি চমকপ্রদ মনে হয়েছে। উপন্যাসটা পড়তে পারেন। আশা করি, জার্নিটা খারাপ লাগবে না।
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই। প্রাসাদপূত্র অনেক ভালো লেগেছিলো। প্রাসাদপুত্র ২ সে তো আরো বেশি ভালো। ধন্যবাদ লেখককে।